Love & Sorrow

Love & Sorrow Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Love & Sorrow, Digital creator, Jessore.
(129)

জীবনে সুখ থাকবে ঠিক তেমনি দুঃখ ও থাকবে।সুখ দুঃখ একে অন্যের পরিপূরক। দুঃখ ছাড়া যেমন সুখ মেলে না ঠিক তেমনি সুখের পরে হঠাৎ করে দুঃখের আগমন ঘটে,তাই দুঃখ কে দেখে ভয় পাওয়ার কিছু নেই।ভয় কাটিয়ে উঠতে পারলেই সুখের সন্ধান মিলবে।😊🫰🫶

21/09/2025

゚viralvideo ゚viralシ ゚

21/09/2025

゚ ゚viralシ ゚viralvideo

স্বামীর ঘরে সুখে ছিল না সে।অনেক অভিযোগ হয়ত ছিল স্বামীর প্রতি। হয়ত শ্বশুর বাড়িটা তার কাছে বন্দীশালা ছিল!তাই একদিন নিজের স...
21/09/2025

স্বামীর ঘরে সুখে ছিল না সে।
অনেক অভিযোগ হয়ত ছিল স্বামীর প্রতি।
হয়ত শ্বশুর বাড়িটা তার কাছে বন্দীশালা ছিল!

তাই একদিন নিজের সুখের জন্য বাড়িতে কাউকে কিছু না বলে,ছেলেটাকে সাথে নিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেল!!

স্বামী বাড়ি ফিরে সবজায়গায় খুঁজল তাদের। কোথাও পেল না স্ত্রী এবং ছেলেকে।

একদিন সে জানতে পারল,তার স্ত্রী হারিয়ে যায় নি।সে নিজ ইচ্ছায় অন্য এক সুদর্শন পুরুষকে বিয়ে করে সেই পুরুষের বাড়িতে আছে!!

স্বামীর মাথায় আকাশ ভেঙে পরে!!
তাকে ডিভোর্স না দিয়ে কিভাবে তার স্ত্রী অন্যত্র বিয়ে করল!

তাকে তার স্ত্রী আরও সারপ্রাইজ দিল কিছু দিন পর,তার নামে নারী নির্যাতনের মামলা করে!!

হয়ত তার অনেক দোষ ছিল।
কিন্তু এভাবে সে তার সন্তান কে নিয়ে পালিয়ে যাবে,এটা সে কোনভাবেই মেনে নিতে পারে না।

সন্তানের জন্য বাবা এবং দাদী পাগলপ্রায়!!

ওদিকে মায়ের নতুন সংসারে মা হয়ত সুখের ডালা নিয়ে বসে আছে কিন্তু ছোট্ট ছেলেটা বন্দী পাখির মত তার বাবা,দাদীর কাছে ফিরে আসার জন্য ছটফট করে!

বাবার রাজপ্রাসাদ আর দাদীর অফুরন্ত আদরের নাতি,মায়ের নতুন ভালোবাসার ভাঙাচোরা কুঁড়ে ঘরে, নতুন লোকদের মাঝে খুব কষ্টে থাকে!

কিন্তু সে তো ছোট মানুষ। এতদূর কিভাবে সে একা ফিরে যাবে?

একদিন তার বাবা ঠিকই তাদের ঠিকানা খুঁজে পায়।
আর তার বাচ্চাটাকে ফিরিয়ে আনার জন্য সেখানে ছুটে চলে যায়!

বাবা এবং দাদীর আসার খবর শুনে ছোট্ট দেহটাতে যেন নতুন করে প্রাণ ফিরে পায় সে!

বাঁধনহারা পাখির মত তাই তো ছুটে যেয়ে দাদী এবং বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে!!
যেন কোনভাবেই তার বলয় ছেড়ে তারা চলে যেতে না পারে!!

এ দৃশ্য উপস্থিত সবার চোখ ভিজিয়ে দেয়😭😭😭!!

👉একবছর আগে মেয়ে টি যে ভ্রান্ত পথের পথিক হয়ে, স্বামী কে ডিভোর্স না দিয়ে অন্যত্র সুখ খুঁজতে যায়!
জানতে ইচ্ছা হয়!
মেয়েটির এই ভুল সুখ কতদিন স্থায়ী হয়!

