01/11/2025
প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী: দড়াটানা মসজিদে পরিবারের বিশেষ দোয়া মাহফিল।
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবং 'যশোর উন্নয়নের কারিগর' হিসেবে খ্যাত জননেতা মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) এই বরেণ্য নেতার ৭ম প্রয়াণ দিবস।
এই দিবসকে সামনে রেখে আজ বাদ আছর মরহুমের পরিবারের পক্ষ থেকে যশোর শহরের ঐতিহাসিক দড়াটানা বড় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির প্রতি তার অবদান এবং বিশেষ করে যশোর অঞ্চলের উন্নয়নে তার অসামান্য ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী, মরহুমের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মুসল্লিরা অংশ নেন।
মোনাজাতে মরহুম তরিকুল ইসলামকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, তরিকুল ইসলাম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির অন্যতম নীতি নির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে জাতীয় রাজনীতির পাশাপাশি যশোরের স্থানীয় উন্নয়নে তার বলিষ্ঠ নেতৃত্ব ও অবদানের জন্য তিনি 'যশোর উন্নয়নের কারিগর' হিসেবে সর্বস্তরের মানুষের কাছে পরিচিতি ও ভালোবাসা অর্জন করেন। তার প্রয়াণে যশোরবাসী একজন অভিজ্ঞ ও দূরদর্শী অভিভাবককে হারায়।
আগামী ৪ নভেম্বর তার ৭ম মৃত্যুবার্ষিকীর দিনেও পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, কবর জিয়ারত ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।