Organic Life BD

Organic Life BD A Movement for

No Chemicals
No Processed Food
No Artificial colour
No Preservatives
No Genetically

A movement of No Chemicals, No Artificial colour, No Preservatives, No Genetically modified foods and Haram

25/08/2025
যা ক্রমশ বৃদ্ধি পায় - দ্রব্য মূল্যচোখ থাকিতে ও যিনি অন্ধ - পুলিশযা পূর্বে ছিল এখন নেই - সততাযা দমন করা যায় না - দুর্নীত...
29/07/2025

যা ক্রমশ বৃদ্ধি পায় - দ্রব্য মূল্য
চোখ থাকিতে ও যিনি অন্ধ - পুলিশ
যা পূর্বে ছিল এখন নেই - সততা
যা দমন করা যায় না - দুর্নীতি
যার কোন শেষ নেই - বাংলা সিরিয়াল
সর্বাপেক্ষা সুস্বাদু খাবার - ঘুষ
যা করতে গেলে ক্ষতি হয় - প্রতিবাদ
সব সহ্য করতে পারে যিনি - জনগণ
যা লাফিয়ে চলে-লোকাল বাস
যে মিথ্যে বলতে পারে - নেতা
যা অতি কষ্টে লাভ করা যায় - ধারের টাকা
অসম্ভবকে সম্ভব করে যে - নিউজ
চ্যানেল।

এক লিটার পানিতে পাঁচ থেকে ছয় টুকরা লেবু, এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার, এক টেবিল চামচ মধু মিশিয়ে চার-পাঁচ ঘণ্টা ভ...
30/01/2025

এক লিটার পানিতে পাঁচ থেকে ছয় টুকরা লেবু, এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার, এক টেবিল চামচ মধু মিশিয়ে চার-পাঁচ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
শসা এবং লেবু ধুয়ে স্লাইস করে নিন এবং পুদিনা ধুয়ে ফেলুন। একটি জলের পাত্রে শসা এবং লেবু রাখুন। পানি দিয়ে জগ পূর্ণ করুন, মেশান এবং ফ্রিজে সারারাত রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে ডিটক্স ওয়াটার।

27/01/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না

24/01/2025

পরিবারের জন্য!
কতটা পরিশ্রম করলে একটি মানুষ খেতে বসে ঘুমিয়ে যায়!

24/01/2025

মন ভালো হয়ে যাবে, চোখ বন্ধ করে কথাগুলো মন দিয়ে শুনুন

নারিকেল গাছের সার ব্যবস্থাপনা।যেকোন বয়সের নারিকেল গাছের জন্যে দুই কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তিতে নিচের উল্...
02/01/2025

নারিকেল গাছের সার ব্যবস্থাপনা।

যেকোন বয়সের নারিকেল গাছের জন্যে দুই কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তিতে নিচের উল্লেখিত সারের অর্ধেক পরিমাণ বৈশাখ- জৌষ্ঠ মাসে এবং দ্বিতীয় কিস্তিতে বাকি অর্ধেক সার আশ্বীন মাসে গাছের গোড়া থেকে চতুর্দিকে ১ মিটার বাদ দিয়ে ১.০-২.৫ মিটার দূর পর্যন্ত মাটিতে ২০-৩০ সে.মি গভীরে প্রয়োগ করতে হবে। সার দেয়ার পর মাটি কুপিয়ে দিতে হবে।এ সময় মাটিতে রস কম থাকলে অবশ্যই সেচ দিতে হবে। বেশি শুষ্কতা ও বেশি বৃষ্টিপাতের সময় সার প্রয়োগ করা ঠিক হবেনা।

গাছ লাগানোর পর প্রতিবছর নিম্নলিখিত হারে সার প্রয়োগ করবো:

