Freelancer Rony

Freelancer Rony ✅Freelancer
✅Digital Marketer
✅ Entrepreneur
🇧🇩🇺🇲

😁
11/06/2025

😁

সমাধান একটাই 🤣🤣
25/04/2024

সমাধান একটাই 🤣🤣

পবিত্র কোরআনে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তা বলা নাই কিন্তু সালাতের বহুবচন সালাওয়াত শব্দটা এসেছে পাঁচবার।আমরা...
23/12/2023

পবিত্র কোরআনে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তা বলা নাই কিন্তু সালাতের বহুবচন সালাওয়াত শব্দটা এসেছে পাঁচবার।
আমরা পাঁচ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ নামাজ পড়ি, মুহাম্মদ সাঃ ১২ রাকাত সুন্নত নামাজ পড়তে উৎসাহিত করেছেন আর তিন রাকাত বেতের। মানে পাঁচ ওয়াক্ত নামাজে আমরা টোটাল ৩২ রাকাত নামাজ পড়ি। ৩২ কে ডিজিটাল রুট মেথডে রিডিউজ করলে পাওয়া যায় পাঁচ। (৩+২=৫)
পবিত্র কোরআনে সিজদার নামে একটা সুরাই আছে। ওই সুরা ৩২ নং সুরা আর পবিত্র কোরআনে সিজদা দেওয়ার কথা উল্লেখো আছে টোটাল ৩২ বার। আর ৩২কে ডিজিটাল রুট মেথডে রিডিউজ করলে পাওয়া যায় পাঁচ। ওই সুরার ১৫ নং আয়াতে আল্লাহ বলেন যখন তোমরা আমার আয়াতসমুহ শ্রবন কর তখন তোমরা আল্লাহর সেজদায় অবনত হও। পবিত্র কোরআনে এমন ১৫টি আয়াত আছে যা তেলাওয়াত করলে সেজদা দিতে হয়। যারা খতমে তারাবিহ পুরোপুরি পড়ে তারা ওই ১৫টি সেজদা পায়। সরাসরি রুকু না দিয়ে সেজদায় চলে যায়। মোট ১৫টি আয়াত আছে যা তেলাওয়াত করলে সিজদা দিতে হয় আর সুরা সিজদার ১৫ নং আয়াতে আল্লাহ বলেন যখন তারা আমার আয়াত সমূহ শ্রবন করে তখন তারা আল্লাহর সেজদায় অবনত হয়।
এই আয়াতের দিকে লক্ষ করেন আল্লাহ বলছেন তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার ইবাদত কর। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে ইবাদত করি, রুকু করি, সেজদা করি। আর এই কথা আল্লাহ বলেছেন ৭৭ নং আয়াতে। আর ৭৭কে ডিজিটাল রুট মেথডে রিডিউজ করলে পাওয়া যায় পাঁচ। (৭+৭=১৪, ১+৪=৫)
পবিত্র কোরআনে অলৌকিক গাণিতিক সাদৃশ্য আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন এইটা এইজন্য যাতে মানুষ বিবেকবুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারে এই কোরআন মহান আল্লাহর বাণী।

আলহামদুলিল্লাহ ♥️🥰
17/12/2023

আলহামদুলিল্লাহ ♥️🥰

13/12/2023
এতো চাপ নিয়ে লাভ কি....??বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান, বয়স যখন ৫০ পার হয় তখন কালো...
11/12/2023

এতো চাপ নিয়ে লাভ কি....??

বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান, বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান,কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবেনা...

বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়না...

বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট,বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন, ছোট একটি রুম হলেই আপনার চলে...

বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা...

বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই, আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা...

বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা...

জীবনের মানে টা এতটুকুই... এর বেশি কিছুই না... এতো চাপ নিয়ে,লোভ করে,মানুষের ক্ষতি করে লাভ কি???

নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন,অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন।

সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।

সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি কিন্তু কেন ? আল্লাহ তাআলা কুরআনে বলেন:ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَه...
10/12/2023

সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি কিন্তু কেন ?
আল্লাহ তাআলা কুরআনে বলেন:
ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ
"যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে।
"(সুরা সিজদাহ ,আয়াত ৭)''
আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন ১২০০ - ১৪০০ গ্রাম। এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কারণ হলো, এটা মাথার ভিতরে সেরেব্রোস্পাইনাল নামের এক প্রকার তরলে ভাসে। সুবহানাল্লাহ!
সাধারণত আমরা জানি, কোনো জিনিস পানিতে ডুবে থাকলে তার ওজন কমে যায় এবং তা তখন খুবই কম অনুভূত হয়,সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে ব্রেইন ভাসতে থাকে ফলে ব্রেইনের ওজন ১২০০ গ্রামের জায়গায় ৫০ গ্রাম অনুভূত হয়।
সবচেয়ে মজার ব্যাপার হলো সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি, এর কারণ আমরা যখন হাটু গেড়ে সামনে ঝুকে যাই তখন আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মাথার সামনে চলে আসে। ব্রেইনের উপর মাসাজ প্রদান করে এবং ব্রেইনে তখন রক্ত চলাচল খুব ভালো হয় বলে স্বস্তি অনুভূত হয়।

অন্য দোষ কোথা থেকে বিরত থাকুন 🖐️নিজের সময়টাকে কাজে লাগান 😊আল্লাহ আমাদের সবাইকে অন্যোর দোষ খোজা থেকে বেঁচে থাকার তৌফিক দ...
08/12/2023

অন্য দোষ কোথা থেকে বিরত থাকুন 🖐️
নিজের সময়টাকে কাজে লাগান 😊
আল্লাহ আমাদের সবাইকে অন্যোর দোষ খোজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমীন

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে, আল্লাহ তার চে...
07/12/2023

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন ।”
— আল হাদিস ❤️❤️

06/12/2023

জীবন যুদ্ধে হাল ছাড়তে নাই ✌️
মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যেতে হবে 🥰

ফ্রিল্যানসার যখন চা খায়!  🤣🤣
05/12/2023

ফ্রিল্যানসার যখন চা খায়! 🤣🤣

তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাতাক দাও । তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎ কর্ম প্রেরন করবে, তা আল্লাহ্‌র কাছে পাবে । তোমরা...
05/12/2023

তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাতাক দাও । তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎ কর্ম প্রেরন করবে, তা আল্লাহ্‌র কাছে পাবে । তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ্‌ তা প্রত্যক্ষ করেন ।
— সূরা আল বাকারা, আয়াতঃ ১১০

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rony:

Share