08/07/2025
শিশুদের জ্বর হলে করণীয়ঃ
✅ শিশুর গায়ে হালকা কাপড় রাখুন। জ্বর বেশি হলে শিশুর সব জামাকাপড় খুলে দিন।
✅ ঘরের দরজা-জানালা খোলা রাখুন। ফ্যান ছেড়ে রাখুন অথবা হাতপাখা দিয়ে শিশুর সমস্ত শরীরে বাতাস করুন।
✅ জ্বর কমাতে মাত্রা অনুযায়ী প্যারাসিটামল সিরাপ, ট্যাবলেট বা সাপোজিটরী ব্যবহার করুন।
✅ জ্বর বাড়তে থাকলে পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে পানি নিংড়ে নিয়ে প্রথমে পা তারপর হাত, বুক, পেট, পিঠ ও মাথা বারবার মুছে দিন। এক্ষেত্রে ঠান্ডা কিংবা অধিক গরম পানি ব্যবহার করবেন না।
✅ শিশুকে প্রচুর পানি, শরবত ফলের রস খেতে দিন।
✅ শিশুকে তার স্বাভাবিক খাবার খেতে দিন।
✅ জ্বর হলে শিশুর গায়ে বা মাথায় তেল মাখাবেন না। তেল মাথার ত্বক থেকে তাপ বিকিরণে বাঁধা দেয়।
✅ জ্বরের সাথে খিঁচুনি হলে, শিশু নেতিয়ে পরলে, নিষ্পলক স্থির দৃষ্টিতে চোখ মেলে রাখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
✅ চিকিৎসকের সহায়তায় জ্বরের প্রকৃত কারণ বের করে তার চিকিৎসা করান।
Dr.Tanvir Ahmed