PBS Gallery

PBS Gallery "Services & Activities of Pally Bidyut Samity (PBS)". It's not any Institutional or Official Page.

29/01/2025
15/11/2024
15/11/2024

লক্ষণীয় হলো, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার বিষয়টি গ্রামের মানুষের জন্য স্বপ্নই রয়...

14/11/2024

🟢🟢🟢নিয়োগ বিজ্ঞপ্তি 🟢🟢🟢

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি।

✅পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)
পদ সংখ্যা: ০৩টি (কম/বেশি হতে পারে)।
🎓 শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান।
💵 অন-প্রবেশন কালীন বেতন: ১৮,৩০০ টাকা।

🛑🛑🛑অফলাইন আবেদন🛑🛑🛑

👉 আবেদনপত্র ডাউনলোড লিংকঃhttps://file-dhaka.portal.gov.bd/uploads/51ae843a-8794-4dfc-abc7-ea0d5244076e//673/337/61f/67333761f0fac875332556.pdf
👉 আবেদন শুরুর তারিখঃ ১৩ নভেম্বর ২০২৪।
👉 আবেদনের শেষ তারিখঃ ১০ ডিসেম্বর ২০২৪।

#চাকরি #চাকুরি

🟢🟢🟢নিয়োগ বিজ্ঞপ্তি 🟢🟢🟢৪৮১ টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি। ✅...
14/11/2024

🟢🟢🟢নিয়োগ বিজ্ঞপ্তি 🟢🟢🟢

৪৮১ টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি।

✅ পদের নাম : সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা: ৩০০টি (কম/বেশি হতে পারে)।
🎓 শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা -ইন-ইলেকট্রিক্যাল/পাওয়ার ইঞ্জিনিয়ারিং।
💵 অন-প্রবেশন কালীন বেতন: ২৯,৬০০ টাকা।

✅পদের নাম : সহকারী হিসাব রক্ষক
পদ সংখ্যা: ১৫০টি (কম/বেশি হতে পারে)।
🎓 শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট ইন কমার্স (বি.কম)।
💵 অন-প্রবেশন কালীন বেতন: ২৬,১০০ টাকা।

✅পদের নাম : সহকারী স্টোর কিপার
পদ সংখ্যা: ৩১টি (কম/বেশি হতে পারে)।
🎓 শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান।
💵 অন-প্রবেশন কালীন বেতন: ১৮,৩০০ টাকা।

👉 আবেদনের লিংকঃ http://brebhr.teletalk.com.bd/
👉 আবেদন শুরুর তারিখঃ ১৭ নভেম্বর ২০২৪।
👉 আবেদনের শেষ তারিখঃ ০৭ ডিসেম্বর ২০২৪।

