
29/11/2023
#হারিয়েছি_তোমারি_মাঝে💗
:1
তুই আমার কাছে বিক্রি হয়ে গিয়েছিস, এখন থেকে আমি তোর মর্জির মালিক। আমার ইচ্ছেতে চলবি তুই।রাগি লুকে কড়া গলায় ইয়ানার মুখ চেপে ধরে কথাগুলো বলছে ইয়ানার সামনে থাকা লোকটা।
এখন থেকে তুই সম্পূর্ণ আমার কেনা ইচ্ছে পুতুলের মতো, ভালো না লাগলে ছুড়ে ফেলে দিবো তোকে বলতে বলতে ইয়ানাকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায় লোকটা।
গায়ে শত আঘাতের চিন্হ নিয়ে, হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে আছে ইয়ানা।পরোনে লাল টুকটুকে বেনারসি।
অঝোরে কাঁদছে ইয়ানা। গায়ের ব্যাথায় উঠে বসার শক্তি টুকুও পাচ্ছে না।
কিছুক্ষন পর কেউ রুমে ঢুকে রুম লক করে দিয়ে ইয়ানার সামনে চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসে।
এতো নাটক আর যার সামনেই করিস না কেনো, আমার সামনে করে কোনো লাভ নেই।এই চুপ কর, চুপ করতে বলছি কিন্তু, তোর এই ন্যাকা কান্না আমার অসহ্য লাগছে। চুপ করবি নাকি আমাকে চুপ করাতে হবে,,রেগেমেগে বলছে ইয়ানার সামনে থাকা লোকটা।
ইয়ানা সামনে থাকা লোকটার কথা শুনে চুপ করে যায়।কিন্তু মুখ থেকে গোঙানির শব্দ বের হচ্ছে।তবুও ভয়ে চুপ করে থাকার চেষ্টা করছে ইয়ানা।
গুড গার্ল, এবার উঠে বস।বসতে বলছি তোকে..
ইয়ানা ভয়ে কোনো রকম বেডের সাথে হেলান দিয়ে উঠে বসে।
এবার দেখ তোর আর আমার মধ্যে তফাৎটা। তুই কোথায়? আর আমি কোথায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস তোর আসল জায়গায় টা?বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলি তাই না?? এখন নিশ্চয়ই সেই শখ টা মিটে গিয়েছে?
কেনো করছেন আপনি আমার সাথে এমন? কি দোষ আমার? আমি একটা সামন্য ড্রাইবারের মেয়ে এটা আমার দোষ নাকি গরিব হয়ে জন্ম নিয়েছি এটা আমার দোষ? আপনার যখন যা মনে হবে তাই করবেন? আমি কি খেলার পুতুল নাকি? যন্ত্রণা আর সহ্য করতে না পেরে ইয়ানা কান্না মিশ্রীত কন্ঠে প্রশ্ন করে সামনে থাকা লোকটাকে।
এই শোন এতো উঁচু গলায় আমার সামনে কথা বলবি না বলে দিলাম ।আর তোর এতো প্রশ্নের উত্তর আমি দিবো না।ইয়ানার গাল চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে সামনে থাকা লোকটা।
তারপর একটা ফাস্টএইড বক্স এনে ইয়ানার সামনে ছুঁড়ে মেরে রুম থেকে আবার বেরিয়ে চলে যায় সে।
এতো কষ্ট আমার আর সহ্য হচ্ছে না মাগো, কেনো আমায় রেখে একা করে দিয়ে চলে গেলে।কাঁদতে কাঁদতে ইয়ানা অতীতে ডুব দেয়........
