Kopotakkho Tv.Press কপোতাক্ষ টিভি.প্রেস

Kopotakkho Tv.Press          কপোতাক্ষ টিভি.প্রেস On behalf of Kopotakkho Tv.Press best wishes and hearted congratulation to all the viewers.Our goal

 # # মানবিক সহায়তা না আসলে আগামী এক মাসে ইয়েমেনে দেড় লাখ শিশুর মিত্যু হতে  পারে :জাতিসংঘ
11/10/2020

# # মানবিক সহায়তা না আসলে আগামী এক মাসে ইয়েমেনে দেড় লাখ শিশুর মিত্যু হতে পারে :

জাতিসংঘ

05/10/2020

ভন্ড পীর কে শায়েস্তা করলো মহিলারা

03/10/2020

# মুসলিম রাষ্ট্র আলজেরিয়া ও খ্রিস্টান অধিষ্ঠিত রাষ্ট্র আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে।

 # # ব্রেকিং নিউজ :- আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিতর্কত নাগরনো কারাবাক অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে। আর্মেনিয়াও  আজারবাইজানে...
30/09/2020

# # ব্রেকিং নিউজ :- আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিতর্কত নাগরনো কারাবাক অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে।

আর্মেনিয়াও আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে বিতর্কিত অঞ্চল নাগোর্নো- কারাবাখ নিয়ে।

গত কয়েক দিন ধরে চলমান যুদ্ধে দুই দলের অন্ততপক্ষে ১০০+ সোন্য কিছু বেসামরিক লোক নিহত হয়েছে।

এদিকে যুদ্ধ থামানোর জন্য আলোচনায় বসার কথা বলছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের অন্যন্যা দেশ সমূহ। তবে শান্তি আলোচনা প্রত্যাখান করেছে দুই দেশই।

অপরদিকে ইরান তাদের আকাশ সিমা রাশিয়ার জন্য বন্ধ করে দিয়েছে। তারা দাবি করেছে ইরানের আকাশ ব্যবহার করে কোন যুদ্ধ সরঞ্জম আর্মেনিয়াতে যায়নি।
ইরানে বসবাস রত তুর্কি বংশউদ্ভুত আজারবাইজানি জনগণ আর্মেনিয়া ইরানি বর্ডার রোডে কাটা বিছিয়ে দিয়েছে। যাতে করে ইরান হয়ে রাশিয়ার অস্ত্র আর্মেনিয় না পোচ্ছাতে পারে।

এদিকে ওআইসি ভুক্ত দেশ তুরস্ক ও পাকিস্তান আজারবাইজান কে পুরো সমর্থন দেওয়ার কথা বলেছে।

সৌদি আরব, আলজেরিয়া,ইন্দোনেশিয়া, ইরান ও বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

সুত্র ঃ আল-জাজিরারিয়া

 # #ব্রেকিং নিউজ :- গণ বিক্ষোভে উত্তাল মিশর! মিশরে চলছে ব্যপক সিসি বিরোধী আন্দোলন। আবারো হাজার হাজার মানুষ আন্দোলনে যোগ ...
23/09/2020

# #ব্রেকিং নিউজ :- গণ বিক্ষোভে উত্তাল মিশর!

মিশরে চলছে ব্যপক সিসি বিরোধী আন্দোলন। আবারো হাজার হাজার মানুষ আন্দোলনে যোগ দিয়েছে।

আন্দোলনে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু সিসি আসাদুল্লাহ অর্থাৎ সকল ক্ষমতার মালিক আল্লাহ আর সিসি হচ্ছে আল্লাহুর দুশমন, এটা ছিল তাদের শ্লোগান।

 # # ব্রেকিং নিউজ :-হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী মারা গিয়েছে (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি রাজিউল)শুক্রবার সন্ধ...
18/09/2020

# # ব্রেকিং নিউজ :-
হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী মারা গিয়েছে (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি রাজিউল)

শুক্রবার সন্ধায় রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

 # # ব্রেকিং নিউজ :- করোনায় আক্রান্ত হয়ে  মারা গেলেন অভিনেতা সাদেক বাচ্চু ( ইন্না-লিল্লাহ অইন্না ইলাহি রাজিউল)। সম্প্রতি...
14/09/2020

