Nahid 24 Hours

Nahid 24 Hours মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানুষের জন্য কিছু করা না যায় তাহলে তোমার জন্ম বৃথা।

28/03/2025

মুক্ত বাতাশে বিশুদ্ধ অক্সিজেন অনেকেই পায় না 💔😥

10/03/2025

#রমজান মাসের জানা অজানা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ।

31/05/2024

:~ বাড়ছে-কমছে

দিনে দিনে পরিবর্তন হয়ে যাওয়া কিছু বাস্তব চিত্র। যা আমাদের জীবনের প্রতি ধাপে ধাপে ঘটছে।

22/03/2024

We will Never forget . 💔
We will NEVER stop sharing
ᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ !! 🇵🇸

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এ...
18/03/2024

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে ঐ ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক এমডি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না! তাই আসুন সময়ের মুল্য দিতে শিখি। সময়ে যা করা প্রয়োজন, সেটার দিকেই বেশী মনোযোগী হই।

08/03/2024

আধুনিকতার ছোঁয়া পেয়ে নতুন ভাবে তৈরি হচ্ছে চিড়া। রমজানকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে মিল মালিক এবং শ্রমিকরা।

25/02/2024

ুনার_মাঝি_তোমায়_নিয়ে_যাব_আমার_সবুজ_শ্যামল_গায়

12/02/2024

অন্ধকার ঘর
- নাহিদ নিহাবী

অন্ধকার ঘরে, একা বসে আজ ভাবি তোমায় নিয়ে
তুমি কোথায়, কেমন আছো? হাজারো প্রশ্ন গেঁথে
বসে ভাবি আজ তাই শুধু তোমায় নিয়ে।

বদ্ধ ঘরে, কালো ধোয়া কুয়াশা হয়ে আমায় ছুঁয়ে
গতিপথ ভুলে, হারিয়ে যায় বিষন্নতার প্রতিমা হয়ে।
না-পাওয়া আক্ষেপ, হারিয়ে যাওয়া কিছু বেদনা
চির চেনা কিছু পথ, ভুলতে না পারা আমি
ঘন কুয়াশা ভরা ঘর, টিপ টিপ লালে জ্বলে উঠেছে জোনাকি।

তাই,

অন্ধকার ঘরে, একা বসে আজ ভাবি তোমায় নিয়ে
তুমি কোথায়, কেমন আছো? হাজারো প্রশ্ন গেঁথে
বসে ভাবি আজ তাই শুধু তোমায় নিয়ে।........

11/02/2024

Importance to IELTS 🤣🤣
New IELTS Student

Address

Jessore

Telephone

+8801306031288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid 24 Hours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid 24 Hours:

Share