আরিয়ান খান—শাহরুখ খানের ছেলে। এতদিন শুনেছি, অভিনয়ের দুনিয়ায় নামার তেমন কোনো আগ্রহ নেই ওর। কিন্তু হঠাৎ পরশুদিন একটা সিনেম...
21/09/2025

আরিয়ান খান—শাহরুখ খানের ছেলে। এতদিন শুনেছি, অভিনয়ের দুনিয়ায় নামার তেমন কোনো আগ্রহ নেই ওর। কিন্তু হঠাৎ পরশুদিন একটা সিনেমার ট্রেলার চোখে পড়লো। ট্রেলারে আরিয়ানকে দেখে মুহূর্তেই মনে হলো—বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা, হাঁটা-চলার ভঙ্গি—সবটা যেন হুবহু যুবক শাহরুখের প্রতিচ্ছবি!

যাকগে, এরপর আরিয়ানের একটা মঞ্চে কথা বলার ভিডিও দেখলাম। মঞ্চে তখন শাহরুখও উপস্থিত। আরিয়ান বলছিলো—এটাই নাকি ওর জীবনের প্রথমবার, যখন সবার সামনে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে। ভুল না হয় তাই নাকি অনেকদিন ধরে প্র্যাকটিস করেছে। বাড়তি সতর্কতায় মঞ্চের বিপরীত পাশে স্ক্রিনে স্পিচ লিখে রেখেছে। এমনকি যদি লোডশেডিং হয়, তাই ভেবে পকেটে করে লেখা কাগজও এনেছে, সঙ্গে একটা টর্চ!

তারপরও যদি কোনো ভুল হয়ে যায়—তখন নির্ভার কণ্ঠে বলে উঠলো—
“পাপা হ্যায় না!”

এই একটা বাক্য বলার সঙ্গে সঙ্গেই শাহরুখ হেসে ঘুরে দাঁড়ালেন। দেখা গেলো, তাঁর কোটের পিঠে একটা কাগজ সেঁটে রাখা—আরিয়ানের পুরো স্পিচ সেখানে লেখা! দর্শক হেসে উঠলো, মুহূর্তটা হয়ে উঠলো নিখাদ বিনোদনের। হয়তো নিছকই শো জমানোর কৌশল ছিলো এটা।

কিন্তু আমার কান আটকে রইলো কেবল ওই তিনটা শব্দে—
“পাপা হ্যায় না!”

ভাবুন তো, শাহরুখের ছেলে বলছে—সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে যদি সে কোথাও আটকে যায়, তবুও সমস্যা নেই, কারণ বাবা তো আছেই!

এমন কথা বলতে পারা, এমন নির্ভরতার অনুভূতি—এটা এক বিশাল আশীর্বাদ। আমাদের সমাজে অনেক সন্তান এর ই এই কথা বলার সৌভাগ্য হয় না।
তাই যখন আরিয়ানের মুখে শুনলাম—গলার ভেতর দলা পাকিয়ে গেলো।

পৃথিবীর সব সন্তান যদি অন্তত একবার বুক ভরে বলতে পারতো—
“পাপা হ্যায় না!”

—দুনিয়াটা হয়তো অনেক সহজ হতো,
আমার বাবা আছে, তাই ভুল হলেও সমস্যা নেই…
বাবাই আমায় সঠিক পথে নিয়ে যাবে।🫰🌷

20/09/2025

20/09/2025

আমার arranged marriage ছিলো। বিয়ের আগে বর কে দেখিনি, চিনতামও না! যদিও উনি আমাকে চিনতেন আর চুপিচুপি ভালোওবাসতেন। তো আজকে ...
20/09/2025