# # ব্রেকিং নিউজ :- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সাদেক বাচ্চু ( ইন্না-লিল্লাহ অইন্না ইলাহি রাজিউল)।

সম্প্রতি জ্বরে আক্রান্ত হয় সাদেক বাচ্চু। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে গত ৬ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) তার পরিবার সুত্রে জানা যায় তিনি করোনায় আক্রন্ত হয়েছেন।

এরপরে শ্বাসকষ্ঠ বেড়ে গেলে ও শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে ইউনিভার্সেল হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার দুপরর ১২ টা ৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

 # # জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে আবারো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।।শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্...
13/09/2020

# # জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে আবারো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তারে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে বলা হয় ৬৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতীসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছিল।।

 # # যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন সারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জনাব গোলাম রব্বানী...
09/09/2020

# # যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন সারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জনাব গোলাম রব্বানী শেখ এবং রিফাত খান রাজিব অফিসার ইনচার্জ চৌগাছা থানার তত্বাবধানে, এস আই বজলুর রহমান ও সাইদুর রহমান সহ গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার সিংহঝুলি সড়কে একটি অটো থেকে কুমড়ার মধ্যে লুকানো অবস্থায় তিনটি কুমড়া থেকে ৭৪ বতল ফেনসিডিল উদ্ধার করে।
আসামির নাম রহমান (৫৫), পিতা মৃত খোদা বক্স, সাং পিতাম্বরপুর থানা চৌগাছা।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 # # ৫ ভারতীয় নাগরিক কে অপহরণ করেছে চীনা বাহিনী। চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সদস্যরা ভারতের ৫ নাগরিক কে অপহরণ ...
07/09/2020

# # ৫ ভারতীয় নাগরিক কে অপহরণ করেছে চীনা বাহিনী।

চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সদস্যরা ভারতের ৫ নাগরিক কে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেসে বিধায়ক নিনং এরিং।

রাজ্যের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে শনিবার ভোরে তাদেরকে অপহরণ করা হয়।
(খবর আনন্দবাজার)।

যে যুবকদের অপহরণ করা হয়েছে তারা হলেন- তনু বাকার, প্রশাত রিংলিং,নগরু দিরি,দোংতু এবিয়া ও তচ সিংকম।
অপহৃতদের এক জনের ভায় প্রকাশ রিংলিং ও টুইট করে এই অভিযোগ করেছেন। অপহৃতরা সবাই তাজিন সম্প্রদায়ের।

05/09/2020

নারায়ণগঞ্জ মসজিদে এসি বিস্ফোরণে আহতদের আহাযারি। আল্লাহুতালা সবাইকে সুস্থতা দান করুক।

ব্রেকিং নিউজ :- #নারায়ণগঞ্জ ফতুল্লায় বায়তুল সালাত জামে মসজিদে -এশার নামাজরত অবস্থা একসাথে ৬ টি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র এ...
05/09/2020

ব্রেকিং নিউজ :-
#নারায়ণগঞ্জ ফতুল্লায় বায়তুল সালাত জামে মসজিদে -এশার নামাজরত অবস্থা একসাথে ৬ টি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র একসঙ্গে বিস্ফোরিত হয়ে অনন্ত ৪০ জন আহত বা দগ্ধ হয়েছে নিহত হয়েছে ১১জন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউল)

জানা যায় (৪ সেপ্টেম্বর) শুক্রবার এশার নামাজের পরপর সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এই ঘটনা ঘটে। এশার ফরজ নামাজ আদায়ের পরে অনেক মুসুল্লি তখন সুন্নত নামাজ পড়ছিলেন তখনি বিকট শব্দে এসি গুলো বিস্ফোরিত হয়।

আহতদের বেশি ভাগ অবস্থা আশঙ্কা জনক। তাদের বেশিভাগকেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় অনেকের থারণা মসজিদের পাশে অবস্থিত তীতাস গ্যাসের পাইপ লাইন লিক থাকার কারণে মসজিদের মধ্যে গ্যাসজমে এই মারতক দুর্ঘটনা সৃষ্টি হয়েছে। তবে ফায়ারসার্ভিসের সদস্যরা দুর্ঘটনার কারণটি ক্ষতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

 # # চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারি বেক্তি গ্রেফতার। খুলনা বিভাগের বেজের ডাঙ্গা-নওয়াপাড়া সেকশানে স্পেশাল সবজি ট্রেনে পাথ...
01/09/2020

# # চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারি বেক্তি গ্রেফতার।

খুলনা বিভাগের বেজের ডাঙ্গা-নওয়াপাড়া সেকশানে স্পেশাল সবজি ট্রেনে পাথর নিক্ষেপ করেন, গেঞ্জি পরিহিত বেক্তিটি।
তখন ট্রেন থামিয়ে গার্ড সহ অনন্য স্টাফরা লোকটিকে ধরে ফেলে। উক্ত বেক্তিকে গার্ড সাহেব ও অন্য অন্য স্টাফগন মিলে বিভাগীয় প্রকৌশলী -১ পাকশী মহাদয় স্যারের নিকট নিয়ে গেলে তিনি যশোহরস্থ জিআরপি থানায় হস্তান্তর করেন।
ট্রেনে পাথর নিক্ষেপ দন্ডনীয় অপরাধ।
ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকুন।

 #ব্রেকিং নিউজ :- ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ অকৃতিম বন্ধু প্রনব মুখার্জি মারা গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ রাষ্ট্র...
31/08/2020

#ব্রেকিং নিউজ :- ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ অকৃতিম বন্ধু প্রনব মুখার্জি মারা গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভির শোক প্রকাশ করেছেন।

দুই পুত্র ও এক কন্যার জনক প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্র মুখার্জি ছিলেন বাংলাদেশের নড়াইলের মেয়ে।

 # # যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন সারের নির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জনাব গোলাম রাব্বানী শে...
31/08/2020

# # যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন সারের নির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জনাব গোলাম রাব্বানী শেখ এবং রিফাত খান রাজিব অফিসার ইনচার্জ চৌগাছা থানা এর তত্বাবধানে দশপাখিয়া ক্যাম্পের আইসি এসআই আব্দুল জলিল সঙ্গীয় অফিসার ফোর্সসহ চৌগাছা থানার ধুলিয়ানি ইউনিয়নের আজমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক ব্যপসায়ী খায়রুল ইসলাম পিতা পৃত ইয়াছিন আলী মন্ডল। ২.মোহাম্মদ ইসলাম পিতা মৃত জিন্নাত আলী মন্ডল উভায় সাং রঘুনাথপুর। ৩.শামসুল (৩৫) পিতা সোহরাফ তরফদার সাং পাশাপোল সার্বথানা চৌগাছা দের গ্রেপ্তার করে।

29/08/2020

চীনের সাথে সম্পর্ক উন্নয়নে ভয়ের সঞ্চয় ঘটেছে ভারতের মনে। বাংলাদেশ নিজেদের দখলে নীতে চাই চীন, এমনটাই প্রশ্ন উঠেছে ভারতের গণমাধ্যম গুলোতে।

 # # চীনের সিনোভ্যাকের টিকার ট্রায়ালের অনুমোদন দিল বাংলাদেশ  সরকার। চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা টিকার তৃতীয় পর্য...
27/08/2020

# # চীনের সিনোভ্যাকের টিকার ট্রায়ালের অনুমোদন দিল বাংলাদেশ সরকার।

চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিল সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কথা জানিয়েছে।

প্রথম পর্যায়ের পরিক্ষায় মানুষের জন্য টিকা কতটা নিরাপদ তা দেখা হয়। দ্বিতীয় পর্যায়ের পরিক্ষায় টিকা নিদিষ্ট জীবাণু প্রতিরোধে কতটা কার্যকর তা দেখা হয়। তৃতীয় পর্যয়ের পরিক্ষায় দেখা হয় টিকাটি কতটা নিরাপদ এবং কতটা কার্যকর।

 # ব্রেকিং :- ফ্রান্স ও গ্রিস তুরস্ককে বার্তা দিয়ে সাইপ্রাসে ফাইটার জেট মোতায়ন করেছে।অপর দিকে গ্রিস কে নিজেদের ক্ষমতা দে...
26/08/2020

