Md Rakibul Hasan

Md Rakibul Hasan digital creator.

প্রশ্ন সমাধান 🔰🥰যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো)স্টোর কিপার২০.০৯.২০২৫
21/09/2025

প্রশ্ন সমাধান 🔰🥰
যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো)
স্টোর কিপার
২০.০৯.২০২৫

আজকে অনুষ্ঠিত  #সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর  #সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষায় আসা   প্রশ্নের সমাধান।
20/09/2025

আজকে অনুষ্ঠিত #সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর #সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান।

আজকে অনুষ্ঠিত  #রাজস্ব_বোর্ড এর  #অফিস_সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষায় আসা   প্রশ্নের সমাধান।
20/09/2025

আজকে অনুষ্ঠিত #রাজস্ব_বোর্ড এর #অফিস_সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান।

আজকে অনুষ্ঠিত  িসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা   প্রশ্নের সমাধান।
19/09/2025

আজকে অনুষ্ঠিত িসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান।

আজকে অনুষ্ঠিত  #পিএসসি এর  #সহকারী_পরিচালক পদের পরীক্ষায় আসা   প্রশ্নের সমাধান।
15/09/2025

আজকে অনুষ্ঠিত #পিএসসি এর #সহকারী_পরিচালক পদের পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান।

15/09/2025

✴️✴️সমাস নির্ণয়ের শর্টকাট_টেকনিক✴️✴️

#দ্বন্দ্ব_সমাস : এবং,ও,আর (৩টি অব্যয়) থাকলে দ্বন্দ্ব সমাস।
#অলুক_দ্বন্দ্ব :ব্যাসবাক্যে ে ও ো থাকলে অলুক দ্বন্দ্ব।
#দ্বিগু_সমাস : ব্যাসবাক্যে "সমাহার" থাকলে দ্বিগু সমাস।
ুষ : শুরুতে ন থাকলে নঞ তৎপুষ।
ুষ : শেষে " যা" থাকলে উপপদ তৎপুরুষ সমাস।
#অলুক_তৎপুরুষ : পরিবর্তন না হলে অলুক তৎপুষ।
#কর্মধারায়_সমাস : ব্যাসবাক্যের মাঝে "যে" থাকলে কর্মধারায় সমাস।
#মধ্যপদলোপী__কর্মধারায় : মাঝে বিভক্তি লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস।
#উপমান_কর্মধারায় : মাঝে "ন্যায়" থাকলে উপমান কর্মধারায় সমাস।
#উপমিত_কর্মধারায় : শেষে ন্যায়" থাকলে উপমিত কর্মধারায় সমাস।
#রুপক_কর্মধারায় : মাঝে "রুপ" থাকলে রুপক কর্মধারায়
#বহুব্রীহি_সমাস : শেষে "যার" থাকলে বহুব্রীহি সমাস।
#ব্যতিহার_বহুব্রীহি : হাতাহাতি, কানাকানি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি।
#অব্যয়ীভাব_সমাস : পর্যন্ত, অভাব, সমীপে, অতিক্রম, গমন,সদৃশ ইত্যাদি অব্যয়ীভাব সমাস।
#প্রাদি_সামাস : প্র, পরা, প্রতি, অনু থাকলে প্রাদি সমাস।
#নিত্য_সমাস : "অন্য" দিয়ে সমাস হলে নিত্য সমাস।

📎📎কবিতা📎📎
এবং,ও,আর মিলে যদি হয় দ্বন্দ্ব,
সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ।
যে যা তা যিনি তিনি কর্মধারায়,
যে যার শেষে থাকলে বহুব্রীহি কয়।
অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে "অব্যয়ী" মেলে,
বিভক্তি লোপ পেলে তাকে তৎপুরুষ বলে।

আজকে অনুষ্ঠিত  #পাওয়ার_গ্রিড বাংলাদেশ এর  #জুনিয়র হিসাব সহকারী / জুনিয়র প্রশাসনিক সহকারী পদের পরীক্ষায় আসা   প্রশ্নের সম...
13/09/2025

আজকে অনুষ্ঠিত #পাওয়ার_গ্রিড বাংলাদেশ এর #জুনিয়র হিসাব সহকারী / জুনিয়র প্রশাসনিক সহকারী পদের পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান।

আজকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থানা/উপজেলা শিক্ষা অফিসার পদের পরীক্ষার   প্রশ্নের সমাধান
12/09/2025

আজকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থানা/উপজেলা শিক্ষা অফিসার পদের পরীক্ষার প্রশ্নের সমাধান

