10/12/2024
কামনা রসদ জুড়ে
গাজী আজাদ
বিরহে বিরহী -হয়ে অবরোহী
তিমিরে হারালো সব,
হয়ে গৃহহীন - আছে অন্তরীণ
হিসাব কষছে রব।
আঁতড়িতে টুটে- বন্ধনেতে লুটে
বেদনার তাজি উড়ে,
মেরুর কেতন-পুড়ে দেহ মন
কামনা রসদ জুড়ে।
বিশ্বাসের হার- হৃদ কনিকার
প্রবাহ ধাপিত মনে,
ঘাতকের দৃষ্টি -বিবাদের সৃষ্টি
খঞ্জন তোমার সনে।
কামনার রসে- গেলো সব ধ্বসে
করি নাতো ভয় আর,
নোনাজলে ভাসি-অনুরাগে হাসি
পথ নেই পালাবার।
প্রেম গণিকার - অতি মনিহার
নারকীয় লাগে যত,
প্রেমহীন সুর- বেদনা বিধুর
কলকলিয়েই রত।
হলো অবসান-সঁপেছি যে প্রাণ
পড়েছি নিলয় ফাঁদে,
মেহেদীর মত- ভিতরেতে ক্ষত
কলঙ্কের দাগ চাঁদে।
অক্ষরবৃত্তে--৬+৬/৬+২
পর্বান্তিক মিল,
রচনাকাল --১০/১২/২০২৪