14/11/2025
🌸 শেষ বিকেলের আলো 🌅🌸
একটা ছোট শহর, নাম মাধবপুর। শহরটা তেমন বড় না, কিন্তু বিকেলের সূর্য যখন লালচে হয়ে পড়ে, পুরো শহরটা যেন সোনালী আলোয় ভেসে যায়। ঠিক সেই সময়টাতেই রাহুলের দেখা হয় নীহারিকার সঙ্গে।
রাহুল কলেজে নতুন ভর্তি হয়েছে, শহরটাও তার কাছে নতুন। একদিন বিকেলে সে নদীর ধারে বসে স্কেচ আঁকছিল। হঠাৎ হালকা বাতাসে কিছু কাগজ উড়ে গিয়ে এক মেয়ের পায়ে লাগে। মেয়েটি কাগজ তুলে দেয়, মিষ্টি হাসি হেসে বলে,
“তুমি আঁকো?”
রাহুল একটু লজ্জা পেয়ে মাথা নাড়ল, “হ্যাঁ, একটু-আধটু চেষ্টা করি।”
সেই ছোট্ট আলাপের মধ্য দিয়েই শুরু হয় এক নতুন গল্প। প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে বসে গল্প করত—রাহুল আঁকত, নীহারিকা বই পড়ত। দিনগুলো কেটে যাচ্ছিল হালকা হাসি আর নরম অনুভূতিতে।
কিন্তু একদিন নীহারিকা জানাল, সে অন্য শহরে পড়তে যাবে। রাহুল কিছুই বলতে পারল না—শুধু তাকে শেষ বিকেলের আলোয় বসে আঁকল। ছবিটায় ছিল নীহারিকার হাসি, আর পেছনে সোনালী আকাশ।
বছর দুই পর রাহুলের এক প্রদর্শনী হয় ঢাকায়। দেয়ালে টাঙানো সেই ছবির নিচে লেখা—
“শেষ বিকেলের আলো—তার জন্য, যে হাসি আমার ক্যানভাসে আজও বেঁচে আছে।”
ঠিক তখনই কেউ পেছন থেকে বলে,
“তুমি এখনো ওই বিকেলের আলো ভুলোনি?”
রাহুল ঘুরে দেখে—নীহারিকা দাঁড়িয়ে, আগের মতোই মিষ্টি হাসি মুখে।
বিকেলের আলো আবার সোনালী হয়ে ওঠে।💞