ACC Manirampur

ACC Manirampur মেধা জন্মগত বিকাশের দায়িত্ব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকে কোচিং টা পরিচালিত হয়।

27/10/2025

"Class 9 Math 11.1 | Algebra Basics | SSC Preparation"

27/10/2025

"আপনারা দেখছেন একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুরে অনুষ্ঠিত সাপ্তাহিক পরীক্ষার বাস্তব চিত্র।
আমরা বিশ্বাস করি—পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।
নিয়মিত ক্লাস, অধ্যায়ভিত্তিক মূল্যায়ন এবং দায়িত্বশীল পরিবেশের মাধ্যমে আমরা গড়ে তুলছি আত্মবিশ্বাসী শিক্ষার্থী।
প্রতিটি শিক্ষার্থী যেন থাকে পড়াশোনায় মনোযোগী, সেজন্য আমরা নিয়মিত পরীক্ষা গ্রহণ করে থাকি।
এই পরিবেশ, এই প্রস্তুতি—এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদের তৈরি করছে আরও পরিপূর্ণভাবে।

📍 Accounting Coaching Center, Monirampur
✅ নিয়মানুবর্তিতা
✅ গাইডলাইন
✅ অভিভাবকদের নিয়মিত ফিডব্যাক
এখানেই গড়ে উঠছে আগামী দিনের সফল প্রজন্ম।

শিক্ষা হোক নিয়মিত, মূল্যায়ন হোক পর্যায়ক্রমে।"

26/10/2025

"এই দৃশ্য একাউন্টিং কোচিং সেন্টারের সাপ্তাহিক পরীক্ষার।
শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের মাধ্যমে আমরা গড়ে তুলছি প্রস্তুত ভবিষ্যৎ।
শৃঙ্খলা, যত্ন ও পরিশ্রম—এটাই আমাদের শিক্ষা দর্শন।
Accounting Coaching Center, Manirampur — আমরা আছি শিক্ষার পাশে।"

📚 এসএসসি ২৬ ব্যাচের আজকের সাপ্তাহিক পরীক্ষা  আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ইতিহাস, ব্যবসায় উদ্যোগ ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বি...
26/10/2025

📚 এসএসসি ২৬ ব্যাচের আজকের সাপ্তাহিক পরীক্ষা
আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ইতিহাস, ব্যবসায় উদ্যোগ ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সাপ্তাহিক পরীক্ষা।
নিয়মিত অধ্যায়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলছি আমরা।

📸 নিচের ছবিগুলোতে উঠে এসেছে পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

✅ অধ্যয়ন + মূল্যায়ন = সাফল্যের নিশ্চিত পথ
✅ সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মিত পরীক্ষার বাস্তব চিত্র

*Accounting Coaching Center, Monirampur — শিখনই আমাদের প্রতিশ্রুতি।*
#পরীক্ষারপ্রস্তুতি

24/10/2025

🎥 অষ্টম শ্রেণির গণিত ক্লাস
নিয়মিত ক্লাস, অভিজ্ঞ শিক্ষক, বিষয়ভিত্তিক আলোচনা—সবকিছুই এক ছাদের নিচে।
শিক্ষার্থীরা প্রতিদিনই শিখছে নতুন কিছু, তৈরি হচ্ছে আগামী দিনের জন্য।

📍একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুর
📞 ০১৭২৪-৭০৯৩১৪

ভর্তি চলছে — এখনই যুক্ত হোন! ✅

24/10/2025

“আপনারা দেখছেন একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুরে অষ্টম শ্রেণির সাপ্তাহিক গণিত পরীক্ষার একটি মুহূর্ত।
আমাদের প্রতিটি শিক্ষার্থী নিয়মিত অধ্যায়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করে নিচ্ছে।
এখানে শুধু পড়ানো হয় না—পরীক্ষার মাধ্যমে শেখার মান যাচাই করা হয়।
নিয়মিত পরীক্ষার অভ্যাস শিক্ষার্থীদের তৈরি করে আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল করে।
আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আজই যোগ দিন আমাদের সঙ্গে

