Jashore Buzz

Jashore Buzz Jashore Buzz Is Complete Guide For Jashore City Covers Latest Jashore News, Travel Guide, Reviews Fo Take a look at Jashore from a new perspective.

A complete guide for Jashore city with all the latest news, the latest travel guides, and restaurant, hotel, lounge, shopping, and events reviews. We present you with every glimpse of Jashore, a platform that opens up the entire world of Jashore. A mystical junction where you'll be blown away by the sights of Jashore. We cover photography, events, food, writing, travel guides, and more within the

scope of The Jashore Buzz. We aim to bring out the emotion and nostalgia in every character that makes up the alphabets of The Jashore Buzz. With us! - Jashore Buzz Team

20/05/2022
বলুনতো এটি যশোরের কোন স্কুল?
09/05/2022

বলুনতো এটি যশোরের কোন স্কুল?

প্রকৃতি 🥰বিনোদিয়া পার্ক থেকে তোলা।
02/10/2021

প্রকৃতি 🥰
বিনোদিয়া পার্ক থেকে তোলা।

একসঙ্গে চার সন্তানের জন্ম, লাক্সমিয়ার পরিবারে ‘ঈদের’ চেয়ে খুশিসাত বছরের দাম্পত্য জীবনে প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছে...
27/09/2021

একসঙ্গে চার সন্তানের জন্ম, লাক্সমিয়ার পরিবারে ‘ঈদের’ চেয়ে খুশি

সাত বছরের দাম্পত্য জীবনে প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছেন লাক্সমিয়া খাতুন (৩০)। একটি বা দুটি নয়, একসঙ্গে চার সন্তান এসেছে লাক্সমিয়ার কোলে। প্রসূতিসহ চার নবজাতকই সুস্থ আছেন। নতুন অতিথি আসায় পরিবারটিতে এখন ‘ঈদের চেয়ে’ বেশি খুশি বিরাজ করছে।

গতকাল সোমবার যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক ভূমিষ্ঠ হয়। চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। লাক্সমিয়া যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরা গ্রামের আবুল বাসারের স্ত্রী।

বিজ্ঞাপন
গর্ভধারণের আগে থেকেই যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নার্গিস আক্তারের তত্ত্বাবধানে ছিলেন লাক্সমিয়া। অস্ত্রোপচারও তিনিই করেছেন। চিকিৎসক নার্গিস আক্তার বলেন, দীর্ঘ সাত বছর লাক্সমিয়া দম্পতির সন্তান হয় না। দেড় বছর আগে তাঁর কাছে চিকিৎসার পরামর্শ নিতে আসেন তাঁরা। এই দম্পতির দুজনেরই কিছু সমস্যা ছিল। চিকিৎসার তিন মাসেই এই গৃহবধূর গর্ভে সন্তান আসে। এর দুই মাস পরেই জানতে পারেন তাঁর গর্ভে চার নবজাতক।

নার্গিস আক্তার আরও বলেন, অনেক সময় একসঙ্গে একাধিক শিশু হলে দু-একজন মারা যায়। কিন্তু এই নারীর কোনো সমস্যা হয়নি। চার নবজাতকই সুস্থ আছে। প্রত্যেকের ওজন দেড় থেকে দুই কেজি।

স্বজনেরা জানান, ২০১৪ সালে যশোরের বাঘারপাড়া উপজেলায় জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া গ্রামের আবদুর রহমান গাজীর ছেলে আবুল বাসারের সঙ্গে একই উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা গ্রামের ইমামুল খাঁর মেয়ে লাক্সমিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের সাত বছর পার হলেও তাঁদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে উভয় পরিবারে হতাশা আর অশান্তি ছিল।

নবজাতকদের চাচা বাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সন্তান না হওয়ায় আমার ভাই-ভাবির সংসারে শান্তি ছিল না। একসঙ্গে চার সন্তান হওয়ায় আমাদের পরিবার ও ভাবির পরিবারে এখন ঈদের চেয়ে খুশি বিরাজ করছে।’

বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০ গ্রামভারী বৃষ্টিপাতে যশোরের ভবদহের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। গত শনিবার রাত থেকে সোমবার সকাল পর্...
27/09/2021

বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০ গ্রাম
ভারী বৃষ্টিপাতে যশোরের ভবদহের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। গত শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিতে অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৫০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এসব গ্রামের বেশির ভাগ বাড়িঘর, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছে পানিবন্দী লক্ষাধিক মানুষ।

যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এই এলাকার পানি ওঠানামা করে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদ-নদী দিয়ে। পলি পড়ে নদ–নদীগুলো নাব্যতা হারিয়েছে। ফলে এখন ঠিকমতো পানি নিষ্কাশন হয় না।

বিজ্ঞাপন
যশোর আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, সেপ্টেম্বর মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ধরা হয় ২৫৪ মিলিমিটার। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। তা অব্যাহত ছিল সোমবার সকাল পর্যন্ত। ফলে ভবদহ অঞ্চলের ৫২টি বিল প্লাবিত হয়েছে। বিল উপচে পানি ঢুকে পড়েছে আশপাশের গ্রামগুলোতে।

