Voice of khajura

Voice of khajura বিনোদন জগতের স্রেষ্ঠ আয়োজন।

*জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি*➡️ পদের নামঃ এস আর➡️ কোম্পানির নামঃ আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড।➡️ পদ সংখ্যাঃ ৩  জন➡️ বেতনঃ ম...
19/06/2025

*জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি*
➡️ পদের নামঃ এস আর
➡️ কোম্পানির নামঃ আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড।
➡️ পদ সংখ্যাঃ ৩ জন
➡️ বেতনঃ মূল বেতন( ১২০০০) পদন্নোতি ও বাৎসরিক বেতন বৃদ্ধি।
➡️(কর্মস্থলঃ নারকেলবাড়িয়া,ইন্দ্রা,বাঘারপাড়া, সুখদেবপুর, বন্দবিলা,আজমপুর)
➡️ শিক্ষাগত যোগ্যতা - কমপক্ষে এস এস সি পাশ।

📧 যোগাযোগঃ-
এ এম ( ম্যানেজার)
0১৭১২৮৭৪৯৮৪ (হোয়াটসঅ্যাপ)

সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী!! মোঃ মাহফুজার রহমান (৬১),সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান কলেজ এলাকায় তার বাড়ি।করোনার...
19/06/2025

সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী!!
মোঃ মাহফুজার রহমান (৬১),সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান কলেজ এলাকায় তার বাড়ি।করোনার নতুন ধাপে সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া প্রথম কোভিড-১৯ পজেটিভ রোগী তিনি।
এমতাবস্থায় সবাই মাস্ক পরিধান করি ব্যাক্তিগত সুরক্ষা মেইনটেইন করি।

সবাই সাবধান থাকি।

বামনেতা জহুরপুরের খালেক লস্কার মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, যশোর জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি আব্দুল খালেক লস্কার ...
18/06/2025

বামনেতা জহুরপুরের খালেক লস্কার মারা গেছেন

বর্ষীয়ান রাজনীতিবিদ, যশোর জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি আব্দুল খালেক লস্কার (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে নিজবাড়িতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেকের ছোটভাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।

তিনি জানান, ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আব্দুল খালেক। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজবাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন তিনি।

আব্দুল খালেক ১৯৪২ সালে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। শুরুতে কমিউনিস্ট আন্দোলনে রাজপথে সক্রিয় হন। পরবর্তীতে, কৃষক সংগ্রাম সমিতিতে যোগ দেন এবং কেন্দ্রীয় সহসভাপতি ও যশোর জেলা সভাপতির দায়িত্ব পান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

18/06/2025

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শেখ আমির নামে এক করোনা রোগীর মৃত্যু।

17/06/2025

আ হা নেতারা কত অভিনয় করে রে,
ত্যাগী কর্মীদের ভুলে গিয়ে,সুবিধাদের নিয়ে ঘুরে রে।

13/06/2025
13/01/2025

আমাদের প্রিয় খাজুরার রাতের মাছ বাজার।।

খাজুরায় সাস এনজিও কর্মীর লাশ উদ্ধার।যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ধর্মগাতী গ্রামের গ্রামের জনৈক মহসীন আলী...
26/10/2024

খাজুরায় সাস এনজিও কর্মীর লাশ উদ্ধার।

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ধর্মগাতী গ্রামের গ্রামের জনৈক মহসীন আলীর বাড়ির ভাড়াটিয়া “সাস” নামে এক এনজিও কর্মী মুর্শিদ আলম ফারাবীর (২৮),মরদেহ তার ভাড়াবাড়ির ঘর থেকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে।তিনি সাতক্ষীরা জেলার তালা থানার হরিহর নগর গ্রামের মোক্তার সরদারের ছেলে।

তার সহকর্মীরা জানান ,শুক্রবার রাতের খাওয়া শেষে তার রুমে তিনি ঘুমিয়ে পড়েন। তিনি অবিবাহিত। তার নিজ এলাকায় অর্পি নামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিলো ।অর্পিতার কয়েক মাস পূর্বে তার অন্যাত্র বিবাহ হওয়ায় তিনি বাড়িতে তেমন যাতায়াত করতেন না। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর আগেও কয়েকবার মুর্শিদ আলম ফারাবি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গতকাল শুক্রবার খাওয়া-দাওয়া শেষে তিনি তার ঘরে ঘুমিয়ে পড়েন, পরবর্তীতে তার কোন সারা শব্দ না পেয়ে থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়।

সংবাদ পেয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম ও খাজুরা পুলিশ ফাঁড়ির সদস্যরা সমন্বয়ে করে তার দরজা ভেঙে মরদের উদ্ধার করেন। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন,মূর্শিদ আলম ফারাবীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, তার বাড়িতে খবর দেওয়া হয়েছে ।বাড়ির লোকজন আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার মরদেহ হস্তান্তর করা হবে।
সূত্র: Khajura Express-খাজুরা এক্সপ্রেস

খাজুরায় সাস এনজিও কর্মীর লাশ উদ্ধার।ঠিকানা নাম:- মোর্শেদ আলম ফারাজী, পিতা:- এনায়েত হোসেন, গ্রাম:- হরিহরনগর, তালা, সাতক্ষ...
26/10/2024

খাজুরায় সাস এনজিও কর্মীর লাশ উদ্ধার।
ঠিকানা নাম:- মোর্শেদ আলম ফারাজী,
পিতা:- এনায়েত হোসেন, গ্রাম:- হরিহরনগর, তালা, সাতক্ষীরা।

এখনো পযন্ত মৃত্যুর কারণ জানা যায় নি।
বিস্তারিত জানাতে একটু সময়ের প্রযোজন।

সূত্র: Khajura Express-খাজুরা এক্সপ্রেস

খাজুরা বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা ডিমের মূল্য নিয়ে কারসাজির অপরাধে যশোরের খাজুরা বাজারে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ...
06/10/2024

খাজুরা বাজারে তিন ব্যবসায়ীকে জরিমানা

ডিমের মূল্য নিয়ে কারসাজির অপরাধে যশোরের খাজুরা বাজারে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সাপ্তাহিক হাটের দিন পশুহাট ও কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসলিম। এ সময় ক্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দা তামান্না তাসলিম জানান, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাজুরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ডিমের মূল্য নিয়ে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আওয়াল স্টোরকে ৫ হাজার টাকা ও মেসার্স শরিফ স্টোরকে ৪ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অলিয়ার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, বাজারে মুদি, চাল, মুরগি ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের দোকানের ট্রেড লাইসেন্স ও পণ্যের ক্রয় রশিদ রাখতেও বলা হয়েছে। এতে পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য বোঝা যাবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার ওই কর্মকর্তা।
সূত্র: আমাদের খাজুরা

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Voice of khajura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of khajura:

Share