★ ১-৪ বছর বয়সী নারিকেল গাছের জন্যে

গোবর সারঃ-১০ কেজি

ইউরিয়াঃ-২০০ গ্রাম

টিএসপিঃ-১০০ গ্রাম

এমওপিঃ-৪০০ গ্রাম

জিপসামঃ-১০০ গ্রাম

জিংক সালফেটঃ-৪০গ্রাম

বোরিক এসিডঃ-১০ গ্রাম

★ ৫-৭ বছর বয়সী নারিকেল গাছের জন্যে

গোবর সারঃ-১৫ কেজি

ইউরিয়াঃ-৪০০গ্রাম

টিএসপিঃ-২০০গ্রাম

এমওপিঃ-৮০০গ্রাম

জিপসামঃ-২০০গ্রাম

জিংক সালফেটঃ-৬০গ্রাম

বোরিক এসিডঃ-১৫ গ্রাম

★ ৮-১০ বছর বয়সী নারিকেল গাছের জন্যে

গোবর সারঃ-২০ কেজি

ইউরিয়াঃ-৮০০গ্রাম

টিএসপিঃ-৪০০গ্রাম

এমওপিঃ-১৫০০ গ্রাম

জিপসামঃ-২৫০গ্রাম

জিংক সালফেটঃ-৮০গ্রাম

বোরিক এসিডঃ-২০ গ্রাম

★ ১১-১৫ বছর বয়সী নারিকেল গাছের জন্য

গোবর সারঃ-২৫ কেজি

ইউরিয়াঃ-১০০০গ্রাম

টিএসপিঃ-৫০০ গ্রাম

এমওপিঃ-২০০০গ্রাম

জিপসামঃ-৩৫০গ্রাম

জিংক সালফেটঃ-১০০গ্রাম

বোরিক এসিডঃ-=৩০ গ্রাম

★ ১৬-২০ বছর বয়সী নারিকেল গাছের জন্যে

গোবর সারঃ-৩০ কেজি

ইউরিয়াঃ-১২০০গ্রাম

টিএসপিঃ-৬০০গ্রাম

এমওপিঃ-২৫০০গ্রাম

জিপসামঃ-৪০০গ্রাম

জিংক সালফেটঃ-১৫০গ্রাম

নারিকেল,নারিকেল চাষ,ফল
বোরিক এসিডঃ-৪০গ্রাম

★ ২০ বা তার ঊর্ধ নারিকেল গাছের জন্যে

গোবর সারঃ-৪০ কেজি

ইউরিয়াঃ-১৫০০গ্রাম

টিএসপিঃ-৭৫০গ্রাম

এমওপিঃ-৩০০০গ্রাম

জিপসামঃ-৫০০গ্রাম

জিংক সালফেটঃ-২০০গ্রাম

বোরিক এসিডঃ-৫০ গ্রাম

# জেনে রাখা ভালোঃ

* একটা সুস্থ নারিকেল গাছের পাতা লম্বায় জাতভেদে ২.৫-৩.৫ মিটার হতে পারে। সুস্থ, সবল একটা গাছের পাতার সংখ্যা ৩২-৪০টা।

* পাতাগুলো যত উপরমুখী হবে এবং সংখ্যায় তা যত বেশি হবে, গাছ সাধারণত তত বেশি ফুল-ফল দানে সক্ষম হবে।

* ভালো যত্ন ও সঠিক ব্যবস্থাপনায় কাণ্ড থেকে প্রতি মাসে একটা করে ঊর্ধ্বমুখী হয়ে পাতা বের হয় এবং সে পাতার গোড়ালি থেকে বয়স্ক গাছে ফুল-ফলের কাঁদি বের হয়।

*নারিকেল গাছের ডালা কখনোই কাটা যাবে না। এ পাতা হলুদ হয়ে শুকানোর আগ পর্যন্ত কোনো মতেই কেটে ফেলা যাবে না। এ গাছ ঠিক কলা গাছের মতো ‘রুয়ে কলা না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত’ খনার বচনটা এ গাছের জন্য একেবারে প্রযোজ্য।

* যেহেতু একটা সুস্থ গাছে প্রতি মাসে একটা করে পাতা বের হয় এবং তা প্রায় তিন বছরের মতো বাঁচে সে হিসাব করলে একটা ফলন্ত, সুস্থ, সবল গাছে ৩২-৪০টা পাতা থাকার কথা। গাছে এ সংখ্যা ২৫ টার নিচে থাকলে ধরে নিতে হবে গাছটা খাবার ও যত্নের অভাবে বড় কষ্টে আছে। পাতার সংখ্যা ২০ টার নিচে নেমে গেলে গাছে ফুল ফল ধরা বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাবে।

একজন গর্ভবতী স্ত্রী তাঁর স্বামীকে বললেন:"তুমি কী আশা করছো? ছেলে হবে, না মেয়ে?"স্বামী:"যদি ছেলে হয়, আমি তাকে অংক শেখাবো...
23/12/2024

একজন গর্ভবতী স্ত্রী তাঁর স্বামীকে বললেন:
"তুমি কী আশা করছো? ছেলে হবে, না মেয়ে?"

স্বামী:
"যদি ছেলে হয়, আমি তাকে অংক শেখাবো, আমরা একসাথে খেলাধুলা করবো, মাছ ধরা শেখাবো আর অনেক কিছু করবো।"

স্ত্রী:
"হা.. হা.. আর যদি মেয়ে হয়?"

