16/06/2025
অবশেষে আমিও দেখে ফেললাম বহুল আলোচিত চলচ্চিত্র "তান্ডব "।
ভাইরে ভাই মুভির যে হাইপ তাতে হলে টিকিট পাওয়াই দুস্কর। অনেক কষ্টে টিকিট ম্যানেজ করে দেখে ফেলেছি।
রায়হান রাফি এটা কি বানাইছে ভাই পুরাই মাথা ঘুরিয়ে দিছে। শুধু টুইস্ট আর টুইস্ট।
গল্প: গল্প এক কথায় Just অসাধারণ। কি নেই মুভিতে। ভায়োলেন্স, রোমাঞ্চ, টুইস্ট, সব আছে। ছবিটার প্রথম হাফ - ওয়ানডে ক্রিকেটের মতো .. খানিক মনোটনি ..
স্টোরি বিল্ডিং এর জন্য হয়ত এমন করেছে রাফি ।
তবে পরের হাফ টি টেন খেলে দিয়েছে । এই মুভিটা অন্যান্য মুভি থেকে পুরাটাই আলাদা কারণ অন্য সকল মুভিতে ফাইটিং দিয়ে মুভিটা শেষ করে but এটাতে ফাইটিং সিন মিডিলে রেখে শেষের অংশে শুধু টুইস্ট add করা হয়েছে।এই মুভি আপনার চিন্তাধারাকে ভুল প্রমানিত করবে। আপনি চিন্তা করছেন এক রকম কিন্তু এটা ৩৬০° টার্ন নিয়ে অন্য দিকে চলে যাবে।
Shakib Khan এই মানুষটাকে নিয়ে আসলে বলার কিছু নাই। এই মানুষটা প্রতিনিয়ত নিজেকেই নিজে চ্যালেন্জ ছুড়ে দিচ্ছে। কারন তার প্রতিদ্বন্দ্বী সে নিজেই।
সেই নিজেকে যে ভাবে গড়ে তুলছে তাতে তাকে ছোয়ার সাধ্য কারোর নেই। মুভিতে তার যে অভিনয় তাতে সবাইকে মুগ্ধ করেছে। তার লুক, তার eye movement , তার তাকানো, এবং বেশি ক্রিটিক্যাল হচ্ছে তার voice ডেলিভারি কারণ তাকে সম্পন্ন মুভিতে একটু মোটা গলায় voice ডেলিভারি করতে হয়েছে যা আসলেই কষ্ট কর। কিন্তু সেটা তিনি খুব সুন্দর করেই করে দিখিয়েছে।
Jaya Ahsan আপু কথা না বল্লেই না।সে খুব important একটা রোল প্লে করেছে।তার এই carector এর জন্যই সাকিব খানের ক্যারেকটর টা বেশি ফুটে উঠেছে। তার অভিনয়, ডায়লগ ডেলিভারি, expression, এবং straight forward কথা Just wow.কি অসাধারন ভাবে তিনি নিজেকে আজ এ পর্যায়ে নিয়ে এসেছেন । কী অনবদ্য বিবর্তন। বাংলা মুভিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে পরিশ্রম তাতে তিনি একটা ধন্যবাদ ডিজার্ভ করেন।
Sabila Nur এই মেয়েটার আমি নাটকের ফ্যান। তার বড় পর্দায় অভিষেক হয়েছে। সে বেশি সময় হয়তে স্কিন পায় নাই কিন্তু যে ১৫/২০ মিনিট স্কিনে ছিল সে বুঝতেই দেই নাই যে এটা তার প্রথম সিনেমা। অনেক সুন্দর অভিনয় করেছে। রায়হান রাফি ঠিকই বলেছে সাবিলা দির্ঘ রেসের ঘোড়া। সাবিলা নূর সিনেমায় নিয়মিত হওয়া উচিত ।
Siam Ahmed ভাইরে ভাই এটা কি দেখাইলা যে ৫ মিনিট স্কিনে ছিল পুরাই আগুন লাগায় দিছে। আরমান ক্যারেকটরটা ভিষণ ডেঞ্জারাস। ঠান্ডা মাথায় হাসতে হাসে খুন😲।কয়জনই বা পারে এইভাবে ব্যালেন্স করে অভিনয়টা করতে। আর হ্যা আরমান ভাই exercise একটু কম কইরো😆😅।
Afran Nisho তার কথা কি আর বলবো তারে আমার অনেক আগে থেকেই সেই লাগে। মুভিতে কি ভয়ংকর একটা গ্যাংস্টার ডাকাত রুপে আবির্ভুত হয়েছে। আহা কি দুর্দান্ত অভিনয়। নিশো থাকার কারণে তাণ্ডব মুভিটা আরো বেশি হাইপ ক্রিয়েট করেছে। আশা করি "তান্ডব -২"তে মাসুদ এবং মিকাইলের লড়াইটা খুব ভালো জমবে।
Raihan Rafi যে এ সময়ের অন্যতম আধুনিক নির্মাতা তা আবারো প্রমান করলো। বাংলা সিনেমায় যখন খরা চলতেছিল তখন হঠাৎ করেই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসে রায়হান রাফি। সে একা হাতেই সিনেমা কে দাড় করানোর চেষ্টা করেছে এবং আজ সে সফল। কিছু দিন আগেও যেখানে হলের সংখ্যা কমে যাচ্ছিল সেখানে বর্তামনের পেক্ষাপট পুরোটায় ভিন্ন। মান
বাংলা সিনেমা ইতিহাসে তিনি এই প্রথম ইউনিভার্স ক্রিয়েট করেছে যাখানে তার ৩ টি ক্যারেকটর ই ডার্ক রোল প্লে করছে। আশা করি পরবর্তী সিনেমাগুলো আরো মনোমুগ্ধকর হবে।
সম্প্রতি একটা বিষয় দেখলাম "তান্ডব " পাইরেসির শিকার হয়েছে। বিভিন্ন website এ full hd copy পাওয়া যাচ্ছে এটা বাংলা সিনেমার জন্য খুবই দুঃখজনক। এটার সাথে জড়িত সকলে আইনের আওতায় আনা হোক।
Write: Feelings Love
লেখা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন🖤🖤