Freelancer Provash

Freelancer Provash Provash Das : https://www.facebook.com/Provash2002 I am a Digital marketer.

মানুষের আচরণ, আমাদের মনে-   তাদের অবস্থান পরিবর্তন করে।🌸        With Amena Begum apu 🥰
18/08/2023

মানুষের আচরণ, আমাদের মনে-

তাদের অবস্থান পরিবর্তন করে।🌸






With Amena Begum apu 🥰

ফুলের সুগন্ধ নিতে হলে নাকের 🌸কাছে নিয়ে এসে নিতে হয়।🌿আর দুর্গন্ধটা এমনিতেই নাকের কাছে চলে আসে।😰যোগ্যদের সব সময় কাছে ডে...
18/08/2023

ফুলের সুগন্ধ নিতে হলে নাকের 🌸
কাছে নিয়ে এসে নিতে হয়।🌿
আর দুর্গন্ধটা এমনিতেই নাকের কাছে চলে আসে।😰

যোগ্যদের সব সময় কাছে ডেকে বসাতে হয়,💞
অযোগ্যরা এমনিতেই তেল নিয়ে ঘুরে ।🫠





With Km Ieasin Arafat sir 💞

টপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে ১০,০০০ ডলার করা হয়েছে।তাই এখনই সময় সকল নিয়ম মেনে কাজ করতে থা...
17/08/2023

টপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে ১০,০০০ ডলার করা হয়েছে।

তাই এখনই সময় সকল নিয়ম মেনে কাজ করতে থাকুন এইবার আপনার সাকসেস খুব দ্রুতই আসবে 🥰

Best of Luck 💕

শোকাবহ ১৫ ই, আগস্ট                   জাতীয় শোক দিবস।""তুমি জন্মছিলে বলেই জন্ম নিয়েছিল দেশ ,মুজিব তোমার অপর নাম স্বাধীন...
14/08/2023

শোকাবহ ১৫ ই, আগস্ট
জাতীয় শোক দিবস।

""তুমি জন্মছিলে বলেই
জন্ম নিয়েছিল দেশ ,
মুজিব তোমার অপর নাম
স্বাধীন বাংলাদেশ🇧🇩।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের প্রতি ৪৮তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

সম্প্রতি অ্যামাজন ও গুগল এর মতো বড় কোম্পানির নামে রিক্রুটমেন্ট স্পন্সরড এডস ফেসবুক এ দেখা যাচ্ছে, অনেকেই কমেন্ট এ ইন্টা...
13/08/2023

সম্প্রতি অ্যামাজন ও গুগল এর মতো বড় কোম্পানির নামে রিক্রুটমেন্ট স্পন্সরড এডস ফেসবুক এ দেখা যাচ্ছে, অনেকেই কমেন্ট এ ইন্টারেস্টেড লিখছেন আর এপলাই করার জন্য ধরিয়ে দিচ্ছে ফিশিং লিঙ্ক। ক্লিক করলে হ্যাক হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অথবা কম্পিউটার।
-
আমাদের বোঝা উচিৎ অ্যামাজন/গুগল কখনো চাকরির বিজ্ঞাপন এভাবে দেয় না। এটা স্ক্যাম। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।


 #ফাইভার_আপডেট—  resolution center থেকে এখন Order এর Partial Refunds অপশন চালু হয়েছে😊।ধরুন, বায়ার আপনাকে $100 ডলারের এক...
13/08/2023

#ফাইভার_আপডেট

resolution center থেকে এখন Order এর Partial Refunds অপশন চালু হয়েছে😊।
ধরুন, বায়ার আপনাকে $100 ডলারের একটা অর্ডার করলো।
কিন্তু, কোনো কারনে অর্ডার ভ্যালু মডিফাই করার প্রয়োজন পড়লো।
হতে পারে বায়ার ভুল করে অর্ডার করেছে, বা যে সার্ভিসের জন্য অর্ডার করেছে, তার প্রাইস $100 এর কম।
এখন চাইলে অর্ডার ভ্যালু বিভিন্ন ভাবে বাড়ানো যায়, যেমন গিগ এক্সট্রা, টিপসের মাধ্যমে।
কিন্তু, যদি অর্ডার ভ্যালু কমানোর প্রয়োজন হয়?
তখন অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার করা ছাড়া উপায় নাই। আর ফাইভারে অর্ডার ক্যান্সেল হওয়া মানে কি, তা তো জানেনই!🙁
সো, আপনি চাইলে এখন থেকে কোনো রকম অর্ডার ক্যান্সেল করা ছাড়াই, পার্সিয়াল রিফন্ডের মাধ্যমে সর্বনিম্ন $5 থেকে সর্বোচ্চ অর্ডার অ্যামাউন্টের 60% বায়ারকে রিফান্ড করতে পারবেন।
অর্থাৎ $100 এর অর্ডারের ক্ষেত্রে বায়ারকে সর্বনিম্ন $5 এবং সর্বোচ্চ $60 ফিরিয়ে দিতে পারবেন।
যে, সকল অর্ডারের ভ্যালু $50 বা তার বেশি, সেই সকল অর্ডারের ক্ষেত্রে পার্শিয়াল রিফান্ড প্রযোজ্য হবে।


