Softlearnbd

Softlearnbd Online Freelancing Learning Platform In Bangla SoftlearnBD is a online Learning Platform where you can learn without any cost.

03/05/2024

সময় থাকতে সাবধান হোন

আমরা যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত আছি, আমরা এতটাই অবহেলিত পেশাজীবী সম্প্রদায় যে, আমাদের নিয়ে কোন স্টাডি হয় না। সবাই শুধু আমাদের ডলার কামানোটাই দেখে। অথচ নিজের পরিবার, দেশের জন্য ডলার কামাতে গিয়ে, আমরা নিজের যে কি পরিমাণ ক্ষতি করছি, তার কথা কেউ বলে না। ভাল করে স্টাডি করলে অনেক কিছুই বেরিয়ে আসবে।

এক গবেষণায় দেখা গিয়েছে যে, যারা রাত জেগে কাজ করে, তাদের ৪০% বেশি স্ট্রোকের ঝুকিতে থাকে, যারা দিনের বেলায় কাজ করে তাদের তুলনায়। কাজেই এর ভয়াবহতা বুঝতে পারছেন। আমাদের দেশে যারা রাত যেগে ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রেও একই কথা খাটে। অথচ আমাদের একটু সচেতনতা পারে এই মারাত্মক স্বাস্থ্যঝুকি থেকে আমাদের রক্ষা করতে। ঘুমানোর ক্ষেত্রে আমাদের মাত্র ৩ টা রুলস ফলো করতে হবে

১. প্রতিদিন নিদিষ্ট সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুনন। এই নিয়ম সব সময় মানতে হবে (৭/৩৬৫)
২. ৭ ঘন্টা একটানা ঘুমানোর চেষ্টা করুন।
৩.ঘুমানোর ৬০-৯০ মিনিট আগে কোন ধরনের মোবাইল বা টিভি ব্যাবহার করবেন না।

নিজের কাজের প্রেশার কমিয়ে আনতে হবে। কাজের চাপ যদি বেশি থাকে, তবে টিম গঠন করে কাজের প্রেশার কমাতে হবে। মন প্রফুল্ল রাখতে হবে, মাঝে মাঝে বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যাওয়া যেতে পারে। রাতেই কাজ করতে হবে এটা ভুল ধারনা। রাতে ভাল একটা ঘুম দিয়ে, ভোরে উঠে হালকা ব্যায়াম করে, কাজে বসতে পারেন, এতে আপনার প্রোডাক্টিভিটি বহু গুন বাড়বে। বায়ারের জন্য একান্তই যদি রাত জাগতে হয়, তবে নিজেকে এমন ভাবে তৈরি করুন, যেন বায়ার রাত জাগে আপনার জন্য। মনে রাখবেন জীবন একটাই, টাকা কামাতে গিয়ে জীবন বিপন্ন করে, সেই জীবন বাঁচানোর জন্য, কামানো টাকা খরচ করার মত বোকামি করতে যাবে না।

ধন্যবাদ!

We are providing apollo.io export service at low cost. Fast delivery. Contact us for data export service.
29/04/2024

We are providing apollo.io export service at low cost. Fast delivery. Contact us for data export service.

Search, engage, and convert over 275 million contacts at over 73 million companies with Apollo's sales intelligence and engagement platform.

সুখবর Paypal নেই নেই বলে আর আক্ষেপ করা লাগবেনা। Payonner এ পেমেন্ট রিকয়েস্ট পাঠালে ক্লায়েন্ট তার Paypal দিয়ে payment করত...
19/12/2023

সুখবর

Paypal নেই নেই বলে আর আক্ষেপ করা লাগবেনা। Payonner এ পেমেন্ট রিকয়েস্ট পাঠালে ক্লায়েন্ট তার Paypal দিয়ে payment করতে পারবে।

16/12/2023
আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, যারা জমা দেননি এখনো সময় আছে জমা দিয়ে দিন, না হলে জরিমানার সম্মুখীন হবেন।
01/12/2023

আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, যারা জমা দেননি এখনো সময় আছে জমা দিয়ে দিন, না হলে জরিমানার সম্মুখীন হবেন।

Payment method এর মধ্যে Wise সব থেকে সেরা বাংলাদেশের জন্য, কিন্তু বর্তমানে নতুন Account এ পেমেন্ট রিসিভের অপশন বন্ধ করে ...
10/10/2023

Payment method এর মধ্যে Wise সব থেকে সেরা বাংলাদেশের জন্য, কিন্তু বর্তমানে নতুন Account এ পেমেন্ট রিসিভের অপশন বন্ধ করে দেওয়া হয়েছে, যাদের পুরাতন একাউন্ট ,কয়েকবার রিসিভ করেছেন পেমেন্ট তারা নিশ্চিন্তে থাকতে পারেন

আমি freelancers.gov.bd এর সাপোর্ট ইমেইলে মেইল করে জিজ্ঞাসা করেছিলাম যে ,সরকার ফ্রিল্যান্সারদের যে 4% ইনসেন্টিভ দেওয়ার স...
18/04/2023

আমি freelancers.gov.bd এর সাপোর্ট ইমেইলে মেইল করে জিজ্ঞাসা করেছিলাম যে ,সরকার ফ্রিল্যান্সারদের যে 4% ইনসেন্টিভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমাদেরকে কেন দেয়া হচ্ছে না ? তার জবাবে তিন থেকে চার দিন পর আমাকে ইমেইল করে জানালো যে, বাংলাদেশ ব্যাংকের সাথে তারা এখনো এই বিষয় নিয়ে আলোচনার মধ্যে আছে | তার মানে আমরা এটা আশা করতে পারি যে, আমরা সামনের দিনগুলোতে খুব দ্রুতই 4% ইনসেন্টিভ পেতে যাচ্ছি |🥰🥰🥰

25/10/2022

Bengali Sarcasm থেকে নেওয়া😁😂।

আমাদের পাশের এলাকার একলোক, লোকজনকে আমেরিকা নিবে বলে ৪০ জন থেকে পাসপোর্ট নিয়েছে। আর প্রত্যেকটা পাসপোর্টএর সাথে ৫০ হাজার টাকা করে টোটাল ২০ লাখ টাকা এডভান্স নিয়েছে সার্ভিস চার্জ হিসেবে।

এডভান্সের ঐ ২০ লাখ টাকা দিয়ে সে নিজে আমেরিকা চলে গেছে আর আমেরিকা গিয়ে ৬ মাস কাজ করে সবার এডভান্সের টাকা আর পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে।

তারপর সবাই বলল লোকটা ভালো আছে। চিটিং করে নাই, টাকা মেরে দেয় নাই 😂
,
#কপি পোস্ট, বর্তমান পরিস্থিতি ভাই, সাবধান।

28/01/2022

Address

Chowgacha, Khulna
Jessore
7410

Alerts

Be the first to know and let us send you an email when Softlearnbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share