#চাকরি #চাকুরি

18/10/2024
18/10/2024

বাংলাদেশের পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে ১৯৭৭সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। ইতিপূর্বে দেশের বিদ্যুৎ সরবরাহ শুধু শহরকেন্দ্রিক সীমাবদ্ধ ছিল। যা পিডিবি নিয়ন্ত্রণ করতো। পর্যায়ক্রমে পিডিবি ভেঙ্গে আরো ৪টি কোম্পানী করা হয়। ঢাকা উত্তরের জন্য ডেসকো, ঢাকা দক্ষিনের জন্য ডিপিডিসি। রাজশাহী ও রংপুর বিভাগের শহরাঞ্চলে নেসকো। ফরিদপুর, বরিশাল ও খুলনা বিভাগের শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব এখনো পিডিবির হাতেই রয়েছে। দেশের অন্য সকল শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে পল্লীবিদ্যুৎ। স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ সবই করতো পিডিবি। এরপর ১৯৯৬ সালে সঞ্চালনের জন্য আলাদা কোম্পানী খোলা হয়। বিদ্যুৎ উৎপাদনে এখন সরকার-বেসরকারি অর্ধ্ব-শতাধিক প্রতিষ্ঠান জড়িত।
পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য বোর্ড গঠন করা হলেও; প্রতিটি জেলায় বোর্ড একটি করে সমিতি গঠন করে। যারা উক্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ করে। বোর্ড হয়ে যায় নিয়ন্ত্রক সংস্থা৷ কিন্তু প্রকল্প রেখে দেয় নিজেদের হাতে। ফলে ৬১টি জেলার ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে। যেহেতু দেশে এখন শতভাগ বিদ্যুতায়িত। ফলে বোর্ডের হাতে আর তেমন কোন কাজ, প্রকল্প নেই৷ শুধু ৮০টি সমিতির রিপোর্ট সংগ্রহ, প্রশিক্ষণ দেয়া, দাপ্তরিক কাজ করাই তাদের ক্ষেত্র।
কিন্তু তারা ব্রিটিশ উপনিবেশিক শাসনের মত করে ৮০টি সমিতিকে চালাতে চায়। লাইনম্যান পদের মত ঝুঁকিপূর্ণ পদে অস্থায়ী নিয়োগ দিচ্ছে হাজার হাজার তরুনকে। প্রতিবছর অসংখ্য লাইনম্যান আহত নিহত হয়। কিন্তু অস্থায়ীরা কোন ক্ষতিপূরণ পায় না। এছাড়া একই পদে বোর্ডে ২য় শ্রেণীর কর্মকর্তা। অথচ সমিতিতে কর্মচারী। ২৪ঘন্টা লাইন সচল রাখে সমিতির কর্মীরা। জনগন মুলত পল্লীবিদ্যুৎ বলতে সমিতিকেই চিনে। বোর্ড চিনে না। অথচ প্রতি জেলায় বোর্ডের একটি অফিস রয়েছে। যাদের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই। বোর্ডের একজন ড্রাইভার পর্যন্ত নিজেকে সমিতির ফার্স্ট ক্লাস অফিসারের চেয়ে শ্রেষ্ঠতর ভাবে। এইসব বৈষম্য নিয়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীরা ২০২৪ সালের ফেব্রুয়ারী থেকে আন্দোলন করে আসতেছে। তখন তাদেরকে ট্যাগ দেয়া হতো, এরা সব জামায়াত-বিএনপির লোক। দেশকে অস্থিতিশীল করতে চায় এখন বলা হচ্ছে- এরা আওয়ামী লীগের দালাল। তাই দেশকে অস্থিতিশীল করতে চায়।
তাই বিভিন্ন জেলায় কর্মরত ২০জনকে চাকরিচ্যুত করে, ১০জনের বিরুদ্ধে মামলা দেয়, ১১জনকে পুলিশ ও সেনাবাহিনী গ্রেফতার করেছে। সমাধিকার চাইলেই যদি দমন নিপীড়ন করতে হয়। তাহলে তো হাসিনা সরকার এবং বর্তমান সরকার এক হয়ে গেল।

18/10/2024

পল্লী বিদ্যুৎ মূলত দুটি প্রতিষ্ঠানে বিভক্ত:
১. পল্লী বিদ্যুতায়ন বোর্ড
২. পল্লী বিদ্যুৎ সমিতি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ না করে সমিতির উপর শুধু খবরদারি করে থাকেন। মানে অন্যের কাঁধে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো। সকল কেনাকাটা, টেন্ডার বাণিজ্য, বড় বড় নিয়োগ ও বদলী বানিজ্য এরাই করে থাকে।
আপনার বাড়ির বাজে মিটার, অহেতুক ডিমান্ডের টাকা নেওয়া, বাজে খুঁটি (খাম্বা), কমদামি তার, বাজে ট্রান্সফরমার,এসকল কিছু বোর্ড কিনে থাকে। আর এসব কারনেই আপনার বিল বেশি আসে। এজন্য সম্পূর্ণ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়ী, পল্লী বিদ্যুৎ সমিতি নয়।

পক্ষান্তরে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচাররা মিটার থেকে শুরু করে কোন যন্ত্রপাতি কিনতে পারেনা, তারা শুধু বোর্ডের নির্দেশনায় মাঠে কাজ করে থাকে।

এসব কারণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির সাথে একটা বিরাট বৈষম্য সৃষ্টি করে ফেলেছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান আন্দোলন মূলত আওয়ামী সরকারের আমল থেকে শুরু হয়েছে। এই আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে নয় কিংবা দেশের বিরুদ্ধে নয়। এই আন্দোলন মূলত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে।

