Habibullah 81

  • Home
  • Habibullah 81

Habibullah 81 চেষ্টা করতে থাকো একদিন সফলতা আসবেই।
(1)

আলহামদুলিল্লাহ শায়খুল হাদিস আল্লামা মামুনুর হক সাহেব আজ জালিমের কারাগার থেকে জামিনে বের হইছেন।
02/05/2024

আলহামদুলিল্লাহ
শায়খুল হাদিস আল্লামা মামুনুর হক সাহেব আজ জালিমের কারাগার থেকে জামিনে বের হইছেন।

আমার ছাত্রীর হাতে আঁকা ছবি।Today best photo
25/04/2024

আমার ছাত্রীর হাতে আঁকা ছবি।
Today best photo



25/04/2024

ছোট বেলায় কার কি ভুল ধারণা ছিল? হয়ে যাক স্মৃতিচারণ।

24/04/2024

বাংলাদেশের কিছু বিখ্যাত আম।কার কোনটা পছন্দের বলে যাবেন।
#আম

22/04/2024

এই গরমে এসি ছাড়াই ঘর এসির মতন ঠাণ্ডা রাখার কিছু কার্যকরী টিপস।
১| প্রথমত ... See more

20/04/2024

আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে একবার অনাবৃষ্টির দরুন দুর্ভিক্ষ হয়। চারিদিকে খাদ্য সংকট।

মানুষজন অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছিলো। ঠিক সেই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক কাফেলা মদীনায় পৌঁছে। ১০০ উট বোঝাই পণ্য।

মদীনার ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হয়। তারা বলে তাদের কাছে পণ্য বিক্রি করতে। উসমান রাদিয়াল্লাহু আনহু যদি পণ্য বিক্রি করেন, খুচরা ব্যবসায়ী বেশ লাভবান হবে। তারা চাইলে পণ্যের দাম একটু বাড়িয়ে বিক্রি করতে পারবে। চারিদিকে যেহেতু খাদ্যের সংকট, মানুষজন দামের দিকে তাকাবে না।

উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, “আমাকে কতো লাভ দিবে?”

ব্যবসায়ীরা বললো, “দশের বিনিময়ে বারো।”

উসমান রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বললো- “দশের বিনিময়ে পনেরো।”

উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, “তোমরা কি দশের বিনিময়ে একশো দিতে পারবে?”

অর্থাৎ, দশগুণ বেশি দাম। যে পণ্য তিনি ১০০ টাকায় কিনেছেন, সেটা ১০০০ টাকায় বিক্রি করতে চাচ্ছেন। ব্যবসায়ীরা বেশ অবাক হলো। কারণ, এতো দাম দিয়ে পণ্য কিনে তারা বিক্রি করবে কিভাবে?

অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, “তাহলে যিনি আমাকে দশের বিনিময়ে একশো দিতে পারবেন, তার কাছে আমি পণ্য বিক্রি করবো।”

ব্যবসায়ীরা হাল ছেড়ে দিলো। তারা ভেবে পাচ্ছিলো না মদীনায় কোন এমন ব্যবসায়ী আছেন, যিনি দশগুণ বেশি দামে পণ্য কিনবেন?

উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, “আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার সমস্ত পণ্য গরীব মুসলমানদেরকে দান করে দিলাম।”
[ড. আলী মুহাম্মদ সাল্লাবী, উসমান ইবনে আফফান, পৃষ্ঠা ১০০]

উসমান রাদিয়াল্লাহু আনহু যেমন ধনী ছিলেন, তেমনি ইসলামের সেবায় অকাতরে দান করতেন। তাঁর দানকৃত অর্থের পরিমাণ বর্তমান সময়ের আলোকে গণনা করলে দেখা যাবে সেটা কয়েকশো কোটি টাকা হবে!

সুবহানআল্লাহ, কি অভিনব ব্যবসায়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন আমিন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Habibullah 81 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habibullah 81:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share