গত মঙ্গলবার চারটি গ্রাম ঘুরে মানুষের দুর্ভোগ চোখে পড়েছে। বৃষ্টি থেমে গেলেও প্রতিদিন এক-দুই ইঞ্চি করে পানি বাড়ছে। ঘরের মধ্যে পানি ঢুকে পড়ায় মাচা করে বসবাস করছে মানুষ। অনেক ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক স্থান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের মাধুরী মণ্ডলের ঘরের মধ্যে পানি উঠেছে। বাঁশের খুঁটির ওপর তক্তা বসিয়ে কিছুটা উঁচু করে সেখানে থাকছেন তিনি। ঘরের এক পাশে তিনটি ছাগল ও চারটি মুরগি থাকে। অন্য পাশে তিনি রান্নাবান্না করেন। মাধুরী বলেন, ‘ঘরের মধ্যে জল। থাকা যাচ্ছে না। যাবই-বা কোথায়? ছাগল ও মুরগি নিয়ে এক ঘরে থাকছি।’

এলাকার নলকূপগুলো তলিয়ে থাকায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। শৌচাগার তলিয়ে থাকায় মানুষ কষ্টে আছে। একই উপজেলার ডুমুরতলা গ্রামে বাড়ি আছে ১৪৮টি। এর মধ্যে প্রায় প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। তবু ঘরের মধ্যে ইট দিয়ে খাট উঁচু করে মানুষ থাকছে। তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে, পানির উচ্চতা আরেকটু বাড়লে সবাইকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় উঠতে হবে।

মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামের তাপসী বৈরাগী ১৫ হাজার টাকা খরচ করে সম্প্রতি বালু দিয়ে উঠান উঁচু করেছেন। তাতেও কোনো কাজ হয়নি। পুরো উঠান এখন জলমগ্ন। পানি বাড়তে বাড়তে ঘরে উঠার উপক্রম হয়েছে। একই গ্রামের সুকৃতি মণ্ডল বলেন, বৃষ্টি থেমে গেলেও প্রতিদিন এক-দুই ইঞ্চি করে পানি বাড়ছে। যেকোনো সময় ঘরের ভেতরে পানি উঠে যাবে। অভয়নগরের সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় বলেন, তাঁর ইউনিয়নের ১৪টি গ্রাম। সব কটি গ্রাম পানিতে প্লাবিত। এর মধ্যে দুটি গ্রামে আংশিক এবং ১২টি গ্রামের অধিকাংশ বাড়িঘরে পানি উঠেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আপাতত ব্যবস্থা হিসেবে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সরানোর কাজ চলছে। আর স্থায়ী ব্যবস্থার অংশ হিসেবে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে খননযন্ত্র দিয়ে ২১ ভেন্ট স্লুইসগেটের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩ দশমিক ৭৬ কিলোমিটার এলাকায় শ্রী ও টেকা নদীতে পাইলট চ্যানেল কাটার কাজ চলছে।

চলমান জলাবদ্ধতা নিয়ে কথা বলছে পাউবোর যশোরের কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলামের মুঠোফোন নম্বরে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি।

26/09/2021
নওয়াপাড়ায় পানি ভেঙে কেন্দ্রে গেলেন ভোটাররাযশোরের অভয়নগর উপজেলায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়েছ...
21/09/2021

নওয়াপাড়ায় পানি ভেঙে কেন্দ্রে গেলেন ভোটাররা
যশোরের অভয়নগর উপজেলায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টিতে নওয়াপাড়া পৌরসভার বেশির ভাগ ভোটকেন্দ্রে পানি ঢুকে পড়ে। এর মধ্যেই সকাল থেকে নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

এই প্রথম নওয়াপাড়া পৌরসভায় ৩০টি কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে পৌরসভার ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু তাতে বাদ সাধে ভোটকেন্দ্রের জলাবদ্ধতা। ভোটকেন্দ্রে এসে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন ভোটাররা।

বিজ্ঞাপন
বেলা ১১টায় নওয়াপাড়া মহিলা কলেজ ভোটকেন্দ্রে পুরুষ বুথে দেখা যায়, চারদিকে পানি থই থই। পানি ভেঙে ভোটাররা উঠছেন কলেজের বারান্দায়। অনেকে আবার ভ্যানে চড়ে কেন্দ্রের বারান্দায় উঠছেন। সেখানে ২০-২৫ জনের একটা লাইন। লাইনে দাঁড়ানোর পর বুথে ঢুকে ভোট দিচ্ছেন ভোটাররা।

ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন দিনমজুর কামাল হোসেন। তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট হচ্ছে। এ জন্য ভোট দিতে আমার আগ্রহ ছিল। কিন্তু কেন্দ্রে এসে দেখি, এক হাত পানি। পানি ভেঙে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বৃষ্টিতে কেন্দ্রে পানি জমে যায়। ভোটাররা পানি ভেঙে কেন্দ্রে এসে ভোট দেন। কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪১৭ জন। বেলা দুইটা পর্যন্ত ৭৬৩ জন ভোটার ভোট দেন।