আমি নুসাইফা আনঝুম ইয়ানা।এবার অর্নাস প্রথম বর্ষের ছাত্রী, সপ্ন ছিলো লেখাপড়া করে নিজের পায়ে দাড়াবো, সাভোলম্বী হবো, নিজের জন্য একটা মাথা গোজার আশ্রয় তৈরী করবো...বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। অবশ্য আমাকে মায়ের পেটে রেখে আমার বাবা চলে গিয়েছেন না ফেরার দেশে।আমি দেখতে আহামরি সুন্দরি না।উজ্জ্বল শ্যামলা গায়ের রং,,কিন্তু মা বলতো আমার চেহারায় নাকি একটা মায়ার আদল আছে,যে কেউ নাকি আমার মায়ায় পরে যাবে🙂
একটু আগে যে আমার উপর অমানুষিক অত্যচার করছে,,সে নিহান ভাইয়া স্যরি নিহান স্যার, তার বাড়িতে ড্রাইবারের চাকরি করতো আমার বাবা।আমি যখন পেটে ছিলাম তখন আমার বাবা এক্সিডেন্টে মারা যান।কয়েক বছর আগে মাও আমাকে ছেড়ে চলে যায়।
একটা বাপ মা মরা মেয়ের দ্বায়িত্ব কে নিবে? বাধ্য হয়ে খাঁন বাড়ির মানুষেরা আমাকে আশ্রয় দেয়।তারা আমার বাবার কাছে ঋনী, তাই আমাকে দয়া করে আশ্রয় দেয়। আমি সে-ই বাড়ির আশ্রিতো।
যে আমাকে আঘাতে ঝর্ঝরিত করছে 'রাফসান খাঁন নিহান'।জানি না, তার কিসের এতো রাগ আমার উপর।
মনে হচ্ছে গায়ে বিষের মতো ব্যাথা।
আমার জীবন টা ধোঁকা হয়ে গেছে,কি আছে আমার জীবনে? না আছে বাবা না আছে মা। আল্লাহ ছাড়া কেউ নেই।হয়তো আমার জীবন টায় কষ্টই আছে,সুখ নামের পাখি টা আর ধরা দিবে না।
আজ আমার বিয়ের দিন,,প্রতিটা মেয়ের মতোই আমিও সপ্ন দেখছিলাম এই দিন টা নিয়ে। মিথ্যে সপ্ন যাকে বলে,,,,,,,,,আমার ভালোবাসা চড়া দামে বিক্রি হয়ে গেলো🙂,
আমার ভালোবাসার মানুষ টা আমাকে এই অত্যচারি রাগি লোকটার কাছে বিক্রি করে দিলো।
ভালোবাসার মানুষ কেনো বলছি.. মনের বিরুদ্ধে গিয়ে জোর করে ভালোবাসতে চেয়েছিলাম।আশ্রিত নাম খন্ডন করে এদেরকে মুক্তি দিয়ে চলে যেতে চেয়েছিলাম...
তাই জোর করে কারো সাথে পালিয়ে গিয়ে ঘর বাঁধার সপ্ন দেখছিলাম।
বুকে হাজারো কষ্ট চেপে, মনে অন্য কাউকে জায়গা দিয়েও আর একজনের বউ হতে চিয়েছিলাম। চাইছিলাম আমার যতই কষ্ট হোক আমি তার সাথে মানিয়ে নিবো।কারো কাছ থেকে শুনতে হবে না.. আমি আশ্রিতো. কিন্তু সেও আমাকে ধোঁকা দিলো। টাকার জন্য আমাকে ব্রিক্রি করে দিলো এই হৃদয়হীন মানুষটার কাছে।
যে কি না বোঝেই না আমারও কষ্ট হয়, আমারও ব্যাথা লাগে......।
মনের গহীনে এখনো যার নাম টা আছে।যার জন্য এখনো সুপ্ত ভালোবাসা অনুভব হয়,অবশ্য জানি না ভালোবাসা কি? বা কিভাবে ভালোবাসি বোঝা যায়।কিন্তু তাকে দেখলে বুকের ভিতর ধকধকানি শুরু হতো, মন চাইতো তাকে এক পলক দেখতে,লুকিয়ে লুকিয়ে দেখতাম তাকে,,, যাকে মনে জায়গা দিয়েছি সে আর কেউ না এই অত্যাচারি বদমেজাজি নিহান ভাইয়া💖
চলবে________________