📸 পরীক্ষা মানেই প্রস্তুতির প্রমাণ!  আজ একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুরে নবম শ্রেণির *ইতিহাস* এবং *ফিন্যান্স ও ব্যাংকি...
23/10/2025

📸 পরীক্ষা মানেই প্রস্তুতির প্রমাণ!
আজ একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুরে নবম শ্রেণির *ইতিহাস* এবং *ফিন্যান্স ও ব্যাংকিং* বিষয়ের সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নিয়মিত অধ্যয়ন, ধারাবাহিক মূল্যায়ন এবং সঠিক পরিবেশ—এই তিনটিই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।

✅ প্রতিটি বিষয়ের জন্য আলাদা শিক্ষক
✅ সাপ্তাহিক অধ্যায়ভিত্তিক পরীক্ষা
✅ গার্ডিয়ানদের নিয়মিত আপডেট

🎯 আমরা শিক্ষার্থীদের শুধু পড়াই না, ভবিষ্যতের জন্য তৈরি করি!







#নিয়মিত_পরীক্ষা
#গুণগত_পাঠদান

23/10/2025

🎥 বৃত্তির প্রস্তুতি—প্রতিদিনের একটি ধাপ!
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য একাউন্টিং কোচিং সেন্টারে চলছে নিয়মিত গণিত ক্লাস।
আজকের ক্লাস ছিল অধ্যায়ভিত্তিক চর্চা ও সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ নিয়ে।

📌 অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত
📌 প্রতিদিনের ক্লাস ও নিয়মিত টেস্ট
📌 সুনিবিড় মনোযোগে গড়ে উঠছে ভবিষ্যৎ

আপনার সন্তান যদি বৃত্তির স্বপ্ন দেখে, তাহলে আমরাই হতে পারি তার সঠিক সহযাত্রী।
📍 সোনালী ব্যাংকের দক্ষিণ পাশের ভবন, মণিরামপুর বাজার, যশোর
📞 ০১৭২৪৭০৯৩১৪ | ০১৯২৩১৮৮৬১৯

22/10/2025

📚 অষ্টম শ্রেণি | গণিত অধ্যায় ৬.১ - ক্লাস চলছে 🎥
একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুরে আজ অনুষ্ঠিত হলো অষ্টম শ্রেণির গণিত বইয়ের ৬.১ অধ্যায়ের লাইভ ক্লাস।

এই ভিডিওটি কেবল একটি ক্লাস নয়—এটি আমাদের নিয়মিত পরিশ্রম, যত্নশীল মনোভাব এবং একাডেমিক শৃঙ্খলার একটি বাস্তব উদাহরণ।

✅ অধ্যায়ভিত্তিক ক্লাস
✅ আলাদা শিক্ষক, আলাদা ক্লাসরুম
✅ বোর্ড অনুযায়ী সিলেবাস কাভারেজ
✅ অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও অগ্রগতি রিপোর্ট

🎯 আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর সফলতা শুরু হয় সুশৃঙ্খল প্রস্তুতি থেকে।
আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আজই যোগ দিন আমাদের একাডেমিক পরিবারে।

📍 সোনালী ব্যাংকের দক্ষিণ পাশের ভবন, মণিরামপুর বাজার
📞 যোগাযোগ: ০১৭২৪৭০৯৩১৪ | ০১৯২৩১৮৮৬১৯

22/10/2025

🎯 এসএসসি ২৬ ব্যাচ | অধ্যায়ভিত্তিক গণিত সাপ্তাহিক পরীক্ষা ✍️📚
একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুরে আজ অনুষ্ঠিত হলো এসএসসি ২০২৬ ব্যাচের গণিত সাপ্তাহিক পরীক্ষা।
এই অধ্যায়ভিত্তিক পরীক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শাণিত করে, সঠিক মূল্যায়নের সুযোগ তৈরি করে।

