Salim Sany

Salim Sany Islamic Scholar, Singer, Composer and Lyricist. Hi, i'm Salim Sany. This is my Official Page.

i'm Islamic Scholar, Singer, Composer, Lyricist and Member of Bangladeshi Popular Islamic Band KALARAB SHILPIGOSTHI.

06/09/2025

মাদীনা ওয়ালা ❤️
জন্ম নিলে মা আমিনার ঘরে
আসমান জমিন আলোকিত করে

কথা সুর সেলিম Salim Sany
মূল সংগীত চ্যানেল লিংক👇
https://youtube.com/?si=Hlx6N8oRx9re6Ceo

#অনুপ্রেরণা #মা #আমার

 #আমার  #মা আমার কথা, সুরে "জুবাইদা আম্মুর কন্ঠে salim sany official ইউটিউব চ্যানেলে এবারের আয়োজন চ্যানেল লিংক 👇     #অন...
26/08/2025

#আমার #মা
আমার কথা, সুরে "জুবাইদা আম্মুর কন্ঠে
salim sany official ইউটিউব চ্যানেলে
এবারের আয়োজন
চ্যানেল লিংক 👇
#অনুপ্রেরণা

যখন মন,মগজে দুর্ভিক্ষ চলে,চিন্তা আর বুদ্ধি হয় পঙ্গু,
04/08/2025

যখন মন,মগজে দুর্ভিক্ষ চলে,
চিন্তা আর বুদ্ধি হয় পঙ্গু,

আলহামদুলিল্লাহ  আমার ইউটিউব চ্যানেলে প্রথম গজল আপলোড হয়ে গেলো  সবাইকে দেখার আমন্ত্রণ ❤️ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো...
31/07/2025

আলহামদুলিল্লাহ
আমার ইউটিউব চ্যানেলে প্রথম গজল আপলোড হয়ে গেলো সবাইকে দেখার আমন্ত্রণ ❤️
ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো 🙏

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার আশপাশে সুমধুর কন্ঠের অধিকারী মেধাবী শিশু প্রতিভা থাকলে যোগাযোগ করুন । .....

চিন্তা করা যায়? কি পরিমান বাচ্চা নিহত হতে পারে.?  এটা যদি তাদের ক্লাস রুম হয়ে থাকে।
21/07/2025

চিন্তা করা যায়?
কি পরিমান বাচ্চা নিহত হতে পারে.?
এটা যদি তাদের ক্লাস রুম হয়ে থাকে।

এই বাচ্চাটাকে দেখুন! আশাহত! তার শিকলবন্দী মা'র সাথে।মা থাইল্যান্ডের ট্যুরিস্ট ক্যাম্পে কাজ করে। ট্যুরিস্টরা তার মা এর পি...
20/07/2025

এই বাচ্চাটাকে দেখুন! আশাহত!
তার শিকলবন্দী মা'র সাথে।
মা থাইল্যান্ডের ট্যুরিস্ট ক্যাম্পে কাজ করে।
ট্যুরিস্টরা তার মা এর পিঠে চড়ে পাহাড়ে ঘুরে।
পাশে পাশে সে হাঁটে, মা এর কষ্টটা সে বুঝে না
কিন্তু ভয় পায়😓
মা একটু ভুল করলেই মাহুতরা মা*রে। 😞
ওর মা এর নাম বুন আর ওর নাম চাবা!

কিন্তু আমার প্রোফাইলে থাকা ছবিটা দেখুন।
চিনতে কষ্ট হবে। আমার ছবিটা এই ছোট্ট চাবার সাথে। সে এখন তার মাকে নিয়ে এলিফ্যান্ট ন্যাচার পার্ক স্যাংকচুয়ারিতে থাকে৷
তার মা আর তার কষ্টের কথা জানতে পেরে আমাদের প্রিয় Saengduean Lek Chailert তাদের উদ্ধার করে নিয়ে এসেছিল।

এখন চাবার সময় কাটে মা ও আরও ক'জন
নতুন পরিচিত হওয়া সদস্যদের সাথে হেসে খেলে
দুষ্টুমি করে।

লেকের মতো মানুষেরা নিজেদের জীবনকে ওদের জন্য উৎসর্গ করেছে বলেই আজ আমরা এই ভালো কাজগুলোর সাক্ষী হতে পেরেছি।

কালেক্টেড__✍️

বোবা প্রানীদের উপর জুলুম কবে বন্ধ হবে।
দুনিয়াতে ওদেরও আমাদের মতো স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।
ওদের কষ্ট দিয়ে কি আনন্দ পায় মানুষ বুঝে আসে না।

