23/09/2024
কেন আপনি ছাত্রদল করবেন ?
বাংলাদেশের একজন নাগরিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর একজন শিক্ষার্থী হিসেবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল এর একজন কর্মী হিসেবে আমার কাছে যেসব দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে, শিক্ষা-ঐক্য-প্রগতি'র পতাকাবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামক ছাত্রসংগঠনটির পথচলায় কেন আপনি আমাদের স্বজন হবেন তার কয়েকটি উল্লেখযোগ্য কারণ হতে পারে ...
★ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখন্ডতায় অটল-অবিচল এবং কেবলই বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে বিশ্বাসী ছাত্রসংগঠন
★ ছাত্রদল মৌলিক মানবীয় বিচিত্রতায় বিশ্বাস করে তবে দেশ গঠনে ঐক্য'কে দৃঢ়ভাবে ধারণ করে এবং একইসাথে, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-ভাষা নির্বিশেষে বাংলাদেশের নাগরিক সকল শিক্ষার্থীকে এক ও অভিন্ন পরিচয় বাংলাদেশি হিসেবে প্রকাশ করতেই অভ্যস্ত
★ ছাত্রদল উৎপাদনমুখি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর
★ জাতীয়তাবাদী ছাত্রদল মেধা-মনন-সৃজশীলতাকে সর্বাগ্রে প্রাধান্য দেয় এবং অসম সাহসে নিঃস্বার্থ দেশপ্রেমকে উৎসাহিত করে
★ ছাত্রদল সাম্য-ন্যায়-মানবিক মর্যাদার প্রেরণায় বাংলাদেশে গণতন্ত্র-মানবাধিকার-ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে
★ ছাত্রদল চিন্তা-ভাবনা-কর্মে কিংবা চলন-বলন-কথনে দক্ষ-স্মার্ট-আধুনিক এবং প্রগতিশীল
★ ছাত্রদল তার কর্মীদেরকে ইতিবাচকতা, মুক্তবুদ্ধি চর্চা ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি কিংবা নিজ নিজ ধর্ম-বিশ্বাস লালনে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করে
★ ছাত্রদল তার কর্মীদেরকে সাংগঠনিক কাঠামোতে চিন্তাধারার পরিশীলনের মাধ্যমে আগামীর উৎপাদন-উন্নয়নের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এদেশের শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করার প্রয়াসে সদা সচেষ্ট
★ ছাত্রদল বিশ্বাস করে এদেশের প্রতিটি ক্যাম্পাস হোক শিক্ষার্থীবান্ধব, নিরাপদ, গণতান্ত্রিক, শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার কেন্দ্র এবং মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার তীর্থস্থান
★ ছাত্রদল তার কর্মীদের মধ্যে সহনশীলতা-উদারতা-মানবিকতা, বিনয় এবং আদর্শে আপসহীন হতে শেখায়
★ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তথা সুনীতি-সুশাসন-সুসরকার প্রতিষ্ঠায় স্পষ্টবাদী-দৃঢ়চেতা ও আজন্ম বিপ্লবী বন্ধু হতে শেখায় ছাত্রদল
আপনি যদি মেধা-যোগ্যতা-ইতিবাচকতা আর পোলো টি শার্ট, ব্লু জিন্স এর সাথে শুভ্র-সাদা কেডস/স্নিকার, রে-ব্যান এর সোনালী সানগ্লাসের মায়ায় নিজেকে উদ্ভাসিত করতে চান আগামীর তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ই হবে আপনার প্রথম পছন্দ ... ইনশাআল্লাহ।
নিরাপদ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা
দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ
বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।