ফাইভার আপডেট—fiverr resolution center থেকে এখন অর্ডার এর পার্টিয়াল রিফান্ড অপশন চালু হয়েছে 😊একটা অর্ডারের বাজেট যা থাকব...
13/08/2023

ফাইভার আপডেট

fiverr resolution center থেকে এখন অর্ডার এর পার্টিয়াল রিফান্ড অপশন চালু হয়েছে 😊
একটা অর্ডারের বাজেট যা থাকবে ক্লাইন্টের কাজ পছন্দ না হলে ৫০% রিফান্ড করতে পারবেন।



আপনি ফেইসবুকে যা দেখেন/শোনেন তাই আপনার মস্তিষ্কের খাদ্যে পরিণত হয়। ফেসবুকে নগ্ন ছবি এবং স্পর্শকাতর বিষয় বস্তু মানে কুখা...
13/08/2023

আপনি ফেইসবুকে যা দেখেন/শোনেন তাই আপনার মস্তিষ্কের খাদ্যে পরিণত হয়। ফেসবুকে নগ্ন ছবি এবং স্পর্শকাতর বিষয় বস্তু মানে কুখাদ্য না দেখার জন্য সেটিংস টা করে রাখতে পারেন।

আপনার ভাল কাজের ভারসাম্য রক্ষা করুন।


মানুষ, মানুষকে নয়, তার অবস্থান কে মূল্যায়ন করে 😅😅💔💔💔  freelancing🥰🥰     Osman Goni sir 🥰
13/08/2023

মানুষ,

মানুষকে নয়,

তার অবস্থান কে মূল্যায়ন করে 😅😅💔💔💔

freelancing🥰🥰



Osman Goni sir 🥰

অভিনন্দন ভাই ❣️💞💞
12/08/2023

অভিনন্দন ভাই ❣️💞💞

বর্তমান সময়ে যেখানে প্রত্যেকটা মানুষের মাথাপিছু ব্যয়ের পরিমান দিন দিন বেড়েই যাচ্ছে সেখানে আপনার অবস্থান থেকে ছোট্ট কোনো পরিবর্তন এর কি চিন্তা করেছেন?🤔

যদি না করে থাকেন তাহলে বর্তমান সময়ে একটি স্মার্ট ক্যারিয়ার নিশ্চিত করার জন্য প্রোয়জন একটি স্মার্ট স্কিল যার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার কাজের অথবা পড়াশোনার পাশাপাশি ইনকাম নিশ্চিত করতে পারেন।🥰

এই লক্ষে কাজ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর NTVQF💪 যেখানে আপনি স্পেসিফিক একটা স্কিল ডেভেলপমেন্ট করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে পারবেন এবং একটি ন্যাশনাল সার্টিফিকেট দিয়ে আপনার জব সেক্টরেও এক্সটা প্রোমোশন এর সুযোগ তৈরী করতে পারবেন❤️

NTVQF ডিজিটাল মার্কেটিং Level-04 একজন স্কিল সার্টিফাইড Mofazzal Hossain
অভিনন্দন আপনাকে🎉
আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চাই কিন্তু তার আগে শিখতে চাই তাদের জন্য দারুন সুখবর! 📣ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্য...
12/08/2023

আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চাই কিন্তু তার আগে শিখতে চাই তাদের জন্য দারুন সুখবর! 📣

ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কেন করবো, কিভাবে শিখবো, বর্তমানে কোন সেক্টরের চাহিদা সবচেয়ে বেশি, শিখতে কেমন cost হতে পাারে, বর্তমানে মার্কেট প্লেসে কাজ কেমন এমন অসংখ্য প্রশ্ন মাথায় আসে আমাদের!

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে , শুক্রবার চমৎকার একটি #ফ্রিল্যান্সিং এর #ওয়েবিনার আয়োজন করা হয়েছে!✨

বিঃদ্রঃ ক্লাসে অংশগ্রহণ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আসন সংখ্যা সীমিত, তাই খুব দ্রুত যোগাযোগ করতে হবে।

রেজিষ্ট্রেশন চলছে....

