Abdur Rahim

Abdur Rahim Digital Marketer

14/02/2024
আমাদের  এই ক্ষন স্থায়ী জীবনে সঠিক ভাবে বেচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়  ,যেমন - খাদ্য ,বস্ত্র লেনদেন,আচার ব্যবহার,...
08/01/2024

আমাদের এই ক্ষন স্থায়ী জীবনে সঠিক ভাবে বেচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় ,যেমন - খাদ্য ,বস্ত্র লেনদেন,আচার ব্যবহার, অর্থ ,ইত্যাদি...........যা চলার পথে আমাদের সাথে খুব গভীর ভাবে জড়িত । আমরা কি কখনো চিন্তা করে দেখেছি মহান আল্ল্হুর দয়া করা জীবনটা আপনি আর কত সেকেন্ড ধরে রাখতে পারবেন !আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে হাদিস থেকে সংগ্রহ করা এই দুটি পেজ পড়ে দেখতে পারেন যা আপনার বাস্তব জীবনে আরো কাজে লাগতে পারে এবং কিছু ভূল করা থেকে আমাদের বাচাতে পারে । মহান আল্লাহু তালা আমাদের পড়া - বুঝা ও আমল করার তৌফিক দান করুন আমিন।

যদি মনে চাই পেজটি শেয়ার করতে পারেন।

15/11/2023

আজ (১৪/১১/২০২৩) জরুরী কাজ শেষে চিত্রা এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে ঈশ্বরদী যাচ্ছি, সংগে ডিআরএম, ডিটিও রয়েছেন । খুলনা থেকে কোটচাঁদপুর পর্যন্ত ট্রনটি ঘুরে ঘুরে দেখলাম। যশোর অফিসগামী বেশ কিছু কর্মকর্তা পেলাম যারা টিকেট কাটেননি। জিজ্ঞেস করলে জানালেন কাউন্টারে টিকেট পাইনি। প্রকৃত পক্ষে খুলনা কাউন্টারে আমি নিজে দাঁড়িয়ে থেকে শেষ ব্যক্তিকে টিকেট দিয়েছি। আসলে এদের অধিকাংশই টিকেট কাটেননা, ধরা পড়লে কাটেন। কারো কারো স্টাফদের সংগে খুবই খাতির, একজন যাত্রী আমাকে তার রেলের বন্ধুকে চেনানোর বহু চেস্টা করলেন, না চেনায় বড়ই অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং আমাকেই ভূয়া রেল কর্মকর্তা কিনা সন্দেহ প্রকাশ করলেন। বেশ কিছু আইন শৃংখলাবাহিনীর সদস্য পেলাম যারা টিকেট কাটেননি এবং তাঁরা কথাবার্তায় বেশ ডেসপারেট এবং টিকিট না কাটার পক্ষে নানা যুক্তি দেখাচ্ছিলেন। তাঁদের অযৌক্তিক কথা শুনে আমি খুবই বিব্রত। বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। একজন স্বামী দেখলাম তার স্ত্রীসহ সেলফি তোলার খুব চেস্টা করছেন। কিন্তু সুবিধা করতে পারছেন না, মোবাইল টা পড়ে যাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে তাঁদের ছবি তুলে দেবার প্রস্তাব দিলে সাগ্ৰহে রাজী হয়ে গেলেন। আমি তাদের ছবি তুলে দিলাম, অনেক ধন্যবাদ জানালেন, নাতিকে দেখতে চুয়াডাঙগা যাচ্ছেন। হঠাৎ একটি মেয়ে দেখলাম, গভীর মনোযোগের সাথে একটি বই পড়ছে। বই ইদানীং কেউ পড়ে না। তাই খুব ভালো লাগলো। কি ধরনের বই পড়ছো মা ? জিজ্ঞেস করতেই এক গাল হেসে বললো,'' জীবনে কিভাবে সুখী হওয়া যায় সে বিষয়ে পড়ছি?'' এখন সে সুখী, তবে ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমি তাকে শুক্রিয়ার দৃষ্টিভঙ্গি গ্ৰহনের অনুরোধ করলাম, তাহলে জীবন বদলে যাবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী দেখলাম Kotlerএর বই পড়ছে, ম্যানেজম্যান্টের ছাত্রী। মোটিভেশন ও তার প্রক্রিয়া নিয়ে খুচরা আলাপ হলো, মেয়েটি পড়াশুনায় ভালো। এক মেয়ের কান্না শুনে দৌড়ে এলাম। তাঁর মোবাইল, ৭০০০ টাকা ও পাসপোর্টের ডকুমেন্ট ব্যাগ থেকে খোয়া গেছে। তাঁর (নূরজাহান)অবস্থা দেখে ট্রেনের মধ্যে ঘোষনা দিলাম ও পুরস্কারের ঘোষনা দিলাম। কোন সহৃদয় চোর ভাই যদি দয়া পরবশ হয়ে মোবাইল টা ফেরত দিতেন তাহলে এ কৃষকের মেয়েটার খুবই ভালো হতো। মেয়েকে আধা ঘন্টা বুঝালাম, এর চাইতেও যদি খারাপ কিছু হতো তাহলে কি করতে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করছে। তাঁকে দুপুরের খাবারের ব্যবস্থাসহ ক্যাম্পাসে যাওয়ার ব্যবস্থা করলাম। লক্ষ্মী মেয়ে। আমার পেজের কয়েকজন অনুসারীর সাথে দেখা। ছবি উঠতে ভুললাম না। আজকে অনেক শিশুর সাথে আলাপ হলো। এক শিশুর বড় সাইজের টেডি বিয়ার ধরতে গিয়ে শিশুর আক্রমনের শিকার হবার উপক্রম হলাম। সব দিতে পারে এটা দেয়া যাবে না। আবার অন্য দুই শিশুর( মারিয়াম ও আবদুল্লাহ) সাথে আলাপ হলো এরা যা চাই তাই দিয়ে দিতে চাইলো। অন্যরা মায়ের কোলে বসে খোস গল্প করছিল। কোটচাঁদপুর পর্যন্ত মোট ৮০ জন টিকেট বিহীন যাত্রী পেলাম, জরিমানা সহ ভাড়া বাবদ আদায় হলো ১২৮১০ টাকা।

