27/06/2025
"নতুন পরিচয়ের নামে শেকড় ছেঁটে ফেলা"/!?/...
ঢাকার আকাশে তখন ঝুম বৃষ্টি। চায়ের কাপ হাতে ব্যালকনিতে বসেছিল রাকিব আর লায়লা। পুরোনো দিনের গান বাজছিল মৃদুস্বরে। হঠাৎ টেলিভিশনের তীব্র শব্দে তাদের আড্ডা ভেঙে গেল। স্ক্রিনে একজন চকচকে পোশাকের নেতা বক্তৃতা দিচ্ছিলেন। তার পেছনে বিশাল ব্যানার, তাতে লেখা - "আসছে নতুন বাংলাদেশ দিবস"।
নেতার ভাষণে ছিল অনেক কঠিন কঠিন শব্দ আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন। তিনি বলছিলেন, "আমরা পেছনের সব গ্লানি মুছে ফেলে এক নতুন বাংলাদেশ গড়ব। এই দিনটি হবে আমাদের নতুন পরিচয়ের প্রতীক।"
রাকিব ভুরু কুঁচকে টেলিভিশনের দিকে তাকাল। রিমোট নিয়ে শব্দটা একটু কমিয়ে দিল।
[রাকিব]:
(হতবুদ্ধি মুখে)
"এই ‘নতুন বাংলাদেশ দিবস’ কী জিনিস রে লায়লা?"
লায়লা চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, যেন কথাটা হজম করার চেষ্টা করছে। তারপর তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি।
[লায়লা]:
(অট্টহাসি দিয়ে)
"পূর্ব পাকিস্তান বলতে পারছে না, তাই বলছে নতুন বাংলাদেশ।"
লায়লার কথা শুনে রাকিবের দ্বিধা কেটে গেল। সেও যোগ দিল হাসিতে। দুজনের অট্টহাসিতে ব্যালকনির শান্ত পরিবেশটা ক্ষণিকের জন্য কেঁপে উঠল।
হাসি থামলে লায়লা একটা দীর্ঘশ্বাস ফেলল। "ভেবে দেখেছিস, রাকিব? ইতিহাসকে কীভাবে মুছে ফেলার চেষ্টা চলছে। 'পূর্ব পাকিস্তান' নামটা বললে যে সংগ্রামের কথা মনে পড়ে, যে ত্যাগের ইতিহাস চোখের সামনে ভাসে, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্যই এই নতুন নতুন শব্দের আমদানি।"
রাকিব বলল, "ঠিকই বলেছিস। আমাদের পরের প্রজন্ম হয়তো 'পূর্ব পাকিস্তান' শব্দটাই শুনবে না। তারা জানবে এক কাল্পনিক 'নতুন বাংলাদেশ'-এর গল্প, যার কোনো অতীত নেই, কোনো রক্তাক্ত ইতিহাস নেই।"
বৃষ্টির ছাঁট এসে তাদের ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু তারা সেখানেই বসে রইল। টেলিভিশনে তখনো চলছিল সেই নেতার ভাষণ, কিন্তু তাদের কানে আর কোনো কথাই ঢুকছিল না। দুজনের মনেই তখন ভাসছিল একাত্তরের সেই দিনগুলোর কথা, যা ছাড়া 'বাংলাদেশ' শব্দটাই অসম্পূর্ণ।
#নতুন #বাংলাদেশ #ইতিহাস #কিমুছেফেলাযায়!