# ব্রেকিং :- ফ্রান্স ও গ্রিস তুরস্ককে বার্তা দিয়ে সাইপ্রাসে ফাইটার জেট মোতায়ন করেছে।

অপর দিকে গ্রিস কে নিজেদের ক্ষমতা দেখেল তুরস্ক, ব্যপক যুদ্ধ মহড়া।

তুরস্কের বিমান ও নৌবাহিনী যৌথ ভাবে মর্মরসাগরে সামরিক মহড়া চালিয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে যখন গ্রিসের সাঙ্গে তুরস্কের উত্তেজনা তুঙ্গে তখন অঙ্কারা এই সামরিক মহড়া চালালো।

তুরস্কের পতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি এফ -১৬ জঙ্গি বিমান অংশ নেই।

 # ব্রকিং -  ১৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার।বঙ্গোপসাগরে থেকে টলার ধাওয়া করে র্র্যাব দুইজন কে ১৩ লক্ষ পিস ইয়াবা সহ আটক করেন। এর...
25/08/2020

# ব্রকিং - ১৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার।

বঙ্গোপসাগরে থেকে টলার ধাওয়া করে র্র্যাব দুইজন কে ১৩ লক্ষ পিস ইয়াবা সহ আটক করেন। এর মধ্যে একজন রহিঙ্গা বলে জানা যায়।

 # ভারতকে ঠেকাতে পাকিস্তানকে সর্বাধুনি প্রযুক্তির যুদ্ধজাহাজ দিল চীন। চীনের ভাষায় বন্ধু রাষ্ট্র পাকিস্তান কে এবার নিজেদে...
24/08/2020

# ভারতকে ঠেকাতে পাকিস্তানকে সর্বাধুনি প্রযুক্তির যুদ্ধজাহাজ দিল চীন।

চীনের ভাষায় বন্ধু রাষ্ট্র পাকিস্তান কে এবার নিজেদের তৈরি অত্যাধুনিক টাইপ- ০৫৪ এ/পি ক্লাস ফ্রিগেটের চারটি যুদ্ধ জাহাজ দিচ্ছে তারা।
এতে পাকিস্তানের নৌবাহিনীর ক্ষমতা অনেক বেড়ে যাবে বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকরা। পাকিস্তানের জন্য চীনের এত আয়োজন মূলত প্রতিদ্বন্দী ভারত কে ঠেকাতে বলে মনে করছে তারা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, চীন কতৃক নির্মিত অত্যাধুনিক টাইপ -০৫৪ এ/পি ক্লাস ফ্রিগেটর চারটি যুদ্ধ জাহাজের প্রথমটি পেতে যাচ্ছে পাকিস্তান। রোববার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে চীনের সাংহাইয়ে এর উদ্ভাবন করা হয়েছে।

পাকিস্তানি নৌবাহিনীর জানায় এটি পাকিস্তান নৌবাহিনীর জন্য অত্যাধুনিক ফ্রিগেট নির্মাণের বড় মাইলফলক। এই জাহাজ আমাদের জন্য শান্তি ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

23/08/2020

জোর পূর্বক বিয়ে করতে না পারায় মা ও মেয়েকে চরম নির্যাতন করলো কক্সবাজারের চাকোরিয়া উপজেলা হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম।

 # # লিবিয়াঃ GNA-কাতার - তুরস্ক জোটের কূটনীতিক বিজয়। গতকাল লিবিয়ার UN স্বকৃত GNA সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল- সাররাজ ...
22/08/2020

# # লিবিয়াঃ GNA-কাতার - তুরস্ক জোটের কূটনীতিক বিজয়।

গতকাল লিবিয়ার UN স্বকৃত GNA সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল- সাররাজ লিবিয়াতে যুদ্ধে বিরতির ঘোষণা করেন। এই যুদ্ধ বিরতির শর্ত হিসেবে উল্লেখ করেন,
১. সিরাত ও আল- জুফরা কে ডি- মেলেটারাইজেশন করা ( এখানে GNA এর পুলিশ নিরাপত্তার কাজে থাকবে)।
২. সকল বিদেশি মার্সেনারিদের প্রত্যাহার করা।
৩. তেল উত্তোলন স্বাভাবিক করা।

