Jhikargacha.com

Jhikargacha.com হালের খবর, কালের খবর

jhikargacha.com একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের যশোর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা ঝিকরগাছা-কে ঘিরে গড়ে উঠেছে। ২০২২ সালের ৩ জুলাই যাত্রা শুরু করা এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হচ্ছে ঝিকরগাছার ইতিহাস, সংস্কৃতি, জনজীবন, ভাষা, সাহিত্য, সামাজিক উন্নয়ন ও সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোকে স্থানীয় ও বৈশ্বিক পাঠকের সামনে তুলে ধরা।

ঝিকরগাছা শুধু একটি উপজেলা নয়, এটি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের একটি সমৃ

দ্ধ জনপদ। শতাব্দীপ্রাচীন বাণিজ্য ঐতিহ্য, নদীভিত্তিক জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি, ও নানা আঞ্চলিক কৃষ্টি মিলিয়ে এই অঞ্চলটি এক অনন্য ইতিহাস বহন করে। এই ইতিহাসকে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস থেকেই jhikargacha.com-এর সূচনা।

আমরা বিশ্বাস করি—প্রত্যেক জনপদের নিজস্ব গল্প আছে। আমাদের প্ল্যাটফর্ম সেই গল্পগুলোকে খুঁজে এনে, পরিশীলিত ভাষায়, ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করে। এখান থেকে পাঠক ঝিকরগাছার ইতিহাস, গুরুত্বপূর্ণ স্থান, স্থানীয় ব্যক্তিত্ব, সমাজ-সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, জনপ্রিয় খাবার, রাজনৈতিক ঘটনা, স্থানীয় সংবাদ এবং অন্যান্য নানা বিষয় জানতে পারবেন।

আমাদের ভিজ্যুয়াল ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি পাঠকের সঙ্গে এক আবেগময় সংযোগ স্থাপন করতে। আমাদের রয়েছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এবং ইনস্টাগ্রাম প্রোফাইল—যেখান থেকে আরও ঘনিষ্ঠভাবে আমাদের জনপদের মানুষের সঙ্গে সংযুক্ত থাকা যায়।

jhikargacha.com কেবল একটি ওয়েবসাইট নয়—এটি একটি চলমান দলিল, যা সময়ের সাথে সাথে ঝিকরগাছার পরিবর্তন, সংগ্রাম, উন্নয়ন এবং গৌরবময় স্মৃতিগুলোকে ধারণ করে রাখতে চায়।


আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 ইমেইল: [email protected]

ঝিকরগাছা উপজেলার আয়তন ও অবস্থান #ঝিকরগাছার_জনজীবন  #ঝিকরগাছা৭৪২০
16/07/2025

ঝিকরগাছা উপজেলার আয়তন ও অবস্থান

#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০

'বিটা' শব্দ দিয়ে একটি বাক্য গঠন করুন 👇- বিটা লোকের কাজই এরাম 🧔‍♂️😄🧔‍♂️ #ঝিকরগাছার_জনজীবন  #ঝিকরগাছা৭৪২০
15/07/2025

'বিটা' শব্দ দিয়ে একটি বাক্য গঠন করুন 👇
- বিটা লোকের কাজই এরাম 🧔‍♂️😄🧔‍♂️

#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০

🎓 প্রতি বছরের মতো এবারও যশোর জেলা পরিষদ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রম শুরু ...
12/07/2025

🎓 প্রতি বছরের মতো এবারও যশোর জেলা পরিষদ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেছে। এবারের বৃত্তির জন্য ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গরিব ও মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জুলাই ২০২৫।

বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। লিংক কমেন্টে 👇

#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০ #যশোর #শিক্ষা_বৃত্তি

বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। লিংক কমেন্টে 👇
11/07/2025

বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। লিংক কমেন্টে 👇

বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। লিংক কমেন্টে 👇
11/07/2025

বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। লিংক কমেন্টে 👇

10/07/2025

যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯%

লিংক কমেন্টে 📎২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হবে। শিক্ষা বোর্ড সমন্বয় কমি...
10/07/2025

লিংক কমেন্টে 📎
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হবে। শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশ করা হবে দুপুর ২টায়।

ফুলের রাজ্যের প্রবেশপথ। গদখালি বাজার, ঝিকরগাছা। ৯ জুলাই ২০২৫।  #ঝিকরগাছার_জনজীবন  #ঝিকরগাছা৭৪২০
09/07/2025

ফুলের রাজ্যের প্রবেশপথ। গদখালি বাজার, ঝিকরগাছা। ৯ জুলাই ২০২৫।

#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০

১৯৯১ সালের ছবিতে পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিনের চালের একটামাত্র স্কুলভবন। সামনে খোলা মাঠ। সাদা-লাল পোশাকে সারি...
09/07/2025

১৯৯১ সালের ছবিতে পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। টিনের চালের একটামাত্র স্কুলভবন। সামনে খোলা মাঠ। সাদা-লাল পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। তখনো ওঠেনি সীমানা প্রাচীর। পাশের সড়কটিতে চড়েনি পীচের আস্তরণ। কার কার স্মৃতিতে আছে এসব দিনগুলো?

