Kids Heavent

Kids Heavent like,View...
(4)

26/08/2024
11/08/2024

আমাকে প্রয়োজন মনে না করলে বলেন, আমি চলে যাবো। কিন্তু যেহেতু আমাকে ডেকেছেন তাহলে আমার কথা শুনতে হবে।

- ড. মুহাম্মদ ইউনূস

28/03/2024

আপনি কি জানেন বাচ্চাদের ক্ষেত্রে বারবার বমি হবার কারণ কি?

~নবজাতকের ক্ষেত্রে মায়ের দুধ চুষতে এবং গিলতে অসুবিধার জন্য বমি হয়।
~বেশির ভাগ ক্ষেত্রে বমির প্রধান কারণ হলো বাচ্চাকে ভুল পদ্ধতিতে খাওয়ানো।
~অনেক বাবা মা বাচ্চাকে জোর করে খাওয়ান। বাচ্চা খেতে না চাইলেও অনেক মা জোর করে বাচ্চাকে দুধ বা অন্য খাবার খাওয়ান। এ কারণে বমি হয়।
~একই খাবার বারবার খাওয়ালে বাচ্চার রুচি নষ্ট হয়ে যায় এবং সে বমি করে ফেলে দেয়।
~হঠাৎ করে বাচ্চার খাবারে পরিবর্তন আনলে বাচ্চার বমি হতে পারে।
~বাচ্চা মাথায় আঘাত পেলে বমি করতে পারে।
~খাবার পরে বাচ্চাকে বিশ্রাম না দিলে কিংবা বাচ্চাকে সাবধানে নাড়াচাড়া না করলে বাচ্চা বমি করে।
~বাচ্চা দীর্ঘ সময় ধরে কাঁদলে তার বমি হয়।~ভ্রমণজনিত অসুস্থায় বাচ্চা বমি করে।
~মাথাব্যথা কিংবা পেটব্যথার জন্য বাচ্চার বমি হয়।~বিভিন্ন দুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় বাচ্চার বমি হতে পারে। বিভিন্ন অসুখে বাচ্চার বমি হয়। এসব অসুখের মধ্যে রয়েছে-টনসিলাইটিস, কানের সংক্রমণ, মূত্রের সংক্রমণ, নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ, বদহজম, ডায়রিয়া, হুপিং কাশি, কৃমির সংক্রমণ প্রভৃতি।

19/03/2024

সুজি, সাগু, চালের গুঁড়া অথবা সেরেলাক দিয়ে বাড়তি খাবার শুরু করলে আপনার বাবু দেখতে মোটা মনে হলেও সু-স্বাস্থ্যবান হবে না।

18/03/2024

আপনার বাচ্চার কাশির কারণ যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলে তাকে রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যান্টিহিস্টামিন খেতে দিন।অ্যালার্জিজনিত কাশিতে অ্যান্টিহিস্টামিন সিরাপ বেশ উপকারী।

18/03/2024

বাচ্চাদের মধ্যে সাধারণত ঠান্ডা লাগার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে রাইনো ভাইরাস।এই ভাইরাস হাঁচি, কাশি, বাতাসের মাধ্যমে ছড়ায়।
এই ভাইরাসে আক্রান্ত হলে বাচ্চাদের চোখ লাল হয়ে যায়, ঘন ঘন শ্বাস নেয়, ঠোঁট শুকিয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, কান চুলকায় ইত্যাদি সমস্যা দেখা দেয়। এই অবস্থায় দেরি না করে দ্রত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।
~DR. MAHADY

18/03/2024
17/03/2024

✔️অনেকে আমাকে রিকুয়েষ্ট করেছেন বাচ্চাদের কাশি মানেই নিউমোনিয়া? এই বিষয়টা যাতে আমি একটু ব্যাখ্যা করি।

কাশি হলেই নিউমোনিয়া বলা যাবে না। বাচ্চাদের অনেক কারণেই কাঁশি হতে পার। যেমন: এলার্জি, ঠাণ্ডা ও গরমে ঘেমে গেলে কাশি হতে পারে। এ কাশির সাথে জ্বর থাকবে না। কিন্তু নিউমোনিয়া হলে কাশির সাথে জ্বর থাকবে। নিউমোনিয়ার পূর্বে কাশি হয় না, প্রথম জ্বর হয় তারপর কাশি হয়। জ্বরের সঙ্গে যখন কাশি হয় এবং কফ আসে অথবা ছোট বাচ্চাদের শ্বাস নেওয়ার সময় যদি হার বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে এটি নিউমোনিয়া। নিউমোনিয়া হলে বাচ্চারা ঘনঘন শ্বাস নেয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। খাওয়ার প্রতি অনীহা হয় এবং দুর্বল হতে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

~Dr. Mahady Hasan
Newborn & Child Specialist

09/03/2024

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Kids Heavent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kids Heavent:

Share

Category