 # ব্রকিং নিউজ-কৃষ্ণসাগরে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসের রিজার্ভের সন্ধান পেয়েছে তুরস্ক। তুরস্কের জন্য আজ এক ঐতিহাসিক দিন। গ...
21/08/2020

# ব্রকিং নিউজ-
কৃষ্ণসাগরে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসের রিজার্ভের সন্ধান পেয়েছে তুরস্ক।

তুরস্কের জন্য আজ এক ঐতিহাসিক দিন। গত কয়েকদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিলো শুক্রবার প্রসিডেন্ট এরদোয়ান একটি ঘোষণ দিবেন, যাতে থাকবে বিশাল সারপ্রাইজ।

আলোচিত সেই সারপ্রাইজ আর বেশি কিছু নয়, ইতিহাসের সব চেয়ে বড় গ্যাসের মজুত পেয়েছে তুরস্ক। কৃষ্ণ সাগরে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পেয়েছে তারা।

প্রসিডেন্ট এরদোয়ান বলেন এটা কেবল মাত্র শুরু, আরো বিশাল প্রকৃতিক সম্পদ তুরস্কের জন্য অপেক্ষা করছে বলে তিনি ঘোষণা কালে উল্লেখ করেন। ২০২৩ সালে এই গ্যাস ব্যবহার করার প্রাথমিক টার্গেট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, তুরস্ক গত কয়েক বছর টানা প্রকৃতি সম্পদ সন্ধানের কাজ করে যাচ্ছে।

 # বিষ্ময়কর আবিষ্কার :-খুদে বিজ্ঞানী মোঃ মনিরুল ইসলাম মুন্না আবিষ্কার করলো এক ব্যতিক্রম মোটরসাইকেল। মুন্নার এই নব আবিষ্ক...
20/08/2020

# বিষ্ময়কর আবিষ্কার :-

খুদে বিজ্ঞানী মোঃ মনিরুল ইসলাম মুন্না আবিষ্কার করলো এক ব্যতিক্রম মোটরসাইকেল।
মুন্নার এই নব আবিষ্কৃত মোটরসাইকেলটির নাম দিয়েছে গ্যালাক্সি বাইক।

মুন্না চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রী কলেজর একাদশ শ্রেণীর ছাত্র। তিনি খুবি দারিদ্র পরিবারে সন্তান। তার বাবা পেশায় একজন মৎস্যজীবি। বিভিন্ন কিছু আবিষ্কারের জন্য তার কলেজ ও এলাকায় তিনি বিষ্ময়কর বালক হিসেবে পরিচিত।

মুন্নার দাবি, বৈদ্যুতিক চার্জে চালিত তার আবিষ্কৃত গ্যালাক্সি বাইকে কিলোমিটার পতি খরচ হবে মাত্র ৩৫ পয়সা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে খরচ হত দুই পয়সা।

সম্প্রতি মুন্নার আবিষ্কৃত গ্যালাক্সি বাইক বা মোটরসাইকেলের মেকানিক্যাল আরো আপডেট করতে তথ্যও প্রযুক্তি বিভাগ ( আই সিটি) ৮ লক্ষ টাকা ঘোষণা করেছে।
আইসিটি বিভাগ কে ধন্যবাদ জানিয়ে মুন্না বলেন, মোটরসাইকেল আবিষ্কারটি এ মন্ত্রনালয়ের কারণে আলোর মুখ দেখেছে। আমার সব আবিষ্কার যেন আলোর মুখ দেখে সে প্রতাক্ষায় আছি।

 # # বিগ ব্রেকিং-আজ ১৮ আগস্ট মঙ্গলবার ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাঁশাটি (পশ্চিম পাড়ার) প্রাইমারি স্কুল মাঠের সংলগ্ন ...
18/08/2020

# # বিগ ব্রেকিং-

আজ ১৮ আগস্ট মঙ্গলবার ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাঁশাটি (পশ্চিম পাড়ার) প্রাইমারি স্কুল মাঠের সংলগ্ন একটা মাইক্রবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় । ঘটনাস্থলে ৮ জন মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) এবং ৬ জন আহত হয়েছেন।

