Leo's Cat House

Leo's Cat House Let's love all the creatures, Be blessed by the Almighty creator.
(2)

 #জলাতঙ্ক /র‍্যাবিসইনবক্স আজকে ভরে গেছে শুধুমাত্র এই এক প্রশ্নেই যে আমার পোষা বিড়াল/কুকুর থেকে আমার জলাতঙ্ক হবে কিনা? কো...
12/01/2024


#জলাতঙ্ক /র‍্যাবিস

ইনবক্স আজকে ভরে গেছে শুধুমাত্র এই এক প্রশ্নেই যে আমার পোষা বিড়াল/কুকুর থেকে আমার জলাতঙ্ক হবে কিনা? কোথায় কেউ একজন মারা গিয়েছেন সেই লিংক ও শেয়ার করেছেন কয়েকজন....

▪️ বিড়াল কুকুর দিয়ে তখনি জলাতঙ্ক ছড়াবে যদি সেই বিড়াল কুকুর আগে থেকেই অন্য কোনো আক্রান্ত প্রাণির আঁচড় কামড় খেয়ে থাকে।

▪️তারমানে জন্মগত ভাবেই সব বিড়াল কুকুর র‍্যাবিস ভাইরাস ক্যারি করেনা৷ তাই আপনার পোষাপ্রাণিটি অন্য কোনো আক্রান্তপ্রাণির আঁচড় কামড় না খেলে তার আক্রান্ত হবার সম্ভাবনা নেই বললেই চলে। যেসব বিড়াল কুকুর সবসময় বাড়িতে থাকে তাদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম।

▪️নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজেদেরকে (প্রাণি এবং আপনি) অবশ্যই ভ্যাক্সিন করিয়ে নেবেন।

✅ যেসব প্রাণি কামড়ালে র‍্যাবিস ভ্যাক্সিন নিতে হবে----
১) শিয়াল
২) বাদুর
৩) কুকুর
৪)বিড়াল
৫) বেজি
৬) বানর

❌ যেসব প্রাণি কামড়ালে র‍্যাবিস/জলাতংকের ভ্যাক্সিন নেবার প্রয়োজন নেই----
১) ইদুর
২) খরগোশ
৩) কাঠবিড়ালি
৪) গুইসাপ
৫) মানুষ

✅ যেসকল অবস্থায় মানুষের জলাতংকের ভ্যাক্সিন নিতে সমস্যা নাই--
১) গর্ভাবস্থায়
২) মায়ের স্তনদান কালে
৩) শিশু
৪) বৃদ্ধ
৫) অন্য যেকোনো অসুস্থতায়।

▪️ আঁচড় -কামড় খেলে প্রাথমিকভাবে করনীয়---
ক্ষত/আক্রান্তস্থান ১৫-২০ মিনিট ধরে কাপড় কাচা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।

▪️আঁচড় কামড় খেয়ে ফেললে প্যানিকড না হয়ে নিকটস্থ সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যেই মানুষের জলাতংকের টিকা দিয়ে নিতে পারবেন।

📍 তবে সব শেষে কথা একটাই এটা মোটেও হেলাফেলা করার মত ব্যাপার নয়। আপনার বিড়াল কুকুর র‍্যাবিস ভ্যাক্সিন করানো থাকলেও ন্যুনতম ঝুঁকি এড়াতে আপনি নিজেও ভ্যাক্সিন নেবেন।

📍 রিউমার যেভাবে ছড়িয়েছে এখন এই পোস্টটি #শেয়ার করে মানুষের মাঝে আতংক কমাতে সাহায্য করুন...

কার্টেসিঃ Khulna Vet Care

এইটা একটা রসগোল্লা টুপ করে খেয়ে ফেলতে মন চাই 🐾 Allahumma Barik Laha || MASHA ALLAH
12/01/2024

এইটা একটা রসগোল্লা টুপ করে খেয়ে ফেলতে মন চাই 🐾

Allahumma Barik Laha || MASHA ALLAH

22/12/2023

Maghrib Azaan at Mashjid e Nabawi

ওরা আজ নানুবাসায় চলে গেল 😭 আমি কষ্ট পাচ্ছি আর তারা আনন্দে আছে ‼️
17/12/2023

ওরা আজ নানুবাসায় চলে গেল 😭
আমি কষ্ট পাচ্ছি আর তারা আনন্দে আছে ‼️

বিড়াল যেভাবে তার মালিকের প্রতি ভালোবাসা প্রকাশ করে-💢 বিড়াল যখন বুক উঁচিয়ে, কান খাড়া রেখে এবং স্বচ্ছ চোখে তাকিয়ে থাকে বু...
12/12/2023

বিড়াল যেভাবে তার মালিকের প্রতি ভালোবাসা প্রকাশ করে-

💢 বিড়াল যখন বুক উঁচিয়ে, কান খাড়া রেখে এবং স্বচ্ছ চোখে তাকিয়ে থাকে বুঝতে হবে সে তার মালিকানা অনুভব করছে।

💢 যখন সে তার পেট আপনার সামনে উন্মুক্ত করে দিবে তার মানে সে আপনাকে আদর করে দিতে বলছে।

💢 বিড়াল আপনার শরীরে বা কোনো বস্তুর ওপর মাথা ঘষলে ধরে নিন এটি তাদের ভালোবাসা প্রকাশের লক্ষণ।

💢 বিড়ালের লেজও তার খুশির একটি চিহ্ন হতে পারে। যেমন- একটি বিড়াল আপনার কাছে এসে লেজ সোজা করে রাখলে বা শেষের দিকটি সামান্য বাঁকানো থাকলে ধরে নিতে পারেন, এটি তার ভালোবাসা প্রকাশের চিহ্ন।

💢 এছাড়া বিড়ালের আপনার দিকে খোলা চোখ, ধীরে পলক ফেলা মানেই সে সুখী ও মানসিকভাবে প্রশান্ত।

আমার লিও মুয়েজ্জার বাচ্চারা 🥰🥰 Allahumma Barik Lahu || MASHA ALLAH
11/12/2023

আমার লিও মুয়েজ্জার বাচ্চারা 🥰🥰
Allahumma Barik Lahu || MASHA ALLAH

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Leo's Cat House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share