18/08/2023
মা❤️😢
হারছি তো হারছি।
জানি না কবে জিতবো কিংবা আদৌ জিতবো কিনা।
মা তোমার কথা মনে পড়ে।
অনেক দূরে আছি চাইলে তোমাকে দেখতে যাইতে পারি কিন্তু কি নিয়ে দেখতে যাবো বলো। তোমার খুশির জিনিসটাই তো আমি দিতে পারছি না।
পরিশ্রমের বিকল্প কিছু নাই কিন্তু আমার এটাকে কি বলে মা ?
এখন কেন জানি আগের মতো চোখ মুছে আমার কাজ শুরু করতে পারি না আর এখন তোমার সান্ত্বনা পরও চোখে জলের ধারা বয়ে যায়।
আমাদের জন্য তুমি যা করছ তা লিখে শেষ হবে না বিশেষ করে আমার জন্য কিন্তু আমি হতভাগা কিছু দিতে পারছি না। কি করবো বলো আমিতো পারি কিন্তু কেন হারছি? আমি পারি এই কথাও এখন সবার কাছে হাস্যকর। আমার জন্য প্রতি টা মানুষ কষ্ট পাচ্ছে। নিজের প্রতি বিশ্বাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি।
আল্লাহ তুমি একটু সহায় হও আমাকে ক্ষমা করে দাও
মা তুমি তোমার মেয়ে জন্য অপেক্ষা থাকো ইনশাল্লাহ আমি তোমার স্বপ্ন নিয়ে আসবোই।
তুমি কেন যে এই স্বপ্ন টা চাও সেটা আমি জানি😪দোয়া করি তুমি দীর্ঘজীবী হও।
হে আল্লাহ জানি না আমার দৈনন্দিন জীবনের এই কাজগুলোকে কি বলে আমি আমার এই কাজগুলোর ফল চাই আমার মা এবং পরিবারের জন্য😢🤲
""ভাগ্য ""আল্লাহ তায়ালা বড় নিয়ামত যা সবার জন্য মোটেও সহজ নয় কিন্তু চেষ্টা করতে নাই মানা। এটা ভেবে দিনচলা 😥
ছবিতেঃ আমার হার্টের ❤️ দুইটা অংশ