এই আন্দোলনে কি কি লাভ হবেঃ
গ্রাহক নিয়মিত বিদ্যুৎ পাবে।অতিরিক্ত ডিমান্ড চার্জ দিতে হবেনা, বছর বছর মিটার চার্জ দিতে হবেনা। কমদামি মিটার,মালামাল কেনা বন্ধ হবে। সর্বপরি গ্রাহক হয়রানি বন্ধ হবে ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি বন্ধ হবে।

👉🏻👉🏻👉🏻বর্তমানে লোডশেডিং এর মূল কারণ। দেশে ১৫০ টা পাওয়ার প্ল্যান্টের ৪৩ টা প্ল্যান্ট সম্পূর্ণ বন্ধ দেখাচ্ছে। যার দরুন বর্...
09/09/2024

👉🏻👉🏻👉🏻বর্তমানে লোডশেডিং এর মূল কারণ।

দেশে ১৫০ টা পাওয়ার প্ল্যান্টের ৪৩ টা প্ল্যান্ট সম্পূর্ণ বন্ধ দেখাচ্ছে। যার দরুন বর্তমান জেনেরেশন সক্ষমতা ২৬৯৪৭ মেগাওয়াট হলেও পিক আওয়ার জেনেরেশন ১৪৩৮৯ মেগাওয়াট। এসব প্ল্যান্ট বন্ধের মূল কারণ সেগুলো আইপিপি অথবা কুইক রেন্টাল ছিল এবং চুক্তির মেয়াদ শেষ, তাছাড়াও আছে ডিজেলের অপ্রাপ্যতা, গ্যাসের যোগান না থাকা৷
ইম্পোর্টেট পাওয়ারের ক্ষেত্রে আদানির একটা ইউনিট থেকে কোনো রকম পাওয়ার আসতেছে না৷
(ক) ২১ টা প্ল্যান্টের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বন্ধ আছে৷
(খ) ইঞ্জিনের সমস্যা জনিত কারণে ২২ টা প্ল্যান্ট (পার্শিয়াল লোডে চলতেছে)।
(গ) আন্ডার মেইনটেনেন্সে আছে ২৫ টা
(ঘ) গ্যাস শর্টেজে ২৩ টা প্ল্যান্ট যার মধ্যে ৯ টা পার্শিয়াল লোডে চলতেছে আর ১৪ টা বন্ধ সম্পূর্ণ।
(ঙ) ২৮ টা প্ল্যান্ট ফুয়েল শর্টেজ দেখাচ্ছে যাদের ২৬ টা প্ল্যান্ট পার্শ্বিয়াল লোডে চলতেছে আর ২ টা সম্পূর্ণ বন্ধ।
(চ) তাছাড়াও আরও ৬ টা প্ল্যান্ট বিভিন্ন কারণে বন্ধ।

01/09/2024
শনিবার (৩১ আগস্ট) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেওয়া হয়েছে।জানা গেছে, ডিজেলের দাম ১.২৫ ট...
31/08/2024

শনিবার (৩১ আগস্ট) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা,
পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

30/08/2024

যারা নিম্ন মানের মালামাল ক্রয় করে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ কে গ্রাহকদের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং সেই সাথে গ্রাহক অসন্তোষ সৃষ্টি করছেন তাদের দুর্নীতির কঠোর শাস্তি হওয়া উচিত।

বিঃদ্রঃ পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ কোন মালামাল ক্রয় করেনা। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড" মালামাল ক্রয় করে সমিতির নিকট প্রদান করেন।

29/08/2024

পল্লী বিদ্যুৎ রিফর্ম হলে মিনিমাম ৩০০০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে। সাথে মিনিমাম ১০০০ বি.এস.সি ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে।
৫ থেকে ৮ হাজার লাইনম্যান ও ৭ থেকে ১০ হাজার মিটার রিডার প্রয়োজন হবে। অন্যান্য আরও পোস্ট তো আছেই।
কেউ অধিক চাপে চাকুরী করে,কেউ বেকারত্বের চাপে ঘুরে। বৈষম্যবিহীন স্বাধীন বাংলায় এইরকম বৈষম্য থাকতে পারে না।