©GM Sir.

10/11/2023

ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। শুধু নিজেকে নিয়ে ভাবেন আপনি এহকালে কোথাথেকে এসেছেন আবার কোথায় চলে যাবেন এবং আপনি সাথে কি নিয়ে যাবেন।

09/11/2023

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। ১ম ধাপের বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের শিক্ষক নিয়োগের সময়সূচী প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক ফেসবুক পোস্টে, প্রথম ধাপের প্রাথমিক নিয়োগ পরীক্ষার তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
১ম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর ২০২৩ তারিখে
সূচীপত্র...
১ম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর ২০২৩ তারিখে
২য় ও ৩য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা, ১ম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখের বিষটি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুব রহমান তুহিন ফেসবুক পোস্টে জানান, ‘১ম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের ১ম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিলো। ১ম দফায় মোট ৩ লাখ ৬০ হাজারের মত আবেদনকারী নিয়োগের জন্য আবেদন করেছেন।
আরো জানুন:
প্রাথমিক নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৩ (রংপুর বরিশাল সিলেট)
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রংপুর বরিশাল সিলেট]
২য় ও ৩য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ
১ম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পর, ধারাবাহিকভাবে ২য় ও ৩য় ধাপের পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। ১ম ধাপের নিয়োগ পরীক্ষা ১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
পরবর্তীতে ২য় ও ৩য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে পরীক্ষার দিন-তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
২০২৩ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ বিষয়ে কোন প্রশ্ন থাকলে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো জানুন:
প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রাজশাহী খুলনা মনমনসিংহ]
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (ঢাকা-চট্টগ্রাম বিভাগ)
তথ্যসূত্র-
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

05/11/2023

আমার এই ভিডিও টি একটু শেয়ার কার যাবে।

04/11/2023
29/10/2023
24/10/2023

Address

Jessore

Telephone

+8801713920069

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Rahim:

Share