Arif billah

Arif billah ❝সিনিয়র যুগ্ম সদস্য সচিব❞ বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।
ইসলাম,দেশ,মানবতার পক্ষে অনড় আমি।
"ceo of Al-Ma'arif
(6)

আমরা সুন্নি মুসলিম হয়েও আজ জালিমদের বিরুদ্ধে দাঁড়াতে পারছি না, পক্ষ নিতে পারছি না মজলুমের। অথচ ইরান,যারা শিয়া মুসলিম তার...
18/06/2025

আমরা সুন্নি মুসলিম হয়েও আজ জালিমদের বিরুদ্ধে দাঁড়াতে পারছি না, পক্ষ নিতে পারছি না মজলুমের। অথচ ইরান,যারা শিয়া মুসলিম তারা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে প্রমাণ করছে মুসলিম উম্মাহর মর্যাদা কিভাবে রক্ষা করতে হয়।

এই সময়ে ই*রা*নের বিরোধিতা মানে যেন জালিম ই*স-রায়েলের পরোক্ষ সমর্থন এ সত্য আমরা উপেক্ষা করলেও ইতিহাস করবে না।

আরিফ বিল্লাহ যশোরী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন

"ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোর সহ সমগ্র দেশ-বিদেশ...
06/06/2025

"ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোর সহ সমগ্র দেশ-বিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
" ঈদ মুবারক"

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের ছিল অগ্রণী ভূমিকা,তাদের সাহসিকতা ও আত্মত্যাগই রচনা করেছিল আন্দোলনের গতি।সেই গৌরবময়...
30/05/2025

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের ছিল অগ্রণী ভূমিকা,তাদের সাহসিকতা ও আত্মত্যাগই রচনা করেছিল আন্দোলনের গতি।
সেই গৌরবময় ইতিহাস আজও আমাদের প্রেরণা জোগায়।

আরিফ বিল্লাহ যশোরী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন

"বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটের মুখে"একদিকে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, অন্যদিকে বিদেশি ক...
26/05/2025

"বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটের মুখে"

একদিকে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, অন্যদিকে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার ষড়যন্ত্র। সীমান্তে বিএসএফের পুশ-ইন মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। এসব ইস্যুতে জাতি যেন নিঃশব্দ প্রতিবাদের ঘোরে ডুবে আছে। এখনই প্রয়োজন জনগণের জাগরণ ও কঠোর অবস্থান।

আরিফ বিল্লাহ যশোরী,
সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন
#বৈষম্যবিরোধী #কওমী #ছাত্র #আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ী রণক্ষেত্রতে অপরিসীম ভূমিকা রাখায় আমাকে এ দুটি সম্মাননা স্মারক দিয়েছে দুটি সংগঠন। পরম যত্...
25/05/2025

জুলাই গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ী রণক্ষেত্রতে অপরিসীম ভূমিকা রাখায় আমাকে এ দুটি সম্মাননা স্মারক দিয়েছে দুটি সংগঠন।
পরম যত্নে রেখে দিয়েছি এগুলো, যতবারই এগুলোর দিকে চোখ পড়ে ততবারই জুলাইয়ের স্মৃতি গুলো চোখের সামনে ভেসে।
অথচ ১০ মাস পেরিয়ে গেল আজও জুলাইয়ের সেই উদ্দেশ্য সঠিকভাবে পেলাম না এটাই বড় আফসোস!

পীর সাহেব চরমোনাই: বাংলাদেশের রাজনীতিতে এক আলোকিত নেতৃত্ব।বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যখন আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয...
24/05/2025

পীর সাহেব চরমোনাই: বাংলাদেশের রাজনীতিতে এক আলোকিত নেতৃত্ব।

বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যখন আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার অভাব প্রকট হয়ে উঠেছে, তখন একদলিক নেতৃত্বের ছাপের মাঝে ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছেন একজন ধর্মভিত্তিক রাজনৈতিক নেতা পীর সাহেব চরমোনাই। তিনি শুধু একজন আলেম বা পীর-ই নন, বরং একজন চিন্তাশীল, দূরদর্শী ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হিসেবে দেশের রাজনীতিতে যে ভূমিকা রেখে চলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে দেখেন না, বরং তা মানুষ ও রাষ্ট্রের কল্যাণের জন্য একটি আমানত হিসেবে বিবেচনা করেন। তার ভাষণ, মতামত ও কর্মধারা সবসময় ইসলাম, ন্যায় ও দেশপ্রেমকে ভিত্তি করে পরিচালিত হয়।

বর্তমান সমাজে যখন দুর্নীতি, মাদক, বেহায়াপনা ও নৈতিক অবক্ষয় তরুণ প্রজন্মকে বিপথগামী করছে, তখন তিনি দৃঢ়ভাবে ইসলামী মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। শিক্ষা, বিচার, অর্থনীতি সহ রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামভিত্তিক ন্যায়পরায়ণ ও মানবিক ব্যবস্থা চালু করার আহ্বান জানাচ্ছেন। তার রাজনৈতিক দর্শনে রয়েছে স্পষ্টতা, স্থিতিশীলতা এবং জনসম্পৃক্ততা।

