Arif billah

Arif billah ❝সিনিয়র যুগ্ম সদস্য সচিব❞ বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন
ইসলাম,দেশ,মানবতার পক্ষে অনড় আমি।
"ceo of Al-Ma'arif
(6)

রাজ্য ঠিকই থেকে যায় কিন্তু রাজা চিরকাল থাকেনা।
19/11/2025

রাজ্য ঠিকই থেকে যায় কিন্তু রাজা চিরকাল থাকেনা।

মডেল হিসেবে কাজ করতে করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি।
09/10/2025

মডেল হিসেবে কাজ করতে করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল ও সাতক্ষীরার সোহাগ হোসেন কর্তৃক কুরআন ও ইসলাম অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শ...
08/10/2025

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল ও সাতক্ষীরার সোহাগ হোসেন কর্তৃক কুরআন ও ইসলাম অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন -এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আরিফ বিল্লাহ যশোরী।

গিত ০৩ অক্টোবর শুক্রবার বাদ জুম’আ রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বি...
06/10/2025

গিত ০৩ অক্টোবর শুক্রবার বাদ জুম’আ রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য প্রদান করেন যুগ্ম আহ্বায়ক মোস্তফা আল হুসাইন, সদস্য সচিব মাকছুদুর রহমান জুনায়েদ। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন আরিফ বিল্লাহ যশোরী। এছাড়া কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের অপতৎপরতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। পার্বত্য অঞ্চলে দেশবিরোধী শক্তির কর্মকাণ্ডকে জাতির জন্য অশনি সংকেত আখ্যায়িত করে অবিলম্বে এ ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম দমন করার আহ্বান জানান।

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেতৃবৃন্দ বলেন, এটি মুসলমানদের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। অথচ ইসলামী শিক্ষা বই থাকলেও এখনো এর জন্য কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।

এছাড়া ফিলিস্তিনগামী ফ্লোটিলায় দখলদার ইসরাইল কর্তৃক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নগ্ন লঙ্ঘন। মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। বাংলাদেশ সরকারকে সাহায্যের হাত আরও সম্প্রসারিত করতে হবে।

বক্তারা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কওমী ছাত্রসমাজ সর্বদা সোচ্চার থাকবে এবং দেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

বার্তা প্রেরক:
ফারাবী আল আমিন
মুখপাত্র, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন

২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম শক্তি, কওমীদের সর্ববৃহৎ প্লাটফর্ম দারুল উলুম হাটহাজারী ও চারিয়া মাদরাসায় আক্রমণকারী প্রতি...
07/09/2025

২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম শক্তি, কওমীদের সর্ববৃহৎ প্লাটফর্ম দারুল উলুম হাটহাজারী ও চারিয়া মাদরাসায় আক্রমণকারী প্রতিটি ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তবেই কেবল বাংলাদেশ "আইনের বৈষম্য থেকে রক্ষা পাবে।
অন্যথায় আমাদের ২৪ এর আন্দোলন সফল হলেও আমরা বৈষম্য দূর করতে ব্যর্থ।

মুহাম্মাদ আরিফ বিল্লাহ
সিনিয়র যুগ্ম সদস্য সচিব, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন
#আরিফ_বিল্লাহ_যশোরী

মাননীয় উপদেষ্টাগণ!আপনারা জনগনের জন্য বিএনপি নামক স*ন্ত্রা*সী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করুন।যদি এটা করতে আপনারা ব্যর্থ হন তা...
09/08/2025

মাননীয় উপদেষ্টাগণ!
আপনারা জনগনের জন্য বিএনপি নামক স*ন্ত্রা*সী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করুন।
যদি এটা করতে আপনারা ব্যর্থ হন তাহলে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়ে ক্ষমতা ছেড়ে দিন।

যেই সরকার দেশের স*ন্ত্রা*স দমন করতে পারেনা তারা এদেশের সরকার হওয়ার যোগ্যতা রাখেনা।

আরিফ বিল্লাহ যশোরী
সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

#বৈষাম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন

ফিরে দেখা ইতিহাস২০২৪ এর ৫ আগস্ট স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করায় বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মিষ্ট...
06/08/2025

ফিরে দেখা ইতিহাস
২০২৪ এর ৫ আগস্ট স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করায় বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মিষ্টি মুখ করিয়েছে যাত্রাবাড়ী বড় মাদরাসার তাকমীল জামাতের ছাত্ররা।

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন

05/08/2025

জুলাই গণ-অভ্যুত্থানে শ*হীদ পরিবারের খোজ নিচ্ছে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন।

#বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন

05/08/2025

৩৬ শে জুলাই তথা ৫ই আগস্ট চোখের সামনে সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল তা বর্ণনা করছে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাম্মাদ আরিফ বিল্লাহ যশোরী।

23/07/2025

জুলাই গণ-অভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের বিশাল এক্টিভিটির কিছু স্থিরচিত্র।

পরবর্তী ভিডিওতে আরো ব্যাপক স্থিরচিত্র যোগ করা হবে ইনশাআল্লাহ। সকলেই নিজ নিজ এক্টিভিটির কিছু স্থিরচিত্র আমাদের কমেন্টবক্সে দিতে পারেন পরবর্তী ভিডিওর জন্য।

#জুলাই #জুলাই_বিপ্লব #জুলাই_গণ_অভ্যুত্থান #বিপ্লব #মাদরাসা #ইউনিভার্সিটি #বৈষম্যবিরোধী_কওমী_ছাত্র_আন্দোলন

Address

Jessore

Telephone

+8801907001211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif billah:

Share