DPSC Sarcasm

DPSC Sarcasm ডিপিএসসি অপমানজনক রসিকতা - যখন ক্যাম্পাস জীবন কাঁদায়, আমরা ব্যঙ্গায়! Meme Idea পাঠাতে ই-মেইল করো - [email protected] Creating Happiness

11/07/2025

Awami League o emon openly khun korar shahosh dekhainai.

26/06/2025

প্রিয় এইচএসসি ২০২৫ শিক্ষার্থীরা,
তোমাদের শিক্ষাজীবনের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো আজ। Dawoodians' Alumni Association - College Section-এর পক্ষ থেকে তোমাদের জানাই উষ্ণ অভিনন্দন এবং অফুরন্ত শুভকামনা।

মহান আল্লাহ যেন তোমাদের প্রতিটি পদক্ষেপে সহায় হন, তোমাদের হৃদয়কে প্রশান্তিতে পূর্ণ করেন এবং তোমাদের চিন্তা-চেতনায় জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত করেন। তোমাদের কঠোর পরিশ্রমই হোক সাফল্যের সোপান, আর অটুট আত্মবিশ্বাস হোক তোমাদের অফুরন্ত শক্তির উৎস।

তোমাদের এই পথচলা হয়তো সহজ হবে না, তবে তোমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা, যারা স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল। তোমাদের নিয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং অধীর আগ্রহে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার অপেক্ষায় আছি।
আল্লাহ তোমাদের সকলকে উত্তম ফলাফলে ভূষিত করুন। আমিন। 🤲

এইচএসসি ২০২৫-এর যাত্রা শুভ হোক!

রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড, হেহে
23/06/2025

রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড, হেহে

যশোর শিক্ষা বোর্ডে ২৬ জুনের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রা...
23/06/2025

যশোর শিক্ষা বোর্ডে ২৬ জুনের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এ ঘোষণা ভুয়া ও ভিত্তিহীন বলে জানান এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সূত্র : Jamuna Television

ইনবক্সে বিস্তারিত কথাবার্তা হবেইন্টারেস্টেড থাকলে নক করো
22/06/2025

ইনবক্সে বিস্তারিত কথাবার্তা হবে
ইন্টারেস্টেড থাকলে নক করো

22/06/2025

শুধুমাত্র 'নজর' লাগার ভয়ে বহু মানুষ এখন আর তার সুখের মুহূর্ত ফেসবুকে দেখায় না। আগে স্টোরি দিতো, ছবি আপলোড করতো, তারপর দেখা যেতো 'ঝামেলা' শুরু হয়ে গেছে! তারপর থেকেই অনেকেই ফেসবুকে সুখের খবর ও জানায় না! 'বদনজর' সুন্দর জীবন খুব বাজে ভাবে নষ্ট করে দেয়! ❤️

25/04/2025

রক্তের সম্পর্ক সবচেয়ে ওভাররেইটেড আর ফালতু একটা জিনিস।

আমাদের অনেক রিলেটিভ আছে, কালকে আমাদের কিছু হইলে একটা মিসড কল ও দিবে না, কিন্তু এমন অনেক ফ্রেন্ড/জুনিয়ার/সিনিয়র আছে - যারা এক্কেবারে অপরিচিত ছিলেন কয়েক বছর আগে, কখনো দেখা হয় নাই - কিছু হইলে যে কোন লিমিট ক্রস করবে বা হেল্প এর জন্য জানটা দিয়ে ফেলবে বা ফেলছে।

শুভকামনা
19/04/2025

শুভকামনা

দাউদিয়ানস' অ্যালামনাই অ্যাসোসিয়েশন - কলেজ শাখা, যশোর ক্যান্টনমেন্ট
নবগঠিত (২০২৫-২০২৭) কার্যনির্বাহী কমিটির শুভ সূচনা

দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন ও সম্মিলিত অঙ্গীকারের ফসল হিসেবে দাউদিয়ানস' অ্যালামনাই অ্যাসোসিয়েশন - এর ২০২৫-২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এই কমিটি দাউদিয়ানদের মধ্যে আত্মীয়তার বন্ধনকে আরও সুদৃঢ় করতে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং প্রিয় প্রতিষ্ঠানের গৌরবকে বিশ্বময় ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উপদেষ্টা পরিষদ

অসামান্য নেতৃত্ব ও প্রজ্ঞার আলোকে আমাদের পথ দেখাবেন:

- মাহফুজা নাসরিন (অধ্যক্ষ)
- মো. আসাদুল আলম (কো-অর্ডিনেটর)
- মো. মোস্তফা আলী(সহকারী অধ্যাপক)
- আলমগীর হোসাইন(সহকারী অধ্যাপক)
- কৃষ্ণ প্রসাদ সাহা (প্রভাষক)

আমাদের অঙ্গীকার :
এই কমিটি দাউদ পাবলিক কলেজের গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পুনর্মিলন ও উন্নয়নমূলক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। একই সাথে শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ, ক্যারিয়ার গাইডেন্স ও সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

নতুন এই যাত্রায় সকল দাউদিয়ান, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করছি। একসাথে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাসকে আরও গৌরবান্বিত করবো—এটাই আমাদের প্রত্যাশা।

সম্মানিত সদস্যগণ, আসুন ঐক্যবদ্ধভাবে দাউদিয়ানস' অ্যালামনি অ্যাসোসিয়েশনকে নতুন উচ্চতায় নিয়ে যাই!

