20/10/2025
মাঠচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের " স্কুল নির্দেশক সাইনবোর্ড "স্থাপন করা হয়েছে মাঠচাকলা (নিমতলা মোড় সংযোগ সড়কে। একাজে সর্বাত্বক সহযোগিতা করেছেন মাঠচাকলা গ্রামের কৃতি সত্নান, সমাজ সেবক মাঠচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা, সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুর কাদের। তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।