রহস্য থেকে বাস্তব

রহস্য থেকে বাস্তব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রহস্য থেকে বাস্তব, Digital creator, bus terminal jashore, Jessore.

> 🎥 রহস্য, বাস্তবতা, অনুভূতি ও অনুপ্রেরণার গল্প – সব কিছু একসাথে!
📚 এখানে পাবেন ভয়, ইতিহাস, কষ্ট, হাসি আর জীবনের চমকপ্রদ সত্য!
✨ এক মিনিটের ভিডিওতে বদলে যাক আপনার ভাবনা।

ইউটিউব কি কখনও শেষ হবে?Youtube এ প্রতি মিনিটে 500 ঘন্টার ভিডিও upload হয়, আজ অবধি যত ভিডিও আপলোড হয়েছে তা দেখে শেষ করতে ...
16/10/2025

ইউটিউব কি কখনও শেষ হবে?

Youtube এ প্রতি মিনিটে 500 ঘন্টার ভিডিও upload হয়, আজ অবধি যত ভিডিও আপলোড হয়েছে তা দেখে শেষ করতে গেলে 60,000 বছর লেগে যাবে। Google জানিয়েছে youtube এর data centre সার্ভার এ 5 exabyte ডাটা আছে (1 EXB = 1billion GB )।

Youtube শেষ হওয়া অসম্ভব, Youtube কত বিশাল এবং তাতে কত ধরনের ভিডিও আছে তা আমাদের ধারণার বাইরে ।

উদ্ধাহরণ স্বরুপ : ওপরের ছবি টি Benjamin Benett এর যিনি একটানা চার ঘণ্টা ক্যামেরার দিকে তাকিয়ে শুধু হাসেন, বিগত সাত বছরে তিনি এমন 300 টি live ভিডিও করেছেন । এরকম আরো কত ধরনের channel কত রকমের content youtube এ আছে তার কোনো হিসেব নেই , এর কোনো শেষ নেই ।
ধন্যবাদ ।

শুরু হচ্ছে  টাইফয়েড টিকাদান কর্মসূচী। আপনার বাচ্চাকে টাইফয়েড টিকা দিন,সুস্থ রাখুন!ধন্যবাদ 🥰
15/10/2025

শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচী।
আপনার বাচ্চাকে টাইফয়েড টিকা দিন,সুস্থ রাখুন!ধন্যবাদ 🥰

গোল বাই রাকিব হোসেনবাংলাদেশ ১-১ হংকং চায়নাওয়েল ডান বয়েজ
14/10/2025

গোল বাই রাকিব হোসেন

বাংলাদেশ ১-১ হংকং চায়না
ওয়েল ডান বয়েজ

এই গ্রামটি আগে না দেখে থাকলে একটা লাইক দিন।দেখলে কমেন্টে জানানবাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ছোট্ট গ্রাম 😊লোকেশন রাজশাহী।
14/10/2025

এই গ্রামটি আগে না দেখে থাকলে একটা লাইক দিন।
দেখলে কমেন্টে জানান

বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ছোট্ট গ্রাম 😊
লোকেশন রাজশাহী।

এই দিকে নামিবিয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল।আর বাংলাদেশ হলে ১২ বার হার্ট অ্যাটাক করাই দিয়ে অবশেষে ম্যাচ হেরে বস...
11/10/2025

এই দিকে নামিবিয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল।
আর বাংলাদেশ হলে ১২ বার হার্ট অ্যাটাক করাই দিয়ে অবশেষে ম্যাচ হেরে বসে থাকতো🤧

আচ্ছা একটা জিনিশ ভেবে দেখেছেন??একটা হাদিস আছে না? যেখানে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, ফোরাত নদী অবশ্যই শুকিয়ে যাবে আর সেখ...
11/10/2025

আচ্ছা একটা জিনিশ ভেবে দেখেছেন??

একটা হাদিস আছে না? যেখানে আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, ফোরাত নদী অবশ্যই শুকিয়ে যাবে আর সেখান থেকে স্বর্নের পাহাড় বের হবে।
সেই স্বর্ন নিয়ে এমন যুদ্ধ হবে যে প্রতি ১০০ জনে ৯৯ জন মা""রা যাবে আর প্রত্যেকেই ভাববে, হয়তো আমিই বেঁ""চে যাবো।
আবার রাসূল (সাঃ) এটাও বলেছেন, যেন আমরা সেখানে কেউ ভুলেও না যাই

বর্তমানে ২লাখ ১০ হাজার ২২ ক্যারেট স্বর্নের ভরি!
এত দাম হওয়া স্বত্তেও মানুষ কিন্তু নিজ টাকা খরচ করেও স্বর্ন কিনেই যাচ্ছে ত কিনেই যাচ্ছে!
দাম বাড়লে যেনো স্বর্ন কিনার হিড়িক একটু বেশিই পরে যায়
তাহলে, সেই যে স্বর্নের পাহাড় উঠবে সেটার জন্য মানুষের কি অবস্থা হবে একটু চিন্তা করেন ত???