বেলা দুইটায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্র প্রায় ফাঁকা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছিলেন আসমা বেগম। এ সময় তিনি বলেন, ‘কেন্দ্রে ভিড় নেই। লাইনে দাঁড়াতে হয়নি। এসেই ভোট দিতে পেরেছি।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, বেলা দুইটা পর্যন্ত কেন্দ্রটিতে ২ হাজার ২৬১ জন ভোটারের মধ্যে ৮০৬ জন ভোট দেন। দুপুরের পর ভোটারের উপস্থিতি বেড়ে যায়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে বৃষ্টির পানি জমে ছিল। এতে ভোটারদের কিছুটা সমস্যা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষায় ১২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাব সার্বক্ষণিক কাজ করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নওয়াপাড়া পৌরসভায় মোট ভোটার ৬৩ হাজার ৩২৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ১৪১ জন। নারী ভোটার ৩২ হাজার ১৮৬ জন। ৯টি ওয়ার্ডের ৩০টি কেন্দ্রে ১৮৪টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৩৭ জনভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী ও নারীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল সোমবার ...
21/09/2021

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৩৭ জন
ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী ও নারীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এ তথ্য জানিয়েছেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২১ কিশোর, ১২ কিশোরী ও ৪ নারী রয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ২০ জন দুটি বেসরকারি সংস্থার (এনজিও) হেফাজতে রয়েছেন। ভালো কাজ দেওয়ার কথা বলে তিন বছর আগে দালালেরা তাঁদের ভারতে পাচার করেছিল।

বিজ্ঞাপন
ইমিগ্রেশন পুলিশ ও একটি বেসরকারি সংস্থা সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় দুই দেশের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৩৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে বেনাপোল বন্দর থানা–পুলিশের মাধ্যমে তাঁদের তিনটি এনজিওর জিম্মায় দেওয়া হয়। এর মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ১৯ জন, রাইটস যশোর ১৬ জন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি দুজনকে জিম্মায় নেয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সমন্বয়কারী মুহিত হোসেন বলেন, তাঁদের জিম্মায় থাকা ১৭ জনকে গতকাল রাতেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ২০ জনের মধ্যে দুই কিশোরীকে পাচারের মামলা তদন্তের জন্য ঢাকায় সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক বলেন, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব কিশোর-কিশোরী ও নারীদের ভারতে পাচার করে দালালেরা। পরে তাঁদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাঁদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাঁদের আশ্রয় হয় ভারতীয় এনজিওর শেল্টার হোমে।

পরে উদ্ধার করা ব্যক্তিরা বাংলাদেশি কি না, তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা কিশোর-কিশোরী ও নারীদের বাড়ি কুমিল্লা, খুলনা, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, রাজবাড়ী, সুনামগঞ্জ, পিরোজপুর, নড়াইল, রাজশাহী, ফরিদপুর, বরিশাল ও কুড়িগ্রামে।

দূতাবাসের অনাপত্তিপত্র ছাড়াই বেনাপোল দিয়ে দেশে ফেরা যাচ্ছেদূতাবাসের অনাপত্তিপত্র ছাড়াই যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভার...
18/09/2021

দূতাবাসের অনাপত্তিপত্র ছাড়াই বেনাপোল দিয়ে দেশে ফেরা যাচ্ছে
দূতাবাসের অনাপত্তিপত্র ছাড়াই যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা যাচ্ছে। এখন থেকে সপ্তাহে সাত দিনই অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া পাসপোর্টধারী যাত্রীরা ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করতে পারবেন। গতকাল শুক্রবার থেকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনা কার্যকর হয়েছে। এ কারণে মানুষের ভোগান্তি কমেছে।

গত ২ এপ্রিল থেকে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে যাত্রীদের অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরতে হচ্ছিল। এই নিয়ম শিথিল হওয়ায় পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরা যাচ্ছে।

বিজ্ঞাপন
এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরা যাত্রীদের ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনাপত্তিপত্র আর লাগবে না। তবে যাত্রীদের অবশ্যই ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক রয়েছে। যেসব যাত্রীর করোনা পজিটিভ বা করোনার উপসর্গ থাকবে, তাঁদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। সপ্তাহে তিন দিনের পরিবর্তে এখন থেকে সাত দিনই যাত্রীরা দেশে ফিরতে পারবেন।’

বেনাপোল ইমিগ্রেশন ও স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাঁদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম আছে, তাঁরা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। সে জন্য তাঁদের দিল্লি, কলকাতা বা আগরতলায় বাংলাদেশ দূতাবাস থেকে অনুমতি নিতে হতো। এখন থেকে এটি আর নিতে হচ্ছে না।

এদিকে আগের সপ্তাহে তিন দিন পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলের সুযোগ ছিল। গতকাল থেকে সপ্তাহে সাত দিনই যাত্রীর চলাচল করতে পারছেন।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি এসেছে। ওই চিঠিতে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে সাত দিন ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীরা চলাচল করতে পারবেন। নির্দেশনা অনুযায়ী গতকাল থেকে যাত্রীরা দেশে ঢুকছেন। কাউকে দূতাবাসের এনওসি দেখাতে হয়নি।

কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে ডুবে যশোরের দুই যুবক মারা গেছেন।কক্সবাজারে মারা গেছে তাঁদের এক জন আর এন রোড এর ব্যাবসায়ী ব...
18/09/2021

কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে ডুবে যশোরের দুই যুবক মারা গেছেন।
কক্সবাজারে মারা গেছে তাঁদের এক জন আর এন রোড এর ব্যাবসায়ী বিসমিল্লাহ্ অটোর কাসেদুজ্জামান সেলিম সাহেবের ছেলে রাফিদ ঐশিক ও শহরের লাল দিঘির এলাকার অভ্র।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ব্যতিক্রমী সাজা খেটে মুক্তি মিলল তিনজনেরআসামি গোলাম রাব্বানীর সাজা ছিল এলাকার নিরক্ষর তিনজনকে অক্ষরজ্ঞান দান করতে হবে। স...
15/09/2021

ব্যতিক্রমী সাজা খেটে মুক্তি মিলল তিনজনের

আসামি গোলাম রাব্বানীর সাজা ছিল এলাকার নিরক্ষর তিনজনকে অক্ষরজ্ঞান দান করতে হবে। সঙ্গে বৃক্ষ রোপণ করতে হবে ও বই পড়তে হবে। গত এক বছর নিজ বাড়িতে থেকে এই সাজা খেটেছেন তিনি। অবশেষে বুধবার তিনি অব্যাহতি পেয়েছেন।

নিজ বাড়িতে থেকে একইভাবে সাজা খেটে মুক্তি পেয়েছেন আরও দুজন। বুধবার রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রবেশনপ্রাপ্ত এই আসামিদের চূড়ান্তভাবে মামলা থেকে অব্যাহতি দেন।

বিজ্ঞাপন
আসামি গোলাম রাব্বানীর (২৫) বাড়ি বাগমারা থানার পানিশাইল গ্রামে। তাঁর বোনের সঙ্গে সম্পর্ক ছিল আবুল কালাম নামের এক যুবকের। ওই সম্পর্ক পরে বিয়েতে গড়ায়। এতে ক্ষিপ্ত হন গোলাম রাব্বানী। আবুল কালামকে মারধর করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়।

আদালতের রায়ে গোলাম রাব্বানী বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। তবে বিচারক তাঁকে কারাগারে পাঠাননি। তিনি আসামির বয়স, শিক্ষাগত যোগ্যতা, মামলার প্রকৃতি ও গুরুত্ব বিবেচনায় নেন। এক বছরের প্রবেশন মঞ্জুর করেন বিচারক। শর্ত সাপেক্ষে আসামি গোলাম রাব্বানীকে বাড়িতে থেকেই সংশোধনের সুযোগ দেন।

এই এক বছরে আসাম গোলাম রাব্বানী নিজ এলাকার নিরক্ষর তিনজনকে অক্ষরজ্ঞানসম্পন্ন করেছেন। তাঁরা এখন নিজেদের নাম লিখতে পারেন। নিজ এলাকায় কয়েকটি গাছ লাগিয়েছেন গোলাম রাব্বানী। এর বাইরেও তিনি নিজ এলাকায় মাস্ক বিতরণ করেছেন এবং জনসচেতনতা গড়ে তুলতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। স্থানীয় স্কুল থেকে বই সংগ্রহ করে পড়েছেন।

কী কী বই পড়েছেন, তার সারাংশ আদালতে জমা দিয়েছেন গোলাম রাব্বানী। অব্যাহতি পাওয়ার পর তিনি বলেন, ‘আদালত আমাকে সুযোগ দেওয়ায় আমি বাড়িতে থেকে অনেক সামাজিক কাজে অংশগ্রহণ করতে পেরেছি। মামলার বাদীর কাছে দুঃখ প্রকাশ করার সুযোগ পেয়েছি।’

একইভাবে প্রবেশনে নিজ বাড়িতে সাজা খেটে মুক্তি পেয়েছেন গোদাগাড়ী উপজেলার ছোট নারায়ণপুর গ্রামের জাকির হোসেন (৩১) ও তাঁর স্ত্রী সায়মা খাতুন (২৮)। তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী শিল্পী খাতুনের (২৮) সঙ্গে এই দম্পতির ঝগড়া হয়েছিল। এর জেরে তাঁরা লাঠি দিয়ে শিল্পীকে মারধর করেন। এ ঘটনায় তিনি ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

আদালতের রায়ে সায়মা ও জাকিরের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। রায় ঘোষণার সময় আসামিপক্ষ আদালতকে জানায়, আসামি সায়মা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তখন আদালত আসামিদের বয়স, পেশা, অপরাধের ধরন, ঘটনার পারিপার্শ্বিকতা ইত্যাদি বিবেচনায় নেন। দুই আসামিকে এক বছরের প্রবেশন মঞ্জুর করেন বিচারক। শর্ত সাপেক্ষে বাড়িতে থেকে সংশোধনের সুযোগ দেন।

প্রবেশন কর্মকর্তা মতিনুর রহমান ও লাইজু সিদ্দীক নিয়মিত আসামিদের তত্ত্বাবধান করেন। একপর্যায়ে দুই পক্ষকে মুখোমুখি করা হয়। শিল্পীর কাছে ক্ষমা চান সায়মা ও জাকির। শিল্পীকে আদালতের নির্দেশনা মোতাবেক ক্ষতিপূরণও দেন। শিল্পীও ওই দম্পতিকে ক্ষমা করে দেন। গত ১২ মার্চ সায়মা ছেলেসন্তানের জন্ম দেন। প্রবেশনকাল সফলভাবে শেষ করায় বুধবার সায়মা ও জাকিরকে মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়।