📌 নিয়মিত অধ্যায়ভিত্তিক পরীক্ষা
📌 পরিচ্ছন্ন ও নিয়মিত একাডেমিক পরিবেশ
📌 ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন ও পরবর্তী পরিকল্পনা

এই ভিডিওটি আমাদের দায়িত্বশীল প্রস্তুতির একটি ঝলকমাত্র।
আপনার সন্তানের স্বপ্ন পূরণে আমরা আছি প্রতিনিয়ত সচেষ্ট।

📍 লোকেশন: সোনালী ব্যাংকের দক্ষিণ পাশের ভবন, মণিরামপুর বাজার
📞 যোগাযোগ: ০১৭২৪-৭০৯৩১৪ | ০১৯২৩-১৮৮৬১৯

🔔 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে! 🔔  একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুর  একটি পরীক্ষিত ও ঐতিহ্যবাহী একাডেমিক কোচিং সেন...
21/10/2025

🔔 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে! 🔔
একাউন্টিং কোচিং সেন্টার, মণিরামপুর
একটি পরীক্ষিত ও ঐতিহ্যবাহী একাডেমিক কোচিং সেন্টার।

📚 ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত
📘 বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখার আলাদা ব্যাচ
📖 প্রতিটি বিষয়ে আলাদা অভিজ্ঞ শিক্ষক
📝 নিয়মিত ক্লাস টেস্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা
🎁 পরীক্ষার পরে পুরস্কার বিতরণ
📷 সম্পূর্ণ কোচিং সিসিটিভি ক্যামেরায় নিয়ন্ত্রিত
👨‍👩‍👧‍👦 অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ
🎓 গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

🏫 ঠিকানা: সোনালী ব্যাংকের দক্ষিণ পাশের ভবন, মণিরামপুর বাজার, যশোর
📞 যোগাযোগ: ০১৭২৪-৭০৯৩১৪, ০১৯২৩-১৮৮৬১৯

👉 আসুন, সঠিক পরিবেশে সন্তানকে গড়ে তুলুন আমাদের সাথে!
_সুনিবিড় তত্ত্বাবধানে আমরাই এগিয়ে_।

🎉 অসাধারণ ফলাফল | পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী | উচ্চতর গণিত | ১০ম শ্রেণি  একাউন্টিং কোচিং সেন্টারে অনুষ্ঠিত ১০ম শ্রেণির উ...
21/10/2025

🎉 অসাধারণ ফলাফল | পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী | উচ্চতর গণিত | ১০ম শ্রেণি

একাউন্টিং কোচিং সেন্টারে অনুষ্ঠিত ১০ম শ্রেণির উচ্চতর গণিত সাপ্তাহিক পরীক্ষায় একজন শিক্ষার্থী অসাধারণ ফলাফল করে অর্জন করেছে বিশেষ পুরস্কার। 🏆

📘 বিষয়: উচ্চতর গণিত
📅 ধরণ: সাপ্তাহিক অধ্যায়ভিত্তিক মূল্যায়ন
🎁 পুরস্কার: কোচিং-এর পক্ষ থেকে উৎসাহমূলক উপহার

এই অর্জন প্রমাণ করে—নিয়মিত অধ্যয়ন, পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীকে দ্রুত এগিয়ে নিতে পারে সাফল্যের পথে।

আমরা শুধু ক্লাসে শেখাই না, শেখার প্রতি ভালোবাসা গড়ে তুলি।
আমাদের কোচিংয়ে প্রতিটি মেধাবী শিক্ষার্থীই পায় তার যোগ্য স্বীকৃতি।

📍 Accounting Coaching Center, Monirampur
📞 যোগাযোগ: ০১৭২৪৭০৯৩১৪
ভর্তি চলছে — আসন সীমিত!

Address

Main Road, South Side Building Of Sonali Bank. Manirampur
Jessore
7440

Telephone

+8801724709314

Website

Alerts

Be the first to know and let us send you an email when ACC Manirampur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ACC Manirampur:

Share