নামহীন অনুভূতি

নামহীন অনুভূতি নিজের সম্পর্কে কিছু বলার নাই --আমি বৃষ্টিতে হাটতে ভালোবাসি যাতে কেউ আমার কান্না দেখতে না পারে৷৷
(1)

28/06/2025

মন তোমার কাছে থাকছে , এক আকাশ সমান স্বপ্ন আঁকছে.... #মন তোমার কাছে থাকছে , এক আকাশ সমান স্বপ্ন আঁকছে.... #তোমাকে_অনেক_ভালোবাসি #ভালোবাসার_মানুষ #প্রিয় #নামহীন_অনুভূতি

19/06/2025

প্রিয় মানুষের সাথে কখনো ব্যস্ততা দেখাবেন না..... #নামহীন_অনুভূতি #প্রিয়_মানুষ #ভালোবাসার_মানুষ #প্রিয় #তোমাকে_অনেক_ভালোবাসি

19/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/06/2025

আস্ - সালামু আলাইকুম।
সবাইকে #নামহীন_অনুভূতি
এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।
সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন।
সুন্দরভাবে ঈদ উদযাপন করুন, পরিবারের সাথে মিলে মিশে থাকুন।
আল্লাহ্ হাফেজ।

.💚.💔..একতরফা ভালোবাসা.💞.💝...🖤প্রেম-ভালোবাসা এমন এক জিনিস যা কম বেশি সবার জীবনে এসেছে। কারো দুই পক্ষ থেকে আবার কারো এক তর...
22/05/2025

.💚.💔..একতরফা ভালোবাসা.💞.💝...
🖤প্রেম-ভালোবাসা এমন এক জিনিস যা কম বেশি সবার জীবনে এসেছে। কারো দুই পক্ষ থেকে আবার কারো এক তরফা ভালোবাসা। এক তরফা ভালোবাসায় প্রিয় মানুষকে পাওয়া যায় না কিন্তু নিজে দুঃখ পাওয়া যায়। যে দুঃখ বা কষ্ট অন্য কাউকে বলে বোঝানো যায় না। এটা নিজের ভিতরে রেখে দিতে হয়। এই একতরফা ভালোবাসা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। তেমনি আমি ২০২২ সালে একটি মেয়েকে আামার জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম। কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি নাই যে সে আমাকে ভালোবাসে নাই । তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো । আমি ভাবতাম হয়তো আমি তাকে যতটুকু ভালোবাসি সেও হয়তো আমাকে ভালোবাসে । যেহেতু তাকে আমি ভালোবাসি তার কাছে প্রকাশ করে দিয়েছিলাম। আসলে আমি ভূলে গিয়েছিলাম ভালোবাসা সবার জন্য না। সে নাকি আমাকে একজন ভালো বন্ধু হিসেবে আমার সাথে দিনের পর দিন কথা বলত। আর আমি এতটাই বোকা যে, আমি ভেবে নিয়েছিলাম সে আমাকে ভালোবাসে। সে কখনো আমার ভালোবাসা বোঝার চেষ্টা করে নাই। তার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম। এখন বুঝ‘তে পারি আসলে ওইটা ছিল আমার একতরফা ভালোবাসা। যার ফলাফল হিসেবে আমি পেয়েছি দুঃখ ,কষ্ট আর অবহেলা। এরই মাঝে তাকে আমি ২০২৩ সালে দীর্ঘ ১ বছর পর হারিয়ে ফেলি। তাকে হারিয়ে একসময় প্রায় মানসিক রোগী হয়ে যায়। ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই। এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকল। যাকে একবার মত থেকে ভালোবাসা যায়, সে শত কষ্ট, অবহেলা করুক না কেনো তাকে সহজেই ভূলে যাওয়া সম্ভব নয়। তেমনি আমি আজও তাকে ভূলতে পারি নাই। সে সবসময় থাকে আমার হৃদয়ের মাঝে, তাকে আমি কি করে ভূলে যেতে পারি।
❤একটা সময় সে ঠিকই আমার ভালোবাসা শূণ্যতা ঠিক পেয়েছে যখন তার সব কিছু থাকার মাঝে একজন সুন্দর মনের কথা বলার মানুষের অভাব অনুভব করেছে,সে তার জীবনে সুখে থাকার জন্য টাকা -পয়সা সব পেয়েছিল। টাকা -পয়সা থাকলেই সুখ কিনতে পাওয়া যায়না । কিন্তু আমার সেগুলোর কোনটাই আমার নাই! আমার আছে শুধু একটা সুন্দর মন।
আসলে কথায় আছে না মানুষ, থাকতে মর্ম বোঝেনা, যখন সে হারিয়ে ফেলে তখন বলে হায় আমি কি হারিয়ে ফেলেছি জীবনে। তখন আফসোস করে , যখন আর তার কিছু করার থাকে না। তবে একতরফা ভালোবাসায় একজন সুখে থাকে আর অন্যজন মানসিক রো’গী ।

