Islamic Media Jas

Islamic Media Jas This an islamic page .It will be providing islamic song,gojol,was,recitation and natural videos.

Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today.

সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
20/05/2024

সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

05/02/2024

67. তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে ,পরে শুক্রবিন্দু হতে, তারপর রক্তপিণ্ড হতে, তারপর তোমাদেরকে বের করেন শিশু রূপে, অতঃপর যেন তোমরা উপনীত হও যৌবনে, অতঃপর হও বৃদ্ধ। তোমাদের মধ্যে কারো এর পূর্বেই মৃত্যু ঘটে এবং এটা এই জন্য যে,তোমরা নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যাতে তোমরা অনুধাবন করতে পারো ।
68। .তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং যখন তিনি কিছু করা স্থির করেন তখন তিনি বলেন: হও, এবং তা হয়ে যায়।
(সূরা মুমিন আয়াত নম্বর ৬৭ এবং 68)

10/06/2023

আপনি কখনও নিজেকে তুচ্ছ বা ছোট মনে করবেন না। কখনও হাল ছেড়ে দিবেন না, অন্য কাউকে সফল হতে দেখে নিরাশ হবেন না, ধৈর্য্য ধরেন,অপেক্ষা করেন।

সঠিক সময়ে সফল আপনিও হবেন!
আল্লাহ কাউকে নিরাশ করেন না,আল্লাহর উপর বিশ্বাস রাখুন তার ওপর ভরসা করুন।

সময় মতো আপনারও সব আশা পূরণ হবে দেখবেন। আপনারও প্রিয় মানুষ হবে, আপনারও চাকরি হবে,টাকা হবে।যারা আপনাকে এখন তুচ্ছ চোখে দেখে /এড়িয়ে চলে ,দেখবেন তারাই একদিন আপনাকে মাথায় তুলে রাখবে । ঠিক এই দিনগুলো দেখার জন্য হলেও নিজের স্বপ্নপূরণের প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে ,অনেক স্ট্রাগল করতে হবে ।

আপনিও দিনশেষে সফল হবেন,শুধুমাত্র সবকিছু সময়ের অপেক্ষা। তাই নিজেকে তুচ্ছ মনে না করে , পরিশ্রম করেন ,নিজের উপর বিশ্বাস রাখেন যে ,যত খারাপ সময়ই আসুক না কেন আপনার পরিশ্রম এবং প্রতিরাতে জায়নামাজের চোখেরপানির প্রত্যেকটা ফোটা একদিন আপনার সফলতা নিয়ে আসবেই আসবে ।

সেদিন আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলবেন , Oh Allah yes ! i made it 😊 (ইনশাআল্লাহ)

10/06/2023

'যে ব্যক্তি বেশি বেশি দরজায় করাঘাত করে, তার জন্য দরজা খোলার সম্ভাবনা বেশি থাকে। তেমনি যে ব্যক্তি বেশি বেশি দুআ করে, তার দুআ কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।'

— সাহাবী আবূ দারদা (রা.)
[শুয়াবুল ঈমান, বাইহাকি : ২/১১৪২]

Everyone should follow this verse
17/05/2023

Everyone should follow this verse

07/05/2023

"হতাশ হয়ো না, উঠো! সিজদাহ করো এবং কাঁদো!"
-- সূরা ইউসুফ : ৮৬
-
"আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।"
-- সূরা ত্বলাক : ৭
-
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।"
-- সূরা ইনশিরাহ : ৬
-
"আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।"
-- সূরা ইউসুফ : ৮৬
-
"জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।"
-- সূরা বাক্বারা : ২১৪
-
"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।"
-- সূরা ইউসুফ : ৮৭
-
"আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না।"
-- সূরা বাক্বারা : ২৮৬
-
"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।"
-- সূরা বাক্বারা : ১৫৫
-
"হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।"
‌‌ -- সূরা বাক্বারা : ১৫৩
-
"হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।"
-- সূরা মারইয়াম : ৪

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media Jas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share