সায়মা খাতুন বলেন, ‘প্রবেশনের সুযোগ পাওয়ায় আমি কারাগারের পরিবর্তে বাড়িতেই সন্তান জন্ম দিতে পেরেছি। বাদীর সঙ্গে আমাদের সম্পর্ক আগের অবস্থায় ফিরে গেছে।’

প্রবেশন হচ্ছে অপরাধীদের সংশোধনের জন্য একটি বিশেষ পদ্ধতি। এর আওতায় দণ্ডিত ব্যক্তিকে কারাগারে না পাঠিয়ে নিজ পরিমণ্ডলে থেকে সংশোধন ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়। শর্ত সাপেক্ষে প্রবেশন কর্মকর্তার অধীনে আসামিকে নিজ বাড়িতে থাকতে দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শর্ত ভঙ্গ করলে সাজা ভোগের জন্য তাঁকে কারাগারে যেতে হবে। মৃত্যুদণ্ডের অপরাধ ছাড়া অন্য যেকোনো অপরাধে একজন নারীর প্রবেশন মঞ্জুর হতে পারে। তবে প্রাপ্তবয়স্ক পুরুষ আসামি হলে প্রবেশন দেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে।

এ পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার ১৫ জন ও জেলার অন্যান্য এলাকার ৫৫ জন আসামি এই সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৩০ জন সফলভাবে প্রবেশনকাল শেষ করেছেন। প্রবেশনের শর্ত ভঙ্গ করায় দুজনকে পরে কারাগারে যেতে হয়েছে। ওই দুজন ছিলেন মাদক মামলার আসামি।

আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়ছেদেশে গত মাসের প্রথম ১৫ দিনের চেয়ে চলতি মাসের প্রথম ১৫ দিনে বেশি ডেঙ্গু রোগী শন...
15/09/2021

আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়ছে
দেশে গত মাসের প্রথম ১৫ দিনের চেয়ে চলতি মাসের প্রথম ১৫ দিনে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আগস্ট মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৮৪৯। আর চলতি সেপ্টেম্বর মাসে একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪৭৫। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুলাই মাস থেকে এখন পর্যন্ত ৫৭ জন মারা গেছে। এর মধ্যে গত মাসে সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাস জুলাইয়ে মারা গেছে ১২ জন। আর চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে মারা গেছে ১১ জন।

বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩০৭ জন। এর মধ্যে ২৪৪ জন রাজধানী ঢাকার রোগী। স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর ১২টি সরকারি হাসপাতাল ও ৩১টি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর তথ্য গণমাধ্যমে দিচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাবের বাইরেও রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

চলতি বছর বর্ষা মৌসুম শুরুর পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন নানা উদ্যোগ নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। বিশেষজ্ঞরা বলছেন, যেসব এলাকায় মশা বেশি, সেসব এলাকায় একযোগে ওষুধ ছিটিয়ে সব মশা মেরে ফেলতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে মিটফোর্ড হাসপাতালে। এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৩৪১ জন। হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৮৩ জন।

যশোরে বোমা বানাতে গিয়ে আহত ব্যক্তি মারা গেছেনযশোরের অভয়নগরে উপজেলায় রাজঘাট গ্রামে নিজ বাড়িতে বোমা বিস্ফোরণে আহত শফিক...
15/09/2021

যশোরে বোমা বানাতে গিয়ে আহত ব্যক্তি মারা গেছেন
যশোরের অভয়নগরে উপজেলায় রাজঘাট গ্রামে নিজ বাড়িতে বোমা বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম (৩০) মারা গেছেন। পুলিশ বলছে, গত সোমবার রাতে বোমা বানাতে গিয়ে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর জেলা পুলিশ লাইনসের সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শফিকুল ইসলাম বোমা বানাচ্ছিলেন।

বিজ্ঞাপন
বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। অভয়নগর থানা-পুলিশ ঘটনাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করে প্রথমে যশোর এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি পুলিশ পাহারায় ছিলেন।

আইয়ুব আলী আরও বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে শফিকুল ইসলাম মারা যান। এর আগেই অভয়নগর থানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি বলেন, বোমা বিস্ফারণের ঘটনায় শফিকুলের স্ত্রীকে অভয়নগর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শফিকুল ইসলাম উপজেলার রাজঘাট গ্রামের বাসিন্দা। বিস্ফোরণে তাঁর বুক, চোখ, মুখমণ্ডল, এক হাত ও দুই পা জখম হয়। বোমা বিস্ফোরণে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি রামদা উদ্ধার করে।
এদিকে প্রথম আলোর যশোর প্রতিনিধি জানান, শফিকুল ইসলাম নোয়াপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. আসাদুজ্জামানের সমর্থক। ২০ সেপ্টেম্বর পৌরসভাটিতে নির্বাচন হওয়ার কথা। জানা গেছে, সোমবার ওই বিস্ফোরণের ঘটনার পরপরই কাউন্সিলর পদপ্রার্থী আসাদুজ্জামানের সঙ্গে কথা বলেছে পুলিশ।

পুলিশ বলেছে, এ ঘটনার তদন্ত চলছে। তবে এর বাইরে বিস্তারিত জানায়নি তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

স্নাতক পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, আবেদন ফি ৬০০বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরির সুযোগ তৈরি হয়েছে আগ্...
14/09/2021

স্নাতক পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, আবেদন ফি ৬০০
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরির সুযোগ তৈরি হয়েছে আগ্রহী প্রার্থীদের। পিডিবি ২টি পদে নেবে ৩১ জন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর আবেদন শুরু। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

বিজ্ঞাপন
পদের বিবরণ ও বেতন স্কেল
১.

সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালন)।
পদসংখ্যা: ১১।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা। এ ছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন।

২.

হিসাবরক্ষক।
পদসংখ্যা: ২০।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এ ছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ–সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর। তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীরা।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান

বয়স
গত বছরের মার্চে বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ে। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে, প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বিদ্যুৎ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৫ মার্চ যে প্রার্থীর বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

বিভাগীয় ক্ষেত্রে ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা www.bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি
টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি ৬০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়
৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

Precipitation: 22%             JashoreHumidity: 90%                  Tuesday 8:00 AMWind: 19 km/h                  Cloud...
14/09/2021

Precipitation: 22% Jashore
Humidity: 90% Tuesday 8:00 AM
Wind: 19 km/h Cloudy

প্রতি মাসে পাঁচজন দরিদ্রকে খাওয়ানোর সাজা দিলেন বিচারকসাজা হিসেবে প্রতি মাসে কমপক্ষে পাঁচজন হতদরিদ্রকে দুপুরের খাবার খাওয়...
13/09/2021

প্রতি মাসে পাঁচজন দরিদ্রকে খাওয়ানোর সাজা দিলেন বিচারক

সাজা হিসেবে প্রতি মাসে কমপক্ষে পাঁচজন হতদরিদ্রকে দুপুরের খাবার খাওয়াতে হবে। এছাড়া দেখতে হবে মুক্তিযুদ্ধভিত্তিক ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এ ধরনের সাতটি শর্ত মানা সাপেক্ষে এক বছরের জন্য মাদক মামলার এক আসামিকে মুক্তি দিয়ে ব্যতিক্রমী রায় দিয়েছেন যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস।

ওই আসামির নাম আলমগীর। তিনি যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত রজব আলী গাজীর ছেলে। আলমগীর এক বছর সাজা খাটবেন বাড়িতে থেকে।

আদালত সূত্র জানায়, আসামিকে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থাকতে হবে। কোনো প্রকার অপরাধের সঙ্গে জড়িত হতে পারবেন না। শান্তি বজায় রেখে সবার সঙ্গে সদাচরণ করতে হবে। আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে যেকোনো সময় তলব করলে শাস্তি ভোগের জন্যে প্রস্তুত হয়ে নির্ধারিত স্থানে হাজির হতে হবে।

এছাড়া কোনো প্রকার মাদক সেবন-বহন ও সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সঙ্গে মেলামেশা করতে পারবেন না। একই সঙ্গে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থেকে সার্বিক অবস্থা অবহিত করতে হবে।

প্রবেশন অফিসারের লিখিত অনুমতি ছাড়া নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। প্রবেশনকালীন তাকে ‘একাত্তরের যীশু’, ‘নদীর নাম মধুমতি’, ‘হুলিয়া’, ‘প্রত্যাবর্তন’, ‘পতাকা’, ‘আগামী’, ‘একজন মুক্তিযোদ্ধা’, ‘ধুসর’, ‘আমরা তোমাদের ভুলবো না’ ও ‘শরৎ একাত্তর’ এসব চলচ্চিত্র দেখতে হবে। একই সঙ্গে তাকে রোপণ করতে হবে ১০টি বৃক্ষ।

Precipitation: 60%Humidity: 85%Wind: 24 km/h
13/09/2021

Precipitation: 60%
Humidity: 85%
Wind: 24 km/h

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ সম্পাদক তৌহিদুরযশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও এসএম ত...
11/09/2021

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ সম্পাদক তৌহিদুর
যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও এসএম তৌহিদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি পদে ৮০ ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মতিনুজ্জামান মিটু পেয়েছেন আট ভোট। সম্পাদক এসএম তৌহিদুর রহমানও ৬৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান কবীর পেয়েছেন ২৮ ভোট ও জুয়েল মৃধা পেয়েছেন পাঁচ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক পদে সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে তহীদ মনি। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন শহীদ জয়, শিকদার খালিদ, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (৮ সেপ্টেম্বর) দু...
11/09/2021

