Meherab Hossan

Meherab Hossan খুব সাধারণ হয়েও কিছু অসাধরণ স্বপ্ন দেখি🫰
(1)

03/06/2025
29/04/2025

"শহীদ মিনারের বাতাসে আজ মুজাহিদের কন্ঠে ভেসে এলো গজলের সুর। মনে রাখার মতো একটা সন্ধ্যা।"

22/04/2025

কুমার নদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলা, ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলায় অবস্থিত অন্যতম নদী। নদীটির দৈর্ঘ্য ১২৪ কিলোমিটার, গড় প্রস্থ ৭৫ মিটার।

18/04/2025
11/03/2024

রমাদান মুবারাক 🌙

30/12/2023

জানি না কতটুকু কাজ দেবে। তবুও বলছি, অনুরোধ জানাচ্ছি। আগামিকাল ৩১ ডিসেম্বর রাতে ভয়াবহ পটকা, বাজি আর ফানুস না উড়িয়ে উদযাপন করা যায় না?

গত বছর এই কারণে এক মাসুম বাচ্চা মারা গিয়েছিল। মারা গিয়েছিল অসংখ্য পাখি। ফানুসের কারণে দুর্ঘটনাও ঘটেছিল।

একটু ভাল কাজ কি আমরা করতে পারি না? একটু ভাল কাজ!!

সামান্য বিবেককে কি জাগ্রত করতে পারব না আমরা!! এতটাই কি পচে গিয়েছি!!

26/12/2023

List of don'ts:

কাউকে অফিসের বেতন কত জিজ্ঞেস করতে নেই।

কাউকে শুকিয়ে বা মুটিয়ে গেছ কেন জিজ্ঞেস করতে নেই।

কাউকে বয়স কত জিজ্ঞেস করতে নেই।

সন্তানের শিক্ষকের বেতন সন্তানকে দিয়ে শিক্ষককে দিতে নেই।

হিন্দুকে গো মাংস খায় কিনা জিজ্ঞেস করতে নেই।

মুসলমানকে শুকরের মাংস খায় কিনা জিজ্ঞেস করতে নেই।

কাউকে বিয়ে করছ না কেন জিজ্ঞেস করতে নেই।

কাকে ভোট দিবেন জিজ্ঞেস করতে নেই।

কাউকে মুখে ওটা কিসের দাগ জিজ্ঞেস করতে নেই।

রোজার দিনে নারী জাতির কাছে রোজা রেখেছো কি না জিজ্ঞেস করতে নেই।

কাউকে চুল পড়ে যাচ্ছে কেন বা সাদা হয়ে যাচ্ছে কেন বা চুল কালো করছেন না কেন জিজ্ঞেস করতে নেই।
অথবা চুল বড় কেন চুল কাটছেন না কেন জিজ্ঞেস করতে নেই।

এইসব জিজ্ঞেস করতে গলার ভেতরটা কুটকুট করে উঠবে,
তবু জিজ্ঞেস করতে নেই।

এইগুলা জিজ্ঞেস করা ভদ্রলোক এর কাজ নয়।

লেখাঃ Kamrul Hassan Mamun ( পরিমার্জিত )

Address

World Road
Jessore
7330

Telephone

01768648672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meherab Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meherab Hossan:

Share