
30/07/2023
আশ্চর্যের বিষয় যে, স্বয়ং আল্লাহতা'লা কোরআন মজিদে রাফেউকা ইলাইয়া শব্দটি মুতাওয়াফিকা শব্দের পরে বর্ণনা করেছেন এবং এই মোখালেফ লোকগণ রাফেউকা শব্দটিকে মুতাওফিকা শব্দের পূর্বে আনতে চাচ্ছেন যেন এভাবে তারা হযরত ঈসা (আঃ)-কে জীবিত অবস্থায় স্ব-শরীরে আসমানের উঠাতে সক্ষম হন। যদি এই কাজকে সঠিক বলা যায়, তাহলে ইহুদীদের তাহরীফ কার্যক্রমকে জঘন্য সাব্যস্ত করার হেতুই বা কি ? - হযরত ইমাম মাহদী আঃ