
12/08/2025
চুল নিয়ে দুঃশ্চিতার দিন শেষ।। কারণ-
আমাদের অর্গানিক হেয়ার কম্বো তৈরী করা হয়েছে আমলোকি, রিঠা, মেহেদী, শিকাকাই, বহেড়া, কালোজিরা, তিল, জবাফুল, দূর্বাঘাস, কুজ, হরিতকি, ভৃঙ্গরাজ, নিমপাতা, কালোমেঘি, থানকুনি, স্বর্ণলতা, একাঙ্গি, তুলসী, পুদিনাপাতা এবং কিছু সিক্রেট উপাদানসহ সর্বমোট ৩০-৩৫ রকম প্রাকৃতিক উপাদান দিয়ে।। যা বাচ্চা থেকে বৃদ্ধ,, ছেলে-মেয়ে সবার ব্যবহারের উপযোগী।। ❤️
উপকারীতা:-
🌿চুলের গ্রোথ বৃদ্ধি করবে।।
🌿চুল ভেঙ্গে যাওয়া রোধ করবে।।
🌿চুল পড়া বন্ধ করবে।।
🌿খুশকি দূর করবে।।
🌿 ড্যামেজ চুল রিপেয়ার করে চুলকে ঝলমলে করে তুলবে।।
🌿চুল হবে প্রানবন্ত এবং স্বাস্থ্যজ্জল।।
🌿নিয়মিন ব্যবহারে নতুন চুল গজাবে।।
🌿চুল পাকা রোধ করবে।।
🌿মাথা ঠান্ডা রাখবে।।
হেয়ার কম্বো ব্যবহারের নিয়ম:-
🌱হেয়ারপ্যাক আপনার চুলে যতটুকু লাগবে সে পরিমাণ নিয়ে তাতে একটা ডিম এবং ২/৩ চা চামুচ টকদই দিয়ে মিক্স করে নিতে হবে।।
সাথে এলোভেরা জেল ও যোগ করতে পারেন।।
যদি ডিম/ টকদই/ বা এলোভেরা জেল এর যে কোনো একটা থাকে শুধু সেটা দিয়েই মিক্স করে নিলে হবে।।
আর কোনোটাই হাতের কাছে না থাকলে নরমাল পানি দিয়ে গুলে নিবেন।।
🌱গোলানো হেয়ারপ্যাক পুরা মাথার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে একটা শাওয়ার ক্যাপ বা পলি দিয়ে ৩০/৪০ মিনিট মাথা ঢেকে রাখুন।। তারপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।।
🌱এভাবে হেয়ারপ্যাক প্রথমদিকে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।। পরবর্তীতে সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট।।
🌱তারপর চুল শুকিয়ে হেয়ার অয়েল ভালোকরে মেসেজ করে পুরা মাথায় লাগান।। হেয়ার অয়েল প্রথম দিকে সপ্তাহে ৩/৪ দিন এবং পরবর্তীতে সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।।
🌱হেয়ার অয়েল লাগানোর আগে রোদে দিয়ে বা গরম পানির উপর একটা বাটিতে নিয়ে সামান্য গরম করে নিন।। তাতে ভালো ফলাফল পাবেন।।
👉অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।।