Ishtiak Ahmed RakiB

Ishtiak Ahmed RakiB - DON'T TRUST MY SMILE.��
- Because
- I Can Smile With a Lot oF Pian.�

— সে উম্মাহর পরাজয়ের কারণ আর জিজ্ঞেস করতে এসো না"! 💔
31/12/2023

— সে উম্মাহর পরাজয়ের কারণ আর জিজ্ঞেস করতে এসো না"! 💔

— আমিও বলি লাইফটা আপনার, আপনি আপনার মতোই /আপনার ইচ্ছে মতোই নিজের জীবন টা সাজান, আমি আপনাকে সাপোর্ট করি। — আপনি মানুষ, আপ...
31/12/2023

— আমিও বলি লাইফটা আপনার, আপনি আপনার মতোই /আপনার ইচ্ছে মতোই নিজের জীবন টা সাজান, আমি আপনাকে সাপোর্ট করি।
— আপনি মানুষ, আপনার নিজের অধিকার আছে যা খুশি তা করার। কারণ আপনি স্বাধীন মানুষ। আপনি কারো কাছেই বাধা নন।
যদি আপনার চিন্তাভাবনা এমন হয় তবে আপনি মানুষ বটে,তবে মুসলমান নন। ❌
— মুসলিম তারাই যারা আত্নসমর্পণ করে আল্লাহর নিকট।
যেদিন আমি আত্নসমর্পণ করে ফেলবো সেদিন থেকে আমার যাবতীয় কর্মকাণ্ড হবে আল্লাহর নির্দেশিত পন্থায়। ✅
— যদি আল্লাহর নির্দেশিত পন্থা বাদ দিয়ে আপনি নিজের নফসের নির্দেশিত পথে হাটতে থাকেন তবে আপনি আল্লাহর নন নফসের গোলাম হয়ে গেলেন। ❗
আর যারা মুসলমান তারা আল্লাহ ব্যাতিত আর কারো গোলাম হতেই পারে না।
— আল্লাহ মুসলমানদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন।
মনে রাখবেন শুধু মুসলমানদের জন্য। 🌸
আল্লাহ বলেনঃআমি তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। 🖤💜
— আপনি ভাবুন যদি আপনাকে কেউ কিনে নেন আর তারপরও আপনার মালিকের ইচ্ছানুসারে আপনি কর্মপরিচালনা না করেন তবে কি আপনাকে পারিশ্রমিক দেয়া হবে নাকি লাঞ্চনা দেয়া হবে? ❓
যেখানে আল্লাহ আপনাকে কিনে নিতে চেয়েছেন,অথচ আপনি আল্লাহর কাছে বিক্রি না হয়ে নফসের কাছে বিক্রি হলেন, তখনও কি আপনি আল্লাহর গোলাম ই রইলেন? ❓
— যারা আল্লাহর গোলাম ই হতে পারে না তারা কীভাবে মুসলমান হতে পারে?
এবার আপনার ইচ্ছে, আপনি মুসলিম হবেন নাকি নিজের ইচ্ছেমতো লাইফ সাজাবেন!

বিঃদ্রঃ তারাই সফলকাম যারা আত্নসমর্পণ করে মহান রবের নিকট।

فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ 💠
— সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। 🌸🖤

Address

Salua Bazar
Jessore
7407

Telephone

+8801731476803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishtiak Ahmed RakiB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishtiak Ahmed RakiB:

Share