মাইকেল সাহিত্য একাডেমী যশোর provider Gazi Azad

  • Home
  • Bangladesh
  • Jessore
  • মাইকেল সাহিত্য একাডেমী যশোর provider Gazi Azad

মাইকেল সাহিত্য একাডেমী যশোর provider Gazi  Azad news and media
থাকলে দূরে সুখের বাসর
যাবে কি আর বাঁধা,
আমি তোমার কৃষ্ণ কালা
তুমি আমার রাধা!

10/12/2024

কামনা রসদ জুড়ে
গাজী আজাদ

বিরহে বিরহী -হয়ে অবরোহী
তিমিরে হারালো সব,
হয়ে গৃহহীন - আছে অন্তরীণ
হিসাব কষছে রব।

আঁতড়িতে টুটে- বন্ধনেতে লুটে
বেদনার তাজি উড়ে,
মেরুর কেতন-পুড়ে দেহ মন
কামনা রসদ জুড়ে।

বিশ্বাসের হার- হৃদ কনিকার
প্রবাহ ধাপিত মনে,
ঘাতকের দৃষ্টি -বিবাদের সৃষ্টি
খঞ্জন তোমার সনে।

কামনার রসে- গেলো সব ধ্বসে
করি নাতো ভয় আর,
নোনাজলে ভাসি-অনুরাগে হাসি
পথ নেই পালাবার।

প্রেম গণিকার - অতি মনিহার
নারকীয় লাগে যত,
প্রেমহীন সুর- বেদনা বিধুর
কলকলিয়েই রত।

হলো অবসান-সঁপেছি যে প্রাণ
পড়েছি নিলয় ফাঁদে,
মেহেদীর মত- ভিতরেতে ক্ষত
কলঙ্কের দাগ চাঁদে।

অক্ষরবৃত্তে--৬+৬/৬+২
পর্বান্তিক মিল,
রচনাকাল --১০/১২/২০২৪

কৌতুহলী হৃদয় স্তব্ধ   গাজী আজাদ ওগো প্রিয়তম- ব্যতীত হৃদ মম      বাজে সেই নূপুরের শব্দ,ভাবি একা বসে- সবই গেলো ধ্বসে কৌতুহ...
10/11/2024

কৌতুহলী হৃদয় স্তব্ধ
গাজী আজাদ

ওগো প্রিয়তম- ব্যতীত হৃদ মম
বাজে সেই নূপুরের শব্দ,
ভাবি একা বসে- সবই গেলো ধ্বসে
কৌতুহলী হৃদয় স্তব্ধ,।

রইলে দূরে সরে- যাচ্ছে চিত্ত মরে
তেপান্তরে নিচ্ছে লুটে,
পিপাসিত এই মন- হারে যে সারাক্ষণ
আঁতড়ি বন্ধন যায় যে টুটে।

কাজল বরণ দৃষ্টি -হলো প্রেমের সৃষ্টি
হৃদয় সিংহাসন'টা ফাঁকা,
উদাসীনই মম-খঞ্জন চেতন সম
স্মৃতিচারণ বুকে আঁকা।

নানাবিধি বৃত্তে -কৌশলগত চিত্তে
মনে করলে নিলয় ক্ষত,
মেহেদীরই মত- রক্তে রাঙা ক্ষত
কলকলিয়ে স্পর্শ রত।

গেলে দুঃখ দিয়া- আর্দ্র উষ্ণ হিয়া
বেদনারই তাজি উড়ে,
হৃদয় মরুর কেতন-উদাসী হলো মন
তবু আছো হৃদয় জুড়ে।

স্বরবৃত্ত ছন্দে ত্রিপদী--৪+২/৪+২/৪+৪
রচনাকাল --১০/১১/২০২৪
--যশোর সদর,বাংলাদেশ --

হৃদ খঞ্জন বন্ধুর সনে   গাজী আজাদ স্বার্থান্বেষী বন্ধু যার-দগ্ধ হয় হৃদ তারব্যথা বলিবে গো কার সনে,সম্মুখে মহা পীরিত -ভেঙে ...
09/11/2024

হৃদ খঞ্জন বন্ধুর সনে
গাজী আজাদ
স্বার্থান্বেষী বন্ধু যার-দগ্ধ হয় হৃদ তার
ব্যথা বলিবে গো কার সনে,
সম্মুখে মহা পীরিত -ভেঙে বন্ধুত্বের ভীত
দুখ স্রোত বহমান মনে।

নানাবিধি কথা বলে-শোনিত ধারায় চলে
প্রণয় হারালো অন্তরায়,
নোনাজলে ভাসে বুক-কেমনে লুকায় দুখ
দেহমন পুড়ে যে ধরায়।