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত যশোর, মাগুরা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন-যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাঠপাড়ার মতি মোল্যার ছেলে নুর ইসলাম (৩০), সুলতানপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আল আমিন শেখ (২৮), উপশহর ৭ নম্বর সেক্টরের মৃত জাকির হোসেনের ছেলে আক্তার হোসেন (৩৯), জগন্নাথপুর গ্রামের আকসেদ আলী গাজীর ছেলে ফারুক হোসেন গাজী (৩৬), নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কবির ওরফে নুর ইসলাম (৪০), মাগুরা সদর উপজেলার পার নান্দুয়ালী মোল্যাপাড়ার মৃত মুন্সি মাহমুদুল হকের ছেলে মজিবুল হক (৩৩), আসলাম মোল্যার ছেলে রশিদুল হক (৩২), এনামুল হকের ছেলে চঞ্চল (৩১), যশোরের শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাধু (৩২), এবং রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত জোমারত মল্লিকের ছেলে সালাম মল্লিক (৩৬)।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এ তথ্য জানান।

যশোরের বাঘারপাড়ায় সড়ক নির্মাণের রোলার মেশিন চালানো শিখতে গিয়ে পুকুরের পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ব...
09/09/2021

যশোরের বাঘারপাড়ায় সড়ক নির্মাণের রোলার মেশিন চালানো শিখতে গিয়ে পুকুরের পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জহুরপুর ইউনিয়নের হলিহট্ট গ্রামে নির্মাণাধীন সড়কের পাশের পুকুরে পড়ে সে মারা যায়।

বিজ্ঞাপন
নিহতের নাম মো. মিরাজ (১৭)। সে বাঘারপাড়া উপজেলার হলিহট্ট গ্রামের আশরাফ মোল্যার ছেলে।

যশোর সদরে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার খোলাডাঙ্গা এলাকায় রেলক্রসিংয়ে যশোর-খুলনা ...
09/09/2021

যশোর সদরে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার খোলাডাঙ্গা এলাকায় রেলক্রসিংয়ে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ভ্যানচালক ও অপর তিন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত দুজন হলেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৬০) ও যশোরের মনিরামপুর উপজেলার সিরাজসিংহা গ্রামের সুজায়েত সরদারের মেয়ে সুমাইয়া আক্তার (১২)। সম্পর্কে তাঁরা নানি ও নাতনি।

বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, জাহানারা বেগম নাতনি সুমাইয়াসহ পাঁচজনকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে করে সিরাজসিংহা গ্রাম থেকে যশোর শহরের ধর্মতলা এলাকায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে ভ্যানটি সদর উপজেলার খোলাডাঙ্গা সারগুদাম এলাকায় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এ কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে জাহানারা ও সুমাইয়া ভ্যান থেকে যশোর-খুলনা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। একপর্যায়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ইঞ্জিনচালিত ভ্যানে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তাঁরা নানি ও নাতনি। এ ঘটনায় ভ্যানচালক ও অপর তিন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে।

Bangladesh squad for  .
09/09/2021

Bangladesh squad for .

নিখোঁজ হওয়ার ছয় দিন পর যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে ইসরাফিল হোসেন নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পু...
05/09/2021

নিখোঁজ হওয়ার ছয় দিন পর যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে ইসরাফিল হোসেন নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পরকীয়া প্রেম ও মাদকসংক্রান্ত ঘটনায় ইসরাফিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর লাশটি স্থানীয় একটি কবরস্থানে পুঁতে রাখা হয়। পুলিশ ঘটনার ছয় দিন পর হত্যার সঙ্গে জড়িত তিনজনকে আটক করার পাশাপাশি লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন
যশোর জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার-ডিএসবি) জাহাঙ্গীর আলম।

নিহত ইসরাফিল যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বজলু মিয়ার ছেলে। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করতেন। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মোশারফ হোসেন, একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে আলম ও ইসমাইলের স্ত্রী রোজিনা বেগম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৭ আগস্ট ইসরাফিল হোসেন নিখোঁজ হন। পরে ২৯ আগস্ট তাঁর পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি করার পাঁচ দিনেও কোনো সন্ধান না পাওয়ায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম তদন্তের জন্য ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার, উপপরিদর্শক মফিজুল ইসলামকে দায়িত্ব দেন। বুধবার দুপুরে কাশিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী কাশিয়াডাঙ্গা মোড়লবাড়ি বড় কবরস্থান থেকে ইসরাফিলের লাশ উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম জানান, আটক রোজিনার ভাই বিদেশে থাকেন। তাঁর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন ইসরাফিল। এ জন্য তাঁকে হত্যার পরিকল্পনা করেন রোজিনা। হত্যার জন্য তিনি মোশারফের সঙ্গে দেড় লাখ টাকার চুক্তি করেন। সে অনুযায়ী ইসরাফিলকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যার আগে তাঁকে মাদক সেবন করিয়ে অজ্ঞান করা হয়।

পুলিশ জানায়, পরকীয়া ছাড়াও পারিবারিক জায়গাজমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের এবং মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ইসরাফিলকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডে অংশ নেন নূর আলম ও মেহেদী নামের অপর দুই যুবক। মেহেদী ওই গ্রামে বসবাস করেন। তবে তাঁকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

এদিকে এ হত্যার ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলায় আটক তিনজন ছাড়াও আরও তিনজন ও অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) বেলাল হোসাইন, যশোর ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার।

যশোরে ৪৫ হাজার জাল টাকাসহ নারী গ্রেপ্তারযশোর সদরে ৪৫ হাজার জাল টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল...
05/09/2021