ছবিটির সৌজন্যে: Mohidul Islam Badol

বর্ষার পানিতে টইটম্বুর কাটাখাল। স্লুইস গেট খুলতেই কপোতাক্ষে গড়িয়ে পড়ছে খালের জল, সাথে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ। ফলে কাট...
03/07/2025

বর্ষার পানিতে টইটম্বুর কাটাখাল। স্লুইস গেট খুলতেই কপোতাক্ষে গড়িয়ে পড়ছে খালের জল, সাথে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ। ফলে কাটাখালে ভিড় জমছে মাছ শিকারীদের। বর্ষাকালে কাটাখাল এলাকায় এটা প্রতিবছরের চেনা দৃশ্য।

📷 কাটাখাল, ঝিকরগাছা। ১ জুলাই ২০২৫।

#ঝিকরগাছা৭৪২০ #ঝিকরগাছার_জনজীবন #কাটাখাল

আবহমান কাল ধরে বাঙালির হেঁসেল শুধু রান্নার জায়গা নয়—ছিলো সংসার, সম্পর্ক, আর মাটির ঘ্রাণে গড়া এক সাংস্কৃতিক পরিসর। পাতলা ...
28/06/2025

আবহমান কাল ধরে বাঙালির হেঁসেল শুধু রান্নার জায়গা নয়—ছিলো সংসার, সম্পর্ক, আর মাটির ঘ্রাণে গড়া এক সাংস্কৃতিক পরিসর। পাতলা ডালে ভেজা পান্তা, শীতের সকালে ঘুচো চিংড়ির টক ঝোল, কিংবা মাঠ থেকে তুলে আনা ফুলকপির সঙ্গে ট্যাংরা মাছের ঝোল এসব শুধু স্বাদের স্মৃতি নয়, ছিলো জীবনের পাঠ, ঋতুর ছন্দ, আর প্রজন্মান্তরের ভালোবাসার চর্চা।

কিন্তু সেই রান্নাঘর এখন ছোট হয়ে এসেছে। শহরের ছিমছাম রান্নাঘরে চকচকে প্যাকেটের মসলা, বিদেশি রেসিপি আর বড্ড বেশি স্বাস্থ্য সচেতনতায় রান্নাঘর হারিয়ে ফেলেছে তার প্রাণ। হারিয়ে যাচ্ছে সেই রান্নার ঘরের ধোঁয়া, কাঁসার হাঁড়ির শব্দ, ছেঁড়া শাড়ির আঁচলে মায়ের হাতের গন্ধ। সেই জায়গাটিকে আজ প্রথার নামে পণ্য করে তুলেছে এক বিপণিবদ্ধ সংস্কৃতি, এবং বাজার-নির্ভর এই আগ্রাসন মুছে দিচ্ছে আমাদের নিজস্ব রন্ধনভাষা। তেল-মসলায় ভেজা তথাকথিত ‘রিচ’ খাবারের জাঁকালো খাদ্যাভ্যাসের পেছনে পড়ে আছে এক হারানো গ্রামবাংলা। যেখানে ভাতের হাঁড়ি বড় হলেও মশলার কৌটো ছিলো ছোট। যেখানে রান্না মানেই ছিলো একেকটা ঋতুর গল্প, নদীঘেরা জীবনের ছবি, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত জ্ঞান আর কৌশলের নিরব প্রকাশ।

‘পুঁটি মাছের প্রাণ’ সিরিজ সেই হারানো রন্ধন-ঐতিহ্যের পেছনে ফিরে তাকানোর প্রয়াস। রান্নার রেসিপি নয়, বরং থাকছে রান্নার গল্প। থাকছে নদীঘেঁষা মাছ ধরা জীবনের টুকরো স্মৃতি, হেঁসেলের ভেতরে কেটে যাওয়া দীর্ঘ দুপুরের ছবি, আর থাকবে সেইসব স্বাদ আর ঘ্রাণের অনুপুঙ্খ বর্ণনা। এই সিরিজে আমরা ফিরে যাবো সেই রান্নাঘরে, যেখানে দিদার হাতের আলু-পটলের ঝোলেই লুকিয়ে ছিলো স্বাস্থ্য আর সম্পর্কের নিঃশব্দ গাঁথা। সাগর মল্লিক-এর ধারাবাহিক লেখায় আমরা ফিরে যাবো সেই ডালের বড়ি ভাজা দুপুরে, যেখানে রান্না মানে ছিলো যত্ন, সময় আর ভালোবাসা।—সম্পাদক

লেখাটির লিংক কমেন্টে 👇

📚 এইচএসসি ও সমমান ২০২৫ এর যাত্রা শুরু হলো আজ থেকে!  #ঝিকরগাছার_জনজীবন  #ঝিকরগাছা৭৪২০
26/06/2025

📚 এইচএসসি ও সমমান ২০২৫ এর যাত্রা শুরু হলো আজ থেকে!

#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Jhikargacha.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhikargacha.com:

Share