সালাফদের জীবনকথা

সালাফদের জীবনকথা যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের বাগান। সুরা কাহাফ - ১০৭

আলহামদুলিল্লাহ 🤍
30/06/2025

আলহামদুলিল্লাহ 🤍

“দুনিয়া মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত।”সহিহ মুসলিম - ২৯৫৬ #ইসলামিকপোস্ট  #ইসলামিক  #হাদিস
26/06/2025

“দুনিয়া মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত।”

সহিহ মুসলিম - ২৯৫৬

#ইসলামিকপোস্ট #ইসলামিক #হাদিস

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে ❤️যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ...
25/06/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে ❤️

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু।❤️

~ ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে
©

আমাদের অবস্থান,ইরান এবং আমেরিকা ও ইজরাইল যুদ্ধে আমরা ইরানের সমর্থন করবো।কারণ: যখন রোমান আর পারস্যের মধ্যে যুদ্ধ বেধে গিয...
24/06/2025

আমাদের অবস্থান,

ইরান এবং আমেরিকা ও ইজরাইল যুদ্ধে আমরা ইরানের সমর্থন করবো।

কারণ: যখন রোমান আর পারস্যের মধ্যে যুদ্ধ বেধে গিয়েছিল তখন মুসলিমরা রোমানদের সমর্থন করেছিল কারণ রোমানরা ছিল খ্রিস্টান, আর মুসলিমরা ছিল একেশ্বরবাদী। খ্রিস্টানরাও একেশ্বরবাদে বিশ্বাসী (যদিও ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের তাওহীদের মধ্যে শিরক আছে), কিন্তু পারস্য ছিল মূলত মজুসী (অগ্নি উপাসক)। তাই মুসলমানরা ধর্মীয়ভাবে রোমানদের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠতা অনুভব করত।

বর্তমান প্রেক্ষাপট ঠিক তেমনি। শিয়াদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে এমনকি অনেক শিয়া আছে যারা কাফের মুশরিকও পরিণত হয়ে গেছে কিন্তু তারপরেও এইসব শিয়ারা ত্রিত্ববাদপুজারী হারবি (যারা পৃথিবীর কোন না কোন অঞ্চলে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে) রাষ্ট্র আমেরিকার থেকে অনেক গুনে ভালো।

মুহাম্মাদ আল্লাহর রসুল। আর যে সব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল। ৪৮ ...
23/06/2025

মুহাম্মাদ আল্লাহর রসুল। আর যে সব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল। ৪৮ : ২৯

#ইসলামিকপোস্ট োরআন #ইসলামিক #আয়াত

ইবরাহীম ও তার সঙ্গী-সাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল- ‘তোমাদের সঙ্গে আর আল্...
22/06/2025

ইবরাহীম ও তার সঙ্গী-সাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল- ‘তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ‘ইবাদাত কর তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি। আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। ৬০:৪

#ইসলামিক #ইসলামিকপোস্ট োরআন

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন আমরা যখন কোন উঁচু স্থানে আরোহণ করতাম, তখন তাকবীর ধ্বনি উচ্চারণ করতাম...
17/06/2025

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন আমরা যখন কোন উঁচু স্থানে আরোহণ করতাম, তখন তাকবীর ধ্বনি উচ্চারণ করতাম আর যখন কোন উপত্যকায় অবতরণ করতাম, সে সময়ে সুবহানাল্লাহ্‌ বলতাম।

সহিহ বুখারী, হাদিস নং ২৯৯৩

#ইসলামিকপোস্ট #হাদিস #ইসলামিক #ইসলাম

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রসূলুল্লাহ (সা:) বলেছেনঃ আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দু’আ কখনো প্রত্যা...
16/06/2025

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সা:) বলেছেনঃ আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দু’আ কখনো প্রত্যাখ্যাত হয় না।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৫২১

#ইসলামিকপোস্ট #হাদিস

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ (সা:) বলেন: তিন ব্যক্তি একত্রে সফর করলে তারা যেন নিজেদের মধ্য হতে একজনকে...
13/06/2025

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সা:) বলেন: তিন ব্যক্তি একত্রে সফর করলে তারা যেন নিজেদের মধ্য হতে একজনকে আমীর বানায়।

সুনানে আবু দাউদ, হাদিস নং ২৬০৮

#ইসলামিকপোস্ট #হাদিস

হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বললেনঃ আমি নবী (সা:) কে বলতে শুনেছি যে, চোগলখোরী কক্ষনো জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বু...
12/06/2025

হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বললেনঃ আমি নবী (সা:) কে বলতে শুনেছি যে, চোগলখোরী কক্ষনো জান্নাতে প্রবেশ করবে না।

সহিহ বুখারী, হাদিস নং ৬০৫৬

#ইসলামিকপোস্ট #হাদিস

আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু মাসউদ (রহি:) থেকে বর্ণিত, তিনি বলেন- একবার আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা:) এর নিকট এক ব্যক...
11/06/2025

আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু মাসউদ (রহি:) থেকে বর্ণিত, তিনি বলেন- একবার আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা:) এর নিকট এক ব্যক্তি এসে বলল, হে আব্দুর রহমান, আমাকে উপকারী কিছু কথা শিক্ষা দিন।

আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা:) তাকে বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করোনা! সর্বদা কোরআনের সাথে লেগে থাকো। কেউ যদি তোমার কাছে সত্য নিয়ে আসে তবে সে তোমার শত্রু হলেও সত্যটি গ্রহণ করো। পক্ষান্তরে কেউ যদি তোমার কাছে মিথ্যা নিয়ে আসে তবে তোমার অন্তরঙ্গ বন্ধু হলেও মিথ্যা বর্জন করো।

বই : সালাফদের জীবনকথা

সিফাতুস সাফওয়া : ১/৪১৯

#ইসলামিকপোস্ট #নসীহত

ঈদ মোবারক!تقبل الله منا ومنكمআল্লাহ আমাদের এবং আপনাদের (ইবাদত) কবুল করুন।
06/06/2025

ঈদ মোবারক!

تقبل الله منا ومنكم

আল্লাহ আমাদের এবং আপনাদের (ইবাদত) কবুল করুন।

Address

None
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when সালাফদের জীবনকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সালাফদের জীবনকথা:

Share