Anipa Akter Asia

Anipa Akter Asia আমাদের পেজে আপনাদের সুস্বাগতম,Page টিকে Follow দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন।
(1)

19/07/2025

রাসূল (সাঃ) বলেছেন:

"যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে, সে নিরাপদে থাকে।"

(তিরমিজি)

17/07/2025

যে ছয়টি আলামত দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ।

"নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল।তুমি তাঁর দরজায় ফিরে যাও —তোমার মা–বাবা যদি তোমাকে ত্যাগও করে,তবুও আল্লাহ কখনো তোমাকে নিরাশ...
16/07/2025

"নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল।
তুমি তাঁর দরজায় ফিরে যাও —
তোমার মা–বাবা যদি তোমাকে ত্যাগও করে,
তবুও আল্লাহ কখনো তোমাকে নিরাশ করবেন না।
কারণ তিনি তোমার চেয়ে তোমার প্রতি বেশি দয়ার।"

> “তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, যা সকল ভোগ-বিলাস নষ্ট করে দেয়।”(তিরমিজি, নাসাঈ)ইমাম গাযালী (রহ.) এবং অন্যান্য...
16/07/2025

> “তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, যা সকল ভোগ-বিলাস নষ্ট করে দেয়।”
(তিরমিজি, নাসাঈ)

ইমাম গাযালী (রহ.) এবং অন্যান্য আলেমরা বলেন—যত বেশি সম্ভব মনে রাখা উত্তম; বিশেষ করে: ✅ ফরয নামাজের পর,

✅ সকাল-সন্ধ্যার যিকিরের সময়,
✅ কোনো জানাজা বা কবর দেখলে,
✅ যখন গুনাহের দিকে ঝোঁক অনুভব হয়।

🔹 সংক্ষেপে: দিনে একবার-দুবার নয়, বরং বারবার, সুযোগ পেলেই মৃত্যু স্মরণ করা মুমিনের জন্য খুবই উপকারী।

কারণ: এতে অহঙ্কার কমে, অন্তর নরম হয় এবং আমল সুন্দর হয়।

15/07/2025

আপনার সন্তানের জন্য আজ থেকে এই দোয়াটি পড়তে ভুলবেন না।

14/07/2025

এই চারটি গুনাহ আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়।

14/07/2025

" আমাদের ইচ্ছার থেকে আল্লাহর সিদ্ধান্ত অনেক উত্তম, কারণ তিনি যা করেন, তা তাঁর বান্দাদের মঙ্গলের জন্যই করেন"

13/07/2025

ঋণ থেকে বাঁচতে আমলটি করুন।।

13/07/2025

কুরআনে বর্ণিত আছে : “নিশ্চয়ই আল্লাহ অন্তরসমূহের খবর জানেন" (সূরা আল-হাদীদ, আয়াত ২৫)। রাসূল বলেছেন: "যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন।” (তিরমিজি)

* আমরা নিজেরাই যখন বিচারক হয়ে যাই, তখন একটুখানি,, থামি আর ভাবি...,,

আমরা দেখি শুধু বাহির, কিন্তু তার অন্তরের খবর একমাত্র আল্লাহই জানেন।❤️

12/07/2025

এশার নামাজের পর আমলটি করুন।

11/07/2025

আজকে রাতে ঘুমানোর আগে দোয়াটি পড়ুন আর ফলাফল দেখুন।

Address

Jessore

Telephone

+8801912988327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anipa Akter Asia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share