দুনিয়ার সবথেকে জঘন্য কাজকর্ম মনুষ্য জাতিই করে।
মানুষের থেকে পশুপাখি হাজার গুন উত্তম। 🤍❤️

নিখাদ ভালোবাসা! এই ভালোবাসা কেবল আল্লাহর জন্যই।আমীরে জামায়াতের অসুস্থতা দেখে এক প্রতিবন্দী ভাই কান্নায় ভেঙে পরেন।আল্লাহ ...
19/07/2025

নিখাদ ভালোবাসা! এই ভালোবাসা কেবল আল্লাহর জন্যই।
আমীরে জামায়াতের অসুস্থতা দেখে এক প্রতিবন্দী ভাই কান্নায় ভেঙে পরেন।
আল্লাহ তাকে কবুল করুক।🤲

একটারে বিদায় করলাম এক বছরও হয় নাই আরেক নব্য স্বৈরাচার, চাঁদাবাজ বিএনপি চাঁদা না দেয়াই একজনকে উলঙ্গ করে পাথর নিক্ষেপ করলো...
11/07/2025

একটারে বিদায় করলাম এক বছরও হয় নাই আরেক নব্য স্বৈরাচার, চাঁদাবাজ বিএনপি চাঁদা না দেয়াই একজনকে উলঙ্গ করে পাথর নিক্ষেপ করলো তারপর আবার তার উপর নৃত্য করলো.....

এটাকে আপনি কি মনে করেন যারা ক্ষমতা আসার আগেই এই অবস্থা শুরু করলো পরে ক্ষমতায় আসলে কি করবে একবার চিন্তা করুন।

এই ভাবে আপনার উপর আসতে পারে তার আগেই এই খুনি,চাঁদাবাজ বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়ান✊

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!একটা কথা বলি —আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ...
08/07/2025

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!

একটা কথা বলি —
আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি।
আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো —
আমরা জানিও না, কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, মনসংযোগ… সব শেষ হয়ে যাচ্ছে!

👇 জানো কী কী জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে?

1️⃣ অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া –
ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি।
বুকের ভেতর মরে যাচ্ছে স্বপ্ন…

2️⃣ ঘুম না হওয়া –
রাত জেগে ফোন, গেম, সিরিজ…
এইসবই ব্রেনকে বিষ খাওয়ানোর মতো।
ঘুম ছাড়া ব্রেন "সফটওয়্যার ক্র্যাশ" হয়ে যায়!

3️⃣ একসাথে অনেক কিছু করার চেষ্টা (Multitasking) –
আমরা ভাবি আমরা স্মার্ট…
আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি।
ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়।

4️⃣ নেগেটিভ চিন্তা আর স্ট্রেস –
"আমি কিছুই পারি না",
"আমার কিছু হবে না" —
এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে, ভেতর থেকে।

5️⃣ অস্বাস্থ্যকর খাবার আর জলের অভাব –
হ্যাঁ, খেয়াল করো —
মগজটা তৈরি হয়েছে ৭০% জল দিয়ে।
জল না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে… সত্যি!

---

🙇‍♂️ আর শেষে একটা কথা…
ব্রেন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না!
তাই এখনই সাবধান হও।
নিজের মস্তিষ্কটাকে বাঁচাও, না হলে জীবনে কিছুই থাকবে না — শুধু একটা ফাঁকা খোলস… 😔

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ঢাকা জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে যশোর নপড়া ইউনিয়নের একটি বাস এক্সিডেন্টে পাচঁ...
28/06/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে যশোর নপড়া ইউনিয়নের একটি বাস এক্সিডেন্টে পাচঁজন শহীদ হয়ে গেছেন ১০-১২ জন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে পঙ্গুতে দুইজন দুই ব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন যোগাযোগের ঠিকানা ০১৯২৯৬৬৯৭৩৬

18/06/2025

❤️কাবা আমার কাবা ❤️
শেয়ার করার অনুরোধ রইলো

মা মানে একটা পৃথিবী মা মানে জীবনের প্রতিটি কোনায় কোনায় লুকানো ভালোবাসা❤️আমার মা আমারই মেয়ে শ্রদ্ধা আর ভালোবাসার এজন্য এক...
13/06/2025

মা মানে একটা পৃথিবী
মা মানে জীবনের প্রতিটি
কোনায় কোনায় লুকানো ভালোবাসা❤️
আমার মা আমারই মেয়ে
শ্রদ্ধা আর ভালোবাসার এজন্য একটু বেশি❤️

Address

Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salim Sany posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share