08/07/2025
স্বপ্ন ছিল ঘর বাঁধার; যে ঘরে নিরাপদ থাকবে আমার ভালোবাসা,
তোমার অভিযোগে অভিমান। নরম হৃদয় নিয়ে যখন ঘর বাঁধলাম' ঝড় এসে সে ঘর নড়বড়ে করে চলে গেলো!
মাথা রাখতে একটা নিরাপদ ঠাই দরকার। আমার আশ্রয় ছিলে তুমি; ঘর ছিলো আমার মন, সে ঘর চূর্ণবিচূর্ণ করে দিয়েছে তোমার তৈরি ঝড়। অথচ ঘরটা তোমার নামেই লেখা ছিলো।
আজন্মকাল নিজেকে বোকা ভেবে এসেছি, শেষ প্রান্তে এসে দেখি তোমার মত নির্বোধ বোকা মানুষ আর দ্বিতীয় কেউ হতে পারেনা। নয়তো এমন করে কেউ নিজের ঘর ভেঙে দিতে পারে?