সবাই এগিয়ে আসুন,সাপোর্ট করুন এই পল্লী বিদ্যুৎ এর রিফর্ম কর্মসূচী কে, নিজ, জাতীয় সর্বোপরি গ্রাহক সেবার স্বার্থে।

ভারত থেকে আমদানিকৃত আদানী গ্রুপের পাওয়ার প্লান্টের ০২ টি ইউনিটের মধ্যে গত ১৩ ই আগষ্ট ০১ টি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়।ফল...
15/08/2024

ভারত থেকে আমদানিকৃত আদানী গ্রুপের পাওয়ার প্লান্টের ০২ টি ইউনিটের মধ্যে গত ১৩ ই আগষ্ট ০১ টি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়।ফলে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে লোডশেডিং এর মাত্রা অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উক্ত কেন্দ্রের ০১ ইউনিট বন্ধ থাকার ফলে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি।
আদানি গ্রুপ হতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের এই ক্রান্তিলগ্নে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

05/08/2024

এটা সেনাবাহিনীর দেয়া

কারো বাসায়/মন্দিরে/পূজা মন্ডপে/ ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে প্লিজ যোগাযোগ করুন।

⚠️for all over Bangladesh
1. Dinajpur
20 BIR
CO Lt Col Raushanul Islam, 57 LC
01769682454

2. Mymensingh
21 EB
Capt Faisal
01769208174

3. Sirajganj
40 Fd
Capt Shudipto
01769510524

4. Rampura-7RE Bn,
CO- Lt Col Rehgir Al Shahid,
57 LC, 01769053150

5. Rangpur
30 EB
Capt Ashraf
01615332446

6. Rangpur
34EB (Mech)
Capt Ma-ariz
01745207469

7. Kishorganj (Bhairab)
4 Fd Regt Arty
CO: 01769202354

Capt Raihan
Adjt: 01769202366

8. Jashore
14 BIR
Capt Sabbir
+880 1886-910514

9. Rajbari
2 EB
Capt Enam
+880 1795-615950

10. Dhaka (Jatrabari)
5 BIR (sp bn)
Capt Hemel, 01766162077

11. Uttara , airport, Diabari
CO: 01769024280
Adjt: 01769024284
Capt Sazzad (Parvez):01769510457

12. Cox’s Bazar
9 EB
Capt Muztahid: 01769119988

13. Thakurgaon (7bir)
Lt Faiz -01769510866
Capt Mohtashim -01769009855

14. Mirpur Area (25 AD)
Capt Mahomud : 01833585736
01769024256
Adjt: 01769024254

⚠️FOR DHAKA

1. Capt Saikat: 017 6951 0515 (Mohammadpur)
2. Capt Ridnan Saleh: +880 16 4196 8237 (Mohammadpur)
3. ⁠Capt Ashik: +880 17 3899 8458 (Segunbagicha)
4. ⁠Capt Abrar: +880 17 4156 9832 (Uttara)
5. ⁠Capt Atahar Ishtiaq: +880 17 6951 1144 (Mirpur)
6. ⁠Capt Zarraf: 01708375371 (Stadium, Polton)
7. ⁠Capt Nasif: +880 17 6951 0803 (Baridhara)
8. Lt Imrul 81: +880 17 0526 0019 (Agargaon)
9. Adjt 21 Engrs Bn: 01769013094 (Gulshan/Banani)
10. Capt Shihab: 017 6604 7323 (Motijheel, Bangladesh Bank KPI)

Thank you 🙏

ইন্টারনেট সেবা ও ব্যাংকিং সেবা বন্ধ সহ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার কারনে বিলম্ব মাশুল ব্যতীত বিদ্যুৎ বিল পরিশোধের ...
26/07/2024

ইন্টারনেট সেবা ও ব্যাংকিং সেবা বন্ধ সহ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার কারনে বিলম্ব মাশুল ব্যতীত বিদ্যুৎ বিল পরিশোধের সময়সীমা বৃদ্ধি করন বিজ্ঞপ্তি।

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when PBS Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share