16/10/2025
ইউটিউব কি কখনও শেষ হবে?
Youtube এ প্রতি মিনিটে 500 ঘন্টার ভিডিও upload হয়, আজ অবধি যত ভিডিও আপলোড হয়েছে তা দেখে শেষ করতে গেলে 60,000 বছর লেগে যাবে। Google জানিয়েছে youtube এর data centre সার্ভার এ 5 exabyte ডাটা আছে (1 EXB = 1billion GB )।
Youtube শেষ হওয়া অসম্ভব, Youtube কত বিশাল এবং তাতে কত ধরনের ভিডিও আছে তা আমাদের ধারণার বাইরে ।
উদ্ধাহরণ স্বরুপ : ওপরের ছবি টি Benjamin Benett এর যিনি একটানা চার ঘণ্টা ক্যামেরার দিকে তাকিয়ে শুধু হাসেন, বিগত সাত বছরে তিনি এমন 300 টি live ভিডিও করেছেন । এরকম আরো কত ধরনের channel কত রকমের content youtube এ আছে তার কোনো হিসেব নেই , এর কোনো শেষ নেই ।
ধন্যবাদ ।