সেখানে শত চেষ্টা করেও একজন বাবা তার অদরের কন্যাকে বাঁচাতে পারেনি, , বুকে আগলে ধরে রেখেছে, তার কলিজার টুকরা সন্তানকে,,নিয়তি বড়ই অদ্ভুদ!! অার্তনাদ,অাহাহারী ও চিৎকারে অাকাশ, বাতাশ ভারি হয়ে গিয়েছিলে।নিস্তব্ধ হয়ে যায় বাবা মেয়ে দুইজনি।অবশেষে না ফেরার দেশে চলে যায় বাবা ও মেয়ে 😥😥 এই দৃশ্য সবার মনকে নাড়া দিয়েছে।

  News : মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলা। কড়া নিরাপত্তার মধ্যেও একের পর এক হামলা হচ্ছে বাগদাদের মারর্কিন দুতাবাস...
17/08/2020

News :
মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলা।

কড়া নিরাপত্তার মধ্যেও একের পর এক হামলা হচ্ছে বাগদাদের মারর্কিন দুতাবাসের এলাকায়। গত ৫ শে জুলাই বাগদাদের গ্রিনজোন এলাকায় সর্বশেষ রকেট হামলা হয়েছে। ওই এলাকায় ইরাক সরকারের বহু গুরুত্বপুর্ণ ভবন এবং বিদেশি কূটনীতিক মিশন রয়েছে।

রোববার আবারো ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় আবারো রকেট হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে বাগদাদের গ্রিনজোনে চারটি কাতিউশা রকেট আঘাত হানে। যার একটি মারর্কিন দূতাবাসের কাছে গিয়ে পড়ে। মার্কিন কূটনৈতিক মিশনের ওই এলাকায় আমেরিকার সেনা মোতায়েন করা রয়েছে।

ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতির মাধ্যমে কাতিশিয়া রকেট হামলার কথা নিশ্চিত করেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 # # দেশে আনার জন্য প্রস্তুত প্রথম মেট্রো ট্রেন :-দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম ম্যাস র্যাপ...
16/08/2020

# # দেশে আনার জন্য প্রস্তুত প্রথম মেট্রো ট্রেন :-

দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম ম্যাস র্যাপিড ট্রেনজিট বা মেট্রোরেল। লাইনটিতে যাত্রী সেবা দেওয়ার জন্য কেনা হয়েছে ২৪ সেট ট্রেন। ট্রেনগুলো সরবারহ করবে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোটিয়াম। বাংলাদেয়ে সরবারহের জন্যে এরই মধ্যে এক সেট ট্রেন প্রস্তুত করেছে পতিষ্ঠান দুটি। করোনা পরিস্থিতির উন্নতি হলে ট্রেনটি আনার উদ্যোগ গ্রহণ করার কথা যানিয়েছে মেট্রোরেল নির্মণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ( ডিএমটিসিএল) কর্মকর্তারা।

 # আজ ১৫ আগস্ট গভীর শোকদিবস ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এই দিনে বাঙ্গালি জাতী হারিয়েছে এক মহান নেতাকে। পৃথিবীর ইতিহাসে অল্প কি...
15/08/2020

# আজ ১৫ আগস্ট গভীর শোকদিবস

১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এই দিনে বাঙ্গালি জাতী হারিয়েছে এক মহান নেতাকে।

পৃথিবীর ইতিহাসে অল্প কিছু মহামানব আসে, যাদের কাছে একটি দেশ, একটি জাতী ঋণী হয়ে পড়ে!
তেমনিভাবে বাংলাদেশ ও বাঙ্গালী একজন মানুষের কাছে ঋণি।

সেই মানুষটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক,বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ এর ১৫ আগস্টর ভয়াল রাতে ঘাতকেরা সপরিবারে এই মহান নেতাকে নির্মমভাবে হত্যা করেন।

আজ সারাদেশে দোয়া ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি যথারিতি পালন করা হচ্ছে।

 # ব্রেকিং নিউজ :-কাশ্মীরী মুজাহিদিনদের হামলায় ভারতীয় পুলিশ ফ্রোর্সের দুই সেনা নিহত হয়েছে এবং একজন গুরুতর ভাবে আহত হয়েছে...
14/08/2020

