21/07/2025
যশোর অভয়নগর উপজেলা
৫ নং শ্রীধরপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড
পার্শ্ববোতী ৬ নং বাগুটীয়া ইউনিয়ন
অর্থাৎ দুই ইউনিয়নের বর্ডার ও সীমান্তবর্তী এলাকা হওয়াতে, সকলের অবহেলা অবজ্ঞাতে এই কাজ সম্প্রসারণ আজ পর্যন্ত হয়নি,
বাংলাদেশ স্বাধীনের পর থেকে সকল শ্রেণীর প্রেশার মানুষের এখানে বসবাস বৃহত্তর একটা জনগোষ্ঠী প্রত্যেকটা জায়গায় টুকি টাকের সমস্যা লেগেই আছে নহলাল লোক যদি কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে উন্নয়নমূলক কাজ সম্প্রসারণ করা সম্ভব, সেই মিস্ত্রি পাড়ার কথা বলছিলাম চতুর্দিকে কাঁচা বৃষ্টি হলে মোটরসাইকেল ভ্যান বাইক পায়ে হেঁটে যাওয়ার মত পরিবেশ থাকে না ,মধ্যে পুর গ্রামের মশিয়ার মল্লিকের ছেলে সাব্বির আহমেদের উদ্যোগে নিজের অর্থায়নে তিন থেকে চার হাজার ইট বালু মিস্ত্রি লাগিয়ে রাস্তাটা দুই সাইডের পাকা রাস্তার সাথে মিশায় দিছে ,এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এরকম চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষ যদি করে তাহলে কিন্তু টুকিটাকি সমস্যা গুলো সমাধান হওয়া সম্ভব আমাদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জয় হোক মানবতার ও মানবিকতার একজন মানবাধিকার কর্মী আমাদের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শুভ হোক তার আগামী পথ চলা এই শুভ প্রার্থনা।