꧁সত্যের পথ꧂

꧁সত্যের পথ꧂ �লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ �

আশ্চর্যের বিষয় যে, স্বয়ং আল্লাহতা'লা কোরআন মজিদে রাফেউকা ইলাইয়া শব্দটি মুতাওয়াফিকা শব্দের পরে বর্ণনা করেছেন এবং এই মোখাল...
30/07/2023

আশ্চর্যের বিষয় যে, স্বয়ং আল্লাহতা'লা কোরআন মজিদে রাফেউকা ইলাইয়া শব্দটি মুতাওয়াফিকা শব্দের পরে বর্ণনা করেছেন এবং এই মোখালেফ লোকগণ রাফেউকা শব্দটিকে মুতাওফিকা শব্দের পূর্বে আনতে চাচ্ছেন যেন এভাবে তারা হযরত ঈসা (আঃ)-কে জীবিত অবস্থায় স্ব-শরীরে আসমানের উঠাতে সক্ষম হন। যদি এই কাজকে সঠিক বলা যায়, তাহলে ইহুদীদের তাহরীফ কার্যক্রমকে জঘন্য সাব্যস্ত করার হেতুই বা কি ? - হযরত ইমাম মাহদী আঃ

29/07/2023

যুক্তরাজ্যের জলসা: মসজিদ মোবারক-এ মোহতারম মাওলানা মুফতি মুবাশ্বির আহমদ কালুন সাহেবের সাথে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী, জনাব শহীদুল ইসলাম এবং আলহাজ্জ আহমদ তবশীর চৌধুরীকে দেখা যাচ্ছে।

29/07/2023

১৯৮৪ সালে প্রথম সালানা জলসা অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে হুজুরের উপস্থিতিতে,
যেখানে উপস্থিত সদস্য ছিলো ৫০০০ জন আর এখন এই বছর ইউকে জলসার সেচ্ছাসেবকের সংখ্যাই ৫০০০ জন

29/07/2023
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবছর সারা বিশ্বে ৩২৯ টি নতুন জামাত ও ১৮৫টি নতুন মসজিদ নির্মাণ হয়েছে।১১৪ ...
29/07/2023

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এবছর সারা বিশ্বে ৩২৯ টি নতুন জামাত ও ১৮৫টি নতুন মসজিদ নির্মাণ হয়েছে।
১১৪ টি দেশের ৪০৩ টির অধিক জাতির মধ্যে নতুন ২ লক্ষ ১৭ হাজার ১৬৭ জন বয়াত করে সঠিক ইসলাম তথা আহমদীয়া মুসলিম জামাতে দাখিল হয়েছেন যা গত বছরের তুলনায় ৪০ হাজার ৩৩২ জন বেশি।

ইসলাম আহমদীয়াত জিন্দাবাদ,
ইমাম মাহ্দী ও প্রতিশ্রুতি মসীহ্ আঃ জিন্দাবাদ,
হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী আঃ জিন্দাবাদ,
খলিফাতুল মসীহ্ আল খামেস জিন্দাবাদ,
খেলাফতে আহমদীয়াত জিন্দাবাদ,
UK Jalsa Salana 2023 জিন্দাবাদ।

কাটমোল্লাদের বান্দ্রামির শেষ কোথায়?যেই মুহূর্তে ঈসা আঃ পৃথিবীতে নামবেন, সেই মুহূর্ত থেকে কাঠমোল্লাদের বান্দ্রামির কারণে...
13/07/2023