আজকে ১২-০৯-২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত হওয়া কারিগরি ও মাদ্রাসা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান।
12/09/2025

আজকে ১২-০৯-২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত হওয়া কারিগরি ও মাদ্রাসা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান।

আজকে অনুষ্ঠিত  #শিশু_একাডেমি এর  #জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের পরীক্ষায় আসা   প্রশ্নের সমাধান।
12/09/2025

আজকে অনুষ্ঠিত #শিশু_একাডেমি এর #জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান।

Everything is possible !✅
29/08/2025

Everything is possible !✅

31/05/2025

ব্যাংক রিটেনে পড়া কিভাবে কমিয়ে আনবেন:
ব্যাংক রিটেন প্রস্তুতির সময় পড়া অনেক বেশি মনে হতে পারে। তবে কিছু কৌশল অনুসরণ করলে পড়ার পরিমাণ কমিয়ে ফলপ্রসূ প্রস্তুতি নেওয়া সম্ভব।

১. প্রথমে রিটেনের ২০০ নম্বর বন্টন ঠিক করে নিন। ম্যাথ ও জিকে'তে ৩০+৩০=৬০ নম্বর। বাকি ১৪০ নম্বর Passage, focus (Ban+Eng), Argument, Translation আছে৷

২. সবচেয়ে বেশি নম্বর ফোকাস রাইটিং এ ৭০ নম্বর৷ এইখানে ভালো করার জন্য টপিক ভাগ করে নিন। এরপর কমন intro, conclusion, Quotations, graph charts শিখে নিন। যেমন: রিসেন্ট টপিক "Starlink in Bangladesh"। এটা ICT থেকে এসেছে তাই ICT সম্পর্কিত কমন intro, con, quotes, grahp বসিয়ে দিতে পারবেন ও ৩০% main body এইটার রিলেটেড লিখলে ভালো নম্বর প্রত্যাশ করতে পারবেন। এইভাবে বাকি টপিকের জন্য এই নিয়ম অনুসরণ করে নিন। আর রিসেন্ট ও স্থায়ী টপিকের জন্য ৩০%-৪০% লেখা শর্ট নোট তৈরি করে নিন৷ এতে আপনার পড়া অনেক অনেক কমে যাবে।

৩. ম্যাথ ও জিকে প্রিলিতে যা পড়েছেন; রিটেনেও তা পড়তে হবে। তাই ম্যাথের জন্য সূত্র শিখে চর্চায় লেগে পড়ুন ও জিকের ক্ষেত্রেও একই।

৪. প্র্যাকটিস বেশি, মুখস্থ কম ব্যাংক পরীক্ষায় প্রশ্ন আসে কনসেপ্ট ও প্র্যাকটিসভিত্তিক। আর্গুমেন্ট রাইটিং এ ৩০ নম্বরে সবচেয়ে বেশি নম্বর তোলা যায়। দু'ধরনের আর্গুমেন্ট আসে; তাই intro & Con শিখে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপনে ভালো করার জন্য চর্চায় লেগে পড়ুন বা শর্ট নোট তৈরি করুন।

৫. প্যাসেজ ও অনুবাদ: দুইটাই স্কিল ও চর্চা নির্ভর। প্রথমে প্যাসেজের প্রশ্ন পড়ে দ্রুত উত্তর খোঁজা শিখে নিন। রাইটিং স্কিল দিয়ে উত্তর সুন্দর সুচারুভাবে সাজিয়ে লেখার চেষ্টা ও চর্চা চালিয়ে যান। অনুবাদের ক্ষেত্রেও একই।

৬. উপরের বিষয়ের জন্য যা স্মার্ট নোট তৈরি করেছেন; তা প্রতি ৩/৪ বার রিভাইস করে নিন (সংক্ষিপ্ত পয়েন্টে লেখা শর্ট নোট যা আপনি বুজলে হবে, দ্রুত চোখ বুলানো যায় এমন)।

৭. রিভিশন পরিকল্পিতভাবে করুন পড়ার চেয়ে রিভিশন অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ২ ঘণ্টা রিভিশনের জন্য রাখুন। পড়ার পর ১ দিন, ৭ দিন, ১৫ দিন পর রিভিশন করলে সহজে ভুলবেন না

মোদ্দা কথা, "কম পড়া মানে না কম শেখা, বরং সঠিক জিনিস সঠিকভাবে শেখা"। আপনার স্ট্র্যাটেজি ও নিয়মিত রিভিশনের মাধ্যমে কম সময়ে বেশি শেখা সম্ভব।

~ সংগ্রহীত ‼️

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rakibul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share