10/08/2022
#খুব_গুরুত্বপূর্ণ_একটি_পোস্ট প্লিজ কেও এরিয়ে যাবেন না।
"ফ্লাইট মোড" বা "এরোপ্লেন মোড" কি জানেন ?
যদি না জানেন,, তাহলে জেনে রাখুন।।
একজন মোবাইল অপরেটার হিসাবে,, এটা
জেনে রাখা অত্যন্ত জরুরি।।
এরোপ্লেন মোড অথবা ফ্লাইট মোডের কাজ,,
কেবলমাত্র এটাই নয় যে,, আপনি সুইচটি
টার্চ করলেন,, আর আপনার মোবাইল নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দিলো !!
বরং,, এই মোডের অন্য আরো একটা গুরুত্বপূর্ণ
কাজ রয়েছে।।
চলুন,, এবার,,,
বিস্তারিত জেনে নেওয়া যাক।।
আপনার মোবাইলটি ফ্লাইট মোড অথবা এরোপ্লেন মোডে রাখা মানে,,,
এটি উড়ন্ত অবস্থায় রয়েছে।।
অর্থাৎ,, মোবাইল আপনার হাত থেকে ছেড়ে
গেলেও,, মাটিতে পড়বে না।।
বরং,, সেটি উড়তে থাকবে।।
কিন্তু,, শর্ত একটাই,,,
আপনার ফোনের চার্জিং ,, ৫০% এর অধিক
থাকতে হবে।।
হাসছেন !! বিশ্বাস হচ্ছে না !!
নিজেই পরীক্ষা করে দেখে নিন।
আমার কথা বিশ্বাস করতে হবে না!!