MaLiHa SuLtAnA

MaLiHa SuLtAnA Hi! Please let us know how we can help.

 #হারিয়েছি_তোমারি_মাঝে💗 :1তুই আমার কাছে বিক্রি হয়ে গিয়েছিস, এখন থেকে আমি তোর মর্জির মালিক। আমার ইচ্ছেতে চলবি তুই।রাগি লু...
29/11/2023

#হারিয়েছি_তোমারি_মাঝে💗
:1

তুই আমার কাছে বিক্রি হয়ে গিয়েছিস, এখন থেকে আমি তোর মর্জির মালিক। আমার ইচ্ছেতে চলবি তুই।রাগি লুকে কড়া গলায় ইয়ানার মুখ চেপে ধরে কথাগুলো বলছে ইয়ানার সামনে থাকা লোকটা।
এখন থেকে তুই সম্পূর্ণ আমার কেনা ইচ্ছে পুতুলের মতো, ভালো না লাগলে ছুড়ে ফেলে দিবো তোকে বলতে বলতে ইয়ানাকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায় লোকটা।
গায়ে শত আঘাতের চিন্হ নিয়ে, হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে আছে ইয়ানা।পরোনে লাল টুকটুকে বেনারসি।
অঝোরে কাঁদছে ইয়ানা। গায়ের ব্যাথায় উঠে বসার শক্তি টুকুও পাচ্ছে না।
কিছুক্ষন পর কেউ রুমে ঢুকে রুম লক করে দিয়ে ইয়ানার সামনে চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসে।
এতো নাটক আর যার সামনেই করিস না কেনো, আমার সামনে করে কোনো লাভ নেই।এই চুপ কর, চুপ করতে বলছি কিন্তু, তোর এই ন্যাকা কান্না আমার অসহ্য লাগছে। চুপ করবি নাকি আমাকে চুপ করাতে হবে,,রেগেমেগে বলছে ইয়ানার সামনে থাকা লোকটা।
ইয়ানা সামনে থাকা লোকটার কথা শুনে চুপ করে যায়।কিন্তু মুখ থেকে গোঙানির শব্দ বের হচ্ছে।তবুও ভয়ে চুপ করে থাকার চেষ্টা করছে ইয়ানা।
গুড গার্ল, এবার উঠে বস।বসতে বলছি তোকে..
ইয়ানা ভয়ে কোনো রকম বেডের সাথে হেলান দিয়ে উঠে বসে।
এবার দেখ তোর আর আমার মধ্যে তফাৎটা। তুই কোথায়? আর আমি কোথায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস তোর আসল জায়গায় টা?বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলি তাই না?? এখন নিশ্চয়ই সেই শখ টা মিটে গিয়েছে?
কেনো করছেন আপনি আমার সাথে এমন? কি দোষ আমার? আমি একটা সামন্য ড্রাইবারের মেয়ে এটা আমার দোষ নাকি গরিব হয়ে জন্ম নিয়েছি এটা আমার দোষ? আপনার যখন যা মনে হবে তাই করবেন? আমি কি খেলার পুতুল নাকি? যন্ত্রণা আর সহ্য করতে না পেরে ইয়ানা কান্না মিশ্রীত কন্ঠে প্রশ্ন করে সামনে থাকা লোকটাকে।
এই শোন এতো উঁচু গলায় আমার সামনে কথা বলবি না বলে দিলাম ।আর তোর এতো প্রশ্নের উত্তর আমি দিবো না।ইয়ানার গাল চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে সামনে থাকা লোকটা।
তারপর একটা ফাস্টএইড বক্স এনে ইয়ানার সামনে ছুঁড়ে মেরে রুম থেকে আবার বেরিয়ে চলে যায় সে।
এতো কষ্ট আমার আর সহ্য হচ্ছে না মাগো, কেনো আমায় রেখে একা করে দিয়ে চলে গেলে।কাঁদতে কাঁদতে ইয়ানা অতীতে ডুব দেয়........