কাটমোল্লাদের বান্দ্রামির শেষ কোথায়?
যেই মুহূর্তে ঈসা আঃ পৃথিবীতে নামবেন, সেই মুহূর্ত থেকে কাঠমোল্লাদের বান্দ্রামির কারণে কোরআন মিথ্যা হয়ে যাবে?
ঈসা আঃ আকাশ থেকে নেমে আসার পর যা ঘটবে ঃ
কোরআনে যদি লেখা থাকে ঈসা আঃ আকাশে,ঈসা আঃ পৃথিবীতে নামার পর তখনও কোরআনে লেখা থাকবে ঈসা আকাশে। আল্লাহ, মৌলভী আর ঈসা আঃ এর মধ্যে তখন খেলা একটা জমবে।
কোরআনে লেখা আছে এবং থাকবে ঈসা আকাশে, এদিকে ঈসা আঃ পৃথিবীতে এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে আর আল্লাহ কে বলবে আল্লাহ তুমি এই কথাটা কোরআন থেকে মুছে দাও, তা না হলে মৌলবিরা আমাকে মানতেছে না। মোলবি মুফতিরা ঈসা আঃ এর চোখ মুখে কিল ঘুষি মেরে বলবে, শালা আর একটা কথা বললে তোকে বঙ্গোপসাগরে বস্তায় পুরে ভাসিয়ে দেব।
তুই ভালো করে দেখে নে কোরআনের সূরা নিসার ১৫৮ নাম্বার আয়াতে লেখা আছে ঈসা আল্লাহর কাছে আর তুই বলতেছিস আমি ঈসা। তুই কাদ্দিইই আনিদের চেয়েও খারাপ।
তখন ভালো আলেম আর মুফতি মাওলানারা এবং জ্ঞানী ব্যক্তিরা বলবে সূরা নিসার ১৫৮ নম্বর আয়াতের ওয়াইজিন মুফতি মাওলানারা ভুল ব্যাখ্যা বলতেছেন। তখন ঈসা আঃ ওঃ বলবে হে আলেম সমাজ তোমরা কুরআনের এই আয়াতের ভুল ব্যাখ্যা বলতেছো। আমিই আসল ঈসা। কিন্তু ওরা তো ধর্মব্যবসায়ীর দল ঈসা এর কোন কথাই কর্ণপাত করবে না। ওরা তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যাবে আর মানুষকে কুত্তার মত ঈসা আঃ এর উপর লেলিয়ে দেবে।
এই খেলাটা ঈসা আঃ আর মৌলবীদের মধ্যে কেয়ামত পর্যন্ত চলবে।
ভালো আলেমসমাজর কাছে আমার অনুরোধ, বিষয়টা কি আপনারা একটু চিন্তা করে দেখবেন??? একটু চিন্তা করে দেখবেন? একটু চিন্তা করে দেখবেন?

15/04/2023

খাতামাননাবীঈনের সঠিক ও ভুল ব্যাখ্যা।নিজের বিবেক দিয়ে ভাবুন।সত্য অনুসন্ধান করুন।

14/04/2023

ইসলামে কাউকে গালি দেওয়া সম্পূর্ণ ভাবে নিষেধ করা হয়েছে আর বর্তমান যুগের ধর্মব্যবসায়ী মৌলবাদী আলেম নামের জালেম কি বলছে এসব। এরা আদৌ মুসলমান...?

“নামায ছাড়া মানুষের আধ্যাত্মিক ভাবে জীবিত থাকা সম্ভব নয়।”—হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)    Rahat Ali
14/04/2023

“নামায ছাড়া মানুষের আধ্যাত্মিক ভাবে জীবিত থাকা সম্ভব নয়।”
—হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)
Rahat Ali

এই ব্যক্তিকে ধরিয়ে দিন।নাম: Md Monsur Ali (মনসুর আলি),পঞ্চগড়ে নাশকতা সৃষ্টি করা অন্যতম হোতা।উনারা গরু চুরি করাও বাদ রাখে...
14/04/2023

এই ব্যক্তিকে ধরিয়ে দিন।
নাম: Md Monsur Ali (মনসুর আলি),
পঞ্চগড়ে নাশকতা সৃষ্টি করা অন্যতম হোতা।
উনারা গরু চুরি করাও বাদ রাখেন নি।
পলাতক এই আসামীটাকে দ্রুত আটক করা হোক।
নতুন বর্ষে অসাম্প্রদায়িকতার প্রশ্নে
দাবীটা রেখে গেলাম।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when ꧁সত্যের পথ꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share