এখন থেকে Whatsapp এ স্ক্রিনশেয়ার করা যাবে।ধন্যবাদ Meta.❣️সব কিছুই আপডেট হচ্ছে।কিন্তু আপনি নিজেকে কি আপডেট করতে পারছেন..?...
12/08/2023

এখন থেকে Whatsapp এ স্ক্রিনশেয়ার করা যাবে।
ধন্যবাদ Meta.❣️

সব কিছুই আপডেট হচ্ছে।
কিন্তু আপনি নিজেকে কি আপডেট করতে পারছেন..?


অজুহাত দিয়ে পিছনে পড়ে থাকা নয় , 😰 বরং সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয়। 💐💥ফ্রিল্যান্সিং এমন একটা প্রফেশন ...
12/08/2023

অজুহাত দিয়ে পিছনে পড়ে থাকা নয় , 😰
বরং সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয়। 💐
💥ফ্রিল্যান্সিং এমন একটা প্রফেশন যেখানে ❣️
নারীরাও ঘর সামলিয়ে ঘরে বসে উপার্জন করতে পারে।🤟


সবার জন্য শুভ কামনা রইল ❣️❣️❣️
12/08/2023

সবার জন্য শুভ কামনা রইল ❣️❣️❣️

ডিজিটাল মার্কেটিং শিখে কী পরিমাণ উপার্যন করা সম্ভবঃএটা নির্ভর করবে আপনি কতটুকু দক্ষতা অর্জন করতে পারছেন। যেহেতু একটি বিজ...
12/08/2023

ডিজিটাল মার্কেটিং শিখে কী পরিমাণ উপার্যন করা সম্ভবঃ

এটা নির্ভর করবে আপনি কতটুকু দক্ষতা অর্জন করতে পারছেন। যেহেতু একটি বিজনেস গ্রোথের জন্য মার্কেটিং অপরিহার্য তাই প্রতিষ্ঠান গুলো এই ইন্ডাস্ট্রির প্রফেশনালদের সর্বাধিক সুবিধা দিয়ে থাকে। তবে তার জন্য নিজের দক্ষতা প্রমাণ করতে হয়।

চাকরির হিসেব করলে তা বাংলাদেশি টাকাতে ২০ হাজার থেক শুরু করে ১০ লাখ পর্যন্ত হতে পারে। তবে মনে রাখতে হবে এটা পুরাটাই নির্ভর করবে আপনার দক্ষতার উপর। স্টার্টিং এ অবশ্যই আকাশ চুম্বী কিছু আশা করা যাবে না।তাই সবার উপার্যন একই রকম হবে না।

মার্কেটপ্লেসের কাজের ক্ষেত্রে এটা ৫ ডলার প্রতি ঘণ্টা থেকে ৩০০ ডলার ঘণ্টা প্রতিও হতে পারে।

আর বাকি অংশ গুলো অনেকটা বিজনেসের মত, তাই ওটার প্রেডিকশন হচ্ছে শূন্য থেকে স্কাই ইস দ্যি লিমিট।

এটি খুবই সম্ভাবনাময় একটি কাজের ক্ষেত্র। এবং এটিকে এভয়েড করে যেহেতু কোন বিজনেস গ্রো করতে পারবে না, তারমানে এটার ডিমান্ড কমবে না। আমাদের উপর নির্ভর করবে আমরা কতটুকু স্কীল্ড হচ্ছি এবং মার্কেটশেয়ার নিতে পারছি। স্কীল ডেভেলপ করা ছাড়া ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কখনই টিকে থাকা যাবে না।

আপনি যদি সরাসরি কোন মেন্টরের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চান,

ইনবক্স করে জানাতে পারেন।






©️ Badhon Kundu boss

With
Osman Goni sir 💪
mam 🥰

🔥 900$ এর প্রোজেক্ট কমপ্লিট এক রাতেই!! 🔥আজকের রেট এ বাংলাদেশি টাকায় প্রায় ৯৮,১০০ টাকা।✴️অসাধারণ একটি লাইভ সাপোর্টিং ক্লা...
12/08/2023

🔥 900$ এর প্রোজেক্ট কমপ্লিট এক রাতেই!! 🔥
আজকের রেট এ বাংলাদেশি টাকায় প্রায় ৯৮,১০০ টাকা।
✴️অসাধারণ একটি লাইভ সাপোর্টিং ক্লাস ছিলো ❤️ Bony Amin Foysal স্যার ❤️ এর প্রজেক্টের এর ক্লাস। রাত (১.০০ - ৩.০০) টা 💖
♾️ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার থেকে পাওয়া ৪ ঘন্টার ৯০০ ডলারের ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েব সাইট বিল্ড এর লাইভ প্রজেক্ট 😍
𝐓𝐨𝐩𝐢𝐜s:
✅ 𝐅𝐢𝐯𝐞𝐫 𝐎𝐫𝐝𝐞𝐫 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐯𝐞
✅𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 𝐁𝐮𝐢𝐥𝐭 𝐖𝐢𝐭𝐡 𝐖𝐨𝐫𝐝𝐏𝐫𝐞𝐬𝐬
✅𝐂𝐥𝐢𝐞𝐧𝐭 𝐇𝐚𝐧𝐝𝐥𝐢𝐧𝐠 (𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐚𝐭𝐢𝐨𝐧 𝐖𝐢𝐭𝐡 𝐂𝐥𝐢𝐞𝐧𝐭)