বিশ্বাসের হলো হার--বুক করে হাহাকার
কষ্ট প্রবাহ ধাপিত মনে,
নারকীয় লাগে যত -হৃদয়ে বাড়ছে ক্ষত
হৃদ খঞ্জন বন্ধুর সনে।

বন্ধু ঘাতকের দৃষ্টি -করেছে বিবাদ সৃষ্টি
কামনারই রসদ জুড়ে,
বন্ধুত্ব আঁতড়ি টুটে-নিয়েছে বিশ্বাস লুটে
বেদনার তাজি হৃদে উড়ে।

সার্থ লোভে হন্যে হয়ে- বন্ধুত্বটা দিয়ে ক্ষয়ে
ভুলে গিয়েছে স্বজন প্রীতি,
আরাধনা করো সবে-মিলেমিশে থাকা হবে
মনেতে বাঁজবে নব গীতি।

দীর্ঘ ত্রিপদী--৮+৮/১০ অক্ষরবৃত্ত গননা হবে
পর্বান্তিক মিল দেওয়া।
রচনাকাল ০৯/১১/২০২৪
--যশোর সদর,বাংলাদেশ --

মধুরিমা তুমি গাজী আজাদ রমণীর চুল- কর্নেতে দুলমধুময় অতি লাগে,পরিধানে শাড়ি -সুন্দরী নারীহিল্লোলে মাতে বাগে।বেহাগের সুরে- আ...
05/11/2024

মধুরিমা তুমি
গাজী আজাদ
রমণীর চুল- কর্নেতে দুল
মধুময় অতি লাগে,
পরিধানে শাড়ি -সুন্দরী নারী
হিল্লোলে মাতে বাগে।

বেহাগের সুরে- আলো রাঙা নূরে
হৃদয় টা নিলে কাড়ি,
দোলা খায় কেশ-দেখে লাগে বেশ
রমণীর লাল শাড়ি।

সময় হিরণ- বাড়ছে পীড়ন
প্রেমে পড়ে যায় ফাগে,
রূপবতী তুমি - এসো দিবো চুমি
শরাবের নেশা লাগে।

আদর্শ নারী- রূপেতে বাহারি
করবো না কোন ক্ষতি,
মধুরিমা তুমি - ঠোঁট দিবো চুমি
মধুময় হবে অতি।

সাগরের কূলে- কাশ ফুল দুলে
সমীরণে দোল খায়,
দেখি সেই ক্ষণ- পুলকিত মন
দখিনা শীতল বায়।

মাত্রাবৃত্ত ছন্দে --৬+৬/৬+২
পর্বান্তিক মিল
রচনাকাল --০৫/১১/২০২৪
--যশোর সদর,বাংলাদেশ --

সঠিক জীবন করবো গঠন       গাজী আজাদ ভবের মায়া ছেড়ে একদিন যাবো কবর ঘরে,বাড়ি গাড়ি থাকবে পড়েধু ধু বালুচরে।জন্ম নিয়ে বিশ্বমাঝ...
04/11/2024

সঠিক জীবন করবো গঠন
গাজী আজাদ
ভবের মায়া ছেড়ে একদিন
যাবো কবর ঘরে,
বাড়ি গাড়ি থাকবে পড়ে
ধু ধু বালুচরে।

জন্ম নিয়ে বিশ্বমাঝে
দেখছি তোমার সৃষ্টি,
ন্যায় নীতি আর পুণ্য পাপে
সবখানে দাও দৃষ্টি!

কুরআন বিধান মেনে ভবে
জীবন গড়ে তুলি,
ঈমান জোরে থাকবে মুখে
পাক-কালেমার বুলি।

অসৎ সঙ্গে চলে রথে
নেইতো কেহ ভালো,
হৃদয় মাঝে পাপের ধোঁয়ায়
মেঘ জমেছে কালো

নীতির পথে চললে আমি
থাকবো গোরে সুখী,
জান্নাতি ফুল সুবাস দিবে
হয়ে চন্দ্র মুখী।
--স্বরবৃত্ত ছন্দে --৪+৪/৪+২
--যশোর সদর,বাংলাদেশ --

সময় যে বহমানগাজী আজাদ শৈশব স্মৃতি হয়ে ইতিআসলো যৌবন বেলা, শত স্মৃতি হারায় প্রীতিসময় স্রোতের খেলা।স্মৃতি যত অবিরত হতাশ মনে...
02/11/2024