আমার arranged marriage ছিলো। বিয়ের আগে বর কে দেখিনি, চিনতামও না! যদিও উনি আমাকে চিনতেন আর চুপিচুপি ভালোওবাসতেন।
তো আজকে উনি বাসায় আসছে ঢাকা থেকে। আমি বললাম "চলেন বাসররাতের সিন টা রিক্রিয়েট করি।"
আমি বউ সেজে খাটের মাঝখানে ঘোমটা দিয়ে বসে আছি। উনি দরজা খুলে রুমে এসে দরজা লক করে খাটের একপাশে বসে রইলেন। অনেক্ষণ অপেক্ষা করার পর রেগে গিয়ে বললাম,"কি হলো!?ঘোমটা উঠাচ্ছেন না কেন!?" উনি বললেন,"বাসর রাতে তোমার ঘোমটা আমি আধঘন্টা পরে উঠিয়েছিলাম।এখনো ২২ মিনিট বাকি!"
আমি এখনো ঘোমটার ভেতরে আছি আর পোস্ট টা লিখছি।অপেক্ষা করছি কখন আধঘন্টা হবে আর ঘোমটা উঠাবে। তারপর আমি বলবো, "ঘোমটা উঠিয়েছেন কেন!? আপনার আম্মুকে ডাক দিব?🙂

*সংগৃহীত 🌼

স্বামী ছিলেন গির্জার প্রেসিডেন্ট, আর আড়ালে ভয়ঙ্কর সিরিয়াল কিলার! 😳 স্ত্রীর ৩০ বছরের সংসার যেভাবে এক মুহূর্তে ভেঙে গেল...
20/09/2025

স্বামী ছিলেন গির্জার প্রেসিডেন্ট, আর আড়ালে ভয়ঙ্কর সিরিয়াল কিলার! 😳 স্ত্রীর ৩০ বছরের সংসার যেভাবে এক মুহূর্তে ভেঙে গেল।

পলা ডায়েটজ তার স্বামী ডেনিস রেডারকে চিনতেন একজন নিবেদিতপ্রাণ স্বামী, যত্নশীল বাবা এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে। তিনি ছিলেন চার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট এবং বয় স্কাউট লিডার। ৩০ বছরেরও বেশি সময় ধরে, তাদের জীবন ছিল আর পাঁচটা সাধারণ সুখী পরিবারের মতোই।

কিন্তু ২০০৫ সালের ২৫শে ফেব্রুয়ারি, এক মুহূর্তে পলার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায়। পুলিশ তাদের বাড়িতে হানা দেয় এবং ডেনিসকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানান, তার স্বামীই আসলে কুখ্যাত 'বিটিকে কিলার' (BTK Killer)—একজন বিকৃতমনস্ক খুনি, যে ১৯৭৪ থেকে ১৯৯১ সালের মধ্যে ১০ জনকে বেঁধে, নির্যাতন করে হত্যা করেছিল!

প্রথমে বিশ্বাস করতে না পারলেও, ডেনিস যখন আদালতে দোষ স্বীকার করে, তখন পলা এক মুহূর্তও দেরি করেননি। তিনি তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেন, জরুরি ভিত্তিতে ডিভোর্সের জন্য আবেদন করেন (যা আদালত রেকর্ড সময়ে মঞ্জুর করে) এবং এলাকা ছেড়ে চলে যান।

সেই থেকে, পলা ডায়েটজ লোকচক্ষুর আড়ালে রয়ে গেছেন। যে মানুষটির সাথে তিনি তিন দশক কাটিয়েছেন, তিনি যে একজন সিরিয়াল কিলার ছিলেন, তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, শয়তান অনেক সময় আমাদের সবচেয়ে কাছের মানুষের রূপ ধরেই লুকিয়ে থাকে। 🙂

*সংগৃহীত 🥀

19/09/2025

'রাকিন আবসার' কে দেখে আবারো বুঝলাম 'সবচেয়ে বেশি দুষ্টামি করা মানুষগুলার লাইফেই ট্রাজেডি বেশি থাকে!'একটা পডকাস্ট দেখলাম র...
19/09/2025

'রাকিন আবসার' কে দেখে আবারো বুঝলাম 'সবচেয়ে বেশি দুষ্টামি করা মানুষগুলার লাইফেই ট্রাজেডি বেশি থাকে!'