আমি নুসাইফা আনঝুম ইয়ানা।এবার অর্নাস প্রথম বর্ষের ছাত্রী, সপ্ন ছিলো লেখাপড়া করে নিজের পায়ে দাড়াবো, সাভোলম্বী হবো, নিজের জন্য একটা মাথা গোজার আশ্রয় তৈরী করবো...বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। অবশ্য আমাকে মায়ের পেটে রেখে আমার বাবা চলে গিয়েছেন না ফেরার দেশে।আমি দেখতে আহামরি সুন্দরি না।উজ্জ্বল শ্যামলা গায়ের রং,,কিন্তু মা বলতো আমার চেহারায় নাকি একটা মায়ার আদল আছে,যে কেউ নাকি আমার মায়ায় পরে যাবে🙂
একটু আগে যে আমার উপর অমানুষিক অত্যচার করছে,,সে নিহান ভাইয়া স্যরি নিহান স্যার, তার বাড়িতে ড্রাইবারের চাকরি করতো আমার বাবা।আমি যখন পেটে ছিলাম তখন আমার বাবা এক্সিডেন্টে মারা যান।কয়েক বছর আগে মাও আমাকে ছেড়ে চলে যায়।
একটা বাপ মা মরা মেয়ের দ্বায়িত্ব কে নিবে? বাধ্য হয়ে খাঁন বাড়ির মানুষেরা আমাকে আশ্রয় দেয়।তারা আমার বাবার কাছে ঋনী, তাই আমাকে দয়া করে আশ্রয় দেয়। আমি সে-ই বাড়ির আশ্রিতো।
যে আমাকে আঘাতে ঝর্ঝরিত করছে 'রাফসান খাঁন নিহান'।জানি না, তার কিসের এতো রাগ আমার উপর।
মনে হচ্ছে গায়ে বিষের মতো ব্যাথা।
আমার জীবন টা ধোঁকা হয়ে গেছে,কি আছে আমার জীবনে? না আছে বাবা না আছে মা। আল্লাহ ছাড়া কেউ নেই।হয়তো আমার জীবন টায় কষ্টই আছে,সুখ নামের পাখি টা আর ধরা দিবে না।
আজ আমার বিয়ের দিন,,প্রতিটা মেয়ের মতোই আমিও সপ্ন দেখছিলাম এই দিন টা নিয়ে। মিথ্যে সপ্ন যাকে বলে,,,,,,,,,আমার ভালোবাসা চড়া দামে বিক্রি হয়ে গেলো🙂,
আমার ভালোবাসার মানুষ টা আমাকে এই অত্যচারি রাগি লোকটার কাছে বিক্রি করে দিলো।
ভালোবাসার মানুষ কেনো বলছি.. মনের বিরুদ্ধে গিয়ে জোর করে ভালোবাসতে চেয়েছিলাম।আশ্রিত নাম খন্ডন করে এদেরকে মুক্তি দিয়ে চলে যেতে চেয়েছিলাম...
তাই জোর করে কারো সাথে পালিয়ে গিয়ে ঘর বাঁধার সপ্ন দেখছিলাম।
বুকে হাজারো কষ্ট চেপে, মনে অন্য কাউকে জায়গা দিয়েও আর একজনের বউ হতে চিয়েছিলাম। চাইছিলাম আমার যতই কষ্ট হোক আমি তার সাথে মানিয়ে নিবো।কারো কাছ থেকে শুনতে হবে না.. আমি আশ্রিতো. কিন্তু সেও আমাকে ধোঁকা দিলো। টাকার জন্য আমাকে ব্রিক্রি করে দিলো এই হৃদয়হীন মানুষটার কাছে।
যে কি না বোঝেই না আমারও কষ্ট হয়, আমারও ব্যাথা লাগে......।
মনের গহীনে এখনো যার নাম টা আছে।যার জন্য এখনো সুপ্ত ভালোবাসা অনুভব হয়,অবশ্য জানি না ভালোবাসা কি? বা কিভাবে ভালোবাসি বোঝা যায়।কিন্তু তাকে দেখলে বুকের ভিতর ধকধকানি শুরু হতো, মন চাইতো তাকে এক পলক দেখতে,লুকিয়ে লুকিয়ে দেখতাম তাকে,,, যাকে মনে জায়গা দিয়েছি সে আর কেউ না এই অত্যাচারি বদমেজাজি নিহান ভাইয়া💖
চলবে________________

28/09/2023

_''আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলতে চাই...!