💘“একটা সময়ে হয়তো য‘দি আল্লাহ্ তা’আলা চান আর ২ জনের চাওয়া এক হয় তবেই একতরফা ভালোবাসার পূর্ণতা পেতে পারে।” #নামহীন_অনুভূতি #তাকে_কখনো_অবহেলা_করিওনা #স্বপ্নগুলো_তার_অস্তিত্ব_হারিয়ে_ফেলে #সুখ_সবার_জন্য_না #ভালোবাসার #ভালোবাসা #আমার

21/03/2025

শৈশব কাল খুবই সুন্দর ছিল। এই সময়টা খুব মিস করি। কতই না সুন্দর ছিল সেই সময়টা...




12/03/2025

কাউকে ভালোবাসটা অপরাধ না।
অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে হাতটা মাঝ পথে ছেড়ে দেওয়া টা হলো অপরাধ।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Suruj Mondhol, Ramjan Khan, Md Jewil
12/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Suruj Mondhol, Ramjan Khan, Md Jewil

18/02/2025

অসাধারণ দৃশ্য❤️

~"সাদা মাখা আমি ভুলি কেবল দেখেরে তোমার ওই ভোলা বালা হাসি...! বড্ড বেশি ভালোবাসি.!!" তোমার প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে যাই জোছন...
01/12/2024

~"সাদা মাখা আমি ভুলি কেবল দেখেরে তোমার ওই ভোলা বালা হাসি...! বড্ড বেশি ভালোবাসি.!!

" তোমার প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে যাই জোছনার নরম আলোর মত আমার শুধু তোমাকেই চাই.!!

" সুস্নিগ্ধা বিধাতার নিজ হাতে বানানো তুমি এক গভীর মায়া.!!!

" তাই বোধহয় "আমি প্রখন্ড আকাশের দিকে তাকিয়ে থেকেও তোমার প্রতি দিন মুগ্ধ হয়ে যাই শুধু তোমাকেই চাই.!!

"আমার চাইনা কিছু চাই না কিছুই দেউলিয়া মন তোমাকে পাবার আশায় কেন নিঃস্ব স্রবশ্য হারাতেও রাজি হয়ে যায়.!!!

" মেঘের মেয়ে আমার শুধু তোমাকেই চাই!!

"তুমি আছো বলে আলো নেই পৃথিবীতে তবুও তোমায় লিখতে আমি প্রতিবছর বাঁচতে চাই আগুনের মত স্নিগ্ধ ভালোবাসাকে হৃদয়ের গহিনে রেখে ভালবেসে যাই..!!

""আমার শুধু তোমাকেই চাই.." তোমাকে চাই শুধু" তোমাকেই চাই.!!!

Shout out to my newest followers! Excited to have you onboard! Mahamud Hassan, Md Rubel Hosen, Ibadot Hossen, Md Shohag ...
13/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mahamud Hassan, Md Rubel Hosen, Ibadot Hossen, Md Shohag Islam, Md Shaid Shaikh, Moznu Mhouol, Shakil Shakil Khan, অচিনপুরের রাজকুমার, Farid Ahammad, BD Sabir B, Md Sukur Ali, Md Zakaria, Amar Moto Ami, Md Roney, মোশরেকুল মেয়ে, Miraj Mandal, Md Shain, MD Assaduzzaman Arju, Samiya Akther Mim, Md Durboy Jorder, Akter Hussain

31/12/2023

কি আছে তোর মাঝে বুঝি না.......
শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে.......
ইচ্ছে করে সারা জীবন তোকে দেখি.......
#নামহীন_অনুভূতি #ভালোবাসা
Youtube Channel Link: www.youtube.com/

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when নামহীন অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share