06/10/2025
গিত ০৩ অক্টোবর শুক্রবার বাদ জুম’আ রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় বক্তব্য প্রদান করেন যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল হুসাইন, সদস্য সচিব মাকছুদুর রহমান জুনায়েদ। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন আরিফ বিল্লাহ যশোরী। এছাড়া কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের অপতৎপরতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। পার্বত্য অঞ্চলে দেশবিরোধী শক্তির কর্মকাণ্ডকে জাতির জন্য অশনি সংকেত আখ্যায়িত করে অবিলম্বে এ ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম দমন করার আহ্বান জানান।
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেতৃবৃন্দ বলেন, এটি মুসলমানদের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। অথচ ইসলামী শিক্ষা বই থাকলেও এখনো এর জন্য কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
এছাড়া ফিলিস্তিনগামী ফ্লোটিলায় দখলদার ইসরাইল কর্তৃক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নগ্ন লঙ্ঘন। মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। বাংলাদেশ সরকারকে সাহায্যের হাত আরও সম্প্রসারিত করতে হবে।
বক্তারা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কওমী ছাত্রসমাজ সর্বদা সোচ্চার থাকবে এবং দেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে।
বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
বার্তা প্রেরক:
ফারাবী আল আমিন
মুখপাত্র, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন