20/01/2025
দিনশেষে দেখবেন একটি বিবাহিত মেয়েদের স্বামী সবকিছু। স্ত্রীর ভালো, মন্দ, সাফল্যের দায়িত্ব তার স্বামীর।যতই বাবার ভুরি ভুরি থাকুক না কেন, একটা সময় এমন হবে, পরিবারের কেউ পাশে না থাকলে স্বামী তার পাশে থাকবে। স্ত্রীর মাথার টেনশন গুলো নিজের টেনশন বলে গ্রহণ করার নামই হচ্ছে স্বামী ❤️।