সময় যে বহমান
গাজী আজাদ

শৈশব স্মৃতি হয়ে ইতি
আসলো যৌবন বেলা,
শত স্মৃতি হারায় প্রীতি
সময় স্রোতের খেলা।

স্মৃতি যত অবিরত
হতাশ মনের বাগে,
কাটছে বেলা করে হেলা
যৌবন অনু রাগে।

কলাপাতা করে ছাতা
ঘর বানাতাম কতো।
ফিরতো যদি- নিরবধি
খেলতাম আগের মতো।

স্মৃতি গুলো- ধূসর ধুলো
বদল করে মতি,
খেলতাম ভারি শৈশব জারি
মধুময়ে অতি।

খেললো বিধি -গড়লো নিধি
ভাঙা গড়ার রথে,
মনের ঘরে বসত করে
স্মৃতি খুঁজি পথে।

স্বরবৃত্ত ছন্দে --৪+৪/৪+২
রচনাকাল --০২/১১/২০২৪
--যশোর সদর,বাংলাদেশ --

মনকাড়া সেই হাসি গাজী আজাদ হয়ে অলি- কৃষ্ণ কলি বাজায় বাঁশের বাঁশি,মিষ্টি মধুর-বাঁশরির সুর মনকাড়া সেই হাসি!সোনালি দেশ- লাগছ...
31/10/2024

মনকাড়া সেই হাসি
গাজী আজাদ

হয়ে অলি- কৃষ্ণ কলি
বাজায় বাঁশের বাঁশি,
মিষ্টি মধুর-বাঁশরির সুর
মনকাড়া সেই হাসি!

সোনালি দেশ- লাগছে তো বেশ
সর্ষে ফুলে ভরা,
শীতের মাসে- দূর্বাঘাসে
শিশির বিন্দু ঝরা।

প্রেমের ধরা- পাপড়ি ঝরা
ভ্রমর পদোতলে,
পুড়ছে হিয়া- রাখালিয়া
হিমেলের অনলে।

পড়ে ছলে- রাখাল চলে
আঁকাবাঁকা পথে,
অগ্নিধারা- পাগলপারা
কষ্ট কাতর রথে।

প্রবল শক্তি - প্রেমের ভক্তি
হলো তার অবসান,
আকাশ চুমি- শূন্য তুমি
পেলো যে আত্মদান।
স্বরবৃত্ত ছন্দে -৪+৪/৪+২
রচনাকাল --৩১/১০/২০২৪

--- যশোর সদর,বাংলাদেশ ---

ব্যকুল উষ্ণ হিয়াগাজী আজাদ হৃদ আকাশে- স্বপ্ন ভাসে  মেঘের লুকোচুরি,গগনতলে - নানান ছলে    অসহায়ে ঘুরি!তোমার সঙ্গ- করতে রঙ্গ...
29/10/2024

ব্যকুল উষ্ণ হিয়া
গাজী আজাদ

হৃদ আকাশে- স্বপ্ন ভাসে
মেঘের লুকোচুরি,
গগনতলে - নানান ছলে
অসহায়ে ঘুরি!

তোমার সঙ্গ- করতে রঙ্গ
ব্যকুল উষ্ণ হিয়া,
সঙ্গী বিহীন - কাটছে না দিন
ওগো নিঠুরিয়া!

স্বপ্নে আকুল- হয়ে ব্যকুল
আকাশ ছায়া তলে,
হৃদয় হরষ- তোমার পরশ
চাইছি নানান ছলে!

অবগাহন-ব্যতিত মন
রইলে কোন সুদূরে,
আবির মাখি- তোমায় ডাকি
বজ্র কণ্ঠ সুরে!

ওগো রাধা- প্রেমে বাঁধা
আমি কৃষ্ণ কালা,
বাঁধা ভুলে-দাও যে খুলে
হৃদ কপাটের তালা!

স্বরবৃত্ত ছন্দে --৪+৪/৪+২
রচনাকাল --৩০/১০/২০২৪

---যশোর সদর,বাংলাদেশ ---

ঠকছে মনোরথগাজী আজাদ দেশ'টা যাচ্ছে রসাতলেকুচক্রীদের কর্ম ফলেশান্তি কোথায় পাই,দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিগরীব দুখীর হচ্ছে ক্ষতি ...
28/10/2024

ঠকছে মনোরথ
গাজী আজাদ
দেশ'টা যাচ্ছে রসাতলে
কুচক্রীদের কর্ম ফলে
শান্তি কোথায় পাই,
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি
গরীব দুখীর হচ্ছে ক্ষতি
দিশেহারা তাই!