# ব্রেকিং নিউজ :-

কাশ্মীরী মুজাহিদিনদের হামলায় ভারতীয় পুলিশ ফ্রোর্সের দুই সেনা নিহত হয়েছে এবং একজন গুরুতর ভাবে আহত হয়েছে। শ্রীনগর ডিস্ট্রিকে আজ সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

13/08/2020

#পিতার নিকট অটোমান সুলতান মোস্তফার শেষ চিঠি😥😥

12/08/2020

# ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরিক্ষা করলো হামাস;
ইসরাইলের জন্য পরিষ্কার বার্তা
ফিলিস্তিনের ইসলামি পতিরোধ আন্দোলন হামাস ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরিক্ষা করেছে। এই ঘটনাকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়লের জন্য পরিষ্কার সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

 #🇵🇰🇨🇳 ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য ১০০ চিনা ড্রোন পাচ্ছে পাকিস্তান.= ভারত কে সামরিক ও কূটনৈতিক ভাবে ব্যস্ত রাখার লক্ষ...
10/08/2020

#🇵🇰🇨🇳 ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য ১০০ চিনা ড্রোন পাচ্ছে পাকিস্তান.

= ভারত কে সামরিক ও কূটনৈতিক ভাবে ব্যস্ত রাখার লক্ষে চীন পাকিস্তান নজরদারি সরঞ্জাম সরবারাহ করা বাড়িয়ে দিয়েছে। আর এতে ফুটে উঠেছে ভারত কে মুকাবেলা করার জন্য দেশ দুটি একে অপরকে সহযোগিতা করছে। সাম্প্রতিক এক ঘটনায়, চীন অনন্ত ১০০ টি ডিজেআই নজরদারি ড্রোন দিয়েছে পাকিস্তানকে।
পাকিস্তান সামরিক বাহিনীর তার নৌস্থাপনায় মোতায়েন করবে ভারতীয় জাহাজ চালাচল নজরদারি করার জন্যে।

গুয়ানদং,শেনজেনভিত্তিক দা জিয়ান ইনোভেশন্স বা ডিজাইন উচ্চ মানসম্পন্ন নজরদারি ড্রোন তৈরির জন্য সুপরিচিত।
চীন ২০১৫ সালে পাকিস্তান কে ৫ টি লুই - ১ ড্রোন দিয়েছিলো।

 # #লেবাননের উদ্দেশ্যে বানৌজা- সংগ্রামের যাত্রা,,,,,,
09/08/2020

# #লেবাননের উদ্দেশ্যে বানৌজা- সংগ্রামের যাত্রা,,,,,,

 # USA Marine Mammal Dolphin.মার্কিন মেরিন মেমাল ডলফিন, এদের সমুদ্রের তলদেশের মাইন ডিটেক্টের কাজে ব্যবহার করা হয়। যেখানে...
08/08/2020

# USA Marine Mammal Dolphin.

মার্কিন মেরিন মেমাল ডলফিন, এদের সমুদ্রের তলদেশের মাইন ডিটেক্টের কাজে ব্যবহার করা হয়। যেখানে কোন মেরিন ডাইভ দিতে অক্ষম সেখানেই এই ডলফিন সৈন্যদের পাঠানো হয়।

C.world military news

 #ব্রেকিং নিউজ:-ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৭ পুলিশ সদস্য কারাগারে ||সাবেক সেনা কর্মকর্তা মেজর ( অব.) সিনহা মোঃ রাশেদ ...
06/08/2020

#ব্রেকিং নিউজ:-

ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৭ পুলিশ সদস্য কারাগারে ||

সাবেক সেনা কর্মকর্তা মেজর ( অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার হওয়া (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য কে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে আসামি ৭ পুলিশ সদস্য কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩১ শে জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তা সিনহাকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ এনে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন সিনহার বোন শারমিন শাহারিয়া ফেরদৌস। আজ আদালতে আসামি ৯ পুলিশ সদস্যের মধ্যে ৭ জন আত্মসমর্পণ করেন আর দুইজন আত্মসমর্পণ করেনি।

 #  #ব্রেকিং :-নেত্রকোনাই ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা!!!মোমেনশাহী সদরের কোনাপারা এলাকাই ৪৮ জন আলেম নেত্রকোনা মদন এলাকায় লঞ্চ ভ্র...
05/08/2020