আমার ভেতরের আমি টাকে আমি নিজ হাতে গলা টিপে হত্যা করতে চাই। আমি সম্পূর্ণ রুপে অন্য এক অচেনা মানুষ হতে চাই..! যে আমি টাকে আমি নিজেই চিনতে পারবো না। আমি এমন এক মানুষ হতে চাই, যার সাথে আমার ভেতরের পুরনো সেই মানুষটির সাথে কোনো মিল থাকবে না....! 🙂🥀

আমি হতে চাই খুব কঠিন এক মানুষ, যে সহজে কাউকে বিশ্বাস করবে না! আমি হতে চাই পাথরের চেয়েও শক্ত, যে কখনোই কারো দেয়া আঘাতে ভেঙে যাবে না! এক ফোটা চোখের জল ফেলবে না! যাকে ভেঙে দেওয়া এতটা সহজ হবে না! যার মন নিয়ে খেলা খুব কঠিন হবে''...!🥀

হুম আমি বদলে যেতে চাই! আমি বদলে যেতে চাই! আমি বদলে যেতে চাই! 🥀🙂

27/09/2023

Depression is not a joke.....!

পুরো পৃথিবীতে প্রতি ৪০ সেকেন্ড কেউ না কেউ সুইসাইড করে। কেউ কি শখে সুইসাইড করে? সুইসাইড করার পর, মানুষটা মারা যাওয়ার পর আমরা আহারে ওহোরে বলে চিল্লাতে থাকি। কিন্তু তখন এতো শোক প্রকাশ করার পর কোনো লাভ হয় কি? মানুষটা তো চলেই গেছে...! 😅💔

কারো অবস্থা না বুঝে তাকে জাজ করা কখনোই উচিৎ না। আমরা যখন নিজেদের ডিপ্রেশন, খারাপ লাগা কখনো বন্ধুদের সাথে বা অন্য কারো সাথে শেয়ার করতে যাই তারা হেসে ছ্যাকাখোর বলে ব্যাপারটাকে উড়িয়ে দেয়। তুমি তো মিয়া সারাদিন হাসো, ঘুরো! তোমার আবার কিসের ডিপ্রেশন....! 😅

25/09/2023

_"আমাকে ছাড়ার পরে তুমি হয়তো নতুন কাউকে পাবে! আমার মধ্যে কমতি থাকা বিষয়গুলো তার মাঝে খুঁজে নিবে, সত্যি বলতে তুমিও প্রথম প্রথম তাকে পেয়ে ভাববে ভালো কাউকে পেয়েছো, প্রথম প্রথম সে তোমার অতীত মেনে নিবে, তোমাকে পাওয়ায় বা ইমপ্রেস করার জন্য যা যা প্রয়োজন সব করবে, তোমার সব কথা মেনে নিবে....! 🏵️

-" শুধু তুমি একবার তার ডাকে সাড়া দিয়ে যখনই তার হয়ে যাবে, তখনই বুঝবে তিক্ততা, নিমিষেই তার তোমার প্রতি ভালো লাগা কমে যাবে"!!" তোমার প্রতি মানসিক অত্যাচার বাড়বে"!!"... তারপর কিছু দিন যেতে না যেতেই তুমি আলাদা হতে চাইবে...!! সেদিন তুমি বুঝবে, যাকে তুমি ছেড়ে এসেছো তার মতো তোমাকে কেউ ভালোবাসবে না"…..!
_"ভালোবাসতেও পারবে না"….....!💔🥀☘️

Address

Rupsa, Khulna
Jessore
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when MaLiHa SuLtAnA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MaLiHa SuLtAnA:

Share