তরুণ সমাজকে তিনি রাজনীতির মাঠে ন্যায় ও আদর্শের ভিত্তিতে নেতৃত্ব দিতে উদ্বুদ্ধ করছেন। "শুধু নেতা নয়-নীতিরও পরিবর্তন চাই"এই শ্লোগান শুধু একটি রাজনৈতিক ভাষ্য নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ রূপকল্প, যেখানে তিনি একটি আদর্শ সমাজ গঠনের স্বপ্ন দেখেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পীর সাহেব চরমোনাই কখনোই আপোষের রাজনীতি করেননি। অন্যায়ের সঙ্গে কখনো মিশে যাননি। এই সততা ও নিষ্ঠাই তাঁকে আজকের বাংলাদেশের অন্যতম সেরা ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

✍️ আরিফ বিল্লাহ যশোরী

"কওমী ছাত্ররা যদি একতাবদ্ধ হতো, তবে অবহেলার নয়, শ্রদ্ধার দৃষ্টিতে সমাজ তাদের দেখতো।— নিজেদের সম্মান ও প্রভাব প্রতিষ্ঠা ক...
21/05/2025

"কওমী ছাত্ররা যদি একতাবদ্ধ হতো, তবে অবহেলার নয়, শ্রদ্ধার দৃষ্টিতে সমাজ তাদের দেখতো।
— নিজেদের সম্মান ও প্রভাব প্রতিষ্ঠা করতে একতা আজ সময়ের সবচেয়ে বড় দাবি।

আরিফ বিল্লাহ যশোরী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব,বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

#বৈষম্যবিরোধীকওমীছাত্রআন্দোলন
#বৈষম্যবিরোধী #কওমী #ছাত্র #আন্দোলন

অটো রিকশা কোনো অপরাধ নয়, বরং তা একজন গরিবের জীবন বাঁচানোর উপায়।আসল সমস্যা লুকিয়ে আছে বেকারত্বের করাল ছায়ায়, আর আমাদের ভে...
14/05/2025

অটো রিকশা কোনো অপরাধ নয়, বরং তা একজন গরিবের জীবন বাঁচানোর উপায়।
আসল সমস্যা লুকিয়ে আছে বেকারত্বের করাল ছায়ায়, আর আমাদের ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোতে।
এই সমাজে বড়লোকের রিকশা মানে কল-কারখানা, সেটি কেউ ছুঁতে পারে না।
কিন্তু গরিবের একমাত্র ভরসা—অটো রিকশা—তা নিমিষেই গুঁড়িয়ে দেওয়া যায়!

এই বৈষম্যপূর্ণ নীতিই আজকে আমাদের সবচেয়ে বড় সংকট।
আমরা যদি সত্যিকার সমাধান চাই, তাহলে গরিবের রুটি ছিনিয়ে নয়,
বেকারত্ব ও বৈষম্যের মূল শিকড় উপড়ে ফেলতে হবে।

— আরিফ বিল্লাহ যশোরী
সিনিয়র যুগ্ম, সদস্য সচিব
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন
#বৈষম্যবিরোধী #কওমী #ছাত্র #আন্দোলন

❝চরমপন্থা নয়, মধ্যমপন্থাই আমাদের পথ"'আমরা বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন বিশ্বাস করি—অতিরিক্ত বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি, ...
12/05/2025

❝চরমপন্থা নয়, মধ্যমপন্থাই আমাদের পথ"

'আমরা বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন বিশ্বাস করি—অতিরিক্ত বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি, কোনোটাই কল্যাণ বয়ে আনে না।
আমাদের আদর্শ মধ্যমপন্থা—সুন্নাহসম্মত, ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ।
চলমান বাস্তবতায় জাতিকে এই উত্তম পন্থায় চলার আহ্বান জানাই।

আরিফ বিল্লাহ যশোরী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন
#বৈষম্যবিরোধী #কওমী #ছাত্র #আন্দোলন

ইসলামপন্থী সংগঠন আইসিএবির কেন্দ্রীয় সহ-সভাপতির প্রতি অবমাননাকর আচরণের জন্য হাসনাত আব্দুল্লাহকে অবিলম্বে তার কাছে প্রকাশ্...
11/05/2025

ইসলামপন্থী সংগঠন আইসিএবির কেন্দ্রীয় সহ-সভাপতির প্রতি অবমাননাকর আচরণের জন্য হাসনাত আব্দুল্লাহকে অবিলম্বে তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

যদি তিনি অনতিবিলম্বে তাঁর আচরণের জন্য লজ্জিত হয়ে ক্ষমা না চান, তবে বাংলার জনগণ ইতিহাসের আস্তাকুঁড়ে তাঁর স্থান নির্ধারণ করতে বাধ্য হবে।

আরিফ বিল্লাহ যশোরী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব
বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন #বৈষম্যবিরোধী #কওমী #ছাত্র #আন্দোলন

প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আমাদের ঘাম ঝড়ানো এই আন্দোলন বৃথা যায়নি।শত শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে।হে বিপ্লবি বন্ধু! আবা...
11/05/2025

প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আমাদের ঘাম ঝড়ানো এই আন্দোলন বৃথা যায়নি।
শত শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে।
হে বিপ্লবি বন্ধু! আবারো দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে,জনগণের স্বার্থে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যশোর ভৈরব চত্বরে অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর শহর শাখ...
09/05/2025

আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যশোর ভৈরব চত্বরে অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর শহর শাখার সভাপতি মুহাম্মাদ আরিফ বিল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Address

Jessore

Telephone

+8801907001211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif billah:

Share