একটা পডকাস্ট দেখলাম রাকিন আবসারের। ওর কথাবার্তা,আচার আচরণ এর জন্য মানুষ ওরে অনেক টাইপের কথা বলে, কিন্তু এই পডকাস্টে ওর 'ম্যানলী' ভাব টা ছিলো অন্য লেভেলের! সেখানেই সে বললো তার মা বাবার বিচ্ছেদ হয়েছিলো যখন তার বয়স ১৩/১৪! এর আগে সে তার বাবাকে অনেক রিকোয়েস্ট করেছে, তার বাবা ডোন্ট কেয়ার মুডে থাকতো,কোনো হেল্প করতো না। তারপর বিচ্ছেদ হয়ে যায়। তার মা তারপর তাদের ভাই বোন কে একা মানুষ করেছে।

তারপর থেকে সে আর তার বাবার সাথে কথা বলে নাই! তার মা আর বোন মাঝেমধ্যে কথা বলে, কিন্তু সে বলেনা৷। তার ভাষ্যমতে যেই মানুষ টা কে সে তার খারাপ সময়ে পায় নাই,তাকে ভালো সময়ে রাখার তো দরকার নাই। তারা অনেক কষ্ট পেয়ে বড় হইছে, এখন সুখে আছে। যার জন্য এতো কষ্ট,তাকে তো আর দরকার নাই এই সুখের সময়ে।

এই চিন্তাভাবনা টা আসলেই সুন্দর, কি দরকার? মানুষ তার 'খারাপ সময়' টা মনে রাখে, যার জন্য খারাপ সময় আসে, তাকে আর লাইফে জায়গা দেয়না!

রাকিন আবসার অনেক ফানি কন্টেন্ট বানায়, কিছু কন্টেন্ট আসলেই প্রশংসার যোগ্য। আমরা এই পডকাস্ট না দেখলে তার লাইফের এই অন্ধকার সাইড টাও জানতাম না!
খুব কষ্ট পেয়ে মানুষজন হয় চুপচাপ হয়ে যায় নাহয় নিজেকে 'ফানি' বানাইয়া ফেলে! সবাই কে হাসাতে হাসাতে নিজের কষ্ট ভুলে থাকার ট্রাই করে!

হিল্লোলকে অসম্ভব ভালোবাসতেন তিন্নি।দুজনের এত ভালোবাসা দেখে অনেকে ঈর্ষা করতেন আবার অনেকে আনন্দ পেতেন।সেই ভালোবাসার একটা ক...
19/09/2025

হিল্লোলকে অসম্ভব ভালোবাসতেন তিন্নি।দুজনের এত ভালোবাসা দেখে অনেকে ঈর্ষা করতেন আবার অনেকে আনন্দ পেতেন।সেই ভালোবাসার একটা করুন পরিনতি হয়েছে।সময়ের স্রোত দুজনকে নিয়ে যায় উল্টো দিকে।সংসার ভাংগে।এরপর হিল্লোল নিজেকে খুঁজে পায় নওশীনের মাঝে।এখন কত সুখী তারা।সংসার করছে জমিয়ে।কিন্তু অপরজন তিন্নির কি হয়েছিলো জানেন?জানলে মন খারাপ হবে!তবুও বলি তিন্নি সুখে নেই।তিন্নির ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে, এই যেন সদ্য উদয় হওয়া সূর্য হঠাৎ ডুবে গিয়েছে।নিজেকে আর আবিষ্কার করতে পারেনি তিন্নি।এত সুন্দর, এত দারুণ অভিনয় এত গুণ থাকার পরেও ভালোবাসা নামক সুন্দর শব্দটা তিন্নির জীবনকে নরকে পরিনত করেছে।।।আমরা অনেকে বলি ভালোবাসা হারালে কেবল ছেলেরা শেষ হয়ে যায়।কিন্তু তিন্নি আমাদের সামনে জলন্ত উদাহরণ ভালোবাসা হারালে মেয়েও শেষ হয়ে যায়।।।তিন্নি কি আজ পরাজিত নাকি হিল্লোল আজ জয়ী?প্রশ্নটা না হয় অসমাপ্ত থাক 💔🥀

18/09/2025

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love & Sorrow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love & Sorrow:

Share