19/04/2025
শুভকামনা
দাউদিয়ানস' অ্যালামনাই অ্যাসোসিয়েশন - কলেজ শাখা, যশোর ক্যান্টনমেন্ট
নবগঠিত (২০২৫-২০২৭) কার্যনির্বাহী কমিটির শুভ সূচনা
দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন ও সম্মিলিত অঙ্গীকারের ফসল হিসেবে দাউদিয়ানস' অ্যালামনাই অ্যাসোসিয়েশন - এর ২০২৫-২০২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এই কমিটি দাউদিয়ানদের মধ্যে আত্মীয়তার বন্ধনকে আরও সুদৃঢ় করতে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং প্রিয় প্রতিষ্ঠানের গৌরবকে বিশ্বময় ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
উপদেষ্টা পরিষদ
অসামান্য নেতৃত্ব ও প্রজ্ঞার আলোকে আমাদের পথ দেখাবেন:
- মাহফুজা নাসরিন (অধ্যক্ষ)
- মো. আসাদুল আলম (কো-অর্ডিনেটর)
- মো. মোস্তফা আলী(সহকারী অধ্যাপক)
- আলমগীর হোসাইন(সহকারী অধ্যাপক)
- কৃষ্ণ প্রসাদ সাহা (প্রভাষক)
আমাদের অঙ্গীকার :
এই কমিটি দাউদ পাবলিক কলেজের গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পুনর্মিলন ও উন্নয়নমূলক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। একই সাথে শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ, ক্যারিয়ার গাইডেন্স ও সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
নতুন এই যাত্রায় সকল দাউদিয়ান, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করছি। একসাথে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাসকে আরও গৌরবান্বিত করবো—এটাই আমাদের প্রত্যাশা।
সম্মানিত সদস্যগণ, আসুন ঐক্যবদ্ধভাবে দাউদিয়ানস' অ্যালামনি অ্যাসোসিয়েশনকে নতুন উচ্চতায় নিয়ে যাই!
দাউদিয়ানস' অ্যালামনাই অ্যাসোসিয়েশন - কলেজ শাখা,
যশোর ক্যান্টনমেন্ট