
12/01/2024
#জলাতঙ্ক /র্যাবিস
ইনবক্স আজকে ভরে গেছে শুধুমাত্র এই এক প্রশ্নেই যে আমার পোষা বিড়াল/কুকুর থেকে আমার জলাতঙ্ক হবে কিনা? কোথায় কেউ একজন মারা গিয়েছেন সেই লিংক ও শেয়ার করেছেন কয়েকজন....
▪️ বিড়াল কুকুর দিয়ে তখনি জলাতঙ্ক ছড়াবে যদি সেই বিড়াল কুকুর আগে থেকেই অন্য কোনো আক্রান্ত প্রাণির আঁচড় কামড় খেয়ে থাকে।
▪️তারমানে জন্মগত ভাবেই সব বিড়াল কুকুর র্যাবিস ভাইরাস ক্যারি করেনা৷ তাই আপনার পোষাপ্রাণিটি অন্য কোনো আক্রান্তপ্রাণির আঁচড় কামড় না খেলে তার আক্রান্ত হবার সম্ভাবনা নেই বললেই চলে। যেসব বিড়াল কুকুর সবসময় বাড়িতে থাকে তাদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম।
▪️নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজেদেরকে (প্রাণি এবং আপনি) অবশ্যই ভ্যাক্সিন করিয়ে নেবেন।
✅ যেসব প্রাণি কামড়ালে র্যাবিস ভ্যাক্সিন নিতে হবে----
১) শিয়াল
২) বাদুর
৩) কুকুর
৪)বিড়াল
৫) বেজি
৬) বানর
❌ যেসব প্রাণি কামড়ালে র্যাবিস/জলাতংকের ভ্যাক্সিন নেবার প্রয়োজন নেই----
১) ইদুর
২) খরগোশ
৩) কাঠবিড়ালি
৪) গুইসাপ
৫) মানুষ
✅ যেসকল অবস্থায় মানুষের জলাতংকের ভ্যাক্সিন নিতে সমস্যা নাই--
১) গর্ভাবস্থায়
২) মায়ের স্তনদান কালে
৩) শিশু
৪) বৃদ্ধ
৫) অন্য যেকোনো অসুস্থতায়।
▪️ আঁচড় -কামড় খেলে প্রাথমিকভাবে করনীয়---
ক্ষত/আক্রান্তস্থান ১৫-২০ মিনিট ধরে কাপড় কাচা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।
▪️আঁচড় কামড় খেয়ে ফেললে প্যানিকড না হয়ে নিকটস্থ সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যেই মানুষের জলাতংকের টিকা দিয়ে নিতে পারবেন।
📍 তবে সব শেষে কথা একটাই এটা মোটেও হেলাফেলা করার মত ব্যাপার নয়। আপনার বিড়াল কুকুর র্যাবিস ভ্যাক্সিন করানো থাকলেও ন্যুনতম ঝুঁকি এড়াতে আপনি নিজেও ভ্যাক্সিন নেবেন।
📍 রিউমার যেভাবে ছড়িয়েছে এখন এই পোস্টটি #শেয়ার করে মানুষের মাঝে আতংক কমাতে সাহায্য করুন...
কার্টেসিঃ Khulna Vet Care