
05/08/2025
*🎯 *"নিয়মিততা যেখানে পুরস্কৃত হয় – রিফাতের অদম্য অগ্রযাত্রা!"*
*মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিফাত, তার অধ্যবসায় ও নিয়মিত উপস্থিতির জন্য *একাউন্টিং কোচিং সেন্টার, মনিরামপুর* থেকে বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছে।
*📄শুধু পড়াশোনা নয়, একজন শিক্ষার্থীকে মানুষ গড়ার জন্য চাই শৃঙ্খলা, উপস্থিতি আর ধারাবাহিকতা।
রিফাত তার কঠোর পরিশ্রম এবং নিয়মিত উপস্থিতির মাধ্যমে প্রমাণ করেছে— *সফলতা অর্জনের প্রথম ধাপই হলো নিয়মিত হওয়া।*
আমাদের *একাউন্টিং কোচিং সেন্টার, মনিরামপুর* এ আমরা শুধু পাঠদান করি না, বরং শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলি সুনির্দিষ্ট লক্ষ্যের প্রতি দায়বদ্ধতা ও আগ্রহ।
প্রতিটি ছাত্র-ছাত্রীর অগ্রগতিকে আমরা পর্যবেক্ষণ করি, পুরস্কৃত করি, এবং তাদের উৎসাহিত করতে পাশে থাকি।
আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনে আমাদের সঙ্গী করুন।
আজই ভর্তি করুন *একাউন্টিং কোচিং সেন্টার*-এ।
📍 অবস্থান: সোনালী ব্যাংকের দক্ষিণ পাশের ভবন, মনিরামপুর, যশোর
📞 যোগাযোগ: ০১৭২৪৭০৯৩১৪
**
**