Yes Brother -হ্যাঁ ভাই

Yes Brother -হ্যাঁ ভাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন (ধন্যবাদ)
(5)

05/05/2025

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না।
কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করে দেখুন তো– আপনার আচরণ নারীসুলভ আছে কি না।

আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন– একজন পুরুষের শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না।

তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে।
ঠিক এই মুহূর্তেও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে কোমল স্বরে একবার পুরুষকে চাইলে স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি করে দিতে পারে।

এটাই দাম্পত্যের রসায়ন।
স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি– সমস্যা হলেই মায়ের কাছে ফোন না দিয়ে আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে।

নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন।

চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জিতে কখনো ঠকে। তার জিতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে।

বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন।

এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে।
ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ।

যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়। নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়।

এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না।
হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনোরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া।

সুতরাং নারী, আপনি বরং নারীই হোন।
কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন।
দেখবেন– পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

আমি অসুন্দর, আমি ব্যর্থ, আমি বদ মেজাজি, আমি খারাপ! কিন্তু আমি আমিই!🙂💜
20/01/2025

আমি অসুন্দর, আমি ব্যর্থ, আমি বদ মেজাজি, আমি খারাপ! কিন্তু আমি আমিই!🙂💜

দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে!😊💔
19/01/2025

দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে!😊💔

24/06/2024

❝মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না, তার মনের ভেতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে। একা থাকার এক মাত্র উপায় হল অনেক মানুষের সাথে থাকা। কারন জনতার মধ্যেই আছে নির্জনতা।❞

—হুমায়ূন আহমেদ

13/06/2024

জীবনের এমন একটা সময় পার করছি, যেখানে সবসময় আমার চোখে মুখে " I'm not interested" ভাসে,

কাউকে ইম্প্রেস করার তাড়া নেই, কাউকে পছন্দ করলে বলারও ইচ্ছা নেই, ভালোবাসলেও প্রকাশের ইচ্ছা নেই, নিয়মিত চ্যাটিং করবার শক্তি নেই, কেউ ভুল বুঝলে ব্যাখা করার ইচ্ছা নেই, যে যার মতো দূরে চলে যাচ্ছে তবুও আমার কিছু করার নেই।💔

01/02/2024

মেয়েরা তাদের পছন্দের মানুষটিকে জেলাস ফিল করাতে বেশি পছন্দ করে!' 🤍 kno?𑅃

14/01/2024

সম্পর্ক ধরে রাখার চেয়ে-
সম্পর্ক বোঝা বেশি জরুরি,
সেটা হোক বন্ধুত্ব অথবা ভালোবাসা।

13/01/2024

আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি,
যত্ন করে খুব খেয়ালে রোজ, 'আমি'টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা, মলাট জুড়ে হাজার আঁকিবুঁকি,
আমি ভীষণ একলা থাকা মানুষ, 'আমি''টাকে 'আমার' ভেতর রুখি।

13/01/2024

হাওয়াই মিঠাই _ Cotton Candy

12/01/2024

আমার ভেতরে যে শূন্যতা তা অনায়াসেই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কে মূহুর্তেই গ্রাস করে নিতে পারে আমার ভেতরে লুকিয়ে থাকা কষ্ট গুলো
মূহুর্তেই সোনালী রৌদ্রময় একটা দিন কে কালো মেঘে ঢেকে দিতে পারে | 😅💔

12/01/2024

তখন আমার বিবেক কাজ করে নাই!🐸

03/01/2024

পুরুষ মানুষ আটকায় পরিবারের দ্বায়িত্বের বোঝায়,
ভবিষ্যতের চিন্তায়,প্রিয় মানুষকে নিজের করে পাওয়ায় তী-ব্র আকাঙ্খায়,তারপর দিনশেষে একাকিত্বে ও ক্লা-ন্তিতে🙂

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Yes Brother -হ্যাঁ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yes Brother -হ্যাঁ ভাই:

Share