# #ব্রেকিং :-
নেত্রকোনাই ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা!!!
মোমেনশাহী সদরের কোনাপারা এলাকাই ৪৮ জন আলেম নেত্রকোনা মদন এলাকায় লঞ্চ ভ্রমণে গিয়েছিলো। সেখানে লঞ্চটি ডুবে যায়।
এইপর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৮ জন কে জীবিত উদ্ধার করা হয়েছে। আর বাকিরা নিরুদেশ, খুব দ্রুত উদ্ধারের কাজ চলছে বলে যানা গিয়েছে।

BREAKING NEWS :- বৈরুতে বিস্ফরণে :- এখন পর্যন্ত নিহত ৫০, আহত ৩০০০। সংখ্যা আরো বাড়বে। এই বিস্ফোরণ বৈরুত সিটির ৪০% ড্যামেজ...
05/08/2020

BREAKING NEWS :-

বৈরুতে বিস্ফরণে :- এখন পর্যন্ত নিহত ৫০, আহত ৩০০০। সংখ্যা আরো বাড়বে। এই বিস্ফোরণ বৈরুত সিটির ৪০% ড্যামেজ হয়ে গিয়েছে।

বৈরুত বিস্ফোরণের শকওয়েব ছিলো ৫ কিলোমিটার। বিস্ফোরণের শব্দ ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস থেকে শুনা গিয়েছে। বিস্ফোরণে জর্ডানের সিসমোলজিক্যাল জিওগ্রাফির রিকটার স্কেল ৪.৫ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে ছোট খাট নিউক্লিয়ার হামলা হয়েছে।

জাতিসংঘের আন্ডারে থাকা বাংলাদেশি জাহাজ বিএনএস_বিজয় বৈরুত বিস্ফোরণ স্থানের ২০০ গজ বাইরে ছিলো। ক্র আহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। তবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

ব্রেকিং- সিরিয়ায় বিমানহামলা ইসরায়েলের ঃ-উত্তেজনা ছিলোই,এবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হল সিরিয়া -ইসরায়েল সিমান্তে। সিরিয়ায় ...
04/08/2020

ব্রেকিং- সিরিয়ায় বিমানহামলা ইসরায়েলের ঃ-

উত্তেজনা ছিলোই,এবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হল সিরিয়া -ইসরায়েল সিমান্তে। সিরিয়ায় এয়ারস্ট্রাইক করল ইসরায়েল।
কার্যত যুদ্ধের চেহারা নিয়েছে সিরিয়া-লেবানন- ইসরায়েল সিমান্তে। সোমবার সিরিয়ার বেশ কিছু সেনা কাঠামো লক্ষ করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। হেলিকপ্টার থেকেও আক্রমণ চালানো হয় বলে কয়েকটি সংবাদমাধ্যমের দাবি।

# এদিকে সিরিয়ার ইদলিবে গত কয়েকদিনের যুদ্ধে আসাদ রেজিমের অন্তত ৪০ সেনা নিহত হয়েছে এবং রাশিয়ার কমপক্ষে ১০ জন সেনা নিহত হয়েছে!

 # পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় তদন্ত কমিটি পুর্ণগঠনপুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার নিহতের ঘটন...
03/08/2020

# পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় তদন্ত কমিটি পুর্ণগঠন

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি পুর্ণ গঠন করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) মোঃ মিজানুর রহমানকে পুর্ণ গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপট দিতে বলা হয়েছে।

কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যলয়ের সশস্ত্র বাহিনী বিভাগের একজন পতিনিধী সদস্য হিসেবে থাকবে,যাকে মনোনীত করবেন দশ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার। পুলিশ বিভাগের পক্ষ থেকে এই কমিটির সদস্য হিসাবে থাকবেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের মোননিত একজন পতিনিধী।

এছাড়াও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলি এই কমিটির সদস্য হিসাবে থাকবেন। যিনি শুরুতেই এই কমিটির প্রধান হিসেবে ছিলেন। এই কমিটি সরজমিনে তদন্ত করে ঘটনার কারণ ও উৎস অনুসন্ধান করবে এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা পতিরোধে করণীয় সম্পর্কে মতামত দিবে।

Address

Jessore

Telephone

+8801402837640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kopotakkho Tv.Press কপোতাক্ষ টিভি.প্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category