Neel Mehru

Neel Mehru A visual demonstration of how we see all worldly things around us through our eyes...
(5)

27/10/2025

আপনি সবকিছু সহজে মেনে নিলে, আপনার সাথে কঠোর হতে কেও দ্বিতীয়বার ভাববে না..। মানুষ এটা দেখে না যে, সেই সবকিছু আপনি মেনে নিয়েছেন নাকি মানিয়ে নিয়েছেন..!!
আর এটাই জগতের নিয়ম.. 🌚🌝

25/10/2025

ভেবে দেখলাম, স্বামী-স্ত্রীর সম্পর্ক মুলত Psychological.
এর মধ্যে একজন Phycho অন্যজন Logical..
🫢🤯

জীবন নামক এই  #ইঞ্জিন_বগীর_লোকোপাইলট আপনি নিজেই। … দিনশেষে একা..🧸 যাদেরকে এক সারিতে সাজিয়ে চলতে চেয়েছেন, পেরেছেন কি সবাই...
24/10/2025

জীবন নামক এই #ইঞ্জিন_বগীর_লোকোপাইলট আপনি নিজেই। … দিনশেষে একা..🧸

যাদেরকে এক সারিতে সাজিয়ে চলতে চেয়েছেন, পেরেছেন কি সবাইকে ধরে রাখতে..⁉️
জীবনে বন্ধু বলে জেনেছেন যাদের,
আসলেই কি তারা আপনার বন্ধু.. ‼️... ভাবুন তো 🤔

না, তারা কেবল আপনার পথ চলার সঙ্গী ছিলো। দূরের পথে ট্রেনে পাশের সিটের যাত্রীর মতন আরকি..❕অচেনা সেই মানুষের সাথে গল্প হয়-আড্ডা হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে ‘আমি দিচ্ছি, আমি দিচ্ছি’ যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে, এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন,’ বলা শেষে অচেনা এক স্টেশনে সে উধাও হয়। 🌚🌝

of

⛳ Rupdia, Jashore
📸 iPhone 14

23/10/2025

গোধুলির লাল রঙ 🌈

18/10/2025

মানুষের মন হচ্ছে অক্টোবরের আকাশ 🌥️🌧️

বন্ধুকে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় কেন? 🤔বাস্তবতা হলো, টাকার হিসাব যতই ছোট হোক, সেটা একটি ভালো সম্পর্কে ধীরেধীরে ফাঁট...
17/10/2025

বন্ধুকে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় কেন? 🤔
বাস্তবতা হলো, টাকার হিসাব যতই ছোট হোক, সেটা একটি ভালো সম্পর্কে ধীরেধীরে ফাঁটল ধরায়।

⛳ ধরা যাক, আপনি আপনার এক ঘনিষ্ঠ বন্ধুকে তার প্রয়োজনে টাকা ধার দিলেন। প্রথমে মনে হলো, বন্ধুকে সাহায্য করলেন, এতে তো সম্পর্ক আরও দৃঢ় হলো। কিন্তু যখন সে প্রতিশ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দিল না, তখন থেকেই শুরু হয় অস্বস্তি। আপনি সরাসরি চাইতেও পারছেন না, আবার ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন।☹️
আপনার বন্ধুটি হয়তো প্রতিদিন আপনার সঙ্গে আগের মতো স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছে না, কারণ তার ভেতরে লজ্জা কাজ করছে। এভাবেই অজান্তে বন্ধুত্বে তৈরি হয় ফাঁটল। 🌚🌝

বাস্তবে অনেক উদাহরণ আছে। বিশ্বাস করে ধার দিয়ে একজন শুধু টাকা নয়, বন্ধুকেই হারিয়ে ফেলেছে। আবার অনেকে টাকা ফেরত চাইতে গিয়ে শত্রু বানিয়েছেন আজীবনের প্রিয় বন্ধুকে। 🫂

💥 উপলব্ধি, বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাইলে তাই টাকার ধার দেওয়া থেকে বিরত থাকা জরুরি। তবে, সামর্থ্য অনুযায়ী উপহার দিন। কারণ উপহার ফেরত চাইতে হয় না, কিন্তু ধার চাইতে গেলে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়, ভরসা ভেঙে যায়। 🤔

গোধুলীবেলার সৈকতে একদল তরুন খেলোয়াড় 🌊⚽📍 Cox’s Bazar, Bangladesh 📸 iPhone 14
11/10/2025

গোধুলীবেলার সৈকতে একদল তরুন খেলোয়াড় 🌊⚽
📍 Cox’s Bazar, Bangladesh
📸 iPhone 14

10/10/2025

একদিন ছুঁটি হবে ☁️

10/10/2025

গোধূলির ওপারে 🌚🌝

08/10/2025

The Gentle Flow of Peaceful Nature 🌿 🍃

পূজার উপহারঃ নারিকেলের নাড়ু 🫠🤤
07/10/2025

পূজার উপহারঃ নারিকেলের নাড়ু 🫠🤤

Address

Newmarket
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Neel Mehru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neel Mehru:

Share