বাংলাদেশের রীতি নীতি
বদলে গেছে সমাজ প্রীতি
দেশ হচ্ছে বে-হাল,
গরীব ক্রেতা দুখে মরে
ভুগছে তারা অভাব জ্বরে
উড়ায় দুখের পাল।

দিন মজুরি করে তারা
হাতাশ মন'টা পালগপারা
মুখ'টা ছলো ছল,
সমাজপতির অবহেলা
মজুতদারের লীলাখেলা
হারায় মনো-বল!
স্বার্থ লোভে হণ্যে হয়ে
দেশ'টা লুটে দিচ্ছো ক্ষয়ে
ভুলে নীতির পথ,
এই যদি হয় নেতার নীতি
থাকলো কি আর সমাজ প্রীতি
ঠকছে মনো রথ!
--স্বরবৃত্ত ছন্দে -- ৪+৪/৪+৪/৪+১
রচনাকাল --২৮/১০/২০২৪
---যশোর সদর, বাংলাদেশ ---

26/10/2024

সর্বনাশা
গাজী আজাদ

ভালোবাসা - সর্বনাশা
দুখের অনল বুকে,
সুখের আশে- আশ্বিন মাসে
মলিন মুখটা দুখে!

ওগো সাথী - এসো মাতি
প্রেম জোয়ারে ভাসি,
স্নিগ্ধায়নে- বাতায়নে
স্বপ্ন হারায় রাশি।

বিরহী সুর - স্বপ্নবিদুর
শিহরিত মনে,
একলা থাকি- দিলে ফাঁকি
খুঁজি ক্ষণে ক্ষণে।

প্রেমের মরণ- কঠিন ধরন
নিথর দেহ বাকি,
কেমনে বলি- একলা চলি
দিলে আমায় ফাঁকি।

আবেগ যত-ঋর্ণার মত
বিনয় সুরে নত,
পোড়া বুকে- পরম সুখে
কলকলিয়ে রত!

রচনাকাল --২৬/১০/২০২৪
স্বরবৃত্ত ছন্দে --৪+৪/৪+২
--যশোর সদর, বাংলাদেশ --

স্বরবৃত্ত ছন্দে --৪+৪/৪+৪/৪+২--৪+৪/৪+৪/৪+২অন্তমিল--ক,ক,খ/গ,গ,খ.নামাজ হলো দ্বীনের খুঁটি     গাজী আজাদ রচনাকাল --২৮/০৯/২০২...
29/09/2024

স্বরবৃত্ত ছন্দে --৪+৪/৪+৪/৪+২--৪+৪/৪+৪/৪+২
অন্তমিল--ক,ক,খ/গ,গ,খ.

নামাজ হলো দ্বীনের খুঁটি
গাজী আজাদ
রচনাকাল --২৮/০৯/২০২৪

ভোর বিহানে ডাকছে পাখি
রবি উঠতে একটু বাকি,
শান্ত ছেলে ঘুমে!
আঁখি খুলে দেখ'রে হেসে,
মায়ের মুখ'টা ভালোবেসে,
দাও না সোনা চুমে।

মুয়াজ্জিনের আজান শুনি,
মুখরিত সুরের ধ্বনি,
নামাজ আদায় করো,
প্রভুর আদেশ মানতে হবে,
নবীর পথে সদাই রবে,
নেকির পথ'টা ধরো।

নামাজ হলো দ্বীনের খুঁটি
পাপের কর্ম দিয়ে ছুটি
কোরআন মেনে চলি,
লা ইলাহা জিকির পড়তে
সুষ্ঠু সুন্দর জীবন গড়তে
সবার তরে বলি!

দিন'টা তোমার কাটবে ভালো
কেটে যাবে আঁধার কালো
পাবে শুধু নেকি,
নুরের পথে জীবন গড়ি
পাক কালেমার নায়ে চড়ি
নয়-তো হায়াত মেকি!

---যশোর সদর,বাংলাদেশ ---

21/09/2024

স্বরবৃত্ত ছন্দে -৪+৪/৪+২
শান্তি আসবে ঘুরে
গাজী আজাদ
রচনাকাল --২১/০৯/২০২৪

ভণ্ড পীরের মুরিদ গুলো
শিরক করে শত,
আল্লাহ ছাড়া কারো কাছে
করো না শির নত,

ঈমান নিয়ে চলো রথে
পাবে সুখের দেখা,
আল্লাহ চাইলে বদলে দিতে
পারেন ভাগ্যে রেখা।

ভণ্ডপীরের ভণ্ড মুরিদ
ঈমান নায়ে চড়ো,
পাক্ কালেমা বুকে ধরে
সঠিক জীবন গড়ো!

থাকলে ভালো আমল খানি
হিসাব সহজ গোরে,
লা-ইলাহা বলতে বলতে
শান্তি পাবে মরে!

মাজার ছেড়ে জিকির করো
পাক্ কালেমার সুরে,
কোরআন বিধান মেনে চলো
শান্তি আসবে ঘুরে!

---যশোর সদর,বাংলাদেশ ---

Address

Jessore

Telephone

+8801641919200

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাইকেল সাহিত্য একাডেমী যশোর provider Gazi Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাইকেল সাহিত্য একাডেমী যশোর provider Gazi Azad:

Share