RuhulAmin

RuhulAmin farmer page

29/09/2024
10/05/2024

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে।
অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা।
১. ধরুন আপনি ৫/৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রুব্য পচে যাবে।
২. ধরুন এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই/তিন দিন পরে আপনার টাকা হবে। তাহলে এই দুই/তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে। এতে আপনার পারসোনালিটি ক্ষতিগ্রস্ত হবে।
৩. ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো তখন আপনার বিকাশে/নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরেরদিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে।
অন্ধকার রুমে আপনি বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পারেন।
৪. ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে।
৫. রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য। অন্যায়। জুলুম।
তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগত ভাবে অধিকার থাকাও অনুচিত।
এটা অন্যায়।
এটা জুলুম।
এই জুলুম বন্ধ হোক-

10/05/2024

সরিষার তেলের মেশিন.....

হাইব্রিড লাউ বৈরাগী সারাবছর চাষ যোগ্য হাইব্রিড জাতের গোল লাউ।  হালকা সবুজ বর্ণের অনধিক এক কেজি ওজনের হয়ে থাকে। । ইহা চাষ...
09/05/2024

হাইব্রিড লাউ বৈরাগী সারাবছর চাষ যোগ্য হাইব্রিড জাতের গোল লাউ। হালকা সবুজ বর্ণের অনধিক এক কেজি ওজনের হয়ে থাকে। । ইহা চাষে বীজের হারঃ ১.৫ /একর, বপন দূরত্বঃ ৩ ফুট x ৬ ফুট, ফলনঃ ৩৫ টন/একর।

09/05/2024
01/05/2024

👉🏻কোন মাটিতে কি ফসল ভালো হয় ?

মাটির প্রকারভেদঃ
মাটি প্রধানত ৩ প্রকার:-
১। এঁটেল মাটি
২। বেলে মাটি
৩। দোআঁশ মাটি

মাটির বৈশিষ্ট্য নিম্নরূপঃ
১। #এঁটেল_মাটি
ক) এটেল মাটিতে বালু অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে।
খ) এ কাদা মাটি খুব নরম, দানা খুব ছোট ও মিহি।
গ) ও মাটি বেশি পানি ধরে রাখতে পারে।
ঘ) এ মাটিতে ভালভাবে বাতাস চলাচল করতে পারেনা।
ঙ) এ মাটি সব ফসলের জন্য তেমন উপকারী নয়, তবে ধান চাষ করা যায়।

২। #বেলে_মাটি
ক) বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে।
খ) এ মাটির পানি ধারন ক্ষমতা কম।
গ) বেলে মাটিতে ফসল তেমন ভাল হয় না তবে তরমুজ শসা, বাঙ্গী, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি ভাল জন্মে।

৩। #দোআঁশ_মাটি
ক) দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে।
খ) এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী।
গ) চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ মাটিতে ধান, পাট, গম, পিয়াজ, মরিচ, ভূট্টা, আলু, শাকসবজি ইত্যাদি ভাল জন্মে।

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when RuhulAmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RuhulAmin:

Share