পিয়াসシ︎

পিয়াসシ︎ SHAJEDUZZAMAN PIAS KHAN

14/10/2024

- যশোর জেলা কেন বিখ্যাত। 🥰

াংলা

20/07/2024

চোখের পানি কি আটকে রাখা যায় ?😭

05/05/2024

- রিযিক এর মালিক আল্লাহ 🌸

🎙️আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান। 🥰

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো তরুণের যশোরের খাজুরায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিফ হোসেন (১৮) নামের এক তরুণ...
16/08/2022

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো তরুণের

যশোরের খাজুরায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিফ হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে সোমবার তেলীধান্যপুড়া এলাকায় বাঘারপাড়া-খাজুরা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

আরিফ হোসেন স্থানীয় রায়পুর ইউনিয়নের দর্গাহপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহিন মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ দুপুর ১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে খাজুরা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলীধান্যপুড়া এলাকার বাঁশতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আরিফ সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হলে পথিমধ্যে মারা যান আরিফ।

নিহতের মামা মিলন হোসেন বলেন, দুই বোনের মধ্যে আরিফ মেঝো। বছর খানেক আগে হেফজ্ পড়া বাদ দিয়েছে। বর্তমানে খাজুরা বাজারে সাইফুল নামের এক মুদি দোকানে কাজ করতো।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক অভিজিৎ সিংহ রায় জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেননি।

04/08/2022

যশোরের বাঘারপাড়ার রায়পুরে বিছালি কাঁটার মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Mytv

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে আজ (বুধবার) বিকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুহুল আমিন (৪০) ও তৌহিদুল ইসলাম (৪২) নামে আপন দুই ভাইয়ের করূন মৃত্যু হয়েছে। রুহুল আমিন ও তৌহিদুল ইসলাম জয়নগর গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে।

বিকালে রুহুল আমিন গরুর বিছালি কাঁটার জন্য বৈদ্যুতিক বিছালি কাঁটার মেশিন চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। অপর ভাই তৌহিদুল ইসলাম মাঠের কৃষি জমির আইল কেটে বাড়ি ফিরে রুহুল আমিনকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া দেখে বাঁচাতে এগিয়ে আসলে তৌহিদুল ইসলাম ও তার ভাইয়ের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে।

তারপর বাড়ির ও আশাপশের অন্য লোকেরা বিষয়টি টের পেয়ে দুই ভাইকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

রুহুল আমিনের শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে ঝলসে গেছে। রুহুল আমিন পেশায় একজন কৃষক এবং অপর ভাই তৌহিদুল ইসলাম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও উদ্যোক্তা।

রুহুল আমিন এলাকায় মাটির মানুষ নামে পরিচিত। রুহুল আমিনের রয়েছে ২ বছরের একটি কন্যা সন্তান ও তৌহিদুল ইসলামের রয়েছে ৫ বছর ও ৬ মাস বয়সী দুটি পুত্র সন্তান। আপন দুই ভাইয়ের এমন করুন মৃত্যুতে তাদের পরিবারের চলছে শোকের মাতম। এলাকাবাসী ও প্রতিবেশীরা এমন করূন ও অকাল মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছে।

25/06/2022

যশোর জেলা কে নিয়ে
অসাধারণ একটি গান 🥰

09/06/2022

ভারতে নবীকে নিয়ে কটু*ক্তি করা নিয়ে বাংলাদেশ থেকে কঠিন গ*র্জন দিলেন মুফতী সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমোনাই'র গর্জন।

09/06/2022

যশোরের খাজুরা বাজারে ভুয়া ম্যজিস্ট্রেট চক্রের ৪ সদস্য আটক।

🚫 বিশেষ সতর্কবার্তাঃ কখনো পুলিশ,ম্যজিস্ট্রেট বা অনন্য কোন সরকারি কর্মকর্তার পরিচয়ে কেউ আপনাকে তলফ করলে আগে তাদেরকে যাচাই বাচায় করুন।

07/06/2022

#জহুরপুরে_শোকের_ছায়া_চোখের_জলে_ইব্রাহিমকে_বিদায়
আগুন লাগার পর রাতে ইব্রাহিম ফেসবুকে লাইভ শুরু করেন। তার লাইভ যখন প্রায় ৪১ মিনিটে, তখন বিস্ফোরণ হতে দেখা যায়। তারপর ওই লাইভটি অন্তত আরও ৪ মিনিট চলে।তার লাইভ চলাকালীন অনেককেই মোবাইল হাতে ওই স্থানে লাইভ করতে দেখা যায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আর্তনাদের শব্দ ভেসে আসে।

#গ্রামের_কাগজ

01/06/2022

যশোরের বাঘারপাড়ায় আজ অপঘাতে প্রাণ গেল চার জনের। এর মধ্যে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং খুন হয়েছেন একজন। আজ সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের ইবাদ আলী মোল্যার বাড়ি থেকে নকিম উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো হারুন মোল্যার মেয়ে তমা,কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া এবং সাঈদ মোল্লার ছেলে হোসাইন।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when পিয়াসシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share