30/10/2024
যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়,সেই জুতো জোড়া ছিড়ে যায় জলদি। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়,সে জামাটায় হয়তো রং লেগে যাবে আর না হয় মাংসের ঝোল! যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে উঠে,সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট! যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়,সে মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও 'না থাকার মতো করে' থাকবে!
আসলে সব ঝামেলা এই 'প্রিয়' শব্দটাকে নিয়েই।যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি,সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে! 🌸