স্বামী:
"যদি মেয়ে হয়... আমি তাকে কিছুই শেখাতে হবে না। বরং সে-ই আমাকে সব কিছু নতুন করে শেখাবে। যেমন, কীভাবে পোশাক পরতে হয়, কীভাবে খেতে হয়, কখন কী বলতে হয় আর কী বলা উচিত নয়।

এক কথায়, সে হবে আমার দ্বিতীয় মা। আমি কিছু না করলেও সে আমাকে তার হিরো ভাববে। যখন তাকে কিছুতে না বলবো, তখনও সে আমাকে বুঝবে।

সে সবসময় তার স্বামীকে আমার মতো হতে চাইবে। সে যত বড়ই হোক না কেন, সে সবসময় চাইবে আমি তাকে আমার বেবি ডলের মতোই ভালোবাসি।

সে আমার জন্য সবার সঙ্গে লড়াই করবে। কেউ আমাকে আঘাত করলে, সে তাকে কখনোই ক্ষমা করবে না।"

স্ত্রী:
"তাহলে কি বলতে চাইছো, তোমার মেয়ে এসব করবে কিন্তু তোমার ছেলে করবে না?"

স্বামী:
"না, না! হয়তো ছেলেও করবে, কিন্তু তাকে এসব শিখতে হবে। কিন্তু মেয়েরা এসব নিয়ে জন্মায়।

একজন মেয়ের বাবা হওয়া একজন পুরুষের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়।"

স্ত্রী:
"কিন্তু সে তো সারাজীবন আমাদের সাথে থাকবে না।"

স্বামী:
"হ্যাঁ, কিন্তু আমরা সবসময় তার হৃদয়ে থাকবো। তাই সে যেখানে থাকুক, তাতে কিছু যায় আসে না।"

মেয়েরা প্রকৃত অর্থে এমন এক ফেরেশতা, যারা জন্ম থেকেই নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন নিয়ে আসে।

---

কন্যা সন্তানের ফজিলত সম্পর্কে হাদিসের আলোকে ব্যাখ্যা

ইসলামে কন্যা সন্তানের বিশেষ মর্যাদা ও ফজিলত উল্লেখ করা হয়েছে। মহানবী (সা.) কন্যা সন্তানের লালন-পালনের জন্য বিশেষভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

১. কন্যা সন্তানের লালন-পালনে জান্নাতের সুসংবাদ:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি দুই কন্যা সন্তানের লালন-পালন করবে যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হবে, কিয়ামতের দিন আমি এবং সে এভাবে (উপর্যুক্ত দুই আঙুল দেখিয়ে) একসঙ্গে থাকব।"
(সহীহ মুসলিম: ২৬৩১)

এই হাদিস থেকে বোঝা যায়, কন্যা সন্তানের সঠিক যত্ন, ভালোবাসা এবং সম্মান দিলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

২. কন্যাদের প্রতিপালন গুনাহ মোচন করে:
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি তিনটি মেয়েকে অথবা তিনটি বোনকে প্রতিপালন করবে, তাদের ভালোভাবে দেখাশোনা করবে এবং তাদের প্রতি দয়া করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।"
(তিরমিজি: ১৯১২)

৩. কন্যা সন্তান দয়া এবং বরকতের প্রতীক:
ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি মেয়েদের প্রতি সদয় আচরণ করবে এবং তাদের সঠিক অধিকার দেবে, সে জান্নাতে প্রবেশ করবে।"
(মুসলিম: ২৬২৯)

---

মেয়েরা মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য রহমত। কন্যা সন্তানের প্রতি ভালোবাসা ও যত্ন আমাদের জন্য শুধু দায়িত্ব নয়, বরং জান্নাতের রাস্তা। একজন বাবার কাছে তার মেয়ে শুধু সন্তান নয়, বরং জীবনের এক বিশুদ্ধ আর্শীবাদ।

সকল সৌভাগ্যবান বাবাদের উদ্দেশ্যে, যারা কন্যা সন্তানের বাবা হতে পেরেছেন। আল্লাহ তাদের মেয়েদের বরকতময় করুন। আমিন

একটি খেজুর গাছ ছিলো। খেজুর গাছে বসে পাখি খেজুর খেতে খেতে মল ত্যাগ করলো। মলের সাথে আগের দিন খাওয়া বটের বীজ খেজুর গাছের বু...
23/12/2024

একটি খেজুর গাছ ছিলো। খেজুর গাছে বসে পাখি খেজুর খেতে খেতে মল ত্যাগ করলো। মলের সাথে আগের দিন খাওয়া বটের বীজ খেজুর গাছের বুকে আটকে রইলো। খেজুর গাছের বুকে ছোট লকলকে একটা বট গাছ শিশুর জন্ম হলো। ধিরে ধিরে বট গাছের বাচ্চাটি খেজুর গাছের চারিপাশ আঁকড়ে ধরে বড়ো হতে শুরু করলো। আজ প্রথম দেখলে সবাই গাছটিকে বট গাছ বলেই ডাকবে এবং খেজুর গাছের অস্তিত্ব খুঁজে পাবে না।

ইহা একটি উড়ে এসে জুড় বসার বাস্তব উদাহরণ।

21/12/2024

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Organic Life BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share