দাউদিয়ানস' অ্যালামনাই অ্যাসোসিয়েশন - কলেজ শাখা,
যশোর ক্যান্টনমেন্ট

A preview of what’s to come this summer. While it's still mid-March, so make sure to stay refreshed and hydrated!
15/03/2025

A preview of what’s to come this summer. While it's still mid-March, so make sure to stay refreshed and hydrated!

আমাদের SSC-25 ব্যাচ নিয়ে কিছু কথা!! দয়া করে সবাই সম্পূর্ণটি পড়বেন।আমারা হয়ত দাউদের ইতিহাস এমন এক ব্যাচ যারা কতৃপক্ষে...
05/03/2025

আমাদের SSC-25 ব্যাচ নিয়ে কিছু কথা!! দয়া করে সবাই সম্পূর্ণটি পড়বেন।

আমারা হয়ত দাউদের ইতিহাস এমন এক ব্যাচ যারা কতৃপক্ষের দ্বারা সবচেয়ে বেশি হেনস্তার স্বীকার হয়েছি, এমনকি আমাদের অভিভাবকরাও অপমানিত হয়েছেন।

আমাদের SSC পরীক্ষার আর আছে মাত্র ৩৬ দিন। আজকে থেকে আমাদের স্কুলে চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে যা শেষ হবে ১৯/০৩/২৫ তারিখে অর্থাৎ এস এস সি পরীক্ষার আর বাকি থাকে প্রায় ২২ দিন মতো। এখন এসে স্বাভাবিক ভাবেই অনেকেই পরীক্ষা দিতে চাইবে না। বলে রাখা ভালো, এই পরীক্ষাটি আমাদের স্পেশাল ক্লাস এর পরীক্ষা অর্থাৎ এক কথায় বলতে গেলে স্কুল কোচিং এর পরীক্ষা।এখন আমাদের বাসায় স্কুল থেকে পরীক্ষা দেওয়ার জন্যে বারবার কল দেওয়া হচ্ছে। এখন আমাদের কথা হলো এখন রোজা রেখে ৩ ঘন্টা পরীক্ষা দিয়ে যদি কেউ SSC পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ে সেই দায়ভার কী স্কুল কতৃপক্ষ নিবে??
আর এটা যেহেতু স্কুল কোচিং এর পরীক্ষা তাহলে এটা তো এক এক জনের ব্যক্তিগত ব্যাপার সে পরীক্ষা দিবে কি দিবে না সেটা তার ব্যাপার ,এবং SSC'র আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন বাকি!!

**.এবার আসি আমাদের অভিভাবকরা কিভাবে অপমানিত হলো?

আমাদের স্কুলে যখন Annual Sports হয়েছিল তখন আমরা নিজে থেকে স্কুল কতৃপক্ষ কে বলেছিলাম "আমাদের আমাদের অভিভাবকদের আসতে কি এইবার invitation card লাগবে না?" তখন তারা আমাদেরকে ফটোকপি করে invitation cardদিয়েছিল।ঠিক আছে আমরা মনে করছিলাম হয়ত মনে নেই কিন্তু!!
কালচারাল নাইটের সময় আমরা যখন invitation card চাইতে গেলাম তখন আমাদের কে ইনভিটেশন কার্ড দেওয়া হয়নি!! শুধু মাত্র কয়েক জন কে দেওয়া হয়েছিল এবং বাদবাকি কাওকে দেওয়া হয় নি!! পাশাপাশি এবার দাউদে নতুন নিয়ম করা হয়েছিল টোকেন সিস্টেম। অর্থাৎ টোকেন দিলে নাস্তা দিবে অন্যথায় দিবে না। যে সমস্ত শিক্ষার্থীদের ইনভিটেশন কার্ড দেওয়া হয়েছিল তাদেরকে টোকেন দেওয়া হয়নি, অন্যদের তো ইনভিটেশন কার্ড ই দেওয়া হয়নি। ওইদিন অন্যান্য সকল শ্রেণীর অভিভাবকরা যখন নাস্তা পাচ্ছিল তখন আমাদের অভিভাকদের দেওয়া হয়নি এতে কি আমাদের অভিভাবকরা অপমানিত হয় নি?? আমাদের সাথে যে হেনস্তা করা হয়েছে সেটা না হয় আমরা মেনে নিয়েছি , তবে আমাদের অভিভাবকদের প্রতিবার এভাবে অপমানিত করা কি ঠিক হয়েছ???

বলে রাখা ভালো আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের সময় স্কুল কর্তৃপক্ষ 4000 টাকা extra নিয়েছিল সেটা কি আমাদের অভিভাবকদের এভাবে অপমান করার জন্য?? এখন এসে তারা কোন মুখে আমাদের অভিভাবকদের কাছে পরীক্ষা দেওয়ার জন্য কল দেয়??

আমরা কতৃপক্ষ কে নিয়ে আর কিছু বলতে চাই না শুধুমাত্র Admit Card টি দিয়ে দিলেই আলহামদুলিল্লাহ!!

13/02/2025

😦

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when DPSC Sarcasm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share