15/05/2024
পবিত্র হাদীছ শরীফ উনাতে এসেছেন,হযরত আনাস ইবনু মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা উনার হতে বর্ণিত, তিনি বলেন , নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কাফিরদেরকে হাশরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে।
তখন এক ব্যক্তি বললেন, হে নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মুখের ভরে কাফিরদেরকে কিভাবে হাশরের ময়দানে উঠানো হবে? তিনি বললেন, দুনিয়াতে যে সত্তা দু’পায়ের উপর হাঁটান, তিনি কি ক্বিয়ামতের দিন মুখের ভরে হাঁটাতে পারবেন না? তখন হযরত কাতাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, আমাদের প্রতিপালকের ইয্যতের কসম! অবশ্যই পারবেন।
অন্য হাদীছ শরীফ উনাতে এসেছেন,উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীকাহ আলাইহাস সালাম উনার হতে বর্ণিত, তিনি বলেন। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মানুষকে হাশরের মাঠে উঠানো হবে শূন্য পা, উলঙ্গ দেহ এবং খাৎনা বিহীন অবস্থায়।
উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীকাহ আলাইহাস সালাম তিনি বলেন, আমি তখন বললাম, হে নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে। নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, , হে উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীকাহ আলাইহাস সালাম এরকম ইচ্ছে করার চেয়ে তখনকার অবস্থা হবে অতীব সংকটময়। (কাজেই কি করে একে অপরের দিকে তাকাবে?)।