যশোরে ৪৫ হাজার জাল টাকাসহ নারী গ্রেপ্তার
যশোর সদরে ৪৫ হাজার জাল টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়াবাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর ঘর থেকে জাল টাকাগুলো জব্দ করে।

বিজ্ঞাপন
গ্রেপ্তার নারীর নাম হালিমা খাতুন (৫৭)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের শওকত আলীর স্ত্রী। তিনি সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন।

এ সময় তাঁর ঘর থেকে ১১টি এক হাজার টাকা নোট এবং ৬৮টি ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকার হালিমা খাতুনের ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘর থেকে ১১টি এক হাজার টাকা নোট এবং ৬৮টি ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ৪৫ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর এ (বি) ধারায় মামলা হয়েছে। হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। কাল শনিবার তাঁকে আদালতে নেওয়া হবে।

যশোরে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইল ফোনে গেইম খেলার সময় ট্রেনে কাটা পড়ে একজন নিহত এবং অপরজন আহত হয়েছে।মঙ্গলবার ...
01/09/2021

যশোরে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইল ফোনে গেইম খেলার সময় ট্রেনে কাটা পড়ে একজন নিহত এবং অপরজন আহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি শামীম হাসান জানান।

নিহতের পরিচয় জানাতে না পারলেও আহতের নাম জুবায়ের হোসেন (২১) বলে জানায় পুলিশ।

ওসি বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে দুই যুবক মোবাইল ফোনে খেলার সময় খুলনাগামী ট্রেনে কাটা পড়ে দুইজন।

দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পা কাটা অবস্থায় জুবায়ের হোসেনকে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইফফাত শারমীন দিপ্তি জানান, ট্রেনে কাটা দুই যুবকের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়।

“অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।”

আগামী বছরের শুরুতে নিয়ন্ত্রণে আসতে পারে করোনা: ফাউচিআরো বড় পরিসরে টিকাদান কর্মসূচি চালানোর জন্য করোনা টিকার পূর্ণাঙ্গ অন...
31/08/2021

আগামী বছরের শুরুতে নিয়ন্ত্রণে আসতে পারে করোনা: ফাউচি
আরো বড় পরিসরে টিকাদান কর্মসূচি চালানোর জন্য করোনা টিকার পূর্ণাঙ্গ অনুমোদন দেয়া হলে এবং এখনো বাকি থাকা ৮ থেকে ৯ কোটি নাগরিককে টিকার আওতায় আনা গেলে, আগামী বছরের শুরুর দিকেই যুক্তরাষ্ট্র করোনা মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে বলে আশা করছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

রয়টার্সের বরাতে জানা যায়, ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়ার পরদিন মঙ্গলবার কয়েকটি টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে ফাউচির এমন বক্তব্য এসেছে।

যশোরে করোনায় আরো এক জনের মৃত্যু, শনাক্ত ২৬✍ ডেস্ক রিপোর্ট ⌚30-08-2021 যশোরে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬ জনের করোনা শনাক্ত ...
30/08/2021

যশোরে করোনায় আরো এক জনের মৃত্যু, শনাক্ত ২৬
✍ ডেস্ক রিপোর্ট ⌚
30-08-2021

যশোরে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু এক জন।

মোট ২৬৯ টি নমুনা পরীক্ষা করে এ ফল মিলেছে। করোনা শনাক্তের হার ৯.৬৬ শতাংশ শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

ডা: রেহেনেওয়াজ জানান, সোমবার প্রাপ্ত ফলাফলে যশোর সদরে ৮,শার্শায় ২, মনিরামপুরে ৪,কেশবপুরে ১, ও চৌগাছায় ০, অভয়নগরে ৫,বাঘারপাড়ায় ১, ঝিকরগাছায় ৫, জনের করোনা পজেটিভ এসেছে।

যশোরে করোনা শনাক্তের হার মাত্র ৭ শতাংশস্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের শনাক্তের হার ৭ শতাংশে এসে দাঁড়িয়েছে যশোরে। গতকাল শ...
29/08/2021

যশোরে করোনা শনাক্তের হার মাত্র ৭ শতাংশ
স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের শনাক্তের হার ৭ শতাংশে এসে দাঁড়িয়েছে যশোরে। গতকাল শনিবার জেলায় করোনায় ও উপসর্গে দুইজনের মৃত্যু হলেও শনাক্ত কম ছিলো। শনাক্তের হার ৭ শতাংশ। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৩৯ এবং ইয়েলো জোনে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে নতুন করে ভর্তি হন ৫ এবং ইয়েলো জোনে ১০ জন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয় যশোরের ১৯১ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ শতাংশ। জেলা সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন বলেন, করোনা পরিস্থিতি যশোরে অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। গত দুই মাসে মৃত্যু ও শনাক্তের হার যে উদ্বেগজনক পর্যায়ে ছিলো তার পরিবর্তন হয়েছে। তবে করোনা সংক্রমণ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

Address

Level #7, Sheikh Hasina Software Technology Park
Jessore
7400

Telephone

+8801924396127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jashore Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jashore Buzz:

Videos

Share


Other Media/News Companies in Jessore

Show All