
10/07/2025
🥟 খুলনার হাদিস পার্কের পাশে গরম গরম ছোট পুরি হাদিস পার্ক মানেই শুধু পার্ক না — বরং স্ট্রিট ফুড — গরম গরম ছোট পুরির জন্য জনপ্রিয়
বিকেল হতেই পার্কের পাশে লাইনে বসে যায় ভাজাভুজির দোকান।
চুলায় তেল গরম, একটার পর একটা ছোট গোল পুরি ছুটে নামছে তেলে।
গরম ছোট পুরি, সাথে ঝাল টক চাটনি — খুলনার হাদিস পার্কের বিশেষ স্বাদ!
প্লেটভর্তি ছোট ছোট crispy পুরি, তেলে ভাজা ঠিকঠাক, আর তার উপর ছিটানো চাটনি — যেন রাস্তায় দাঁড়িয়েই স্বাদে হারিয়ে যাওয়ার জাদু!
এই পুরিগুলো শুধু খাবার না, খুলনার বিকেলের নস্টালজিয়া।
এক কামড়েই মুখে মাখা টক-ঝাল, মনেও একরাশ শান্তি।
👉 ২টা ৩টা না, অনেকেই ১০–১২টা একাই শেষ করে দেয়!
আর এই টক চাটনিটা তো bonus!
📍 কোথায় পাবেন?
হাদিস পার্কের পশ্চিম কিংবা দক্ষিণ পাশেই কয়েকটা জনপ্রিয় ভ্রাম্যমাণ দোকান।
চাটনি, টমেটো সস, কখনও টক দই দিয়েও পরিবেশন করে অনেকে।
🍽️ সাথে যা খেতে পারেন:
- চা (খুলনার স্পেশাল)
- বেগুনি, পেঁয়াজু
- ডিম চপ বা সিঙ্গারা
এক কামড়েই nostalgia, আরেক কামড়ে পুরা satisfaction
খুলনায় সন্ধ্যা নামলেই, হাদিস পার্ক ডাকে — পুরির ঘ্রাণে!
゚ Zohra's Little Love