⚕️ওয়ার্ডপ্রেস হলো একটি পুরনোতম এবং জনপ্রিয় ওয়েব কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। এটি ওয়েবসাইট তৈরি এবং পরিচালনার জন্য ব্যবহার হয়, যা ব্যবহারকারীদের সহজভাবে কনটেন্ট প্রকাশ এবং পরিচালনা সুবিধা দেয়।
কাজ করলে কাজ হয়
আগে কাজ জানতে হয়
জানলে কাজ সহজ হয়।

💙
❣️
💙
❣️

12/08/2023

https://www.facebook.com/Provash2002?mibextid=ZbWKwL

এটা আমার ফেসবুক আইডি লিংক 💞

ফ্রিল্যান্সিং বিষয়ে জানার জন্যে 👨‍💻👨‍💻👨‍💻

যেকোনো প্রয়োজনে নক দিতে পারেন 🥰

লাইফে নিজের একটা গল্পঃ থাকা উচিত।গাড়ি বাড়ি আছে এটা গল্পঃ নয়।কাউকে একটা গাছ লাগিয়ে দেওয়া।একটা স্টুডেন্টকে পড়াশুনার ...
12/08/2023

লাইফে নিজের একটা গল্পঃ থাকা উচিত।
গাড়ি বাড়ি আছে এটা গল্পঃ নয়।

কাউকে একটা গাছ লাগিয়ে দেওয়া।
একটা স্টুডেন্টকে পড়াশুনার একটু আইডিয়া দেওয়া
একটা অসহায় মানুষকে একবেলা খাবার দেওয়া।
একটা অসুস্থ ব্যাক্তিকে কিছু টাকা দিয়ে চিকিৎসা করা
একটা বেকার ছেলেকে একটা ক্যারিয়ার দেওয়া।
এটাই লাইফের গল্পঃ। এই গল্পঃ সবার থাকা উচিৎ।

লেগে থাকার বিকল্প কিছুই নাই।

জীবন পরিবর্তনের ভূমিকা রাখবে।

© SK Shaidul Islam Julhas vai



⚠️❓         ⚠️❓                    ⚠️♈ #তিতা_হলেও_কথা_সত্যফ্রিল্যান্সিং লাইফে আসার পর কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ডের সাথ...
12/08/2023

⚠️❓ ⚠️❓ ⚠️♈
#তিতা_হলেও_কথা_সত্য
ফ্রিল্যান্সিং লাইফে আসার পর কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ডের সাথে পরিচয়। কিছু উদাহরণঃ
১) ভাই মাসে কত বেতন পান? (ভাই আমি কোনো জব করিনা যে মাসিক স্যালারি পাই🥴)
২) ভাই আমি শিখতে চাই, ফ্রি তে শিখা যাবে? (বাঙালির স্বভাব হচ্ছে ফ্রি ফ্রি চাওয়া, হ ভাই এটা তো তোমার দাদাবাড়ির সম্পত্তি যে তোমাকে ফ্রি দিয়া দিবে)
৩) ভাইয়া আমি ভর্তি হওয়ার ১ মাসের মধ্যে কি প্রতি মাসে কম করে ১০-১২ হাজার টাকা ইনকাম করতে পারব? (এটার উত্তর আমার কাছে নাই, এদের কাছে এলিয়েন রা-ও হার মানতে বাধ্য)
৪) ভাইয়া আমি কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু আমি চাচ্ছি আমি যদি ইনকাম করতে পারি তাহলে টাকা দিবো নাইলে দিবোনা। (ভাই স্কুল কলেজে ভর্তির আগে কি বইলা নিছিলেন স্যার আমি যদি জব পাই তাইলে বেতন দিমু, নাইলে দিমুনা? যদি বইলা থাকেন তো আপনাকে ফ্রি তেই দেওয়া হবে সব🥴, নিজের টাকায় একটা ল্যাপটপ ও কিন্না দিবো আপনারে)
৫) সবচেয়ে আল্ট্রা লেভেলের লিজেন্ড হচ্ছে এরা যাদের কাছ থেকে শুনছি- ভাই আমি শিখতে চাই কিন্তু ভাবছি আরেকটু বয়স হলে শিখব এখন শিখে নাকি লাভ নাই অনেকে বলে।
এরকম আরো হাজার হাজার আল্ট্রা/প্রো লেভেলের লিজেন্ড (যে-কোনো ক্ষেত্রে) আমাদের চারপাশে ভরপুর

©️ Ruknin Sadid Tanzim

.

কক্সবাজার যাওয়ার পরিকল্পনা সম্পন্ন হয়েছে ✌️✌️এখন শুধু সময়ের অপেক্ষা  🤗🥰🥰আবার দেখা হচ্ছে সবার সাথে  🌸🌸🌸
08/08/2023

কক্সবাজার যাওয়ার পরিকল্পনা সম্পন্ন হয়েছে ✌️✌️

এখন শুধু সময়ের অপেক্ষা 🤗🥰🥰

আবার দেখা হচ্ছে সবার সাথে 🌸🌸🌸




ভাই কিংবা বোন আপনাকে বলছি।⚠️🤦‍♂️ফ্রিলান্সিং সেক্টরে-🗣️২ ধরনের মানুষ-১/ বেশি বুঝা মানুষ ২/ সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি...
08/08/2023

ভাই কিংবা বোন আপনাকে বলছি।⚠️🤦‍♂️
ফ্রিলান্সিং সেক্টরে-

🗣️২ ধরনের মানুষ-
১/ বেশি বুঝা মানুষ ২/ সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-
🔸 ফ্রীতে শিখতে চাওয়া।
🔸 ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
🔸 ৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
🔸 ১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
🔸 ২০০০ টাকায় ফুল কোর্স।
🔸 ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
🔸 শুরু করলেই ইনকাম করা যায়।
🔸 সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
🔸 ৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

💣এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি একটা কথা চিন্তা করেন; ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন একটু ভাবুন তো।🙆‍♂️🥱

💁একটা ভালোমানের কোর্স করতে নাহলেও ৪ মাস+ থেকে ৫-৬ মাস লাগে। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু শিখতে পারবেন।

🎯তাই সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সঠিকটা শিখুন।
নিজের জন্য ইনভেস্ট করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন। মনে রাখবেন আজকের ইনভেস্ট ভবিষ্যতে হবে লক্ষ টাকা

👉জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা। 👈

তাই আজই নিজেকে গড়ে তুলুন।✅

©Bijoy_Rahman sir



.

Fiverr New Update:Reviews for Cancelled orders আজ থেকে শুরু হতে যাচ্ছে।- মার্কেটপ্লেসে নতুন এসেছে (একটিও কাজ করায়নি) এমন...
08/08/2023

Fiverr New Update:
Reviews for Cancelled orders আজ থেকে শুরু হতে যাচ্ছে।

- মার্কেটপ্লেসে নতুন এসেছে (একটিও কাজ করায়নি) এমন বায়ার রিভিউ দিতে পারবে না। যে সকল বায়ার আগে কাজ করিয়েছে ফাইভারে, তারা রিভিউ দিতে পারবে।
- বায়ার যদি ফাইভারের একজন সেলার হন, সেক্ষেত্রে তিনি রিভিউ দিতে পারবেনা।
- কোনো বায়ার যদি চার্জ ব্যাক করার কারনে অর্ডার ক্যান্সেল হয়, তাহলে রিভিউ দিতে পারবে না।
- সেলার যদি রেস্পন্স না করে, ডেলিভারি টাইম পার হয়ে লেট স্ট্যাটাসে যায় এবং একারনে যদি বায়ার অর্ডার ক্যান্সেল করে তবে রিভিউ দিতে পারবে।
** যদি কোনো বায়ার রিভিউ দেয়, সেখানে সেলার বায়ারকে কোনো রেটিং দিতে পারবে না। কিন্তু সেলার বায়ারের রিভিওতে রিপ্লাইয়ে বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করতে পারবে।




আমরা জীবনকে যে দিকে চালাই ✊ - জীবন সে পথেই নিয়ে যায়। দিনের শুরুটা বলে দিবে ঘুমানোর আগে পকেটের অবস্থা কি হবে।            ...
07/08/2023

আমরা জীবনকে যে দিকে চালাই ✊ - জীবন সে পথেই নিয়ে যায়।

দিনের শুরুটা বলে দিবে ঘুমানোর আগে পকেটের অবস্থা কি হবে।

এটাই হচ্ছে জীবন চক্র। 🥰

পিছনে Amena Begum apu ✌️

©️ Badhon Kundu boss



ফ্রিল্যান্সিং কি কাকে বলে?ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ...
07/08/2023

ফ্রিল্যান্সিং কি কাকে বলে?



ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।





যদি আগামীকাল কিছু অর্জন করতে চান, 🤗তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করেন।✊✊   :জোহান গথ❣️১৮ শতকের বিখ্যাত লেখক।🌸🌸©️ Md Mosar...
07/08/2023

যদি আগামীকাল কিছু অর্জন করতে চান, 🤗তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করেন।✊✊

:জোহান গথ❣️

১৮ শতকের বিখ্যাত লেখক।🌸🌸

©️ Md Mosaraf Hosen boss 🌿




❣️  যখন আপনার দৃষ্টিএক বছর পর্যন্ত প্রসারিত তখন ফুলের চাষ করুন  🌸❣️ যখন দৃষ্টি দশ বছর পর্যন্ত প্রসারিত তখন গাছ লাগান 🌿❣️...
07/08/2023

❣️ যখন আপনার দৃষ্টিএক বছর পর্যন্ত প্রসারিত তখন ফুলের চাষ করুন 🌸

❣️ যখন দৃষ্টি দশ বছর পর্যন্ত প্রসারিত তখন গাছ লাগান 🌿

❣️ যখন আপনার দৃষ্টি অনন্ত কালে প্রসারিত তখন মানুষের সাথে বন্ধুত্ব করুন। 🫂

ফ্রিল্যান্সিং ট্যুর 😎😎






❣️ Golden Ratio ❣️
Provash Das

ফ্রিল্যান্সিং হলো বর্তমান সময়ে অত্যন্ত ট্রেন্ডিং এবং আলোচিত একটি বিষয়। ফ্রিল্যান্সিং সেক্টরটিতে কাজ করে আজ অনেক মধ্যবি...
07/08/2023

ফ্রিল্যান্সিং হলো বর্তমান সময়ে অত্যন্ত ট্রেন্ডিং এবং আলোচিত একটি বিষয়। ফ্রিল্যান্সিং সেক্টরটিতে কাজ করে আজ অনেক মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের ছেলেমেয়েরা এমন ভাবে লাইফস্টাইল পরিবর্তন করে ফেলেছে, যা রীতিমতো অনেকের কাছেই তাক লাগানোর মতোই বিষয়।

আসলে এমন সফলতা কিন্তু এমনি এমনি আসেনা, প্রয়োজন হয় যথাযথ গাইডলাইন আর ঠিক তেমনি ঈর্ষান্বিত সাফল্য অর্জনে ফ্রিল্যান্সিং এর নতুন যাত্রীদের সাফল্য অর্জনের পথকে সহজ এবং মজবুত করতে এক অন্যরকম সল্যুশন নিয়ে আমরা রয়েছি আপনার পাশে।
১. কি সেই সোলুশন
২. কতটুকু কার্যকরী সোলুশন
৩. কেন প্রয়োজন এমন সোলুশন
৪. কতটুকু আর কিভাবে আপনার প্রয়োজনীয় গাইডলাইন আমরা প্রদান করবো



Provash Das

🌸ভ্রমণ এবং স্থান পরিবর্তন🌿, মনে নতুন উদ্যম জোগায়🥰 ।   — সেনেকা🌸🌿🌿ফ্রিল্যান্সিং ট্যুর 🌿🌿   .         Provash Das
07/08/2023

🌸ভ্রমণ এবং স্থান পরিবর্তন🌿, মনে নতুন উদ্যম জোগায়🥰 ।

— সেনেকা🌸

🌿🌿ফ্রিল্যান্সিং ট্যুর 🌿🌿


.




Provash Das

আগামী দিনে স্কিল ছাড়া আপনি কোথাও পাত্তা পাবেন না। অতএব বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে স্বাধীন এবং স্বাবলম্বী জীবন গড়ত...
01/07/2023

আগামী দিনে স্কিল ছাড়া আপনি কোথাও পাত্তা পাবেন না। অতএব বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে স্বাধীন এবং স্বাবলম্বী জীবন গড়তে নিজেকে দক্ষ করে গড়ে তোলা একমাত্র উপায়।





জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,কাজ শুরু করা 💁ফ্রিল্যান্সিং সেক্টরে  ছেলে ও মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক ...
01/07/2023

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,
কাজ শুরু করা 💁

ফ্রিল্যান্সিং সেক্টরে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা |

ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না, বা কাউকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় না । ঘরে বসেই অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করে। একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন এবং নিজেই নিজের ইনকাম এর পথ বের করতে পারেন।

এখন বাসায় বসেই লক্ষ্য লক্ষ্য ফ্রিল্যান্সার ভাই,বোনেরা নিজের ক্যারিয়ার গড়তে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত |






