RUNA TAMIM

RUNA TAMIM Welcome to our page RUNA TAMIM
Thank you All for your great support
Keep supporting us

এই তো শেষ!!
23/05/2025

এই তো শেষ!!

আমাকে ভালোবাসলে কেয়ার রিয়েক্ট দাও, আর ঘৃন্না করলে ল্যাভ রিয়েক্ট দাও।🤣🤣
22/05/2025

আমাকে ভালোবাসলে কেয়ার রিয়েক্ট দাও, আর ঘৃন্না করলে ল্যাভ রিয়েক্ট দাও।
🤣🤣

কফিল চ-র্চা-য় আভিজাত্য 🙂
15/05/2025

কফিল চ-র্চা-য় আভিজাত্য 🙂

এক থালি ভাত খাইতে খাইতে পলাশ সাহার মা ইন্টারভিউ  দিলেন, উনার ছেলের বউ নাকি উনার ছেলের  #কাজেরমেয়ে হওয়ার ও যোগ্য ছিলেন না...
14/05/2025

এক থালি ভাত খাইতে খাইতে পলাশ সাহার মা ইন্টারভিউ দিলেন, উনার ছেলের বউ নাকি উনার ছেলের #কাজেরমেয়ে হওয়ার ও যোগ্য ছিলেন না। পলাশ সাহার বিয়ে করাই উচিত হয়নি , উচিত ছিল আগে উনার মাকে বিবাহ দেয়া।যে মহিলার স্বামী মারা গেছে দীর্ঘদিন হয় কিংবা স্বামীর সাথে বিচ্ছেদ সেই মহিলাদের ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়ার আগে সাফ সাফ জানতে চাওয়া উচিত,বউ সকালে উঠে গোসল করবে কিংবা বউয়ের ভেজা চুল দেখলে সেই রাগ সংবরণ করতে পারবে কিনা! খুশি মনে তাদের #হানিমুনে পাঠাতে পারবেন কিনা। বেয়াই বাড়ির লোকদের সম্মান দিতে পারবেন কিনা।
দীর্ঘ বিচ্ছেদের কারনে উনাদের #সাইকোলজি এমন হয়ে যায় যে,ছেলের বউকে একমাত্র প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে। আর বউ গরীব ঘরের হলে তো কথাই নেই। উঠতে বসতে ভাতের খোটা দিবে যা সুস্মিতার সাথেও হয়েছিল। বউ এর ভালো থাকা টা দেখতে পারছিলেন না।
বাকি দুই ছেলের উচিত ছিলো মাকে তাদের কাছেও রাখা।৩ ছেলে যদি মায়ের অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করতো তাহলে হয়তো মা এত বাড় বাড়তনা। মিন মিন করা ছেলেদের মায়েরা এমনই হয়।
বাকি ২ ছেলের কাছে থাকেনা বিধায় তারা হয়তো ভেবেছে,আমাদের কি,এটা তাদের ব্যাপার। কিন্তু সত্য হলো মা ছোট ছেলের একলা না,তোমাদের ও। ৩ জন ই স্ট্রং থাকলে মা যা খুশি করতে পারতনা।

অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে তো! ❌মা বলে কেউ অন্যায়ের উর্ধ্বে না। সব মায়েরা ভালো হলেও সব শ্বাশুড়ি রা ভালো না এটা মেনে নিতেই হবে। পলাশ জানতোই সে মরে গেলে তার মা তার বউকে খালি হাতে বিদায় করে দেবে তাই সে তাকে তার স্বর্ন দিয়ে দেয়ার শেষ ইচ্ছাও পোষণ করেছে।


#পলাশ





সংগৃহীত.....

30/04/2025

রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল "এক হাজার আয়নার ঘর"।

সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল।মেয়েটি একদিন তার বাবা মা'র মুখে শুনতে পায়, তাদের গ্রামের "আয়না ঘর" এর কথা। এর আগে মেয়েটি কোন দিন ঘর থেকে বের হয় নি। সে প্রকৃতি দেখেনি,দেখেনি কোনও বাস্তবতা।তো সে একদিন চিন্তা করলো যে সে ঐ আয়নার ঘর দেখতে যাবে।কিন্তূ একা একা যেতে সাহস না হওয়াই সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেলো। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ঐ ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ঐ দ্বিতীয় মেয়েটি ঢুকবে।
..

কথামতো প্রথম মেয়েটি ঐ ঘরের ভেতর ঢুকলো।ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙ্গিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো।সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই একহাজার আয়নার ঘরে প্রবেশ করলো।ঘরে ঢুকেই তার চোখ ছানাবড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও একহাজার মেয়ে হাস্যোজ্জল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে।

মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এল এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে "এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখেনি।সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো।"

সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতংকিত মনে সেও এবারে সেই "এক হাজার আয়নার" ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেলো, আতঙ্কিত হয়ে উঠলো চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে -তোমারা কারা- সাথে সাথে বাকী এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এল এবং প্রথম মেয়েটিকে বলল,"শীগগিরই বাড়ি চল,এটা খুব বাজে জায়গা।আমি আর কোনওদিন এই জায়গায় আসব না"

শিক্ষাঃ জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সে ভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দ ময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা, হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা । জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।

18/11/2024

Good Night Everyone

16/11/2024

Good Night Everyone 😊

16/11/2024

"কিছু নিয়ম ভাঙার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল স্বাদ। যদি ম'রা প্রাণগুলোতে ভালোবাসার সঞ্চার হয়, তবে সেই অনিয়মই হোক জীবনের পথচলার নতুন অধ্যায়। নিয়মের বাইরে গিয়ে অনুভূতির বন্যা বইতে দাও, যেখানে প্রতিটা স্পন্দন হবে ভালোবাসায় ভরপুর।🖤"

Hope is the silver line of life...
15/11/2024

Hope is the silver line of life...

27/10/2024

হে মহা জীবন, আর এ কাব্য নয়,
এবার কঠিন, কঠোর গদ্য আনো’

27/10/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Lakeisha Thomas, Md Abdullah Khan

Thank you 😊❤️.
Follow my page
Stay with my page
Good Wishes for you and your family

Address

Noapara Hospital Road
Jessore
7460

Alerts

Be the first to know and let us send you an email when RUNA TAMIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUNA TAMIM:

Share