26/06/2024
7 years of All Time Blockbuster
'নবাব' (২৬ জুন,২০১৭)
ঈদুল ফিতর ২০১৭, সিনেমাপাড়ায় চরম উত্তেজনা। একদিকে শাকিব খান, আরেকদিকে সমগ্র ঢালিউড। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন কর্তৃক শাকিব খান নিষিদ্ধ। এতসবের পিছনে একটাই কারন আর তা হচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা 'নবাব'।
২০১৬ সালের ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত 'শিকারি' সিনেমার রেকর্ড সাফল্য যখন ধুঁকতে থাকা ঢালিউড ইন্ডাস্ট্রিকে নতুন জীবন দান করেছিল তখন সে ঘটনা থেকে শিক্ষা না নিয়ে বরং 'নবাব'কে রুখে দেওয়াই ছিল এই ইন্ডাস্ট্রির মানুষগুলির একমাত্র লক্ষ্য। তথাকথিত যৌথ প্রতারণার ধূয়া তুলে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন কোন নোংরা পন্থা নেই যা এই চলচ্চিত্র শিল্পের লোকেরা করেননি , শাকিব খানের বিরুদ্ধে মিটিং মিছিল, শ্লোগানে শ্লোগানে রাজপথে আন্দোলন, দফায় দফায় শাকিব খানকে নিষিদ্ধকরণ, সিনেমাহলে ভাঙচুর করার হুমকি, মধুমিতা সিনেমাহলের মালিককে মারধোর, মিডিয়ার মাধ্যমে ধারাবাহিক অপপ্রচার, মিডিয়া সংশ্লিষ্ট শিল্পীসমাজের সম্মিলিত বিরোধিতা ইত্যাদি ইত্যাদি। কিংবদন্তী(!) আলমগির, ফারুক থেকে মেরুদণ্ডহীন রিয়াজ, কিংবদন্তী(!) রোজিনা থেকে আইটেম গার্ল নাসরিন কে ছিল না এই বিরোধিতায়?
কিন্তু আসল খেলাটা হয়েছিল 'নবাব' মুক্তির প্রথমদিনেই। সিনেমাহলে দর্শকের বাঁধভাঙা জোয়ারে সকল বিরোধিতা, সকল অপপ্রচার, স্রোতের সাথে ভেসে গিয়েছিল শুকনো খড়কুটার মত।ডিজিটাল সময়ে কমার্শিয়াল ট্রাকে শাকিব খানের তৎকালীন ক্যারিয়ার সেরা লুক এবং অসাধারণ পারফর্মেন্স দর্শককে বাধ্য করেছিল সকল অপপ্রচারের জবাব দিয়ে 'নবাব'কে বিজয়ী করতে। দর্শকের এমন বাঁধভাঙ্গা জোয়ারে 'নবাব' হয়ে গেল বিগত দশ বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। ঢালিউডে ডিজিটাল ধারায় নির্মিত সবচেয়ে ব্যবসাসফল সিনেমাও ছিল 'নবাব' যার নামভূমিকায় ছিলেন শাকিব খান। সিনেমাজুড়ে শাকিব খান লড়াই করেছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু সিনেমার বাইরে সন্ত্রাসের লড়াইটা করেছে শাকিব খানের ক্রেজি ফ্যানবেজ___শাকিবিয়ান'রা।
ব্যক্তিগত জীবনে টালমাটাল শাকিব খানকে সেই মুহূর্তে দফায় দফায় নিষিদ্ধ করে এবং তার অভিনীত একটি বড় প্রজেক্টকে ব্যর্থ করার যে চূড়ান্ত নীল নকশা তারা একেছিল, সিনেমাহলে যেন সেই প্রতিবাদেই জনতার ভিড় জমেছিল এবং স্বীকৃতি দিয়েছিল 'নবাব'কে, সাদরে বরণ করে নিয়েছিল শাকিব খানকে।
আজ সেই বহুল আলোচিত 'নবাব' সিনেমা মুক্তির সাত বছর পূর্ণ হলো। 'নবাব' সিনেমার তিন বছর পূর্তিতে এই সিনেমার প্রযোজক পরিচালক, শিল্পী কলাকুশলী সবাইকে জানাই অভিনন্দন।
✍️ Shakib Khan Army