ফ্রিল্যান্সিং কিভাবে শিখবোঃ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন ইনকামের মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। আপনি যদি ফ্রিল্যান্সিং ...
01/07/2023

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবোঃ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন ইনকামের মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহালে আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই থাকতে হবে। তাহালে যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কি ফ্রিল্যান্সিং করতে পারবে না? উত্তর হলো হা অবশ্যই পারবে। আপনার চেষ্টার কাছে সব কিছুই হার মেনে যাবে। হা আজকে আমি আপনাদের সাথে বলবো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় বা মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো কিভাবে করতে হয় সেই সম্পর্কে।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এই কথাটা শুনে আমাদের মধ্যে অনেকে হয়তো হাসাহাসি করবে। কিন্ত আসলে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করা সম্ভব। মনে রাখবেন সব কাজ করা সম্ভব না তবে, কিছু সংখ্যক কাজ করা সম্ভব। কম্পিউটার দিয়ে যে সকল কাজ গুলো আপনি খুব সহজে করতে পারবেন, সে কাজ গুলো মোবাইলের মাধ্যমে করতে বেশ কিছু সময় লাগবে। কি রাজি আছেন তো?

#ফ্রিল্যান্সিং_কেনো_করবেন




ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি ?বর্তমান এর আধুনিক সময়ে মাসের শেষে একটি মোটা অংকের টাকা আয় করার জন্যে কেবল ৯ থেকে ৫ পর্যন্ত ...
01/07/2023

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি ?
বর্তমান এর আধুনিক সময়ে মাসের শেষে একটি মোটা অংকের টাকা আয় করার জন্যে কেবল ৯ থেকে ৫ পর্যন্ত করা চাকরি যথেষ্ট না।

তবে, আজকের সময়ে কেবল চাকরি করেই যে অধিক টাকা উপার্জন করা যাবে এটাও কিন্তু নয়।

কেননা, আজ অনলাইনে প্রচুর Digital work platforms এবং online talent marketplaces গুলো রয়েছে যেগুলোর দ্বারা অনলাইনে কাজ পাওয়াটা প্রচুর সুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে।

Remote work-এর দ্বারা employers এবং employees দুপক্ষের ক্ষেত্রেই যেকোনো জায়গার থেকে কাজ করার সুবিধা রয়েছে।

আর তাই, বিগত কিছু বছরের মধ্যে ঘরে বসে অনলাইনে স্বাধীন ভাবে কাজ করা freelancer-দের সংখ্যা প্রায় ৪৫% বৃদ্ধি পেয়েছে।

আজ আগের তুলনায় লোকেরা অনেক বেশি পরিমানে অনলাইন কাজের সাথে যুক্ত হচ্ছেন।

প্রত্যেকের ঘরে আজ রয়েছে একটি laptop বা computer এবং সাথে internet connection.

তাই, ঘরে বসে নিজের খালি সময়ে কাজ করে extra income করার trend এবং কৌশল বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক।

এছাড়া, এখানে আপনার প্রয়োজন হবে কাজের অভিজ্ঞতা এবং কৌশল এর।

তাই, যদি আপনার কাছে একটি বা একাধিক নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা, জ্ঞান বা দক্ষতা থেকে থাকে, তাহলে এখানে কাজ পাওয়া অনেক সোজা।

দপ্তরে দপ্তরে গিয়ে কাজের খোঁজ করার সাথে সাথে যদি ফ্রিল্যানসিং করে থাকেন, তাহলে কিঠিক ফ্রিল্যানসিং এর কাজটাই আপনার ফুলটাইম কাজ হয়ে যেতে পারে।

আজ বিশ্বজুড়ে লোকেরা এই ধরণের কাজ গুলোর প্রচুর লাভ নিচ্ছেন।

নিজের ট্যালেন্ট, কাজের অভিজ্ঞতা এবং কৌশল কে কাজে লাগিয়ে সহজেই কাজ পেয়ে যাচ্ছেন এবং টাকা আয় করছেন।

বর্তমান সময়ে প্রচুর লোকেরা ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং মানে কি, এই বিষয়ে জানার রুচি দেখিয়েছেন।

আর যেহেতু freelancing-এর দ্বারা company এবং brand গুলো অনেক সহজেই বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় থাকা ট্যালেন্ট গুলো খুঁজে পাচ্ছেন, এবং তাদের দিয়ে কম খরচেই চুক্তি হিসেবে কাজ করিয়ে নিচ্ছেন।



#ফ্রিল্যান্সিং



একটা সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবন পরিবর্তন করে দিতে 😍সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার ক্যারিয়ার সুনিশ্চিত করুন 😊আপন...
29/06/2023

একটা সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবন পরিবর্তন করে দিতে 😍