আমার গত ১টা বছর ধরে এই হাদিস টা অনেক বেশি মাথায় নাড়া দিচ্ছিলো তাই শেয়ার না করে শান্তি লাগছিলো না।

হাদিস টা আছে মুসলিম শরীফের হাদিস নং ২৮৯৪ ও ২৮৯৫, খণ্ড ৪, পৃষ্ঠা ২২০ ও ২২১ নাম্বারে
আল্লাহ আমাদের রক্ষা করুন🥲

একটা দুধ বহনকারী গাড়ি অন্য গাড়ির সাথে ধা/ ক্কা লেগে গেল উল্টে! দুধে ভেসে গেল রাস্তা। ভিড় জমে গেল সেখানে।ভিড়ের মাঝ থেকে অ...
11/10/2025

একটা দুধ বহনকারী গাড়ি অন্য গাড়ির সাথে ধা/ ক্কা লেগে গেল উল্টে! দুধে ভেসে গেল রাস্তা। ভিড় জমে গেল সেখানে।

ভিড়ের মাঝ থেকে অমায়িক চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এসে দুধ বহনকারী গাড়ির ড্রাইভারকে বললেন, এজন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে৷ ক্ষতিপুরণ চাইবে।

: জ্বি
: তুমি তো গরীব। এত টাকা পাবে কোথায়? এক কাজ কর, এই আমি পাঁচ টাকা দিলাম, এখন অন্যদের কাছ থেকে আরও কিছু-কিছু নিলে বোধহয় হয়ে যাবে তোমার।

কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু টাকা উঠে গেল। ভিড় কমে গেলে ভদ্রলোকটিও চলে গেলেন। একজন পথিক আপন মনে বলে উঠল, 'কে এই ভদ্রলোক?'
ড্রাইভার বলল, 'আমার মালিক।'🙂
আসলে একটু চালাক না হলে দুনিয়াতে চলা মুশকিল🥱

11/10/2025

কিচেনের লুক।

১৯৯৭ সালের একটি বাজার সূচক।যা এখনকার সময়ের জন্য শুধু স্বপ্ন মাত্র🙂
11/10/2025

১৯৯৭ সালের একটি বাজার সূচক।
যা এখনকার সময়ের জন্য শুধু স্বপ্ন মাত্র🙂

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদা'র সাথে মিট করবেন Leo Messi!!!'ভাইরাল' জিনিস টা মানুষ কে কোথায় নিয়ে যায়!!!ডিসেম্বরে ইন্ডিয়ায়...
10/10/2025

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদা'র সাথে মিট করবেন Leo Messi!!!

'ভাইরাল' জিনিস টা মানুষ কে কোথায় নিয়ে যায়!!!
ডিসেম্বরে ইন্ডিয়ায় সফরে আসবে মেসির আর্জেন্টিনা। ৩ টা ম্যাচ খেলার কথা আছে সম্ভবত।
কলকাতায় এটা নিয়ে আলোচনা অনেক। সেখানেই Ai দিয়ে বানানো একটা ছবি ফেসবুকে ঘুরতেছিলো। মেসি রাজুদার দোকানে পরোটা খেতে গিয়েছে,এমন ছবি।
এই ছবিটা নজর আসে মেসিদের যেই ভদ্রলোক নিয়ে আসতেছে, তার।
উনি দেখলাম পোস্ট দিলো উনি মেসিকে রাজুদার সাথে দেখা করাবেন ই!!!

যেহেতু উনি ই মেসিদের নিয়ে আসতেছে, তাই উনার পক্ষে দেখা করানো টা সবচেয়ে ইজি!

'লাক' দেখেন পরোটা বিক্রেতা রাজুদার! ফেসবুকে ভাইরাল হলো, সেখান থেকে দুই বাংলায় আলোচিত, সেখান থেকে এবার মেসির সাথে দেখা করার অপেক্ষা!

ভাবা যায় জীবন কখন কাকে কোথায় নিয়ে যায়..

মাল খেয়ে টাল হয়ে আছে পাখিরা। এইগুলো মরা পাখি নয়। মদপানে মাতাল হওয়া ওয়াক্স উইং পাখি। কিছু কিছু  ফল আছে যেগুলো পচে গেলে তা...
24/09/2025

মাল খেয়ে টাল হয়ে আছে পাখিরা।

এইগুলো মরা পাখি নয়।
মদপানে মাতাল হওয়া ওয়াক্স উইং পাখি।

কিছু কিছু ফল আছে যেগুলো পচে গেলে তাতে এলকোহল জমে। এই পাখিগুলো সেই এলকোহলওয়ালা ফল খেয়ে টাল হয়ে মাটিতে পড়ে থাকে।

পার্কে হাঁটার সময় পথচারীরা পাখিগুলোকে কুড়িয়ে নিরাপদ স্থানে রেখে দেন যাতে নেশা কেটে গেলে পাখিগুলো উড়ে যেতে পারে।

Address

Bus Terminal Jashore
Jessore
7400

Telephone

+8801948950006

Website

Alerts

Be the first to know and let us send you an email when রহস্য থেকে বাস্তব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share