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার ক্যারিয়ার সুনিশ্চিত করুন 😊

আপনার সিদ্ধান্ত সহজ করতে আমরা নিয়ে এসেছি ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস 💁‍♀

সময়ঃ- শুক্রবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে

ক্লাসে যুক্ত হতে ইনবক্সে যোগাযোগ করুন ✉️

বিদ্রঃ আসন সংখ্যা সীমিত

 ্রিল্যান্সিং_কোর্স_অনলাইনে_শেখার_গুরুত্ব ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করবো? এরকম একটা প্রশ্ন মনের মধ্যে থেক...
29/06/2023

্রিল্যান্সিং_কোর্স_অনলাইনে_শেখার_গুরুত্ব

ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করবো? এরকম একটা প্রশ্ন মনের মধ্যে থেকেই যায়..
⚫OFFLINE COURSE:ফিজিক্যালি কোর্স করলে এক সপ্তাহে বা এক মাস আগের ক্লাসে স্যার কি করেছিল তা মনে রাখা প্রায় অসম্ভব। আপনি মার্কেটপ্লেসে একটা কাজ পেলে বারবার স্যারের কাছে দৌড়ানো লাগবে যে কিভাবে এই কাজটা আপনি করবেন।

⚪ONLINE COURSE:কিন্তু অনলাইনে কোর্স করলে আপনি সরাসরি ক্লাস করার সুযোগ তো পাচ্ছেন ই!সাথে সাথে ওইদিনের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হয়।
যার ফলে আপনি ১বছর বা ১০বছর কোন ক্লাসে স্যার কি পড়িয়েছিল তা যখন ইচ্ছা তখন রেকর্ডিং অন করে দেখতে পারবেন।

⚫OFFLINE COURSE:কোর্স চলাকালীন কোনো একটা সমস্যার কারণে আপনি একটা ক্লাস মিস করলে সেই ক্লাস আপনাকে আলাদা ভাবে কখনোই করানো হবে না।

⚪ ONLINE COURSE:কিন্তু অনলাইন কোর্সে আপনি কোনো সমস্যার কারণে একটা ক্লাস মিস করলে আপনি ফ্রি সময়ে রেকর্ডিং দেখে ওই ক্লাস মেকআপ করা সহজ।



.




✅একবার কাজ করে আজীবন আয়😮(ফ্রিল্যান্সিং)✅💲একবার কাজ করে আজীবন আয়—শুনতে অবাক লাগলেও আউটসোর্সিংয়ের কাজ দেওয়া–নেওয়ার বেশ কিছ...
29/06/2023

✅একবার কাজ করে আজীবন আয়😮(ফ্রিল্যান্সিং)✅💲

একবার কাজ করে আজীবন আয়—শুনতে অবাক লাগলেও আউটসোর্সিংয়ের কাজ দেওয়া–নেওয়ার বেশ কিছু ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) এ সুবিধা দিয়ে থাকে ফ্রিল্যান্সার হিসেবে দীর্ঘ মেয়াদে আয়ের জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট বিষয়ে (ছবি, ডিজাইন, ভেক্টর, আইকন, ছবি বা থিম) দক্ষতা অর্জন করতে হবে।
ফ্রিল্যান্সিং একমাত্র ক্যারিয়ার যেখানে স্বাধীন ভাবে ইনকাম করে বর্তমান সময়টা পরিবর্তন করে স্বাধীন লাইফ উপভোগ করা যায়।
আয় করার জন্য কাজ জানা দরকার কিভাবে কাজ করে ভালো ইনকাম আসবে সবকিছু বিষয়ে কাজের দক্ষতা থাকলে বাসায় বসে গুনতে পারবেন টাকা যা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে আপনার কাজ সেল করে আয় করবেন।
♂️নষ্ট সময়টাকে কাজে লাগিয়ে ঘরে বসে অনলাইন লাইফ টাইম ইনকামের সুযোগ করে নিতে পারি ফ্রিল্যান্সিং করে। 🎉🎈
আমারা অন্যের কাছে টাকার জন্য হাত না বাড়িয়ে নিজেই নিজের টাকা উপার্জন করতে পারি। 💲
🚻নারী, পুরুষ উভয়ের জন্য এই যুগে একটি স্বাধীন ভাবে টাকা ইনকাম করার পথ ঘরে বসেই।
🔰প্রয়োজন:
✅আপনার সঠিক সিদ্ধান্ত
✅আত্মবিশ্বাস
✅পরিশ্রম
✅মোবাইল / ল্যাপটপ

♻️বিস্তারিত জানতে ইনবক্স করুন ♾️

ধন্যবাদ🥰







Address

Churamonkathi Bazar
Jessore
7407

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Provash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Provash:

Share

Nearby media companies